নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

এতটা শক্ত নয়

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩


পথের দৈর্ঘ্য কমতে থাকলে ইদানিং যাত্রার ক্ষুধা বাড়ে, তখন
নদী ও সাগরের কাছে অারো বেশি যেতে চাই মন,
অথচ পাট ক্ষেতের ছায়া বার বার দেখিয়ে দেয়
পড়ন্ত বিকেল

এখন ওপারে গেলেই তো ঘিরে ধরবে অন্ধকার !

ভাবি, রাতটা তাহলে একটু ঘুমিয়ে নিই
সকালটা নিশ্চয় ধরে অানবে কিছু দৌড়-ঝাপ,
তারপর ১০১টা বুক ডাউন এর পর দেবো রকেট-দৌড়
তাতে যদি পায়ের কাছে এসে হাজির হয় নদী ও সাগর

এই ভেবে নাস্তার টেবিলে গিয়ে বাড়ে মুখের বিঃস্বাদ
হঠাৎ প্লেটের উপর দিয়ে হেঁটে যায় চার পায়ে তেলাপোকা
অার কিছু লাল পিঁপড়ে এগিয়ে অাসে অামার দিকে

অথচ তখনো অামি দিব্যি বসে অাছি...

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

সনেট কবি বলেছেন: ভাল

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: ১০১ টা বুক ডাউন??? !!!!!!!!!!!!
আমি তো ১০ টাই দিতে পারি না।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

সাইন বোর্ড বলেছেন: পারলে অারো একবার পড়ুন, ধন্যবাধ ।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

সৈয়দ ইসলাম বলেছেন:
অথচ তখনো আমি দিব্যি বসে আছি
আর আমরা
আপনার কবিতা পড়ে যাচ্ছি!।।।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগলো

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা, ভালো লাগলো দারুণ কথামালা

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

বিজন রয় বলেছেন: এখন ওপারে গেলেই ঘিরে ধরবে অন্ধকার।

এখানে ওপারে বলতে কোন পারের কথা বুঝিয়েছেন??

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪২

সাইন বোর্ড বলেছেন: পরপার । অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৫

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২য় লাইনে কি "চাই" < "চায়" হবে?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

সাইন বোর্ড বলেছেন: অামি ঠিক নিশ্চিঃ নই, তবে চায় হওয়ার সম্ভাবনায় বেশি । ধন্যবাদ অাপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.