নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

জল পড়ে পাতা নড়ে-১

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০


কাউয়া//

তালগাছ ছাড়াও যে তাল ফেলতে পারে
অন্ধকারে কা কা করা তার অভ্যাস,
চড়ুই পাখি যতই অভিশাপ দিক -

এটাই তোর শেষ ভাদ্র মাস !

ভয়//

মাথাটা কিনে নেবার পরও
যদি মগজ না পাওয়া যায়, তবে

মেরুদণ্ডের ব্যথা বাড়তেই থাকে...

ঐক্য//

ঝড় উঠার পর'ই কেবল বোঝা যাবে
পাতা ও ডালের সখ্যতা কত, এবং

বাতাসকে মোকাবেলা করার কৌশল ।

অাবার ক্রিকেট//

হারতে হারতে অামাদের জেতাটা
প্রায়'ই খুব কঠিন হয়ে যায়, তাই
একবার যখন জয় করি সিন্ধু ও যমুনা,
তখন বুকের মধ্যে পুরানো রেডিওটা

পড় পড় করে বেজে উঠে...


মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০

সাইন বোর্ড বলেছেন: জানলাম এবং ধন্যবাদ ।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

নীল আকাশ বলেছেন: অসম্ভব সুন্দর একটা লেখা দিয়েছেন।
আমরা আরো এরকম লেখা চাই।
ধন্যবাদ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল, ধন্যবাদ ।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

বাকপ্রবাস বলেছেন: ভয়টা দারুণ ছিল, সবগুলো সুন্দর

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল, ধন্যবাদ ।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৬

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সুন্দর পোস্ট। আমার ব্লগ বাড়িতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, অামন্ত্রণ গ্রহণ করলাম ।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০০

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.