নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

হাঁচি

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৫


- এই যে ভাই, একটু সরে দাঁড়াবেন ?
- কেন ?
- আমার হাঁচি আসছে ।
- বাসা থেকে দিয়ে আসতে পারেননি ?
- বাসাতেও দিয়েছি, এখন আবার আসছে ।
- তাহলে নিশ্চয় আপনাকে করোনাভাইরাসে ধরেছে, বাসা থেকে কেন বের হয়েছেন ?
- আপনি যে কারণে বের হয়েছেন, আমিও ঠিক একই কারণে বেরিয়েছি ।
- আরে মিয়া,আমি তো আপনার মত যেখানে সেখানে হাঁচি ডেলিভারি দিয়ে বেড়াচ্ছি না ।
- ভাই, এখনো দিইনি তবে মনে হচ্ছে দিতে হবে ।

এর পর পরই শফিক মিয়া দু'হাত দিয়ে নাক-মুখ চেপে ধরে দুটো হাঁচি দিল । সাথে সাথে চারদিক থেকে চার/পাঁচ জন লোক ছুটে আসল । এদের মধ্যে শক্ত-সামর্থ গোছের একজন তার শার্টের কলার ধরে তাকে মারার জন্য প্রস্তুতি নিলে কয়েক জন চিল্লায়ে বলল, আরে ভাই, রাখেন রাখেন । বুঝতে পারছেন না, আপনি তো উনার কলার ধরে একেবারে ফেঁসে গেছেন ! উনার সারা শরীর জুড়ে করোনাভাইরাস থক থক করছে । তাই এভাবে নয়, উনাকে মারতে হবে বড় শুকনা লাঠি দিয়ে দূর থেকে ।

শেষ পর্যন্ত অবশ্য পুলিশের মধ্যস্থতায় শফিক মিয়া চৌদ্দ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার শর্তে নাকে খত দিয়ে এ যাত্রা রক্ষা পেল ।

কয়েকদিন আগে ভারতে প্রকাশ্যে একজন হাঁচি দেওয়ার কারণে সাধারন মানুষ তাকে পিটিয়ে মেরে ফেলেছে । বোঝায় যাচ্ছে, আমরা খুব করুণ সময় পার করছি । সামান্য হাঁচিও মানুষের মৃত্যুর কারণ হতে পারে - এটা ভাবায় যায় না । মহামারি করোনাভাইরাস আমাদেরকে কিছু ক্ষেত্রে মানবিক করে তুললেও বেশিরভাগ ক্ষেত্রেই হিংস্র ও অমানবিক করে তুলেছে । তাই, আমরা ঘরে-বাইরে যেখানেই হাঁচি দিই না কেন,অবশ্যই সতর্কতার সাথে দিতে হবে, কারণ হাঁচির মাধ্যমেই সব চেয়ে বেশি ছড়ায় এ ভাইরাস ।





মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হুজুগে বাঙ্গালী।
একবার যদি কোন একটা
ইস্যুপায় তা হলে হিসু দিয়ে
নরক গুলজার করে ছারে।
একবার ছেলে ধরার ইস্যুতে
এক মা তার সন্তানকে কোলে
নিবার কারণে ছেলে ধরা সন্ধেহে
পিটিয়ে মেরে ফেলেছিলো।

২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০২

সাইন বোর্ড বলেছেন: হুজুগে বাঙাল কথাটা তো আর এমনি এমনি আসেনি । তবে এই মুহুর্তে সতর্কতাই আসল । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন ।

২| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: ৬০ জেলায় ছড়িয়েছে করোনা।
বাকী ৪ জেলায় পৌছাতে বেশী দেরী নাই ।

২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০১

সাইন বোর্ড বলেছেন: এখন কাঠফাটা রোদ আর কাঁঠাল পাকা গরম দরকার । কিছুটা হলেও যাতে ভাইরাসের সাথে যুদ্ধ করতে পারে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন ।

৩| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৩৬

নেওয়াজ আলি বলেছেন: আগামী কাল হতে হাঁচি আরো বাড়বে ।

২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৯

সাইন বোর্ড বলেছেন: সেটা তো বোঝায় যাচ্ছে । জানিনা সামনে কি দিন অপেক্ষা করছে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন ।

৪| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: বাসায় অন্য কারনে হাঁচি দিলেও বাবা মা ভয় পেয়ে যায় । সেদিন ধুলো লাগায় একবার দুইবার হাঁচি দিয়েছি । আর রাতে দেখি বাবা ওষুধ খেতে বলে । আর মা নরমাল কাশি হোক হাঁচি হোক, বলে আস্তে দাও পাশের বাসার মানুষ শুনবে :|

২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৮

সাইন বোর্ড বলেছেন: আমার অবস্থা আরো খারাপ, হঠাৎ হঠাৎ মনে হয় গলার ভেতর ব্যথা করছে, শুরু করি গরম পানি দিয়ে গড়গড়া, ভাঁপ নেওয়া আরো অনেক কিছু । কিন্তু আল্লাহর রহমতে এখন পর্যন্ত পরিবারের সবাইকে নিয়ে সুস্থ্য আছি । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.