নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
#
আমার গ্রামও কি তবে ফেঁসে যাচ্ছে ?
দুই দিন আগেও যেখানে না যেতে পারার জন্যে
ছিল জল-তরঙ্গ দুঃখ আর কলসভাঙ্গা ক্ষোভ,
সেই গ্রামের পাশেই এখন পাওয়া গেছে করোনা রোগী;
একজন নয়, কয়েকজন
রাখাল, তুমি কি বাঁশি বাজাইলে ?
এই দিন-দুপুরেও কালসাপ আসল -
নদী, মাঠ, ফসল, চরাচর পেরিয়ে
গ্রামে, একেবারে মাটির কাছে !
#
তুমি গোলপাতার ছাউনি দিয়ে ঘর বানাও
লোকালয় থেকে দূরে, সবুজ বন, লতা-পাতা ঘিরে
আমি আরেকবার যাযাবর হতে চাই,
পর জনমে নয়, এই জনমে ।
২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৮
সাইন বোর্ড বলেছেন: ভাল থাকুন এবং নিরাপদ থাকুন
২| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪২
নেওয়াজ আলি বলেছেন: Excellent
২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৮
সাইন বোর্ড বলেছেন: ভাল থাকুন এবং নিরাপদ থাকুন
৩| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১৮
সাদা মনের মানুষ বলেছেন: জানিনা করোনা আমাদের ভবিষ্যত কে কোথায় নিয়ে যাচ্ছে।
২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
সাইন বোর্ড বলেছেন: খুব দুঃশ্চিন্তা হচ্ছে, জানিনা সামনে কি অপেক্ষা করছে । ভাল থাকুন এবং নিরাপদ থাকুন ।
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।