নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

মা এবং না মহামারি

০১ লা মে, ২০২০ সকাল ১১:৩৪

# মা

কেউ ধরেনি, ধরলে যদি আক্রান্ত হয়ে যাই ?
মা একাই নিয়ে যায় তার সন্তানকে, কবর দিতে ।

ছেলেটি মারা গেছে করোনা উপসর্গে

টেস্ট রিপোর্ট আসতে আসতে আরো কত লাশ এভাবে হয়ে যাবে অচ্ছুৎ,
কে জানে !

# না মহামারি

মহামারি নয়, তবু কিছু লাশ
এভাবেই পড়ে থাকে হাসপাতালের করিডোরে, এখানে সেখানে;
আপন জনেরা কেউ আসেনি, আসবেনা
এদের সৎকারে

এদের জানাজায় অংশগ্রহণ করবে পৃথিবীর ভারি বাতাস
তবু কিছু মুখ লুকিয়ে লুকিয়ে কাঁদবে দূরে, দরজা বন্ধ করে

মানুষ না জানলেও জানে বিধাতা, তোমরা কত অসহায় !

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২০ সকাল ১১:৪০

নেওয়াজ আলি বলেছেন: তাদের বিচার রোজ কেয়ামতে হবে

০১ লা মে, ২০২০ সকাল ১১:৪৩

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২| ০১ লা মে, ২০২০ দুপুর ১২:১১

সেলিম আনোয়ার বলেছেন: নির্মম।

০১ লা মে, ২০২০ দুপুর ১২:২০

সাইন বোর্ড বলেছেন: সময়ের ছবি, নির্মম তো বটেই । ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৩| ০১ লা মে, ২০২০ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: মর্মান্তিক।

০১ লা মে, ২০২০ বিকাল ৪:২৩

সাইন বোর্ড বলেছেন: এসব মর্মন্তিক ছবি দেখলেও খুব কষ্ট লাগে । কিন্তু এটাই বর্তমান অবস্থা । ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৪| ০১ লা মে, ২০২০ বিকাল ৩:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
'এই অমানাবিকতার দিন একদিন শেষ হবে
আবার নতুন আশা নিয়ে উদিত হবে ভোরের সূর্য্য
তখন মানবতা আবার ফিরে আসবে পৃথিবীকে
স্বর্গ বানাতে।

০১ লা মে, ২০২০ বিকাল ৪:২৪

সাইন বোর্ড বলেছেন: সেই দিনের প্রত্যাশায় রইলাম.....

ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.