নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

রোজার মাস

০২ রা মে, ২০২০ সকাল ১১:১১


এভাবে আসেনি আগে
হলুদ চোখে নির্ঘুম অন্ধকারে, দুঃস্বপ্নের রাতে ।
সকাল হলেই যেমন গিন্নীর তাড়া ছিল, এখনি বাজারে যাও
চর্বিওয়ালা ইলিশ নিবে, নদীর পাবদা, শিংমাছ,
গলদা চিংড়ি, দেশী মুরগি আর খাসির মাংস

খবরদার, রােজার মাসে গরুর মাংস একদম খাওয়া যাবেনা

কাঁঠালের মোচাতে সেসব আজ শুধুই হা-পিত্যেশ
গোঁফে তেল দিয়েও এখন আর পাওয়া যাবেনা কাঁঠাল,
ঘরে যা আছে, তা দিয়েই বরং ইফতারি বানাও
ছোলা কিনতেও বাজারে যাওয়া যাবেনা;
দিন-দুনিয়া আজ সব করোনা আর করোনা !

পারলে জিহবাকে বন্ধক দাও হে ঐ দরিদ্র মানুষের কাছে
যারা সারা বছরই রোজা রাখে অভুক্ত থেকে,
জেনে নাও এবার প্রকৃত রোজাদার কে ?

আর অপেক্ষা করতে থাকো চক বাজারের ইফতারে
নান্না অথবা হাজির বিরিয়ানিতে কিংবা মামা হালিমে

যদি কখনো আবার সুদিন ফিরে আসে ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২০ দুপুর ১২:১৩

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ । খুবই ভালো লাগলো।

০২ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:১৯

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

২| ০২ রা মে, ২০২০ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: ভালো। ঝামেলা বিহীণ কবিতা।

০২ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:২৬

সাইন বোর্ড বলেছেন: সময়টা কিন্তু মোটেই ঝামেলা বিহীন নয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.