নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমালোচনা

জামিউল আলম

সমালোচনা

জামিউল আলম › বিস্তারিত পোস্টঃ

উদ্দেশ্য-('হুগো' থেকে আমি পর্যন্ত)

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০৬

/*সব যন্ত্রেরই একটা উদ্দেশ্য রয়েছে।ঘড়ি সময় বলে,ট্রেইন ভ্রমন করায়......... প্রতিটা যন্ত্র সেই কাজটাই করে যেটার উদ্দেশ্যে তাকে বানানো হয়েছে।তবে অকেজো যন্ত্রকে দিয়ে কাজ আদায় করা সম্ভব নয়।হয়তোবা এই কারনেই ভাঙ্গা যন্ত্র দেখে আমরা হতাশ হই।

সম্ভবত,এটা মানুষের ক্ষেত্রেও সত্য।আপনি আপনার উদ্দেশ্য হারিয়ে ফেলেছেন,তার মানে এই যে আপনিও ভাঙ্গা যন্ত্রের মত।

গোটা বিশ্ব আমার চোখে এক বিরাট যন্ত্র।যন্ত্রে কখনই অতিরিক্ত অংশ থাকে না।যন্ত্রে ঠিক ততটুকুই থাকে যতটুকু তার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রয়োজন।তাই আমি মনে করি সমগ্র পৃথিবী যদি একটা যন্ত্র হয় তাহোলে আমি কখনই সেটার অতিরিক্ত অংশ হতে পারবো না।আমাকে এখানে অবশ্যই কোন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য থাকতে হবে।তার মানে আপনিও এখানে কোন বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষেই এসেছেন।*/

কথাগুলো 'হুগো' মুভির।আমার ভিতরেও একই কথা ছিলো তবে বলার মত জ্ঞান হয়ে উঠে নাই এখনও।কোনদিন জ্ঞান হবে কি না সেটা একেবারেই অনিশ্চিত।তাই মুভি দেখার সাথে সাথে কথাগুলোও মনের মধ্যে গেঁথে রেখেছিলাম।যদিও,এই মুহূর্তে আমি বলতে পারছি না আমার সঠিক উদ্দেশ্য কি।তবে একাগ্রচিত্তে ভাবনা নিশ্চই একদিন আমাকে আমার উদ্দেশ্যের নিকটে নিয়ে যাবে।আমার ভেতরের যন্ত্রটা ততদিনই সচল রাখতে হবে যতদিন আমি আমার উদ্দেশ্যকে খুজে না পাই।



[ভাবানুবাদ করতে চেষ্টা করেছি।উত্তম,মধ্যম আর নাম পুরুষ একেবারে মুভির সাথে নাও মিলতে পারে।কেননা,পুরুষ মেলানো আমার উদ্দেশ্য ছিলো না। ]

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

শরৎ চৌধুরী বলেছেন: খুব ভালো পোষ্ট। +। আর মুভিটাও খুব চমৎকার।

২| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

মাহফুজ তানিম বলেছেন: বস আপনার লেখা অসাধারন।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৫৬

জামিউল আলম বলেছেন: :) অ্যাপ্রেশিয়েশন পেয়ে খুব ভালো লাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.