নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

আকাশের চিঠি; চার

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৩



১৪ জুন ০৯

নীল... আর কতদিন অপেক্ষাকাল? তুমি তো জানো অপেক্ষা মৃত্যুর চেয়েও কঠিন। জীবন যেন এক বিন্দুতে থমকে আছে। এ ভাবে বাঁচার কি মানে বলো? হাসি, আনন্দ ঝর্ণাধারার মতন বয়ে যাওয়া সব ফল্গুধারা মরুভুমির মরীচিকায় শুধু খোঁজে তোমার ছায়া ।

খেতে ঘুমাতেও ইচ্ছা করে না। ভাবি শুধু তোমার কথা তোমার স্মৃতি..এই বিশাল পৃথিবীর কোথায় কোন কোনে তুমি আছো? মেঘের কাছে প্রার্থনা করি তোমার খবর এনে দেওয়ার। মুক্ত বিহঙ্গ ঘুরে বেড়ায় দেশে দেশে, যদি দেখে থাকে তোমাকে কোথাও বৃষ্টির ফোটায় তবে আমার কাছে পৌঁছাতে পারে তোমার খবর। বৃষ্টি এলেই আমি তাই ভিজি বৃষ্টিধারায় খুঁজি তোমার ঘ্রাণ । নিঃশ্বাস টেনে পেতে চাই তোমার ঘ্রাণ অনুভব। আকাশ মর্ত পাতাল সব ছাপিয়ে তুমিই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন বোঝ না? কেন তুমি শুনতে পাওনা আমার প্রাণের আকুতি। না কী ভুলে গেছো... ?

না না না হতে পারে না তুমি ভুলতে পারো না আমাকে, এমন অপছায়া কথা ভাবতেও পারিনা, দেখো আমার গায়ে কাঁটা দিচ্ছে। তুমি এসো নীল, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি...কার আশায় আবার তোমার আশায় প্রথম প্রেম। আমার আজীবন ভালোবাসা।

কত অপেক্ষা কত লুকো ছাপা, কত মুখ ফাঁকি দিয়ে আমরা বছরের পর বছর পারি দিয়েছি। সেই স্কুল জীবন থেকে শুরু হয় তোমার আমার যাত্রা। একে একে কলেজ বিশ্ববিদ্যালয়ের সব গন্ডি পারি দিয়ে নতুন চাকরী পেয়েই আমরা ঘর বাঁধি কত প্রতিক্ষার পর। প্রতিদিন প্রতি মুহুর্ত জীবন্ত। সমস্ত বাঁধা বিপত্তির মাঝেও আমরা ভালোবাসার কারুকার্যময় কাঁথা জড়িয়ে হারিয়ে যাই নিজের মাঝে। উজ্জ্বল সে দিনগুলি আমাকে ডাকে সারাক্ষণ । অমলিন বড় জীবন্ত এখনো সে সুখ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৭

টুম্পা মনি বলেছেন: খুব মিষ্টি একটা চিঠি। অনেক ভালো লাগল।

আমার প্লাস বাটনটা কাজ করছে না। তাই প্লাস দিতে পারলাম না। মন খারাপ করবেন না যেন।

আরো সুন্দর সুন্দর চিঠি লিখুন। আকাশ চিঠি! শুভকামনা।

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৮

রোকসানা লেইস বলেছেন: অনেক ভালোলাগা টুম্পামনি
এই পড়াটাই প্লাস হয়ে থাকল।

চোখ রেখো আসবে অনেক চিঠি

শুভেচ্ছা

২| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: প্লাসও কাজ করে না....প্রিয়ও কাজ করে না.........



ভালো লাগলো চিঠি

:) :) :)

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩০

রোকসানা লেইস বলেছেন: অনেক কিছু কাজ না করার মাঝেও চিঠিটা পড়া যাচ্ছে এটা অনেক বড় কাজ........

অনেক ভালোলাগল জেনে

শুভেচ্ছা ইরফান আহমেদ বর্ষণ

৩| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৭

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: আপনার এ চিঠিটা পড়ে এ কথাই মনে হল, ঃ
"চুপ করে চাঁদ সুদূর গগনে
মহাসাগরের ক্রন্দন শোনে
ভ্রমর কাঁদিয়া ভাঙাতে পারেনা কুসুমের নিরবতা"
নীল কি শুনতে পায় না?!!!!!!!

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৯

রোকসানা লেইস বলেছেন: বাহ্ ...খুব সুন্দর করে বললেন মোঃ খালিদ সাইফুল্লাহ............


ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.