নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

আকাশের চিঠি:আট

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৫



৩০ সেপ্টেম্বর ০৯

নীল,

মাঝে মাঝে আমর জীবনযাত্রা স্থবীর হয়ে যায় তোমার ভাবনায়। অনেক বড় ক্ষতি হলো মিটিংটা ঠিক মতন না করায়। ক্লায়েন্ট আবার কবে সময় করতে পারবে অথবা আমার উপর আদৌ ভরসা রাখতে পারবে কিনা কে জানে। এক কান দু কান করে কথাটা বিস্তার লাভ করলে আমার কাজের বারোটা বেজে যাবে। তুমি নেই কত দিন, খেতে পরতে তবু হয়। বাড়ির মর্গেজ দিতে হয় তাই কাজে যাওয়া। নয়তো আমার কিছুই করতে ইচ্ছা করে না।

কী করব আমি? কেমন করে ভুলে থাকব তোমাকে বলো। এক আত্মার দুটি শরীর এই তো আমি জানি এতকাল। আত্ম ছেড়ে শুধু শরীর নিয়ে কেমন করে বেঁচে আছো তুমি? আমি আত্মাবিহীন খাঁচা নিয়ে কি ভাবে চলছি তুমি কী একবারের তরে ভাবছো? এই উল্টাপাল্টা,সব ভুলে যাওয়া বর্তমান থেকে বারে বারে হারিয়ে যাওয়া এ সব তোমার বিরহে নীল। আমার এই দুঃসহ অন্ধকার জীবন আলোয় আলোয় আলোময় করে তুলো সেই আগের দিনের মতন। চলো হারিয়ে যাই আমরা উচ্ছোল ঝর্ণাধারা হয়ে। তুমি এসো তুমি এসো তুমি এসো।

অপেক্ষায়

হৃদয় তোমার

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০১

রাইসুল বাঙ্গালী বলেছেন: আগে কত চিঠি লেখতাম! এখন কেবল স্মৃতি! আপনার চিঠিগুলা সুন্দর!

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২৭

রোকসানা লেইস বলেছেন: চিঠির আবেগটা এখনের প্রজন্ম চিনবে না!
শুভেচ্ছা আপনাকে

২| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর চিঠি ! তারিখটা বুঝে আসিনি ।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২৮

রোকসানা লেইস বলেছেন: হুম এসেছে মিলে গিয়েছিল নাম্বারের সাথে

ঠিক করে দিয়েছি
ভালো থাকুন

৩| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৯

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: "আত্ম ছেড়ে শুধু শরীর নিয়ে কেমন করে বেঁচে আছো তুমি? আমি আত্মাবিহীন খাঁচা নিয়ে কি ভাবে চলছি তুমি কী একবারের তরে ভাবছো?"
নীল নিঃশ্চয় আসবে! নীলকে আসতে হবে!!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২২

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.