নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

যন্ত্রনার যাঁতাকলে প্রেম

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৮

গুটিগুটি পায়ে বছরটা পার হয়ে গেলো প্রায়। আগামীর অনেক রকম প্রস্তুতি চলছে সবার মাঝে। নতুন বছরে নতুন কিছু করা। সাফল্যকে আরো এগিয়ে নিয়ে যাওয়া বা ব্যর্থতাকে দূরে ঠেলে নতুন যাত্রা শুরু করার চিন্তা প্রতিটি মানুষের মন জুড়ে।

বই প্রকাশ, বই মেলা লেখক, প্রকাশদের অনেকটা জায়গা দখল করে আছে এই সময়। বছরের শুরুর এই বিশাল আয়োজনে কিভাবে যোগ দেয়া যায় তার প্রস্তুতি সেরে নিচ্ছেন সবাই নিজের মতন। শেষ মুহুর্তে লেখায় ব্যাস্ত অনেক। অনেকে মন খারাপ করে ইতি উতি দেখছেন। লেখার ভান্ডার হাতে নিয়ে। কেউ কী সুহৃদয় হয়ে এগিয়ে আসবে প্রকাশনার জন্য।

প্রকাশক, সার্থক প্রতিষ্ঠিত লেখক খুঁজছে। তাগদা দিয়ে আরেকটা বই যদি নামিয়ে আনা যায় হয়ত ভালো ব্যবসা হয়ে যাবে।

লেখক, কবি, শিল্পী কেউ কি কখনও নিজের সাবলীল সুকুমার শিল্প চর্চার কোন সম্মান পেয়েছেন প্রথম অবস্থায়। জীবনদশায় খুব কম জনই নিজের প্রতিষ্ঠা দেখে যেতে পেরেছেন্ বেশীর ভাগ ধুকে ধুকে নিজের অস্থিত্ব বিলীন করে সাধনা করে গেছেন অন্তরের ভালোবাসার।

অনেক নামী লেখক প্রকাশকের দ্বারে দ্বারে ঘুরেছেন নিজের লেখা নিয়ে। আর পেয়েছেন অবহেলা চুড়ান্ত রকম।

বর্তমানের লেখকরা অনেক ভালো অবস্থানে আছেন। আগের মতন হতো দরিদ্র অবস্থা নেই। অনেক লেখকের কাছে লেখা যেমন আসে টাকাও আসে। নিজের লেখা বই আকার দিতে, প্রকাশককে টাকা দিয়ে প্রকাশ করতে অনেকেরই তাই খুব খারাপ লাগে না। বরং বেশ উৎসাহ পান। বই হয়ে যাওয়ার।

কতটা সংকির্ন যন্ত্রনা ভাবতে পারিনা। নিজের লেখা নিজের টাকায় প্রকাশ করে কি আনন্দ পাওয়া যায়।

আজকাল শুনেছি প্রকাশকরা দুশ বা তিনশ বই লেখককে কিনে নেওয়ার ওফার দেন। হাজার কপি হলে ঐ দুতিন শ বইয়ের টাকায় বই প্রকাশ হয়ে যায়। বাকি ছয় সাতশ বই প্রকাশক কি করেন? কোন পাঠক আর কিনে বই পড়েন না। কোন বই বিক্রি হয় না। তাই প্রকাশকের ব্যবসা অলাভজনক সব সময়। অথচ প্রকাশকরা থাকেন সব সময় বছরের পর বছর অসফল ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে নিয়ে যাচ্ছেন। কোন লাভ ছাড়া।

দু চার জন সফল লেখক যারা প্রথম জীবনে প্রকাশকের অবহেলার শিকার হয়েও লেখা পৌঁছে দিয়েছেন পাঠকের কাছে তারা ছাড়া। অসংখ্য প্রথম প্রেমের মতন ভালোলাগার লেখক মন, মধ্যসত্ব ভোগের যাঁতাকলে পিষ্ট হতে হচ্ছে অনবরত।

দিন রাত এক করে যে লেখাটি হৃদয়ের সুকোমল পদ্মাসনে রাখেন লেখক। প্রকাশক বই করে সে লেখা গুমটি ঘরে জমিয়ে রাখেন।

কখনও কোন বই বিক্রি হয় না, কখনও লেখক কোন টাকা পয়সা পান না। বরং নিজের লেখা বই নিজে কিনে প্রকাশকের হাতে তুলে দেন টাকা। অনাবিল এক অভিমান বুকে ভাবতে থাকেন নতুন লেখার প্লট। কারণ লেখক তার লেখা ছাড়তে পারেন না।

বিদেশে থাকা কিছু লেখক নিজের বই প্রকাশ করে, শ দুই বই বিদেশের পরিচিত বন্ধুদের কাছে বিক্রি করে, নিজের টাকাটা উঠিয়ে নেন। ব্যস আবার নতুন বই লিখতে বসেন পরবর্তি মেলার প্রস্তুতি নিয়ে।

একটা বইয়ের লেখা কী শুধুই নিজের পরিচিত বৃত্তের মধ্যে ঘুরে বেরাবে। এতে কী লেখকের তৃপ্তি হয়? পৌঁছাবে না অসংখ্য অগনিত অচেনা পাঠকের কাছে। এতে কেমন সার্থকতা।

অহেতুক এই লেখালেখি আর প্রকাশের সাজ সাজ রব কেন তবে আমার বোধের অযোগ্য

আজকাল আবার দেখি, একটি বই প্রকাশের সাথে সাথে পুরস্কার পেয়ে যায়। বছর না যেতে বছর জুড়ে প্রকাশিত সব বই না পড়ে কি ভাবে একটা বইকে পুরস্কারের জন্য মূল্যায়ন করা হয়, পুরস্কার দেয়া হয়। আমার বোধের মধ্যে আসে না।

সব জায়গাতেই নিজেকে প্রচার করার বিশাল এক প্রতিযোগীতা চলছে। সেখানে যে যত পালক গুজতে পারবে ততই সম্মানিত জনতার কাছে। সে পালক যে ভাবেই গুজা হোক সেটা ব্যাপার না।

সত্যিকারের লেখক, কবি, শিল্পী, গায়ক, অভিনেতা সবাই মধ্যস্বত্ব ভোগীর যাঁতাকলে পিষ্ট হচ্ছে অবিরত। কবে যে এই সুকোমল হৃদয়ের সঠিক মূল্যায়ন হবে। তাদেরও মনে হয় নিজেদের সম্পদ নিজে বিক্রি করতে না পারলে আকড়ে ধরে বসে থাকা উচিৎ যক্ষের ধন করে। অথবা সামর্থ থাকলে নিজে প্রকাশ করে বিলিয়ে দেন অগনিত কোমলমতি কিশোরদের কাছে।

চোখের সামনে অনেককে দেখলাম এই সুকোমল শিণ্পীদের মূলধন পুজি করে তরতর করে উঠে গেছেন অট্টালিকার উপরে। অথচ শিল্পীরা রয়ে গেছেন সেই একই অবস্থানে।

এই অনৈতিক নিয়মের পরিবর্তন দরকার। সচেতন হতে হবে সবারই। মধ্য স্বত্তভোগীর ভোগ না হওয়ার জন্য।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কিছু বার্তা পৌঁছে দিলেন পোস্টটির মাধ্যমে ।+

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ, চেষ্টা করলাম কঠিন অবস্থাটা বলার। যদিও কোন লাভ হবে না।
কে আর পিছনে পরে থাকতে চায়!!

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১১

তুষার কাব্য বলেছেন: দারুন বলেছেন...আমাদের নিজেদের সচেতনতা খুব জরুরি...

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫২

রোকসানা লেইস বলেছেন: সেটাই......আমার ভাবতেও কষ্ট হয় নিজের লেখা বই কিভাবে নিজে কিনে লেখক। এর পরিবতূন হওয়া দরকার।
শুভকামনা তুষার কাব্য

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৯

মহান অতন্দ্র বলেছেন: চমৎকার লিখেছেন ।
সব জায়গাতেই নিজেকে প্রচার করার বিশাল এক প্রতিযোগীতা চলছে। সেখানে যে যত পালক গুজতে পারবে ততই সম্মানিত জনতার কাছে। সে পালক যে ভাবেই গুজা হোক সেটা ব্যাপার না।
এই লাইনটি বেশি ভাল লেগেছে ।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৩

রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মহান অতন্দ্র শুভ থাকুন সব সময়

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: চড়ুই পাখীর চেয়ে বাবুই পাখী অনেক ভাল।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৫

রোকসানা লেইস বলেছেন: কিন্তু বাবুইর সব গুণ তুলে দেয়া হয় চড়ুইর কাছে। ওরা কাছে কাছে হৈ চৈ করে বলে :(

শুভকামনা ইমতিয়াজ ১৩

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬

আসোয়াদ লোদি বলেছেন: আপনার লেখাটিকে সত্য ভাষণ মনে হল । চিন্তার গোছানো বিন্যাস আছে ।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

রোকসানা লেইস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আসোয়াদ লোদি
সত্য কাউকে না কাউকে বলতে হবে যদিও কম সে সংখ্যা। এবং সে পথটাই অনুসরণ করা দরকার।
নিজের মেধা অন্যের হাতে তুলে দেয়ার দিনটা শেষ হোক। প্রতি বছর লাখ লাখ বই মেলায় আসে অনেক বানিজ্য হয় বই মেলার এক মাসে অথচ লেখক মূলা, ক'জন লেখক কে দেয়া হয়। ভাবলেও মনটা খারাপ হয়ে যায়। লেখক কে কিভাবে দৈনতায় রাখা হয়েছে। ব্যবসার পুজি করে।

শুভ থাকুন

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

অরুদ্ধ সকাল বলেছেন:
অতীব সত্য কথা বলিয়াছেন। ধন্যবাদ রহিল।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪০

রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ অরুদ্ধ সকাল
শুধু সত্যকথায় তো কিছু হবে না। এবার প্রত্যেকের বিকল্প চিন্তা করা দরকার। আলোচনাটা চলুক। নতুন ভাবনা জাগুক প্রত্যেক সৃষ্টিশীল মনে। নিজের সৃষ্টি অন্যের হাতে তুলে দিয়ে শুষিত হওয়ার দিন ফুরাক।
শুভকামনা থাকল

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২০

কলমের কালি শেষ বলেছেন: ঠিক বলেছেন । অত্যন্ত দুঃখজনক ।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯

রোকসানা লেইস বলেছেন: দুঃখজনক ব্যাপারটা বদলে দিতে পারলে ভালোলাগত।

অনেক শুভকামনা থাকল কলমের কালি শেষ

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

প্রামানিক বলেছেন: পোষ্টে অনেক বার্তা আছে। ধন্যবাদ

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৩

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ আপনাকেও

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২১

নীল আতঙ্ক বলেছেন: আমরা সবাই বলি সচেতন হবার কথা, আসলেই কি আমরা নিজেরা সচেতন!!!
ভালো লাগলো আপু আপনার লেখা।

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৩৯

রোকসানা লেইস বলেছেন: ঠিক মুখে আমরা অনেক কথা বলে ফেলি কিন্তু কাজে করি না। আবার অনেক সময় পরিপার্শিকতা বড় ভয়ানক ভাবে জড়িয়ে পিছুটানে।
তবে আমি মনে করি, ইচ্ছা এবং সৎ সাহস ঠিক জায়গা মতন পৌঁছে দেয়। সে চেষ্টা করা অন্তত প্রেক্টিস করা খুব জরুরী।
আজকাল সবাই ছুটছে জনপ্রিয়তার পিছনে। শুধু নাম হতে হবে প্রথম হতে হবে। পুরস্কার পেতে হবে। এমন ধারনায় অস্থির। নানা ধান্ধায় পৌঁছে যেতে হবে উপরে।
মৌলিক বিষয়গুলো হারিয়ে যাচ্ছে আমাদের থেকে।
মানুষ কিন্তু নকল নয় আসল মুক্তই পছন্দ করে যা একটু একটু করে গড়ে উঠে ঝিনুকের বুকে প্রকৃতির বুকে। শুভকামনা। নীল আতঙ্ক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.