নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

আচ্ছন্ন পরাবাস্তব

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩১

অতীত প্রবিষ্ট হয়ে যায় বর্তমানের ভিতর
পাকাপোক্ত এবং প্রবল শক্তিতে।
শোচনীয় পতন দ্বিখণ্ডিত করে মনন,
অভিজ্ঞতা অর্ন্তগত করে নিজস্বভূবন।
অর্ন্তনিহিত যুক্তির সিঁড়ি,দৃষ্টিগ্রাহ্য উপমা
অলঙ্ঘনীয় সীমাবদ্ধতা
সুখপ্রদ স্মৃতি; স্ফুলিঙ্গ অতীত আচ্ছন্ন করে
বর্তমান ও ভবিষ্যত প্রবল শক্তিতে।
তৃপ্তিকর একটি নির্মান,
রোদে পোড়া পিঠ যেন, আদি মৌলিক কৃষক
আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, ত্রিভুজ কিংবা বৃত্ত
ভাবনার বুদ্বুদ তোলে অর্হনিশি রঙধনু রঙে
আশ্লেষ অচিন্ত মহীরুহ হয়ে উঠার কামনা।
কামনার মন্থন, শীৎকার রিরংসা, বাঁধার প্রাচীর হয়ে উঠে।
শোচনীয় পতন দ্বিখণ্ডিত করে মনন।
ঈর্ষাপ্রবণ বন্ধুত্ব এবং অসম সামাজিক নির্মাণ
চারপাশে কিলবিলে সরীসৃপ। উত্তাপ ছড়ানো যন্ত্রনা।
তার ভিতর ভৌগলিক সীমানা;
চিন্তার ব্যাপ্তী একক এবং নিজস্ব ঘরে
ভবিষ্যতে প্রবিষ্ট হওয়ার উচ্চারণে দ্বীপ্ত ঢেউয়ে ভাসে।


মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪০

সাইফ নিশাদ. বলেছেন: ভালোলাগা রইল

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৮

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৬

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: কঠিন কবিতা। শুভ কামনা রইল।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৪

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা

৪| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৩

হাসান মাহবুব বলেছেন: পড়ে তৃপ্তি পাই নি।

৫| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৩

রোকসানা লেইস বলেছেন: কি আর করা, সব সময় ভালোলাগতে হবে এমন কোন কথা নেই। শুভেচ্ছা

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৬

মনসুর আলী বলেছেন: মানসম্পন্ন কবিতা

৭| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩২

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ মনসুর আলী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.