নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

চিরায়ত

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫


আজ রাত ভালোবাসার চোখের জলে স্বপ্ন আঁকার । মেয়ে, তুমি মিশে যাও নদীর স্রোতে । ভয় পেওনা এমনই তো আসছে চলে আদি কালের কল্পকথা।
এমনই তো হওয়ার কথা, মন দেয়া নেয়া, দূরের কথা বিছানাতে বাজনা বাজা।
রাত পোহানোর আগেই জেগে উঠবে এবং দুহাত, পায়ে ছুটবে।
সব ঠিকঠাক নয় কোন ভুল একেকবারে নিখুঁত যেন অভিজ্ঞ জন। সদ্যফোটা কিশোরী সে দূরের কথা। ভাবনাতেও ঠাঁই দিও না এমন কথা।
ভয় পেওনা, চলতে চলতে শিখেই যাবে। মুখের উপর দু এক কথা বলে উঠবে মনের ভুলে, আপন ভেবে।
তার খেসারত দিতে হবে দুচার ঘা শরীর জুড়ে। রক্ত পরে? এমন কিছু নয়; খাবার বারো মনের সুখে হাত পাখাতে বাতাস করো।
শরীরটাকে দাও জুড়িয়ে । ধকল গেছে বড্ড আজ, কাজের শেষে মারও ছিল।
ভয় পেও না, রাতে আবার পুসিয়ে দেবে, ভালোবেসে বিছানা বাদন বাজিয়ে দিবে।
একটির পর দুটি শিশু এসেই যাবে এবার পেটে। এভাবেই তো চলছে এবং চলবে চিরায়ত জীবন ধরে।
চলতে দাও র্নিবিবাদে......সতী সাব্ধী ভালো মেয়ের উপমাটি আরকে পাবে তুমি ছাড়া। এর বাইরে বেশী হলে নেহায়েত শুধু পরবে মারা

মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:

এ অন্ধকার মুছে যাক! কবিতাটি অত্যন্ত বাস্তবিক ও মর্মদাহী! কবিকে শ্রদ্ধা জানাই!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৪

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ উপলব্ধীর জন্য। আমারও আন্তরিক ইচ্ছা মুক্তি হোক অন্ধকার চিন্তা ভাবনা কুসংস্কারের।
শুভেচ্ছা

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১৩

প্রথম স্পর্শ বলেছেন: আজ রাত ভালোবাসার চোখের জলে স্বপ্ন আঁকার । মেয়ে, তুমি মিশে যাও নদীর স্রোতে । ভয় পেওনা এমনই তো আসছে চলে আদি কালের কল্পকথা।
সুনদর কথামালা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য শুভেচ্ছা প্রথম স্পর্শ

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১

ANIKAT KAMAL বলেছেন: সৌন্দ‌র্যের অার কত রুপ থাক‌ত পা‌রে

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৮

রোকসানা লেইস বলেছেন: সৌন্দর্য খুঁজে পেলেন। তাই নাকি?
শুভেচ্ছা

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৫

প্রথম স্পর্শ বলেছেন: আজ রাত ভালোবাসার চোখের জলে স্বপ্ন আঁকার । মেয়ে, তুমি মিশে যাও নদীর স্রোতে । ভয় পেওনা এমনই তো আসছে চলে আদি কালের কল্পকথা।
এমনই তো হওয়ার কথা, মন দেয়া নেয়া, দূরের কথা বিছানাতে বাজনা বাজা।
রাত পোহানোর আগেই জেগে উঠবে এবং দুহাত, পায়ে ছুটবে

অধিক ভাললাগা
অধিক ভালবাসা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৫

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ প্রথম স্পর্শ মেয়েদের কষ্টগুলো যদি আমরা কমিয়ে দিতে পারতাম

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১১

মুশি-১৯৯৪ বলেছেন: ভাল লাগল । বাড়ীতে নক করে আমাকে পাবে না , এই আমি সেই ’আমি’ নই....

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৪

রোকসানা লেইস বলেছেন: ভালোলাগার জন্য শুভেচ্ছা জানবেন।
মন্তব্যের বাকি অংশ টুকু ধূয়াশা লাগল :D

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৬

ডঃ এম এ আলী বলেছেন:



মনে হল অতি অল্প কথায় পরিপুর্ণ একটি গল্প পড়লাম ।
সুন্দরভাবে ফুটিয়ে তুলা হয়েছে যা বলা উচিত ছিল তাই ।
এক রাশ ভাল লাগা ও অনেক +++++ রইল ।
উত্তরের যাত্রাটা হয়েছে শুরু , প্রেক্ষিত আপনার অল্প সল্প গল্প, সে জন্য কৃতজ্ঞতা জানবেন ।

শুভেচ্ছা রইল ।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:২৬

রোকসানা লেইস বলেছেন: অনেক শুভেচ্ছা রইল। এ বিষয়গুলো ভাবলে মন খারাপ হয়ে যায়। আমরা মানুষের গরিবপনার জন্য অনেক কষ্ট পাই পৃথিবীর অনেক মানুষ দারিদ্রতার যাঁতাকলে পিষ্ঠ। ঠিক এই রকমই কিন্ত পৃথিবীর এক বিশাল মানব সমাজ শারীরিক মানসিক ভাবে নির্যাতিত নারী হওয়ার কারণে। এ বিষয়টা তেমন চোখে পরে না আমাদের। এবং মজার বিষয় হচ্ছে দরিদ্র পুরুষরাও কিন্তু নারীদের নির্যাতনে পিছিয়ে নেই। গরিবপনার কষ্টে যে রাগ হয় শরীরে তা ঝাড়া হয় নারী দেহের উপর।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২২

ডঃ এম এ আলী বলেছেন: উপরের ৭ নং মন্তব্যটি আমার মন্তব্যের প্রতি উত্তর কিনা তা বুঝতে পারছিনা । যাহোক , উত্তরের যাত্রাটা আমার নতুন পোষ্ট , জানানোর কথা ছিল জানিয়ে গিয়েছিলাম , মনে হয় বুঝতে পারেন নি ।
ধন্যবাদ , শুভেচ্ছা রইল ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৭

রোকসানা লেইস বলেছেন: ঠিক আপনার মন্তব্যের উত্তর। যখন একটা ছোট গল্প পড়ার কথা লিখলেন তা থেকে কথা গুলো এসে গেলো। জীবনের গল্প যুগযুগ ধরে চলছে এক অনৈকিত অবস্থা।
ছিলাম দারুণ তাড়াহুড়ায়। তাই পরের অংশটার উত্তর না লিখেই পোষ্ট করে ফেলি। আর আপনার ঠিকানায় যাবার জন্যও অপেক্ষা করতে হচ্ছি। ভালোলাগল অনেক আমার লেখার প্রেক্ষিতে একটা হয়ে গেলো জেনে। পড়ে মন্তব্য করব অবশ্যই।
ভালো থাকুন

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১২

মুশি-১৯৯৪ বলেছেন: আমাদের ভালবাসায় আজ পড়েছে অশুভ ছায়া,
মৃত্যুই যার পরিনতি,তাকে মরতেই হবে,
অশুভ ছায়ারা সিন্ধান্ত নিয়েছে তাকে হত্যা করবে,
তাকে হত্যা করে আমার কাছ থেকে কেড়ে নেবে,
তারা তাই করল,শহরের সবাই এ কথা জানে,
সেই রাতে অদৃশ্য ছায়ারা তাকে হত্যা করেছে ...!
------------------------------------------------------

মাথায় ঘুরছিল,তাই লাইনগুলো লিখে ফেললাম,পুরো কবিতাটা হয়তো কোনদিনই লেখা হবে না।

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২০

রোকসানা লেইস বলেছেন: বেশ হচ্ছে। শেষ করে ফেলুন। শেষ হওয়া লেখাটি পড়ার অপেক্ষায় থাকলাম। শুভ কামনা

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৪২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ এবার বুঝতে পারলাম । শুধু দাঁড়ি গুলিতে একটা এন্টার মেরে দিলেই আপনার এই গল্পটা একটি সুন্দর কবিতা হয় । অাপনি করবেন নাকি নমুনা আমি করে দেখাব এটা কত সুন্দর কবিতা হয় । :)
শুভেচ্ছা রইল

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৯

রোকসানা লেইস বলেছেন: একটা গল্প আছে কিন্ত লেখাাঁ ছন্দের কবিতা
ইচ্ছে করে লাইনগুলো না ভেঙ্গে ও ভাবে রেখেছি। B-)
ধোঁকা হয়ে গেল কি?

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:২৮

পল্লব প্রাণ বলেছেন: যা হবার কথা ছিল
যা হবে না
তার পিছু

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৩৫

রোকসানা লেইস বলেছেন: সব হারানো মেয়েদের জীবন
পল্লব প্রাণ

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

ডঃ এম এ আলী বলেছেন: আজ রাত ভালোবাসার চোখের জলে স্বপ্ন আঁকার ।
মেয়ে, তুমি মিশে যাও নদীর স্রোতে ।
ভয় পেওনা এমনই তো আসছে চলে
আদি কালের কল্পকথা।


আজ রাত সত্যিই ভেলেনটাইন রাত , কামনা করি শুভেচ্ছায় ভরে যাক ।
এস্কিমোদের কল্পকথা নিয়ে উত্তরের যাত্রার পরের পর্ব হয়েছে প্রকাশ ,
কথা মত জানান দিয়ে গেলাম ।

শুভেচ্ছা রইল

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৩৮

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা সেন্ট ভেলেনটাইডের।
ঠিক এমনই হবে যদি লাই গুলো আলাদা করে দেই।

আসছি। তবে এস্কিমো শব্দটা এখন ব্যবহার করা হয়না।

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ লিখেছেন। প্রতিটি মেয়েরই এমন হওয়া উচিৎ। তবে সংসারে শান্তি থাকবেই অভাব যতোই থাকুক।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৮

রোকসানা লেইস বলেছেন: প্রায় প্রতিটি মেয়ের জীবনই এমন দুঃসহ কষ্টেের। এমনটা হওয়া উচিৎ না।
এমনটা না হলেই সুখের সংসার হবে।
শুভেচ্ছা

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: হ্যা ঠিকই বলেছেন, এস্কিমোরা এখন ইনোইট নামেই অভিহিত । তবে বাংলাদেশে বই পুস্তকে এখনো এরা এস্কিমো নামে লিখিত । তাই এদের সমধিক পরিচিত নামেই করা হয়েছে অভিহিত । তবে লিখার ভিতরে সে কথা বলা হয়েছে ।
ধন্যবাদ ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫

রোকসানা লেইস বলেছেন: বাংলাদেশে থাকলে আমিও জানতাম না :D
অবশ্য অনেকে এদেশে থেকেও জানেনা। নির্ভর করে জানতে চাওয়ার ইচ্ছার উপর।
ধন্যবাদ

১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৫

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর লাগলো।

১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি গল্পে মেয়ের ধৈর্যশীলতার কথা বলেছি। মেয়েদের ধৈর্য একটা সংসারকে সুখের করে গড়তে পারে।

১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৬

রোকসানা লেইস বলেছেন: মেয়েদের কেন সহ্য করতে হবে আর ধৈয্য শীল হতে হবে শুধু । সংসার দুজনের দুজনে সমান সুখ দুঃখ ভাগ করে নিবে। যে কোন কারণে মেয়েদের দায়ী করে মারধর গালি দেয়া ঠিক না। বেশীর ভাগ মেয়েরাই খুব অল্পতে খুশি থাকে নিজের খাবার পর্যন্ত পরিবারের সদস্যকে দিয়ে অভুক্ত থাকে। তারপরও মেয়েদের সম্মান করা হয় না। কথায় কথায় গায়ে হাত দেয়া হয়।
ভাবনার এই বৈষম্য দূর হওয়া দরকার।
শুভেচ্ছা আলোচনার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.