নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

পরিচয়

২৮ শে জুন, ২০১৮ রাত ১০:৫৬

নদীকে বলেছিলাম আমাকে মনে রাখতে। অনেকদিন পরে দেখা হলো
নদী তখন বয়ে যাচ্ছে আপন মনে।
আমার কথা মনে আছে,,নদীকে ডেকে জানতে চাইলাম।
চিনিনা.. বলে চলে গেল হেসে, গেয়ে আপন মনে।
মন খারাপের বাঁশি বাজার আগে হেসে উঠলাম
প্রবীণা বার্ধক্যের আঁচলে বাঁধা এ নদী কেমনে চিনবে ।
খলবলে যৌবনে যার সাথে কাটিয়েছি বেলা, সে তো চলে গেছে বহু দূরে।
প্রান্তিক পথ ঘিরে ছিল অনেক দূর।
তার সাথে হেঁটে হেঁটে শেষে বসে পরলাম পাহাড়ের কুলে।
ক্লান্তি ভেঙ্গে জেগে দেখি পাখিরা ঘিরে আছে আমায়।
সবুজ টিয়ে সযত্নে জানতে চাইল কি নাম তোমার?
বলতে গিয়ে নাম খুঁজে পেলাম না। শুধু একটা শব্দ মনে পরল "মানুষ"।
ডানা ঝাপটায়ে কলকাকলি শব্দ তুলে উড়ে গেল পাখি মহা সুখে; অজানায়।
ঠায় একাকী নিঝুম বাতাসের সাথে বসে ভাবছিলাম এখানে কেন আমি?
বৃক্ষ, লতা, জমিন, নদী পাহাড়ের সাথে অনাদি আমি
পাহাড়ের গিরিখাদে ঝর্না ও বৃক্ষের ঘন জড়াজড়ি ভালোবাসার গান শুনতে শুনতে
যখন ভাবছি কোথায় যাব ?
তখন উপর থেকে ডেকে আকাশ বলল, আমি তোমাকে চিনি।
তুমি যেদিকে যাও আমি পাহারায় থাকি।
একটাই আকাশ চারপাশ ঢেকে রাখি আমার আর কোন নাম নেই।
ভাবলাম আমিও মানুষ আমার আর কোন পরিচয় নেই,একটা জমিন জুড়ে পথ চলি....


মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৮ রাত ১১:০৫

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! চমৎকার আত্মা জাগানিয়া কবিতা। আছে জীবনের উপলব্ধি, আছে অমীমাংসিত প্রশ্ন আর তুলনা। বেশ ভাবনায় ফেলে দিলেন। কবিতায় লাইক দিলাম, আপু।

০২ রা জুলাই, ২০১৮ রাত ৮:৫৯

রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার ভালোলাগেছে লেখাটা পূর্ণতা পেল।
উপলব্ধি গুলোকে নতুন করে ভাবতে হয় আমাদের সবারই।
শুভকামনা থাকল।

২| ২৮ শে জুন, ২০১৮ রাত ১১:৩০

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা, সহজ ও সাবলীল।
আকাশ আর মানুষ, একের ভেতরে অন্য।
কবিতায় ভাল লাগা + +

০২ রা জুলাই, ২০১৮ রাত ৯:০১

রোকসানা লেইস বলেছেন: আপনার ভালোলেগেছে জেনে কবিতাটি মুগ্ধ হলো
শুভ কামনা খায়রুল আহসান

৩| ২৯ শে জুন, ২০১৮ রাত ১২:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতার ভেতর একটা প্রাণ আছে। পড়ার সময় সে নড়ে উঠল। তাই এ কবিতার নাম দিলাম জীবন্তিকা!

০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:২৫

রোকসানা লেইস বলেছেন: জীবন্তিকা " সুন্দর নাম প্রাণ পেলো লেখা পাঠকের পাঠে
শুভকামনা থাকল ভ্রমরের ডানা

৪| ২৯ শে জুন, ২০১৮ সকাল ৭:১৪

কবীর হুমায়ূন বলেছেন: ভালো লাগলো কবিতাটি পড়ে। আত্মসচেতনমূলক সুন্দর কবিতা! শুভ কামনা।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:২৫

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা রইল কবীর হুমায়ূন

৫| ২৯ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৪

ঋতো আহমেদ বলেছেন: ভালো হয়েছে। ভাবছি কবিতার মতো লাইন ভেঙে না দিয়ে গদ‍্য‌ের আদলে লিখলে কেমন হোতো । শুভ কামনা

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:২৭

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদঋতো আহমেদ
একই রকম হতো শুধু দেখার ভিন্নতা ছাড়া

৬| ২৯ শে জুন, ২০১৮ সকাল ১১:০৫

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: Bah!

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:০১

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা

৭| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
প্রানবন্ত।

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:০৯

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা রাজীব নুর

৮| ০২ রা জুলাই, ২০১৮ রাত ৯:৩৫

রাকু হাসান বলেছেন: প্রকৃতিকে কবিতা মানেই ভাল লাগা .........লাইক তো দিতেই হয় ।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১১:১৩

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ ভালোলাগার জন্য রাকু হাসান

৯| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১১:১৪

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার

১০| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১:৪৯

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৯

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা শামচুল হক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.