নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

আকাশের চিঠি উপন্যাস থেকে এক পাতা

২৫ শে মার্চ, ২০২১ রাত ১:২৭



নীল পাখি,
তোমার ডানায় কি হয়েছে? যে ডানায় ভর করে তুমি মাঝ রাতে
কার্নিশে এসে ল্যাণ্ড করতে। যে ডানায় উড়ে উড়ে তুমি আমার চারপাশে
চক্কর দিতে। যেদিন শুধু বন্ধুদের সাথে কাটাব বলে ক্যাম্পাস থেকে বেরুতাম
তুমি উড়ে উড়ে ঠিক এসে যেতে সেখানে। ঠিকানা জানা না থাকলেও
খুঁজে বের করে ফেলতে আমাকে। সবার মাঝ থেকে আমার হাত ধরে তুলে নিয়ে যেতে।
একবার আমার কাঁচের চুড়ি ভেঙ্গে গেল আচমকা তোমার টান খেয়ে,
হাত কেটে রক্ত পরছে। তুমি তটস্থ হয়ে উঠলে। হাত কেটে যাবে এমনটা আশা করোনি।
হাতে সে কাটা দাগটা এখনও মিহিন হয়ে লেগে আছে। সে ভাবে আসো না
নীল। ভেঙ্গে দাও চুড়ি, ভেঙ্গে যাক আমার হাত পরোওয়া করি না যদি তুমি ফিরে আসো।
আজ সাতদিন কেবল শুয়ে আছি। ব্যালকুনির বড় কাঁচের দরজা খুলে রেখেছি ।
বাইরে তাকিয়ে রাতদিন কেটে যাচ্ছে। আমার কিচ্ছু ভালোলাগে না নীল
কিচ্ছু না। তুমি ছাড়া এ জীবন অর্থহীন। কষ্টের দলা পাকিয়ে আছে গলার
কাছে। চোখ গুলো হয়ে আছে পাথরের মতন ভাড়ী। চারপাশ সব শূন্য শুধু তোমার মুখটা জ্বলজ্বল করছে আমার বুকের মধ্যিখানে। দু চোখের তারায় তোমার মুখ। আমার সত্তা জুড়ে তুমি। এর বাইরে আর কোন জীবন নেই আমার।
আমি শুধু অপেক্ষায় আছি তোমার ফিরে আসার।
তাড়াতাড়ি ফিরো, নীল এভাবে আমাকে আর কষ্ট দিও না। তুমি তো জানো
আমার শূন্যতা তোমাকে ছাড়া। এভাড় বড় বেশী হয়ে উঠছে দিনদিন।
আমি আর পারছি না এ বোঝা বইতে।
প্রিয় তোমার অপেক্ষায়.......

একজন নারীর কাছ থেকে তার প্রিয়তম মানুষ হঠাৎ হারিয়ে গেছে। অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে । সেই কষ্ট, যন্ত্রনার ভাড় লাঘব করতে দুঃখ, ভাবনা, স্মৃতিময় সময়, বর্তমান সময় গুলো চিঠিতে লিখে যাচ্ছে দিনের পর দিন। সেই চিঠির পরতে পরতে ভাঁজে ভাঁজে একটা জীবন কাহিনী গড়ে উঠেছে। পরিবার, সমাজ, দেশ, বিদেশের অনেক ঘটনা লেখা হয়েছে।
অনেক চিঠির মিলনে হয়ে উঠেছে একটি উপন্যাস।
বইটির নাম আকাশের চিঠি। বইটি ফেব্রুয়ারি ২০২০ এ প্রকাশ হয়েছে এক রঙা এক ঘুড়ি প্রকাশনী থেকে।
অমর একুশে গ্রন্থমেলা ২০২১ বই মেলায় পাওয়া যাচ্ছে স্টল নাম্বার ৩৭, এক রঙা এক ঘুড়ি প্রকাশনী তে। এ ছাড়াও পাওয়া যাবে রকমারি ডট কম এ।
বইটির প্রকাশক ব্লগের সহযাত্রী নীল সাধু।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২১ রাত ৩:১৮

রাজীব নুর বলেছেন: আপনার প্রথম বই কি অন্তরীপ?

২৬ শে মার্চ, ২০২১ রাত ১২:০৫

রোকসানা লেইস বলেছেন: অন্তরীপ আমার মাঝ খানের বই।
গল্প বা উপন্যাস কোন দিকদিয়েই প্রথম নয় তবে ভিন্ন ধরনের লেখায় প্রথম অন্তরীপ

আকাশের চিঠি বইটা পড়ে তোমার মতামত দিও
শুভেচ্ছা রজীব নুর

২| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ১২:০২

মুক্তা নীল বলেছেন:
আকাশের চিঠি বইয়ের এই লেখাটা "নীল পাখি" কে
লেখা দ্বিতীয় চিঠি । আপনার বইটি কত বছর সংগ্রহ করে
আমি পড়েছিলাম । পুরো বইটি ছিল এক কষ্টের বহিঃপ্রকাশ
ও একাকী থেকে একজনের জন্য অপেক্ষা ।

২৬ শে মার্চ, ২০২১ রাত ১২:১৫

রোকসানা লেইস বলেছেন: নীল সাধুর কাছে জেনে ছিলাম ব্লগার অনেকে বইটা সংগ্রহ করেছেন। আপনার সংগ্রহে শুধু নয় পড়েও ফেলেছেন জেনে খুবই ভালোলাগছে মুক্তা নীল।
এই বইয়ের সাথে অনেক নীলের সম্পর্ক। আপনিও নীল। :)
হ্যাঁ কিছু ঘটনা মানুষের জীবন তছনছ করে দেয়, সব সময় পরিবারিক ঘটনা না। আমরা তেমন বৈশ্বয়িক একটা সময়ে অবস্থান করছি। কিছু সত্য ঘটনার কল্পনা মিশ্রণে উপন্যাশটি তৈরি হয়েছে।
এক আকাশ ভালোবাসা আপনার জন্য।

৩| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ১২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভকামনা আপি

২৬ শে মার্চ, ২০২১ রাত ১২:১৭

রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ কাজী ফাতেমা ছবি

৪| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১২:০৯

সাজিদ উল হক আবির বলেছেন: শুধু চিঠির সূত্রে বাঁধা অবস্থায় একটি উপন্যাস - কনসেপ্টটা খুব ইউনিক। টুকটাক বানান ছুটে গেছে লেখাটিতে, নতুবা সুপাঠ্য। শুভকামনাসহ।

৫| ২৬ শে মার্চ, ২০২১ সকাল ১০:১৩

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ সাজিদ উল হক আবির
হ্যাঁএকটা নতুন ধরনার মলাট বন্দী। উপন্যাস। একজনের লেখা চিঠির উপন্যাস।
সম্ভব হলে সব গুলো চিঠি পড়ে নিবেন আশা করি।
শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.