নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

সুস্থ হয়ে উঠুন জানা

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:১৬

গত পরশু একটা পোষ্ট দেয়ার জন্য ঢুকেছিলাম সামুতে। কিন্তু ঢুকেই জানার অসুস্থতার খবরে দৃষ্টি আকর্ষণ করা পোষ্টটা পড়ে মন অনেক খারাপ হয়ে গেলো।
পোষ্ট দিতে আর ইচ্ছা হলো না। সারাদিন কিছু করতে ভালোলাগল না। উনার ব্যাক্তিগত বিষয়ে জানার কোন আগ্রহ আমার নাই। কিন্তু উনার প্রতি একটি কৃতজ্ঞতা বোধ নিরবে সব সময়ই আছে। প্রিয়জনের অসুস্থ হওয়ার কষ্টর মতনই উনার অসুস্থতা আমার সময়টা জড়িয়ে থাকল।
জানার সাথে আমার পরিচয় নেই। সরাসরি আমি কারো সাথে কখনো কথাও বলি না। সরাসরি না হলেও জানার সাথে আমার পরিচয় হয়েছে এই ব্লগের মাধ্যমে। জেনেছি তিনি এই ব্লগটি সৃষ্টি করেছেন এবং ধরে আছেন শত প্রতিকূলতায় অনেক গুলো বছর ধরে। কারণ তিনি এই ব্লগটি ভালোবাসেন। তার এই সৃষ্টির মাঝে আমরা যুক্ত হয়েছি। নিজেদের প্রকাশ করার সুযোগ পাচ্ছি।
কিন্তু জানা এই প্লাটফর্মটি গড়ে তুলেছেন নিজের ইচ্ছায় নিজের পছন্দে, নিজের ভালোলাগায়।
হাজার হাজার বাঙালি পৃথিবীর বিভিন্ন কোন থেকে এই ব্লগে যুক্ত হয়েছেন উনার আগ্রহে। কত জন লেখক হয়ে গেলেন। এই ব্লগে লেখার মাধ্যমে। প্রতিদিন কত রকমের পোষ্ট। সাহিত্য, বিজ্ঞান, রাজনীতি, ধর্ম ব্যক্তিগত স্মৃতি বা ভ্রমণ বিষয়ে। অনেক বিপ্লব এবং নানা রকম মুখোশ উন্মোচন হয়েছে এই ব্লগে লেখার মাধ্যমে। অনেকে নিজের সঙ্গীও খুঁজে পেয়েছেন এই ব্লগের মাধ্যমে।
অনেকে পড়ছেন। অনেকে লিখছেন। লেখার উন্নতি হচ্ছে। কিন্তু নিরবে নিভৃতে থেকে জানা এই বিশাল কর্মকাণ্ডটি চালিয়ে যাচ্ছেন। এত বড় একটা কাজ করার এবং তা চালিয়ে নেওয়া বিশাল মানসিক শক্তির ব্যাপার। আর যখন মাঝে মাঝেই নানা রকম ক্যাচাল লাগে উন্মুক্ত এই পরিবেশে। কত রকমের মানুষের কত রকমের স্বভাব। সবাই মিলে মিশে তবু ঘুরে ফিরে ব্লগে আসেন। কোন ভালোবাসার টানে। লেখার এবং পড়ার টানে। নিজেদের প্রয়োজনেও।
অনেকে ছদ্ম নামে লিখেন। আমি জানি না তারা কোন লিঙ্গ। আমি জানি না তারা কোথায় থাকেন কি করেন। আমি তাদের লেখা পড়ার মাধ্যমে তাদের জানি এবং সবার সাথে এক অলিখিত বন্ধনে আবদ্ধ হয়ে আছি যাদের নাম, পরিচয়, অবস্থান, পেশা সম্পর্কে কোন ধারনা নাই। এবং ধারনা করার চেষ্টাও করি না কখনো, তিনি যা লিখেন তার লেখার মাধ্যমে তাকে জানি। তবু আমরা এখানে বন্ধুর মতন বিভিন্ন বয়সের মানুষ মিলেমিশে আছি, জানার তৈরি এই সামু ব্লগে।
এবং ভালোলাগার বিশাল একটা বন্ধনে জড়িয়ে গেছি সামহোয়্যার ইন ব্লগের সাথে যার রচয়িতা জানা।
উনি একজন লিডার। যার এই অসাধরন ক্ষমতা আছে এতগুলো মানুষকে এক সাথে করার। তিনি অভার কাম করবেনই এই সাময়িক কষ্ট সময়।
আজ উনি শরীরের কষ্টে নিমজ্জিত। আশা করছি দ্রুত সুস্থ্ হয়ে উঠবেন।
বর্তমান সময়ে ক্যান্সারের চিকিৎসা হচ্ছে। অনেকেই ক্যান্সার সার্ভাইভার। পরিচিত কিছু মানুষ যাদের স্টেজ চার থেকে কঠিন ধরনের ক্যান্সার থেকে,সার্ভাইব করে সুস্থ্ জীবন যাপন করতে দেখছি। যাদের অবস্থা খুব জটিল পর্যায়ে পৌঁছে গিয়েছিল।
ডাক্তারদের অসাধারন দক্ষতা। একজন রোগীর শরীর থেকে নির্মূল করে দেয়া রোগ এবং চিকিৎসা বিজ্ঞানের উন্নতি আমাদের প্রিয়জনকে আরো অনেক দিন কাছে পাওয়ার আনন্দ দিচ্ছে এখন।
চিকিৎসার সময়টা কঠিন হবে তবে অচিরেই তিনি সুস্থতা পাবেন এই আন্তরিক প্রার্থনা। ভালোবাসার পরিবারের সাথে কাটাবেন স্বাভাবিক জীবন। ফিরে আসবেন আবার সামুর অসংখ্য মানুষের ভালোবাসার কাছে।
অপেক্ষায় আছি জানার থেকে জানার, এই শরীরের কষ্ট সময়ের ভ্রমণের গল্প। অনেক শুভ কামনা।

মন্তব্য ২৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:২৪

সোনাগাজী বলেছেন:



ব্লগারদের অন্তরের কথা বলেছেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৪

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৫:১০

কামাল১৮ বলেছেন: তার সুস্থতা কামনা করি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৫

রোকসানা লেইস বলেছেন: সবারই তাই কামনা। তিনি সুস্থ হয়ে ফিরে আসুন

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


উনার সমস্যাটা এখনো প্রথমে স্টেজের ।
উনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন।
কেমো-টেমো উনার লাগবেও না।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১২

রোকসানা লেইস বলেছেন: সেটাই হোক
শুভকামনা

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইংশাআল্লহ জানা আপু সুস্থ হয়ে উঠবেন অচিরেই। আল্লাহর কাছে তাই প্রার্থনা

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৩

রোকসানা লেইস বলেছেন: সবার প্রার্থণা শক্তি হবে তিনি সুস্থ্য হয়ে উঠুন

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: মহান আল্লাহর কাছে জানা আপুর দ্রুত সুস্থতা কামনা করছি।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৩৬

রোকসানা লেইস বলেছেন: সুস্থ হয়ে উঠুন সবার কামনা

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০২

কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে পোষ্টটির জন্য। ইনশাল্লাহ তিনি সুস্থ হয়ে উঠবেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৩৭

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ আর কিছু লিখতে ইচ্ছে করছিল না সবার কামনা তিনি সুস্থ হয়ে উঠুন

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৮

রাজীব নুর বলেছেন: অবশ্যই সুস্থ হবেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৩৮

রোকসানা লেইস বলেছেন: অবশ্যই সুস্থ হয়ে উঠবেন

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৪

হাসান মাহবুব বলেছেন: জানা আপা একজন অবিশ্বাস্য মানুষ। আমি আবারও তার সাথে বসে চা খেতে চাই এক সোনালি সূর্যের দিনে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৪৩

রোকসানা লেইস বলেছেন: আপনার সোনালী দিনের চা খাওয়ার স্বপ্ন পূরণ হোক ।তিনি সুস্থ হয়ে আসুন ।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৯

মিরোরডডল বলেছেন:





চিকিৎসার সময়টা কঠিন হবে তবে অচিরেই তিনি সুস্থতা পাবেন এই আন্তরিক প্রার্থনা। ভালোবাসার পরিবারের সাথে কাটাবেন স্বাভাবিক জীবন। ফিরে আসবেন আবার সামুর অসংখ্য মানুষের ভালোবাসার কাছে।


সেই দিনের অপেক্ষায়।
ভালো হয়ে উঠুক জানাপু।


২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৪৫

রোকসানা লেইস বলেছেন: সুস্থতায় সেই দিনের অপেক্ষায়। সামু ব্লগের সব মানুষ তার পাশে শক্তি হয়ে আছেন। আরোগ্য লাভ করুন ।

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: জানা আপু যেন সুস্থ হয়ে ওঠে ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৪৮

রোকসানা লেইস বলেছেন: আরোগ্য লাভ করুন ।

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫২

এম ডি মুসা বলেছেন: ঈশ্বর তাকে সুস্থ করে দেবেন আশা করি।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৪৯

রোকসানা লেইস বলেছেন: আমাদের সবার আশা

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:৫৩

কোলড বলেছেন: Some M..fu.ckers deleted my post on this blog founder's illness.
The first step to treatment is to recognize the hard truth which Bengali people as general rarely understand.

২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০০

রোকসানা লেইস বলেছেন: উনার সুস্থতার আশা রাখছি

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০১

রোকসানা লেইস বলেছেন: খুব ভালো

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি আশাবাদী জানা আপু সুস্থ হয়ে ওঠবেন ।
.......................................................................
তবে বাংলাদেশে করসল পাতার রস খেলে ক্যান্সার মুক্ত
হওয়া যায় । এমনটা অনেকেই বিশ্বাস করে ।
এটা চেষ্টা করা যেতে পারে ।
বাস্তবে অনেকেই বলছে এই পাতার রস খেয়ে আলী আশরাফ গাজী উপকার পেয়েছেন ।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৪

রোকসানা লেইস বলেছেন: উনি উন্নত দেশে আছেন ।
সেখানে চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো এবং সবচেয়ে সেরা চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠবেন আশা করি।
করসল পাতা কি?
যখন বহুল প্রচলিত হবে তখন সবাই ব্যবহার করবে আশাকরি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.