নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ,আর কি কোন পরিচয় চাই?আমার তা মনে হয় না ....

জায়গীরদার

..I'm the world you’ll never see I'm the slave you’ll never free I'm the truth you’ll never know I'm the place you’ll never go I'm the sound you’ll never hear I'm the course you’ll never steer I'm the will you’ll not destroy I'm the mystery you'll never solve..

জায়গীরদার › বিস্তারিত পোস্টঃ

*********মা’গো তোমার ছেলেরা এখন অনেক কষ্টে আছে*********

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩

কষ্ট ফেরী করে বেড়াই

আমি কষ্টের ফেরীওয়ালা।

নিবে নাকি কিছুটা কষ্ট?

আমি কষ্টের ফেরীওয়ালা।

রঙ-বেরঙের কষ্ট আছে

লাল নীল কিংবা বেগুনী

নিবে নাকি কষ্ট আমার?

আমি কষ্টের ফেরীওয়ালা।

কিছু আছে দামী আবার কিছু সস্তা কষ্ট

কিনবে নাকি আমার কষ্ট?

আমি কষ্টের ফেরীওয়ালা।

জীবন যুদ্ধে চলার পথে পেয়েছি অনেক কষ্ট

তাইতো ফেরী করি আমি হরেক রকম কষ্ট

দিব নাকি কিছু কষ্ট ?

আমি কষ্টের ফেরীওয়ালা।

এই বাংলায় জন্ম আমার মাতৃভাষা বাংলা

তবু মুখে ইংরেজী আর হিন্দি ভাষার বন্যা।

কষ্টে আছে সালাম-রফিক,জব্বার-বরকত আর শফিক

তাইতো কষ্ট ফেরী করে বেড়াই

আমি কষ্টের ফেরীওয়ালা।

জন্মে মা’গো তোমার বুকে হয়েছে জীবন ধন্য

বন্য পশু হয়েছি কেন জানা হলোনা আজও।

বাঙালী হয়ে জন্মেও মা’গো হতে পারিনি বাঙালী

তাইতো তোমায় করে রেখেছি দুঃখিনী এক কাঙ্গালী।

মা’গো তোমার ছেলেরা এখন অনেক কষ্টে আছে

তুমি তাঁদের বলে দিও বিজয় আমাদেরই হবে।

জানি তুমি কষ্ট পাও,কষ্ট পাই আমিও

তাইতো কষ্ট ফেরী করি মা’গো আমি কষ্টের ফেরীওয়ালা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.