নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ,আর কি কোন পরিচয় চাই?আমার তা মনে হয় না ....

জায়গীরদার

..I'm the world you’ll never see I'm the slave you’ll never free I'm the truth you’ll never know I'm the place you’ll never go I'm the sound you’ll never hear I'm the course you’ll never steer I'm the will you’ll not destroy I'm the mystery you'll never solve..

জায়গীরদার › বিস্তারিত পোস্টঃ

তুমি ক্ষমা করে দিও অভিজ্যিত দা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:০৯

একজন অভিজ্যিত কে হত্যা করে যদি হারামীরবাচ্চারা তোরা মনে করিস যে তোরা জিতে গেছিস তাহলে ভুল সবই তোদের ভুল।

একজন মুক্তমনাকে হত্যা করলে কি হবে আরও ১০জন মুক্তমনা জন্ম নিবে। ১০জনকে হত্যা করলে আরও ১০০জন মুক্তহনা জন্মগ্রহন করবে তখন কতজনকে হত্যা করবি শুওরের বাচ্ছারা।

রক্ত ৫২তেও দিয়েছি,৭১রেও দিয়েছি এবং ৭১রের পর থেকে এখনও দিয়ে যাচ্ছি।চিন্তা করিসনা তোরা আরও দিবো।

দেখবো তোরা আমাদের কত রক্ত ভাসাতে পারিস আর আমার জননী আর কত রক্ত তাঁর আঁচলে নিতে পারে।

দেখবো কত রক্ত দিয়ে আমার বাংলা মা গোসল করলে মা বলবে ও আমার সোনার ছেলেরা এবার অনেক হয়েছে তোরা থাম,আমি আর রক্ত চাইনা।

আমি আর আমার নিরপরাদ ছেলেদের রক্তে আমার আঁচল ভিজাতে চাই।এবার তোরা বন্ধ কর।

যারা মানুষ হত্যা করে তারা মানুষ না,তাদের নেই কোন ধর্ম।

কোন ধর্মই মানুষকে হত্যার অনুমতি দেয়নি।

জীব হত্যা পাপ এটা যেমন হিন্দু ধর্মেও পাপ ঠিক তেমনি ইসলাম ধর্মেও পাপ।

মানুষ মহান আল্লাহ্‌ তায়ালার সেরা সৃষ্টি।মহান আল্লাহ্‌ তায়ালা বলেছেন যে কোন কিছুকে যদি জীবন দান করার ক্ষমতা তোমার না থাকে তাহলে তাকে হত্যা করার অধীকার তোমার নেই।

আমি মুসলমান।

আমার ইসলাম আমাকে কখনও শিখায়নি যে অন্য ধর্মের মানুষকে হত্যা করো।

আমার ইসলাম আমাকে শিখায়নি তোমার ধর্মকে নিয়ে কেও কুটূক্তি করলে থাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও।

না আমার ইসলাম আমাকে তা শিখায়নি।

আমার ইসলাম আমাকে শিখিয়েছে কিভাবে নিজের ধর্মের সাথে সাথে অন্য ধর্মকে সম্মান করতে।

আমার ইসলাম আমাকে শিখিয়েছে যে কেঊ তোমার ধর্মকে নিয়ে কূটূক্তি করলে তাকে বোঝাও তোমার ধর্ম সম্পর্কে।আর যদি সে শুনতে না চায় তাহলে তাকে তার অবস্তায় ছেড়ে দাও নিশ্চয়ই মহান আল্লাহ্‌ তায়ালা তাকে তার ভুলের জন্য ক্ষমা করবেন।

অভিজ্যিত দা’র মৃত্যুতে আমিও ব্যাত্যিত,আমার চোখেও জল তাই বলে কি আমার ধর্মকে গালি দিতে হবে।

এতে ধর্মের দোষটা কোথায়?

দোষ হলো সেই সব কুত্তার বাচ্ছাদের যে বা যারা অভিজ্যিত দা’কে হত্যা করেছে।

অবিজ্যিত দা তুমি যেখানেই থাকওনা কেন ভালো থেকো।

আর ক্ষমা করে দিও আমাদের যারা কিছু করতে পারলাম না তোমার জন্য।

তুমি ক্ষমা করে দিও অভিজ্যিত দা ।



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:১৯

কোলড বলেছেন: you sound like more catholic than the pope!

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩১

সরদার হারুন বলেছেন: সবাই জানে তবুও খারাপ কাজটি করে

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

জায়গীরদার বলেছেন: সহমত আপনার মন্তবের সাথে।
ভালো থাকবেন

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৬

সেতু আমিন বলেছেন: পোস্ট স্টিকি করা হউক। এবং ব্লগের হোম পেজে কালো ব্যানার দিতে হবে।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০৬

রামন বলেছেন:
ভাই , ইসলাম শান্তির ধর্ম , ইসলামে হত্যা করতে বলেনি, ইসলাম ভিন্ন ধর্মের প্রতি সহনশীল এবং সহ অবস্থানে থাকতে পারে এসব মারফতি বাক্য এখন আর হলে পানি না। লেবু কচলালে যেমন হয় , ঠিক তেমনি তেতো হয়ে গেছে কথাগুলো সবার কাছে। খুনিরা তো 'আল্লাহু আকবর' তাকবির দিয়েই মারছে। ইসলাম কিভাবে তার দায় এড়াবে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৬

জায়গীরদার বলেছেন: ভাই আল্লহু আকবর বলে হত্যা করা হোক কিংবা জয় মা কালী বলে হত্যা করা হোক দুইটা কাজই ঘৃণিত।
আজ আমি জয় মা কালী বলে কাউকে হত্যা করলে কি আপনি হিন্দু ধর্মকে দোষারোপ করবেন?
আমি আমার নিজের ধর্ম সম্পর্কে যতটা জানি ঠিক ততোটা হিন্দু ধর্ম সম্পর্কে জানি।
কোন ধর্মই আপনাকে বলে দেয়নি যে ধর্মের নাম নিয়ে জীব হত্যা করুন।
জীব হত্যা যেমন হিন্দু ধর্মেও পাপ ঠিক তেমনি ইসলাম বলেন আর ক্রিস্টান অথবা বোদ্ধ ধর্ম বলেন সকল ধর্মেই পাপ।
আল্লহু আকবর বলে হত্যা করেছে বলেই যে ইসলাম ধর্মকে তার দায় ভার নিতে হবে এই কথাটির সাথে সহমত হতে পারলাম না।
আমি অন্য ধর্ম নিয়ে কথা না বলে নিজের ধর্ম নিয়েই বলি,
আমার ধর্মের কিছু আগাছা আছে যে বা যাহারা মানুষের ধর্ম ভীরুতাকে হাতিয়ার হিসেবে ব্যাবহার করে তাদের কাজ হাছিল করছে সেখানে আমি কি করে আমার ধর্মকে দোষারোপ করবো বলেন?
কোন এক কুত্তার বাচ্ছা বললো যে মা ফাতেমা (আমাদের নবীর কন্যা ) নাকি এইজনমে তার স্ত্রী হয়ে জন্ম নিয়েছেন।
এবার আপনি বলেন, এই কুত্তার বাচ্ছাটাও মুসলমান এই কুত্তার বাচ্ছার আসরেও কিছু মানুষ যায়।তাই বলে কি এতে করে এটা আমার ধর্মের দোষ?
ভেবে দেখবেন/
দোষ যে করেছে আমরা তার শাস্তি চাই
এখন সে কোন ধর্মের হিন্দু না মুসলমান তা নিয়ে প্রশ্ন তোলার কোন যুক্তি অন্তত আমি খুঁজে পাই না।
ধন্যবাদ আমার লেখাটা পড়ার জন্য আর আপনার মন্তবের জন্য।
ভালো থাকবেন প্রতিটা মুহূর্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.