নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সপ্রসন্ন

সপ্রসন্ন › বিস্তারিত পোস্টঃ

প্রিয়মুখ

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬

চক্কর চলছেই। নাগরদোলার মত কখনো উপরে। তবু আকাশ আর ছোঁয়া হয় না। আকাশ মিলিয়ে যায় আকাশে। পরেরবার নিচে নামার সময় হয়। কিন্তু সুযোগ হয় না তখন কাঁঠালচাঁপার ঘ্রাণ নেবার। জীবনের প্ল্যাটফর্মে এসব অস্থির পায়চারি। অহেতুক কোলাহল।

সবকিছু থামিয়ে দিতে ইচ্ছে হয়। ইচ্ছে হয় থমকে যাক মূহুর্ত। বাতাসের শব্দ এসে থামুক নারকেলশাখায়। সমুদ্রতরঙ্গ থেমে যাক বালুতটে। জীবনের বিবিধ জটিলতা আটকে থাকুক অস্পষ্টতায়। শুধু সচল থাকবে হৃদয়। দ্রুত লয়ে চলবে হৃদস্পন্দন। প্রিয়মুখের আনন্দস্পর্শে।

“যখন জ্বলিবে আলো কার মুখ দেখা যাবে বলতে কি পারো?
কার মুখ?- আমলকী শাখার পিছনে
শিঙের মতন বাঁকা নীল চাঁদ একদিন দেখেছিলো,
আহা, সে-মুখ ধূসরতম আজ এই পৃথিবীর মনে।''

ইচ্ছে হয় একটুকু আলো জ্বলুক। মুখোশ থাকুক আড়ালে। মুখটুকু আজ দেখা হোক। ধূসর কিন্তু শান্ত স্নিগ্ধ সে মুখ। প্রিয়মানুষের সেই ধূসর মুখ আবার রঙিন হোক। স্তব্ধ ধরায় বেঁচে থাক বর্ণিল প্রিয়মুখ। যার আনন্দদ্যুতিতে আপন জীবনের সাধ দীর্ঘায়িত হয় আরো খানিক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.