নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

যে পুরুষটি আমি নই

০৪ ঠা মে, ২০২৪ রাত ৯:৪২

ছবি নেট ।


যে পুরুষটি মাঝরাতে জানালা খুলে
বিড়ির ধোঁয়া উড়িয়ে খুক খুক কাশে
মাথায় চুল কম
সে আমি নই
যে পুরুষটি তার প্রিয় নারীকে জড়িয়ে
চুম্বনের পাহাড় গড়ে চলেছে
সে পুরুষটি ও আমি নই
যে পুরুষটি মুসাফির
যার মরে যাওয়ার নেই ভয়
সে পুরুষটি আমি
এক কথায় তাই বলতে হয়।

যে পুরুষটির দিন
খেয়ে ফেলে রাতের শিশির
যার চোখের নীচে কালি
যার গরম রক্ত খুব দ্রুত হয় শীতল
অনুভূতি যার নেই স্থির
কবিতা এবং শব্দে ভাংগে যার আঁধার তিমির
দূরে থাকলে লোকজন বড্ড খুশী হয়
সে পুরুষটি আমি
আমাকে ভালোবাসতে এসো না
ওসবে আজকাল ভীষণ লাগে ভয়।



মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২৪ রাত ২:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাকে ভালোবাসতে এসো না
ওসবে আজকাল ভীষণ লাগে ভয়।

..............................................................................................
তাহলে কি চাঁদের দেশে গিয়ে বসবাস করবেন ??
আমাকে ও সঙ্গে নেবেন কিন্তু !!!

২| ০৫ ই মে, ২০২৪ রাত ২:৩৬

স্প্যানকড বলেছেন: আমার সাথে এতো যাওয়ার সখ ? জেনে খুশী হলাম । ধন্যবাদ ।ভালো থাকবেন সব সময় :)

৩| ০৫ ই মে, ২০২৪ ভোর ৬:২৭

আরেফিন৩৩৬ বলেছেন: অসাধারণ, বাহ

০৫ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ আরেফিন৩৩৬ । ভালো থাকবেন সব সময় :)

৪| ০৫ ই মে, ২০২৪ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত হা হুতাশ ভাল্লাগে না। জীবনটারে রঙিন করেন। বিয়া করি ফালান

০৫ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭

স্প্যানকড বলেছেন: করতে তো চাই কিন্তু যারে করতে চাই সে তো রাজি না । অবশ্য আমি তার এ সিদ্ধান্ত কে সম্মান করি । ওসব নিয়ে এখন আর ভাবছি না । জীবন নানাভাবে উপভোগ করা যায় যেমন কবিতা লিখে , ভালো মুভি এবং গান শুনে ভালো কবিতা এবং গল্প উপন্যাস পড়ে শারীরিক চর্চা করে আরও নানাবিধ কাজকর্ম করে ।অবশ্য ইবাদত আছে সবার প্রথমে । এসব নিয়ে চলে যাচ্ছে তো জীবন ।যাক চলে । ভালো থাকবেন আপু :) ধন্যবাদ :)

৫| ০৫ ই মে, ২০২৪ রাত ১১:২৮

মিরোরডডল বলেছেন:




ছবিপুর আর বিয়ে খাওয়া হলো না!

লেখাটা ভালো লেগেছে কবি।
তবে আর হতাশার কবিতা চাই না।
প্রানের কবিতা চাই, যেখানে আনন্দ থাকবে, বেঁচে থাকার সুন্দর স্বপ্ন থাকবে।

০৬ ই মে, ২০২৪ রাত ৩:২৩

স্প্যানকড বলেছেন: ছবিপুর জন্য সত্যি সত্যি দু:খ হচ্ছে :( প্রেম পেলে আনন্দ , বেঁচে থাকার সুন্দর স্বপ্ন সব এসে হাজির হয় ।আমার কপাল মন্দ তাই ওসব ধরা দেয় কম । যাক উহা জীবনের অংশ সে অংশটুকু না হয় কারো অপেক্ষায় কেটে গেলো । তাতে ক্ষতি কি ? ভালো থাকবে মেয়ে :) ধন্যবাদ মেয়ে :)

৬| ০৬ ই মে, ২০২৪ বিকাল ৩:২৬

অধীতি বলেছেন: এত হতাশ কেন? আরব বেদুইনেরও বউ বাচ্চা ছিল।

০৭ ই মে, ২০২৪ রাত ১২:৪৯

স্প্যানকড বলেছেন: প্রেম বেঁচে ছিল কি না সেটাই মূলত কথা । আমি তো তাকে খুঁজি যার ভেতর প্রেম ভরপুর থাকবে । ধন্যবাদ , ভালো থাকবেন সব সময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.