নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিখ্যাত কেউ নই আমি, অতি ভদ্র কিংবা নষ্টাও নই। মানুষ মাত্র, যা দেখি যা শুনি, তা গিলিয়ে খাই।

স্রাঞ্জি সে

না বলা শব্দ গুলো ফানুশ হয়ে উড়ে বেড়াক নীলাকাশে

স্রাঞ্জি সে › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ দেহ

১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:০০




আমি অত ভাষার চাষা নই
আমি অত স্বপ্নের রঙধনু নই।

নিগূঢ় নিশিতে নিবারণ শয়নে মরণ
জেগেছি ভোরে দেখেছি আলোর নাচন।

ভাবতাম পিচঢালা রোডে পদপিষ্ট হতাম
তাহলে বৃত্তে বন্দী না থাকতাম।

নিথর নিস্তেজ দেহ পড়ে থাকতো
স্বপ্ন গুলো শান্তে ঘুমাতে পারতো।

দেহ উল্লাস স্তিমিত প্রগাঢ় ভান
আত্মার আজ সুখশান্তি বহমান।


ছবিঃ- কর্ণফুলী রিভারভিউ, বোয়ালখালি।

মন্তব্য ৬৫ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৬

চাঁদগাজী বলেছেন:


জনতার কন্ঠ, সমাজের বিবেক?

১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:১০

স্রাঞ্জি সে বলেছেন: সমাজ কিংবা ব্যক্তির বিবেক। রূঢ় জীবন।

২| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:২১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম পাতায় স্বাগত। কবিতা ভালো লাগলো। কর্ণফুলী রিভারভিউটি অসাধারণ লাগলো।

শুভকামনা প্রিয় স্রাজ্ঞি ভাইকে।

১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৫

স্রাঞ্জি সে বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
নিরন্তর ভালবাসা।

৩| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: স্বপ্ন আর বাস্তব তো এক না, স্বপ্ন ভাঙ্গে বাস্তব শত শহস্র কিলেও ভাঙ্গে না, বাস্তব কঠিন দাগ রেখে যায় ।।

১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৯

স্রাঞ্জি সে বলেছেন: হ্যাঁ, তা চিরায়ত সত্য। কিন্তু স্বপ্ন আমায় পীড়া দেয়।

৪| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩১

অচেনা হৃদি বলেছেন: আপনার লেখা তো চমৎকার, নিয়মিত লিখেন না কেন ? :)

১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৫

স্রাঞ্জি সে বলেছেন: লেখা বড়ই প্যারাময়। সহজেই মস্তিষ্ক থেকে হস্তে ধরা দেই না।

৫| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৮

সনেট কবি বলেছেন: এককথায় চমৎকার

১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৭

স্রাঞ্জি সে বলেছেন: ধন্যবাদ হে কবি

৬| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৪

তারেক_মাহমুদ বলেছেন: প্রথম পাতায় স্বাগতম, সুন্দর লিখেছেন।

১১ ই জুলাই, ২০১৮ ভোর ৫:০৬

স্রাঞ্জি সে বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৭| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: প্রথম পাতায় স্বাগতম।


কবিতা ভালো লিখেছেন++


শুভ কামনা রইলো ভায়া।

১১ ই জুলাই, ২০১৮ ভোর ৫:০৮

স্রাঞ্জি সে বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৮| ১১ ই জুলাই, ২০১৮ রাত ২:৪৯

চঞ্চল হরিণী বলেছেন: 'আমি অত ভাষার চাষা নই' - কিন্তু ভায়া, লেখক মাত্রই যে ভাষার চাষা, কবিরা তো আরও বেশি। অবশ্য সুন্দর করে শব্দচাষি বলেন অনেকে। তাই আপনি চাষা হয়েই গেলেন স্রাঞ্জি ভায়া।

'আত্মার আজ সুখশান্তি বহমান' - সুখশান্তিতে থাকাই তো কাম্য। অবশ্য প্রগাঢ় ভান হলে সেটাই বাস্তব হওয়ার কথা :(
আপনার প্রথম লেখা পড়লাম, ভালো লাগলো। শুভকামনা আপনার জন্য।

১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৯

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ। নিরন্তর শুভকামনা

৯| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৫

জাহিদ অনিক বলেছেন:
বাহ পিচঢালা রোডের পাপিষ্ঠ !

১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৮

স্রাঞ্জি সে বলেছেন: পাপিষ্ঠ শব্দটা হবে না।।

ধন্যবাদ।

১০| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: বেশ ভালো।

১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৬

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ

১১| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

১১ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৬

স্রাঞ্জি সে বলেছেন: খুবি সহজ।

পুনরায় মন্তব্যে পুনরায় অসংখ্য ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা

১২| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: রাজীব নুর ভাই বলেছেন সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন। একমত :)

১১ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৭

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

নিরন্তর ভালবাসা

১৩| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাললাগা।

+++

১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১১

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।।

ভালবাসা নিরন্তর।

১৪| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৫

সিগন্যাস বলেছেন: নেন প্লাস নেন

১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৪

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ, মন্তব্যে ও প্লাসে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৫| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৯

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

১৬| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৯

সুরঞ্জন আহমেদ বলেছেন: পিচঢালা রোডে পদপিষ্ট হওয়াতে সুখ আছে। মর্ষকামীতার সুখ। আমি জানি তুমি মর্ষকামী নও। তোমার গণ্ডিকর্তারাই তোমাকে পরোক্ষভাবে মর্ষকামীতার স্বপ্ন দেখিয়েছে । যেমনটা পুরুষতান্ত্রিক সমাজের কর্তারা নারীদের দেখায়।

১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৬

স্রাঞ্জি সে বলেছেন: কর্তাদের অনুচরে থাকতে আত্মস্বপ্ন কে খুন করতে হয়।

১৭| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অসাধারণ কবিতা।

১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫২

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ,

ভালবাসা নিরন্তর।

১৮| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৭

আলী আহসান বলেছেন: বাহুল্য বর্জিত অথচ দারুণ বুননে তৈরি সুন্দর কবিতা।

১২ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৮

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা।

১৯| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৯

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল।

১২ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৯

স্রাঞ্জি সে বলেছেন: ধন্যবাদ।

নিরন্তর ভালবাসা রইল।

২০| ১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

বলেছেন: অসীম সুন্দর

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে সীমাহীন ধন্যবাদ।

নিরন্তর ভালবাসা।

২১| ১৩ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লাগল, এনিওয়ে আপনার ব্লগের নিকটা কিন্তু দারুণ লেগেছে।

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৫

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।
আপনার কাছে আমার নিকটা দারুণ লাগছে জেনে ভাল লাগল।

নিরন্তর শুভকামনা ভাইয়া ।

২২| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪২

ঋতো আহমেদ বলেছেন: আপনার ক্ষুদেবার্তা টুকু ভালো লেগেছে। কবিতা ও অন্যান্য লিখায়ও আশা রাখছি এর প্রতিফলন পাবো।

১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৮

স্রাঞ্জি সে বলেছেন: সেই চেষ্টাই আছি। দোয়া করবেন।


নিরন্তর শুভকামনা ভাইয়া।

২৩| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৭

রাকু হাসান বলেছেন: কবতিা সাথে ছবি দুটিই ভাল লাগলো আমার +

১৩ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৩

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

২৪| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো ।

১৩ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৪

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ

শুভকামনা নিরন্তর

২৫| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১:১৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাহ ।।।দারুণ বলেছেন তো । । সুন্দর ভাষায় ভালোলাগা গুলো

১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৮:১০

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা।

২৬| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৬

সোহেল আহমেদ নাসিম বলেছেন: দারুন লিখেছেন

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১১

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।
নিরন্তর ভালবাসা।

২৭| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৮

সূচরিতা সেন বলেছেন: কবিতা ভালো লাগলো ।

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৪

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা।

২৮| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৬

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ভাল লেগেছে।

১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২০

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

নিরন্তর ভালবাসা

২৯| ০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:১২

ভ্রমরের ডানা বলেছেন:

আত্মার মুক্তি এক আরাধ্য কামনা! প্রচেষ্টা চলুক! কবিতায় খুব ভাল লেগেছে!

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১:২৯

স্রাঞ্জি সে বলেছেন: দেরিতে প্রতিমন্তব্য দেওয়ায় দুঃখিত।

মন্তবে অনেক অনেক ধন্যবাদ।

৩০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭

খায়রুল আহসান বলেছেন: ব্যতিক্রমী ভাবনার কবিতা। ভাষার চাষা কথাটাও একটু ব্যতিক্রমী মনে হলো।
ছবিটা সুন্দর।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

স্রাঞ্জি সে বলেছেন:
সুপ্রিয় খাইরুল ভাই আমি অত্যন্ত দুঃখিত দেরিতে মন্তব্য দেওয়ায়, সময় সুযোগ হয়ে উঠে না....


অনেক পুরাতন পোস্টে আপনাকে পেয়ে খুশি হলাম...

আসলেই আমি প্রথম থেকেই ব্যতিক্রম পোস্ট দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু সময় যত গড়াচ্ছে তত কেমন জানি মন উঠে যাচ্ছে সামু থেকে.....

কবিতার ভাবনা গুলো জন্ম নিয়েছে, আমার পরিবারের আমার উউপর কিছু অযাচিত সিদ্ধান্ত ভিত্তিতে......

ছবি টা আমার তোলা.... এক বিকাল বেলায়...


আমি আবারো দুঃখিত প্রকাশ করতেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

অশেষ ধন্যবাদ।

ভাল থাকবেন

৩১| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯

খায়রুল আহসান বলেছেন: প্রতিমন্তব্য পড়ে খুশী হ'লাম।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭

স্রাঞ্জি সে বলেছেন:

পুনরায় মন্তব্যে প্রীত হলাম। অনেক অনেক ধন্যবাদ নিবেন প্রিয় খায়রুল ভাই।

শুভকামনা ও ভালবাসা নিরন্তর।

৩২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:২২

আহমেদ জী এস বলেছেন: স্রাঞ্জি সে ,




অতো ভাষার নাহলেও এক ভাষার চাষীও বীজ বুনে যেমন অপেক্ষায় থাকে ফসলের, তেমনি এক প্রানের একটি দেহও অপেক্ষায় থাকে ভোরের আলোয় নেচে যাওয়া কোনও শান্তির.............

০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ব্লগার আহমেদ জী এস ভাই

প্রথমেই দুঃখিত প্রকাশ করতেছি। দেরীতে প্রতিমন্তব্য করাই। ইহা যারপরনাই একটা লজ্জার।


মন্তব্যে অনেক অনুপ্রাণিত হলাম। আপনাকে অনেল ধন্যবাদ।

নতুন দিগন্ত আসুক শান্তির বাতাস বয়ে।


অনিঃশেষ শুভকামনা।

৩৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চমৎকার লিখেছেন। ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.