নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিখ্যাত কেউ নই আমি, অতি ভদ্র কিংবা নষ্টাও নই। মানুষ মাত্র, যা দেখি যা শুনি, তা গিলিয়ে খাই।

স্রাঞ্জি সে

না বলা শব্দ গুলো ফানুশ হয়ে উড়ে বেড়াক নীলাকাশে

স্রাঞ্জি সে › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ নিষ্ঠুর রাত্রি

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৭




নিষ্ঠুর নিয়নে নিশিবেলার ইতি ঘটে
ভোরের ঘোরে নিজেকে বেখাপ্পা লাগে,
প্রতিদিন প্রতিনিশি ওষ্ঠ থেকে পদমে
দেহ বিরামহীন নষ্টার হস্তে মুখে।

পাশবিকতা, জর্জরিত নিষ্পেষিত আমার ক্ষত
পড়েথাকা তেতলানো রক্ত জবার মত।

জানিনা এথেকে নিস্তার পাব কিনা
উত্তাল ঝড়ে যেন মিশে গেছে
আমার অস্তিত্ব আর আমার জীবন
পরিত্রাণ, কোন দিনও মিলবেনা বেঁচে থাকতে।

তবুও আশায় বসে থাকি হতাশায়
যৌবনের খাঁচা থেকে মুক্তি পাব
নীলিমায় মনের পঙখীরা ডানা মেলবে
আমার ধুলোমাখা ঘুড়ির দেখা পাব।


উৎসর্গঃ যারা নতুন করে জীবন ফিরে পেতে চাই।

মন্তব্য ৫৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:


অস্হিরতার প্রকাশ?

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৭

স্রাঞ্জি সে বলেছেন: হু, আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নারী মানে অন্য কিছু। তারা নারীদের প্রতি সম্মান দেখাতে জানে না।

২| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৪

কাইকর বলেছেন: ভাল লাগছে

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৪

স্রাঞ্জি সে বলেছেন: পরিচালক সাহেব কেমন আছেন?

আপনার ভাল লাগছে জেনে আমারও ভাল লাগল। পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ আপনাকে।
নিরন্তর শুভকামনা।

৩| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লাগলো প্রিয় ভাইজান।

শুভকামনা রইল।

১৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:০২

স্রাঞ্জি সে বলেছেন: আপনার ভাল লাগল জেনে আমার খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। আপাতত এখন থাক পরে নেচে নিব। বাড়িতে সবাই ঘুম যাচ্ছে ।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। নিরন্তর ভালবাসা নিয়েন।

৪| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা ভালো লিখেছেন++


শুভ কমনা রইলো ।।

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৯

স্রাঞ্জি সে বলেছেন: আসলেই, আমার খুব ভয় করছিল পোষ্ট দেওয়ার আগে।

যাক আপনার উৎসাহে ভয় টা কেটে গেল।

পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ।

নিরন্তর ভালবাসা ভাইয়া।

৫| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৬

ওমেরা বলেছেন: আহা——- আপনি একটা আপু !!

কবিতা সুন্দর হয়েছে আপু।

১৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৭

স্রাঞ্জি সে বলেছেন: ও আল্লাহ, আমাকে মেয়ে বানাই পেলছেন আপনি। আমি আপু না।


কবিতা পাঠে ও মন্তব্যে আপনাকে অনেক ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা।

৬| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:
কিছু বানানে ভুল আছে। নিয়নে কি জিনিস?




কবিতায় কষ্টের ছাপ! মানুষ যৌবন ফিরে চায় আর আপনি কিনা যৌবনের খাঁচা থেকে মুক্তি চান! সত্যি অদ্ভুত চাওয়া!

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০১

স্রাঞ্জি সে বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।


(কিছু বানানে ভুল আছে) আমিতো ভুল দেখতেছি না, যদি থেকেই থাকে তাহলে আমাকে জানাবেন।

নিষ্ঠুর নিয়নে, নিয়নের পর একটা আলো আসত। কিন্তু লাইনের ভাব থাকার জন্য আলোটা আর লিখি নাই।

এখানে আমি কামনার যৌবন থেকে মুক্তি চাই। পুরুষ সঙ্গম থেকে মুক্তি চাই।

৭| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ৩:৩৯

রাকু হাসান বলেছেন: সুন্দর ++ :-B

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৩

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

৮| ১৭ ই জুলাই, ২০১৮ ভোর ৪:০১

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: অস্থির সময়ের কবিতা ...

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৫

স্রাঞ্জি সে বলেছেন: জ্বি
পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা।

৯| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৯

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

১০| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৯

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।

১৭ ই জুলাই, ২০১৮ রাত ১০:২০

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন।

পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ।

১১| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩০

পবিত্র হোসাইন বলেছেন: পরিত্রাণের অপেক্ষায়

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৭

স্রাঞ্জি সে বলেছেন: উপরওয়ালা তাই করুক।

পাঠ ও মন্ত্যবে অনেক ধন্যবাদ।

প্রীশু নিয়েন।

১২| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:০২

আখেনাটেন বলেছেন: বেদনার কবিতা।

শেষের দুটো লাইনের অাশাবাদ ব্যক্ত করেছেন। এটা ভালো লাগল।

১৯ শে জুলাই, ২০১৮ ভোর ৫:২৫

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ।

ভালবাসা নিরন্তর

১৩| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ব্লগের আপুমণিদের লেখার মান বেশী ভাল। এটা আমার পর্যবেক্ষণ।

১৯ শে জুলাই, ২০১৮ ভোর ৬:২৬

স্রাঞ্জি সে বলেছেন: আপু ডাকলে আমার লজ্জা লাগে ভাই।।

১৪| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপু, আপু!!
আপনি নাকি ভাইয়া???:P
....

১৯ শে জুলাই, ২০১৮ ভোর ৬:২৭

স্রাঞ্জি সে বলেছেন: শেষ পর্যন্ত উদ্ধার করে পেললেন।

১৫| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর ভাবনা। ভালোবাসা রইলো।।

২০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৯

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ
নিরন্তর ভালবাসা

১৬| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৬

আহমেদ জী এস বলেছেন: স্রাঞ্জি সে ,




মোটামুটি হয়েছে কবিতা । আরো লিখুন । লেখা শক্তিশা্লী হবে নিঃসন্দেহে ।

উৎসর্গে ....... "যারা নতুন করে জীবন ফিরে পেতে চান " হবে ।

প্রথম মন্তব্যের উত্তরে বলেছেন -- "আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নারী মানে অন্য কিছু। তারা নারীদের প্রতি সম্মান দেখাতে জানে না।"
কবির এমন ভাবনার সাথে যায় তেমন একটি লিংক দিলুম ---কোন এক রাতবিহারিনীকে ..................

২১ শে জুলাই, ২০১৮ ভোর ৬:৫৬

স্রাঞ্জি সে বলেছেন: অনুপ্রাণিত হলাম, সামনে চেষ্টা করে যাবো।

উপদেশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৭| ২১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম ভালো লেগেছে। মুক্তি পাক আপনার চাওয়া.

২১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫১

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা।

১৮| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার প্রপিক চেঞ্চ করুন তবে আর গোলমাল হবেনা-ভাই না আপু।

কবিতা কবিতাময় হয়েছে।

২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৫

স্রাঞ্জি সে বলেছেন: পিকটা আমার পছন্দের মধ্যে একটা।

১৯| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩০

বলেছেন: ব্রিলিয়ান্ট

২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৩

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

২০| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫১

ভ্রমরের ডানা বলেছেন:





হা হা হা... বাট হোয়াই? সমস্যা কি?

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৩

স্রাঞ্জি সে বলেছেন:

অ-নে-ক সমস্যা ।

২১| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৬

ভ্রমরের ডানা বলেছেন:



আমি তো কিছুই বুঝলাম না। অনেকে পাগল হয়ে থাকে =p~ বিশেষ করে আজকালকার জেনারেশন! আপনি কি এর ব্যতিক্রম?

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৬

স্রাঞ্জি সে বলেছেন:
ধরে নেন আমিও একজন উন্মাদ।


কবিতা টা আমার খুবই কাছের একজন মেয়ের জীবন নিয়ে।

২২| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:২০

ভ্রমরের ডানা বলেছেন:


ওহ বুঝেছি! সরি! এটা ভাল! আমি বলব খুব ভাল চিন্তা। ব্যতিক্রম কিন্তু সাহসী! জাস্ট কিউরিয়াসনেস! প্লিজ ডোন্ট মাইন্ড!

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৭

স্রাঞ্জি সে বলেছেন: ধন্যবাদ, প্রীশু নিয়েন।

২৩| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৪

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর কবিতা। আমার অনেক ভালো লাগলো। :)

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৫

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

২৪| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:২১

ভ্রমরের ডানা বলেছেন:
প্রীশু কি?

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫০

স্রাঞ্জি সে বলেছেন: একটু ভেবে বের করতে পারবেন না।

যদিও তা ফরিদ ভাই পদাতিক ভাই বুইঝা নিয়েছে।

২৫| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:



আমি পারলাম না! ভাবনাহীনতা ভর করেছে। সরি! বলার দরকার নাই!

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৩

স্রাঞ্জি সে বলেছেন: ওহ আমি দুঃখিত।


২৬| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৬

ভ্রমরের ডানা বলেছেন:

আমি উনাদের মত চিন্তাবিদ নই! আমি অত্যন্ত অলস! পিপুফিশু টাইপের!



;)

২৬ শে জুলাই, ২০১৮ ভোর ৫:৪৯

স্রাঞ্জি সে বলেছেন:
হা হা হা, অত চিন্তাবিদের প্রয়োজন কি।

২৭| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:১৪

খায়রুল আহসান বলেছেন: যাদের কষ্ট আপন মর্মে উপলব্ধি করে এ কবিতাটি লিখেছেন, এবং যাদের প্রতি এ কবিতাটি উৎসর্গ করেছেন, তাদের কেউ হয়তো আপনার এ কবিতাটি পড়বেনা। তবুও আপনার এ প্রয়াসকে সাধুবাদ জানাই।
মন্তব্যগুলো পড়ে আমার মনে হলো, অনেকেই কবিতাটি না বুঝেই মন্তব্য করেছেন, যদিও না বোঝার মত কঠিন কিছু নেই এখানে।
আপনার প্রচলিত প্রীশু'র ব্যবহার কি এখন অনেকটাই কমিয়ে ফেলেছেন?
প্রথম থেকে আপনার সবগুলো লেখা পড়ে যাবার ইচ্ছে রাখি। তাই মাঝে মাঝে নিজের পুরনো পোস্টগুলো দেখে যাবার অনুরোধ রইলো।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২০

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় খায়রুল আহসান ভাই.....


মন্তব্যে অত্যন্ত প্রীত ও অনুপ্রাণিত হলাম।

যাদের কষ্ট ...... সাধুবাদ জানায়। হ্যাঁ. যাদের নিয়া লিখা তাদের হয়ত চোখে পড়ার আদৌ কোন সম্ভাবনা নাই। কখনো সম্ভবও না। কিন্তু কোন পুরুষ পাঠক এই কবিতা পাঠ করে অন্তত তাদের নিদারুণ কষ্টগুলো বুঝার চেষ্টা করবে, বৈকি।

আপনার প্রচলিত প্রীশু'র ব্যবহার কি এখন অনেকটাই কমিয়ে ফেলেছেন? !:#P হু, আসলেই ওরকমি বলতে পারেন । 8-| বলতে বলতে একটা বলার ক্লান্ত চলে আসছে এই আরকি। যাক নতুনভাবে শুরু করব।


প্রথম থেকে আপনার সবগুলো লেখা পড়ে যাবার ইচ্ছে রাখি। অনেক অনেক খুশি হয়েছি খায়রুল ভাই। এ যেন ভালবাসার দারুণ বহিঃপ্রকাশ। আশা করি লিখায় কোন ভুল থাকলে সেইসব ভুলগুলো তুলে ধরবেন।


- আপনার ছবি ব্লগঃ জীবনের বৈচিত্র্য ও বৈপরীত্য পোস্টে একটা মন্তব্য রেখে আসছি। সময় সুযোগ হলে আশা করি দেখে নিবেন।


পরিশেষে, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।


অনিঃশেষ শুভকামনা

২৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:২১

খায়রুল আহসান বলেছেন: আমার পোস্ট ছবি ব্লগঃ জীবনের বৈচিত্র্য ও বৈপরীত্য পড়ার জন্য ধন্যবাদ। আপনার মন্তব্যের উত্তর দিয়েছি।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪১

স্রাঞ্জি সে বলেছেন:

প্রিয় খায়রুল ভাই।

দেরীতে প্রতিমন্তব্য জন্য যারপরনাই লজ্জিত আমি। যার জন্য দুঃখিত।

ভালবাসা নিবেন। আর শুভকামনা রইল। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.