নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিখ্যাত কেউ নই আমি, অতি ভদ্র কিংবা নষ্টাও নই। মানুষ মাত্র, যা দেখি যা শুনি, তা গিলিয়ে খাই।

স্রাঞ্জি সে

না বলা শব্দ গুলো ফানুশ হয়ে উড়ে বেড়াক নীলাকাশে

স্রাঞ্জি সে › বিস্তারিত পোস্টঃ

কবিতা : তাহারা

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৭:২২



চিন্তিত কিংবা আনন্দিত
তাহার মাঝে আমি বন্দিত।

আমি ভাবি, তাহারা চাহে কি
পারি না তা, তাহাদের মত
একটু হাসি কিংবা একটু কান্না
আমি, ভবঘুরে আছি মনঃশত।

তাহারা, জানি না আমাকে চাহে কিনা
আমি, তাহাদের ডাকে কিংবা নিজিচ্ছায়
অপেক্ষায়ামি- জাগরণে না হয় শয়নে।

তাহাদের ছলে আমি মাতাল
আমি দিশেহারা, তাহাদের বলে
আমি উন্মাদ, তাহাদের রঙে-ঢঙে...!

আমি তাহাতে হারিয়ে যায়
হারিয়ে যায় ঘুমে গানে
সময় শেষ হয়ে আসে আমায়
স্বপ্নে, আলসে, তাহাদের টানে......!


স্রাঞ্জি (তাহারা কেউ না) সে

মন্তব্য ৩১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৭:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: সরল ভাষায় সুন্দর কবিতা।

অপ্রীশু আপনাকে।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৪১

স্রাঞ্জি সে বলেছেন: হৃপ্রীশু নিয়েন।। শুভ সকাল। কেমন আছেন পদাতিক ভাই???

সরল ভাষায় সুন্দর কবিতা। তাই, আমিতো মনে করেছি হালকা কঠিন লাগবে।

২| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: ফাইন!!

এখন একটি নুতন পোষ্ট দেওয়ার জন্য বসলাম। তবে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আলসেমি লাগছে। বাইরে তাকিয়ে আছি। সাজ্জাদভায়ের পোষ্টে কমেন্ট করে নোটিফিকেশনে দেখলাম আপনার প্রতিমন্তব্য। য়ে কারনে আবার আসা। আশাকরি আপনিও আপু ভালো আছেন।

আপনার হৃপ্রীশু হৃদয়দিয়ে গ্রহন করলাম।

আপনাকেও আমার অপ্রীশু রইল।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৩৮

স্রাঞ্জি সে বলেছেন: হু, আমিও ভাল আছি। প্রতিদিনে থাকার চেয়েও এ কয়েকদিন ভাল কাটতেছে। যেহেতু বাহিরে বৃষ্টিরর ধামাকা।

ও তাহলে নুতন পোষ্ট কি আজকেই পাবো। বৃষ্টি টিকে নিয়ে নাতো আজকের পোষ্ট।

৩| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৮:০৩

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৩৩

স্রাঞ্জি সে বলেছেন: উহ! জেনে ভাল লাগল। ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা

৪| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৫৯

ঋতো আহমেদ বলেছেন: সুন্দর হয়েছে। কিছু শব্দ-সংযোগ লক্ষণীয়। ছবিটায় প্রথমে একটু তাকিয়ে থাকতে হয়েছে। নৌকাংশ। ++

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৯

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন।

গঠনমূলক মন্তব্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৫| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০৩

সাগর শরীফ বলেছেন: আমার কিন্তু একটু কষ্ট হয়েছে পড়তে। ভাল করে বোঝার জন্য ৩বার পড়া লাগল। তবে ৩বার পড়াটা সার্থক স্রাঞ্জি সে! ভাল লিখেছেন। ধন্যবাদ। ভালবাসা জানবেন।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৪

স্রাঞ্জি সে বলেছেন: ইশ! আপনার কষ্ট লাগছে বিধায় আমারও কষ্ঠ লাগল।


পরক্ষণে আপনার কষ্ট টা সার্থক হইছে জেনে আমার হৃদয় আনন্দে ভরে উঠল।

পাঠ ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

প্রীশু নিয়েন।

৬| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০৬

এ.এস বাশার বলেছেন: কবিতা ভাল লেগেছে......

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫০

স্রাঞ্জি সে বলেছেন: শুভ সকাল, প্রীশু নিয়েন।

আপনার ভাল লেগেছে জেনে আমার মন খুশিতে ভরে গেল।

পাঠ ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

৭| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর কবিতা।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫২

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

প্রীশু নিয়েন ভাইজান।

৮| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫১

জাহিদুল হক শোভন বলেছেন: দারুন...
সময় শেষ হয়ে আসে আমায়
সপ্নে, আলসে তাহাদের টানে

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৭

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ।

৯| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০১

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৬

স্রাঞ্জি সে বলেছেন:

প্রীশু নিয়েন।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

১০| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১০

ভ্রমরের ডানা বলেছেন:



বাহ!

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১২

স্রাঞ্জি সে বলেছেন:


প্রীশু।

ধন্যবাদ।

১১| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১২

কাওসার চৌধুরী বলেছেন:


কবিতায় ভাল লাগা; সহজ ও সাবলীল ভাষায় চমৎকার মনের কথাগুলো বলেছেন B-)

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০০

স্রাঞ্জি সে বলেছেন:

পাঠ ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

প্রীশু

১২| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৭

সূচরিতা সেন বলেছেন: সহজ ও সাবলীল ভাষায় সুন্দর একটা কবিতা লেখছেন।

২৭ শে জুলাই, ২০১৮ ভোর ৪:৪৬

স্রাঞ্জি সে বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা।

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১২:২১

জেন রসি বলেছেন: তাহাদের মাঝে আমিত্বের অনুসন্ধান।

০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৩

স্রাঞ্জি সে বলেছেন:

পাঠ ও মন্তব্যে অনেক অনেল ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা........

১৪| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৩

বলেছেন: তাহার মাঝে নিজেকে খুজা।--- আহ ভাব

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৪

স্রাঞ্জি সে বলেছেন: পাঠে অসংখ্য ধন্যযোগ লতিফ ভাইয়া।

ভালবাসা নিরন্তর।

১৫| ৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

খায়রুল আহসান বলেছেন: তাহাদের পরিচয় কিছুটা পরিষ্কার হলো।
ঋতো আহমেদ বলেছেন: সুন্দর হয়েছে। কিছু শব্দ-সংযোগ লক্ষণীয় - একমত।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৬

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ব্লগার খায়রুল আহসান ভাই।


পুরনো পোস্টে কাউকে পাওয়াটা নতুন উদ্যমে সৃজন হওয়া। মন্তব্যে অনেক অনুপ্রাণিত হলাম।

তাহারা অদ্ভুত। তাহারা আমাদের রঙে রাঙিয়ে রাখে।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

অনিঃশেষ শুভকামনা ও ভালবাসা নিরন্তর।

১৬| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩১

ইসিয়াক বলেছেন: চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.