নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিখ্যাত কেউ নই আমি, অতি ভদ্র কিংবা নষ্টাও নই। মানুষ মাত্র, যা দেখি যা শুনি, তা গিলিয়ে খাই।

স্রাঞ্জি সে

না বলা শব্দ গুলো ফানুশ হয়ে উড়ে বেড়াক নীলাকাশে

স্রাঞ্জি সে › বিস্তারিত পোস্টঃ

কবিতা : দেয়ালের ওপাশে

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:০২



যেতে হবে আমাকে দেয়ালের ওপাশে
লাল রঙের শাড়ি পড়ে যেতে হবে,
কপালে সিঁদুর হবে লাল টুকটুকে
ওষ্ঠদ্বয় ভরে যাবে গোলাপি লিপিস্টিকে।

যেতে হবে আমাকে পর্দার আড়ালে
কেশরের ফাঁকেফাঁকে বেণি গেঁথে,
কানে দুল গলায় মালা পড়ে
দেহে ছড়াতে হবে চম্পার সুগন্ধে।

অতঃপর..!
গোধূলি পেরিয়ে সন্ধ্যায় ওপাড়ে ভিড়া
এখানেই আমার সাজের দেওনা পাওনা,
নিজেকে সবার চাইতে সুসজ্জিত দেখানো
খদ্দরের নিকট নিত্যনৈমিত্তিক চাওয়া।

হঠাৎ..!
কেউ এসে দরজার ওপাশে নিয়ে গেল
আমাকে ভোগ করার জন্য, একটি রাত্রি
মৃদু রঙিন আলো ছড়িয়ে আছে চারপাশ
এইতো শুরু হবে, দিবারাত্রির সমাপ্তি।

অবশেষে..!
দেয়ালের ওপাশে পড়ে আছে খাটে
অর্ধমৃত দেহ, এক রাত্রির ইতিহাস।
প্রতিদিনকার মতো একটি ভোর হবে
দিনের জন্য ক্ষণিক পরিত্রাণ, রাত্রির নিঃশ্বাস।

পৃথিবী নিস্তব্ধ আমাদের জন্য, হয়ত
এর মাঝে এ আরেক কুঁড়ে পৃথিবী
মুক্তি পাবো, রুপক্ষয় হয়ে আসছে
স্বপ্নের দুয়ারে আশার জাল বুনি।



মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আপু,

কবিতা ভালো হয়েছে। তবে এখনই কেন এমন ভাবনা? তবে শেষে এসে স্বপ্নের জাল বুনি দেখে খুশি হলাল। ++

হৃপ্রীশু আপনাকে।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৩

স্রাঞ্জি সে বলেছেন: সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে প্রতিউত্তর দেওয়ার জন্যে।

প্রথম মন্তব্যের জন্য প্রথমেই আন্তরিক মহব্বত গ্রহণ করিয়েন, শ্রদ্ধেয় পদাতিক চৌধুরী ভাই।

কবিতা ভাল হয়েছে জেনে আনন্দিত হলাম।

সুন্দর মন্তব্যে ও প্লাসে আন্তরিক ভাবে ধন্যবাদ জানায়।

আর এও জানায় হৃপ্রীশু।

২| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম, কথামালা হৃদয় স্পর্শী হয়েছে, মুগ্ধতা

২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫২

স্রাঞ্জি সে বলেছেন:

প্রীশু নিয়েন। গঠনমূলক মন্তব্যে অনেক ধন্যবাদ নাঈম ভাই।

৩| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:২১

ভ্রমরের ডানা বলেছেন:

ভাল লেগেছে।

শুশু!

২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৪

স্রাঞ্জি সে বলেছেন:
আপনার ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম।

মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ।

প্রীশু।

৪| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:২২

রাকু হাসান বলেছেন: স্রাঞ্জি সে আপু এত সুন্দর কবিতা যদি লিখতে পারতাম :-< .। হতাশ হচ্ছিলাম ,পড়তে পড়তে শেষ চার লাইন সে টা মিটিয়ে দিয়েছে । প্রথম পড়ে বুঝিনি যে ,শেষ এমন কিছূ পাব ।
কবিতায় ভাল লাগলো । সব কামনা রইলো আপনার প্রতি ।

শুভরাত্রি

২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৭

স্রাঞ্জি সে বলেছেন:
কেন পারবেন না। নিশ্চয় পারবেন। যদি চেষ্টা থাকে।

কবিতা ভাল লাগল জেনে আনন্দে আপ্লুত হলাম।

সুন্দর মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ।

৫| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৪

মিথী_মারজান বলেছেন: সুন্দর কবিতা।
মন কেমন করা, তারপরও সুন্দর। :)

২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৮

স্রাঞ্জি সে বলেছেন:
প্রীশু নিয়েন।

মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

শুভকামনা নিরন্তর।

৬| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:১০

কাওসার চৌধুরী বলেছেন:



কবিতাটি সত্যি সত্যি অনেক ভাল লেগেছে;

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:০১

স্রাঞ্জি সে বলেছেন: আপনার ভাল লাগছে জেনে অত্যন্ত খুশি হলাম।

মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

ভালবাসা নিরন্তর

৭| ২৯ শে জুলাই, ২০১৮ ভোর ৬:০০

সেলিম আনোয়ার বলেছেন: আমি ও হৃপ্রীশু দিলাম আপনাকে। মনপুড়া কবিতা।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৩

স্রাঞ্জি সে বলেছেন: আপনাকে ও জানায় হৃপ্রীশু।

শ্রদ্ধেয় কবি সাহেব ধন্যবাদ দিয়ে খাটো করবোনা। আপনার মন্তব্যে আনন্দিত হলাম।

৮| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: বেশ কবিতা। খুব সুন্দর। ভাষা সুন্দর।
সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৫

স্রাঞ্জি সে বলেছেন: আপনার ভাল লাগলো জেনে অনেক অনেক খুশি হলাম।

মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জানায়।

৯| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩০

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৬

স্রাঞ্জি সে বলেছেন:
প্রীশু।

মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা।

১০| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৪

জাহিদ অনিক বলেছেন:

দেয়ালের ওপাড়ে যেতেই যত বাধা

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২০

স্রাঞ্জি সে বলেছেন:
হু, বাধা সেই তো থাকেই।

মন্তব্যে অসংখ্য ধন্যবাদ কবি ভাইয়া।

১১| ৩০ শে জুলাই, ২০১৮ ভোর ৬:৩৯

ইনাখ বলেছেন: জীবনের সাথে জীবনের মুটোয় সত্যি এর কঠিন কষ্টের দিকটা Iকিন্তু আশাবাদিতাও থাকতে হবে I সেটা আছে দেখেই কবিতা অনেক ভালো লাগলো Iঅনেক ধন্যবাদ নেবেন সুন্দর কবিতার জন্য I

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৩

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু।


মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ।

১২| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৩

মো: নিজাম গাজী বলেছেন: ভালো লেগেছে। শুভচ্ছো ও শুভকামনা প্রিয় কবি।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩১

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন।।

মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ।

১৩| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৯

ওমেরা বলেছেন: আশা মানুষকে বাচিয়ে রাখে । কবিতা খুব সুন্দর হয়েছে আপু।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৪

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু।

হ্যাঁ, আশা আছে বলেই তো এই বিভীষিকার মাঝেও বেঁচে থাকে ফুলিরা।

কবিতা সুন্দর হয়েছে জেনে খুবই আনন্দিত হলাম।।

মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ।

১৪| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:১৪

বলেছেন: প্রীশু নিয়েন,
ধন্যবাদ নেবেন সুন্দর কবিতার জন্য

৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৭:১১

স্রাঞ্জি সে বলেছেন: হৃপ্রীশু।

কবিতা সুন্দর হইছে জানলে আমার খুব ভাল লাগে।

মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ।

১৫| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৮

অর্থনীতিবিদ বলেছেন: পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও কষ্টদায়ক পেশার কথা সুন্দর করে গভীর বেদনা নিয়ে ফুটিয়ে তুলেছেন। কবিতায় ভালো লাগা রইলো। পৃথিবী এখন নিস্তব্ধ হলেও আশা করি তা এই হতভাগিনীদের জন্য কোনো একদিন সরব হবে।

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু।

অতীতে অনেক অনেকে সরব হইছিল। কিন্তু বর্তমানে তা কেমন চুপসে গেছে।

১৬| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:১১

আহমেদ জী এস বলেছেন: স্রাঞ্জি সে ,




বক্তব্য বাস্তব ।
তবে কবিতা গায়ে গতরে তেমন সেজে ওঠেনি । বাক্যের গায়ে থাকতে হবে ধ্বনীময়তা ।
আপনার লেখার হাত ভালো । আরও মনযোগ দিলে পরে সিঁদুর রঙ ছড়াবে ।

"কপাটে সিঁদুর" আর "কানে দোল" শব্দ দুটি ঠিক আছে কি ?

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৫৮

স্রাঞ্জি সে বলেছেন: দেরিতে প্রতিমন্তব্য করাই দুঃখিত জানায় ভাইয়া।


@"কপাটে সিঁদুর" আর "কানে দোল" শব্দ দুটি ঠিক আছে কি ?
আপনার কি রকম ধারণা। যদিও আমি শুধু ওদের ভেবে কবিতাটা লিখেছি। যদি ভুল হয় থাকে দয়া করে আমাকে জানাবেন।

ভাইয়া মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ।

১৭| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৩

আহমেদ জী এস বলেছেন: স্রাঞ্জি সে ,




প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ ।
যে মেয়ে লাল শাড়ী পরে, ঠোটে লিপিষ্টিক মাখে ; সে মেয়ে তো লাল টকটকে সিঁদুর দেয় "কপালে "ই ।
আর সে মেয়ে গলায় মালা পরে আর কানে "দুল" পরে , তাইনা ?

এবার ভুলটা কোথায় বোঝাতে পেরেছি ?

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭

স্রাঞ্জি সে বলেছেন: ধন্যবাদ ভাইয়া, ভুল টা বুঝতে পেরেছি।

১৮| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩৬

খায়রুল আহসান বলেছেন: একেকটি রাত্রি হয়ে ওঠে একেকটি ইতিহাস,
দেয়ালের ওপারে বিসর্জিত হয় সকল বিশ্বাস!

০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ৮:০৭

স্রাঞ্জি সে বলেছেন: খায়রুল আহসান ভাই _______♥

পুরানো আস্তাকুড়ের জীর্ণ একটি কবিতা টাতে শাণিত করার জন্য। কৃতজ্ঞতা জানাচ্ছি।


অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.