নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিখ্যাত কেউ নই আমি, অতি ভদ্র কিংবা নষ্টাও নই। মানুষ মাত্র, যা দেখি যা শুনি, তা গিলিয়ে খাই।

স্রাঞ্জি সে

না বলা শব্দ গুলো ফানুশ হয়ে উড়ে বেড়াক নীলাকাশে

স্রাঞ্জি সে › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির ছায়ায়

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৪

আছি এখনো অপেক্ষায় শরৎ এর নীড়ে
প্রহর গুনি তুমি আসবে ফিরে,
শুভ্র কাশের বুকে।



অপলক তাকিয়ে থাকতাম দূর নীলিমায়
কিংবা হারিয়ে যেতাম মেঘের ভেলায়,
আজো খুঁজে ফিরি তোমায়।



শত লগ্ন যাচ্ছে ফুরিয়ে
শ্যামল গোধূলির বুকে
অপেক্ষায় আমি নিষ্ঠুর এপারে।



কথা দিয়েছিলে তুমি আসবে পূর্ণিমারাতে
কই পেরেছো এসে আমাকে দেখাতে
তুমি ভালো থেকো ও পাড়েতে।




স্রাঞ্জি 'ভাইয়াপু' সে =p~

মন্তব্য ৮৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তুমি ভালো থেকো ওপাড়ে তে!!! এভাবে শেষ না করলেই ভালো হতো।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৮

স্রাঞ্জি সে বলেছেন:
আজ ছবিগুলো তুলেছি, ভাবছিলাম ছবি ব্লগ দিব। কিন্তু এ মাসে একটা ছবি ব্লগ দেয়ায় আছে। তাই মাইদুল ভাইয়ের মত ক্ষুদ্র চেষ্টা করেছি কবিতাকারে।

২| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৯

খায়রুল আহসান বলেছেন: ছবি ও কথাগুলো খুব সুন্দর।
কিছু টাইপো রয়েছে, দ্রুত সম্পাদনা করে নিনঃ
দ্বিতীয় স্তবকের দ্বিতীয় কথাটা হবে তাকিয়ে, 'থাকিয়ে' নয়।
তৃতীয় স্তবকে 'অপেক্ষায়ামি' < < অপেক্ষায় আমি হবে।
চতুর্থ স্তবকে "কয় পেরেছ" << কই পেরেছো হবে। "ওপাড়তে" < < ও পাড়েতে হবে।
টাইপো সত্তেও কবিতা ও শরতের সুন্দর ছবি ভাল লেগেছে। ++
আপনার এ লেখাটা পড়ে কবিগুরুর 'সোনার তরী ' কাব্যগ্রন্থের 'বর্ষাযাপন ' কবিতাটির কিছু কথা মনে পড়ছেঃ
"ছোট প্রাণ, ছোট ব্যথা ছোট ছোট দুঃখকথা
নিতান্তই সহজ সরল,
সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি
তারি দু'চারিটি অশ্রুজল ।
নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা
নাহি তত্ত্ব নাহি উপদেশ ।
অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে
শেষ হয়ে হইল না শেষ ।"
ভাল থাকুন, শুভকামনা---

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪২

স্রাঞ্জি সে বলেছেন: হ্যাঁ, সম্পাদনা করে দিয়েছি ভাইয়া। ভুল গুলো ধরে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কবিতায় মন্তব্যে ও প্লাসে আবারো ধন্যবাদ। আপনিও ভাল থাকবেন।

৩| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২০

পদাতিক চৌধুরি বলেছেন: ছবি ও কাব্য কথায় অসাধারন লাগলো। ++

শুভ কামনা রইল।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৩

স্রাঞ্জি সে বলেছেন:

পদাতিক ভাইয়া মন্তব্যে ও প্লাসে ধন্যযোগ।

আপনারর প্রতিও শুভকামনা রইল। ভাল থাকবেন।

৪| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২২

শাহারিয়ার ইমন বলেছেন: ভাল লাগল

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৫

স্রাঞ্জি সে বলেছেন:
মন্তব্যে অসংখ্য ধন্যবাদ নিবেন।

আপনার প্রতি শুভকামনা। ভাল থাকবেন।

৫| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৪

চাঙ্কু বলেছেন: কবিতা ননাফসুসিত হইছে, স্রাঞ্জি ভাইয়া

আর শরৎ হল সবচেয়ে প্রিয় ঋতু :)

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৭

স্রাঞ্জি সে বলেছেন: হা হা হা ননাফসুসিত, শুকরান।

শরৎ আমারো প্রিয়। ঋতুর রাণীর বলে কথা।

আপনি ভালানি একখানা?????

৬| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৭

উদাসী স্বপ্ন বলেছেন: ভাইজান আমি কিন্তু আপনারে চিনছি

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫০

স্রাঞ্জি সে বলেছেন:
জানতাম আপনি আমাকে চিনবেন......

তো ভাইয়া কিন্তু কবিতা পড়ে না। কেন জানতে পারি???

৭| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন: শুভ কামনা রইলো ।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৬

স্রাঞ্জি সে বলেছেন:

ধন্যবাদ ঠাকুর'দা।

আপনার প্রতিও শুভকামনা রইল, ভাল থাকবেন।

৮| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৬

অব্যক্ত কাব্য বলেছেন: তুমি ভালো থেকো ওপাড়েতে!
আহা!

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৫

স্রাঞ্জি সে বলেছেন:

মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ।

৯| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৭

মোছাব্বিরুল হক বলেছেন: ভালোলাগার মতো লেখা। ছবি ও কবিতা দুট-ই ভালো লাগল।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২১

স্রাঞ্জি সে বলেছেন:

মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা।

১০| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৮

বলেছেন: সুন্দর প্রকাশ

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৫

স্রাঞ্জি সে বলেছেন:
ধন্যযোগ নিবেন লতিফ ভাইয়া।


১১| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৮

লাবণ্য ২ বলেছেন: অসাধারণ ছবি ও কাব্যকথা!

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৭

স্রাঞ্জি সে বলেছেন: মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ।


শুভকামনা নিরন্তর।

১২| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: বিরহী, ভালোবাসার কবিতা। ভালো লেগেছে।
ছবিগুলোও দারুণ। 'সায়ান রং'টা আমার খুব পছন্দ। মেঘ আর সায়ান রঙের আকাশ'টা অন্যরকম একটা অনুভূতি....

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৭

স্রাঞ্জি সে বলেছেন: মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

১৩| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা
অমন করে ঋতু দেখা হয়না কত কাল!
জীবনের টানাপোড়েন
কেড়ে নেয় ইচ্ছের ঘুড়ি

আপনাদের ফুটুক ব্লগেই তাই স্মৃতি চারণ! :)

ছবিতা ছড়িতা দুটোতেই ++

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৮

স্রাঞ্জি সে বলেছেন: মন্তব্যে ও প্লাসে অনেক অনেক ধন্যবাদ নিবেন।

নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন।

১৪| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৫

নীলপরি বলেছেন: ছবি ও লেখা ভালো লাগলো ।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৯

স্রাঞ্জি সে বলেছেন: মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ।


ভাল থাকবেন।

১৫| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কবিতায় আমি কিন্তু কম মন্তব্য করি....

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৭

স্রাঞ্জি সে বলেছেন:
এই পোস্ট টা পাঁচমিশালি ভাবতে পারেন।

১৬| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৭

চাঙ্কু বলেছেন: ভালাতো। আপনে ভালানি?

কথা দিয়েছিলে তুমি আসবে পূর্ণিমারাতে
কই পেরেছো এসে আমাকে দেখাতে
তুমি ভালো থেকো ও পাড়েতে।


হেতে তালি পরে আসে নাই!! আফসুস

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৯

স্রাঞ্জি সে বলেছেন: হু, ভালা আছি।


হে গেচে আর আইতে নই। কপাল পোড়া।

১৭| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫১

রাকু হাসান বলেছেন:

প্রাণভরে গেল ,ছবিতে +ক্যাপশনে :-B । খুব সুন্দর ।+

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৫

স্রাঞ্জি সে বলেছেন:

মন্তব্যে ও প্লাসে অনেক অনেক ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা।

১৮| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৯

চঞ্চল হরিণী বলেছেন: প্রথম ছবি ও অপেক্ষাটা দুর্দান্ত। শেষের পূর্ণিমাটা দারুণ। সবগুলো ছবি ও কাব্যকথা ভালো লেগেছে, স্রাঞ্জি সে। আমি আগেই জানতাম তুমি দারুণ ছবি তোল। নিয়মিত এমন ছবি দেখতে চাই ও কবিতা পড়তে চাই।

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১০

স্রাঞ্জি সে বলেছেন: এমনিই মন্তব্যে অনুপ্রাণিত হই।

অনেক অনেক ধন্যবাদ আপু।

১৯| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:২২

কাওসার চৌধুরী বলেছেন:



ছবিগুলো তো দারুণ৷কবিতার সাথে একদম মিলে গেছে৷কবির নামটি কঠিন হলেও কবিতা কিন্তু সুখপাঠ্য৷+++++++

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১২

স্রাঞ্জি সে বলেছেন:
মন্তব্যে ও প্লাসে অনেক অনেক ধন্যবাদ নিবেন।

শুভকামনা নিরন্তর।

২০| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৪০

বাকপ্রবাস বলেছেন: গম অইয়ৈ

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৩

স্রাঞ্জি সে বলেছেন: আপনি চাটগাঁইয়া নাকি।

ধন্যবাদ লইয়ুন।

২১| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৩২

নতুন নকিব বলেছেন:



লেখাগুলো মন কাঁড়ে।

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৪

স্রাঞ্জি সে বলেছেন:

মন্তব্যে অনেকক ধন্যযোগ।

ভাল থাকবেন। শুভকামনা।

২২| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: বাহ !!

কি আবেগ !!!

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৬

স্রাঞ্জি সে বলেছেন:
এত বেশি আবেগ না।

ধন্যযোগ নিবেন।

২৩| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৭

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর ছবি ও সুন্দর কথামালা।++

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৭

স্রাঞ্জি সে বলেছেন:


মন্তব্যে ও প্লাসে অনেক অনেক ধন্যবাদ নিবেন ভাইয়া।

ভাল থাকবেন। শুভকামনা।

২৪| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লাগলো !!

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৮

স্রাঞ্জি সে বলেছেন:
আপনার ভাল লাগলো জেনে আনন্দিত হলাম।

মন্তব্যে অনেক অনেক ধন্যাবাদ।

২৫| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৭

আহমেদ জী এস বলেছেন: স্রাঞ্জি সে ,




চিরাচরিত শরৎ এর স্মৃতিচারণ ছন্দে ও ছবিতে এঁকেছেন দেখে ভালো লাগলো ।
যদিও আজ শরতের কাশের বনে নেই হাওয়ার লুটোপুটি । আকাশ নীলে নয়, বেদনায় ভারাক্রান্ত । শুরুতেই শরৎ হারিয়েছে তার জৌলুস ।

একটা সময় ছিলো যখন শরৎ ছিলো এমন যৌবনবতী ----- পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন, ফিরে আর আসবে কি কখনও ......



২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২০

স্রাঞ্জি সে বলেছেন:

মন্তব্যে অনেক অনেক ধন্যযোগ নিবেন।

ভাল থাকবেন, শুভকামনা।

২৬| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮

বিজন রয় বলেছেন: সৃষ্টির কোন শেষ নেই, দৃষ্টির কোন সীমানা নেই।
আপনার পোস্ট পড়ে আমার এমন অনুভূতি হলো।

শুভকামনা রইল।

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২২

স্রাঞ্জি সে বলেছেন: মন্তব্যে ধন্যযোগ নিবেন

ভাল থাকবেন। শুভকামনা।

২৭| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৮

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! কি সুন্দর আবেগী কিছু লাইন সাথে চমৎকার ছবি ।

যতই ভাইয়া ভাইয়া বলুকনা কেন সবাই আমি নিশ্চিত আপনি স্রাঞ্জি আপু ;) বুঝেছেন স্রাঞ্জি ভাপু =p~

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

স্রাঞ্জি সে বলেছেন:
হা হা হা হা

২৮| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০২

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: খুব সুন্দর

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

স্রাঞ্জি সে বলেছেন: মন্তব্যে অনেক অনেক ধন্যযোগ নিবেন।

ভাল থাকবেন, শুভকামনা।

২৯| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: রাত আর চাঁদের ছবি তোলা কস্টকর মানে মোবাইলে সুন্দর আসেনা।

কিন্তু আপনার শেষ ছবিটা দেখে মুগ্ধ হয়েছি।

++

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

স্রাঞ্জি সে বলেছেন: মন্তব্যে ও প্লাসে অনেক অনেক ধন্যযোগ নিবেন।

ভাল থাকবেন, শুভকামনা।

৩০| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ‌ওপারে কেন? সম্ভবত এই প্রথম আপনার লেখা পড়লাম। আপনার লেখার হাত চমৎকার! খুব ভালো লিখেছেন।

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

স্রাঞ্জি সে বলেছেন:
মন্তব্যে অনেক অনেক ধন্যযোগ নিবেন।

ভাল থাকবেন, শুভকামনা।

৩১| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
এত বেশি আবেগ না।
ধন্যযোগ নিবেন।

রিয়েলি, ইউ আর
দ্য অরিজিনাল আর্টিস্ট !

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

স্রাঞ্জি সে বলেছেন:

হা হা হা হআ হআ। আপনি ভাল হাসাতে জানেন আগে জানতাম নাতো

৩২| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫১

জাহিদ অনিক বলেছেন:



মোটামুটি লাগ, প্রীশু

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

স্রাঞ্জি সে বলেছেন: হৃপ্রীশু প্রিয় কবি......

মন্তব্যে অনেক অনেক ধন্যযোগ নিবেন।

ভাল থাকবেন, শুভকামনা।

৩৩| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

তারেক ফাহিম বলেছেন: শরৎ, হেমন্ত, শীত, বসন্ত একেক বার একেক বেসে আসবে।
আমরা দেখবো বেশি নয় ষাটের অধিক।

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১২

স্রাঞ্জি সে বলেছেন: মন্তব্যে অনেক অনেক ধন্যযোগ নিবেন।

ভাল থাকবেন, শুভকামনা।

৩৪| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

সনেট কবি বলেছেন: ছবি ও কথাগুলো খুব সুন্দর।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৫

স্রাঞ্জি সে বলেছেন: মন্তব্যে অনেক অনেক ধন্যযোগ নিবেন।

ভাল থাকবেন, শুভকামনা।

৩৫| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৪

শাহারিয়ার ইমন বলেছেন: বেশ ভাল লাগল ,ছবিগুলোও সুন্দর

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৬

স্রাঞ্জি সে বলেছেন:

মন্তব্যে অনেক অনেক ধন্যযোগ নিবেন।

ভাল থাকবেন, শুভকামনা।

৩৬| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২২

মৌরি হক দোলা বলেছেন: এত সুন্দর কবিতা লিখেন কিভাবে?

ভাবছি, আমিও শুরু করব কবিতা লেখা, হাবিজাবি যা মনে আসে :P :)

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:২৪

স্রাঞ্জি সে বলেছেন: লিখা শুরু করে দেন তাহলে।

৩৭| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

বর্ণা বলেছেন: আমি ছবিগুলোর কথা বলতে চাই। সত্যি অসাধারণ।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৩

স্রাঞ্জি সে বলেছেন: মন্তব্যে অনেক অনেক ধন্যযোগ নিবেন।

ভাল থাকবেন, শুভকামনা।

৩৮| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১:০২

তিলন বসু বলেছেন: ছবি এবং কবিতা দুটোই দারুন মুগ্ধতায় ভরপুর।

৩১ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:০১

স্রাঞ্জি সে বলেছেন:
মন্তব্যে অনেক অনেক ধন্যযোগ নিবেন।

ভাল থাকবেন, শুভকামনা।

৩৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৪

সপ্রসন্ন বলেছেন: শারদীয় কবিতায় প্রিয়জনের প্রতি ভালোবাসা।
চমৎকার ছবিকাব্য।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৯

স্রাঞ্জি সে বলেছেন:

মন্তব্যে
অনেক অনেক
ধন্যযোগ
নিবেন।

ভাল থাকবেন, শুভকামনা।

৪০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কোন পোস্ট লাগবে বলো, রিস্টোর করবানি।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৯

স্রাঞ্জি সে বলেছেন:
এত পোস্ট লাগবেনা। নতুন একটা আড্ডা পোস্ট দেন।

৪১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৯

চাডেরনুর বলেছেন: আমার কাছে দুর্বল লাগ্লো

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

স্রাঞ্জি সে বলেছেন:

আরে কি বলেন..... |-)


ধন্যযোগ নিবেন।


ভাল থাকবেন।

৪২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৩

আরোগ্য বলেছেন: কবিতা ও ছবি দুটোই ফাটাফাটি।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫৯

স্রাঞ্জি সে বলেছেন:

ধন্যবাদ নিবেন....


ভাল থাকবেন। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.