নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিখ্যাত কেউ নই আমি, অতি ভদ্র কিংবা নষ্টাও নই। মানুষ মাত্র, যা দেখি যা শুনি, তা গিলিয়ে খাই।

স্রাঞ্জি সে

না বলা শব্দ গুলো ফানুশ হয়ে উড়ে বেড়াক নীলাকাশে

স্রাঞ্জি সে › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ বাইসাইকেল

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৮



সাহেবি মিয়ার হাতে জ্বলন্ত বিড়ি
মুখে বিড়ির বর্ণহীন গোলক ধোঁয়া,
কুচ কুচে কালো শুকনো ওষ্ঠদ্বয়
ধীরেধীরে নিচ্ছে মুখে বিড়ির ছোঁয়া।

অতঃপর,
আমার দু'হাতে তাঁহার শুভ্র দু'হাত
আমার দু'পায়ে তাঁহার শ্রান্ত দু'পায়ো,
আমার শুষ্ক মসৃণ শরীরে উপর
তাঁহার ক্লান্ত তৃষ্ণার্ত ঘর্মাক্ত দেহো।

অবশেষে,
ছুটছে তীব্র বেগে
যেতে হবে অতিসত্বর
সেই কাঙ্ক্ষিত গন্তব্যে।




উৎসর্গঃ-

শ্রদ্ধেয় আহমেদ জি এস ভাই
(যাঁহার স্পর্শে গভীর থেকে গভীর ভাবনার তলে ডুবে আছি)।

আমার কাছের বন্ধু সুরঞ্জন আহমেদ।




মন্তব্য ৮৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাহ! খুব সুন্দর কথামালা, ভালো লাগা জানিয়ে গেলাম ভাই।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫২

স্রাঞ্জি সে বলেছেন: নয়ন ভাই আপনাকে প্রথম মন্তব্যে পেয়ে আমি পুলকিত........

-কবিতায় ভাল লাগা জানিয়ে, আমারো খুব ভাল লাগল।।।।।

অনেক অনেক ধন্যবাদ নয়ন ভাই। শুভকামনা। শুভরাত্রি।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: হা..হা... ব্রিলিয়ান্ট।
ভালো লিখেছেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৫

স্রাঞ্জি সে বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ নিবেন ভাইয়া...... লেখা আপনাদের ভালই লাগলেই আমি আনন্দিত।

ভাইয়ার প্রতি শুভকামনা নিরন্তর।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০০

মাহমুদুর রহমান বলেছেন: ছুটছে তীব্র বেগে
যেতে হবে অতিসত্বর
সেই কাঙ্ক্ষিত গন্তব্যে

আর কতক্ষন ??? :P

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০২

স্রাঞ্জি সে বলেছেন: মন্তব্যে ধন্যবাদ নিবেন....


শক্তি সঞ্চয় যতক্ষণ থাকে দেহে
ততক্ষণ পৌছবে কাঙ্ক্ষিত গন্তব্যে।

নিরন্তর শুভকামনা। শুভ রাত্রি। ভাল থাকবেন।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: কবিতার মত করেই আমাদেরকে কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে বাইসাইকেলে করে যাওয়া উচিৎ, এতে করে ঢাকা শহরের জ্যাম যদি একটু কমে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৭

স্রাঞ্জি সে বলেছেন: মন্তব্যে ধন্যযোগ নিবেন।

-হু। সুন্দর মন্তব্য করেছেন। ভাল লাগল।

বাংলাদেশ বলে কথা। রাস্তায় যাই চলুক। দুর্ঘটনা ঘটবে।

নিরন্তর শুভকামনা। প্রীশু নিয়েন......

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫০

সূচরিতা সেন বলেছেন: আপনার কথা মালা খুব সুন্দর গাঁথুনী হয়েছে ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২১

স্রাঞ্জি সে বলেছেন:

-হু, ধন্যবাদ নিবেন.......

কবিতা সুন্দর হইছে জেনে ভাল লাগছে। কিন্তু কবিতার সার্মর্ম কেউ না বুঝে।

শুভকামনা আপনার প্রতি। ভাল থাকবেন.... আপনার কাছ থেকে ভালল ভাল কাব্য আশা করতেছি।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৪

চাঁদগাজী বলেছেন:


পাঠকদের জন্য নতুন নতুন বিষয়

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৩

স্রাঞ্জি সে বলেছেন: মন্তব্যে ধন্যবাদ নিবেন।


পাঠক কবিতায় অনুধাবন করতে পারলেই সফল।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন: স্রাঞ্জি সে, হচ্ছে কি এইসব, হচ্ছে টা কি ? আপনার সাথে আমার ডিড অব এ্যগ্রিমেন্ট হচ্ছে আপনার যাবতীয় কবিতা আমি বই আকারে প্রিন্ট করবো আর আপনি লিখেই যাচ্ছেন ব্লগে ??? আমি কিন্তু এ্যগ্রিমেন্ট ক্যানসেল করতে বাধ্য হবো । মনে রাখবেন আপনার সাথে আমার কন্ট্রাক্ট দুই বছরের যার মুল্য এক কোটি টাকা মাত্র !!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৭

স্রাঞ্জি সে বলেছেন: আরে বেমালুম ভুলে গেছি বই আকারে প্রিন্ট করার কথা। বলা করছেন মনে করে দিয়ে। কিন্তু ব্লগারদের উপোষ কেমঞ্জ রাখি বলেন। মাঝেসাঝে হালকা উল্কা না পেলাইলে। ব্লগে আমার অস্তিত্ব বিলীন হতে থাকবেনা। তাই :-/

এই শুধু মাত্র, এত টাকা বিয়ার পার্টিতে চলে যায়। টাকা আরো বাড়ায় দিমুনে .......

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৯

চাঙ্কু বলেছেন: তালিপরে তুমিও কুবি হয় গেলা? আফসুস

গন্তব্যে গিয়ে কি হপে? ট্রাফিক জ্যামে আটকে থাক :P

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৪

স্রাঞ্জি সে বলেছেন:

আমি হলুম গিয়া উভচর লেখক, মাথায় যা আহে তাই হাতায় চুবায়.........

আন্নে ভালানি..... চুভ চকাল।

আজকাল ট্রাফিক জ্যাম হয় না.... পথ গুলো মসৃণ।

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫০

চাঙ্কু বলেছেন: উভচর লেখক? =p~ তবে টার্মটা পছন্দ হইছে কিন্তু একজীবি বলগার। আফসুস
চুভ চকাল। চা খাইছনি? ;)

ট্রাফিক জ্যামই যদি না হয় তাইলে রাস্তা বানাইয়া কি লাপ? ;)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০০

স্রাঞ্জি সে বলেছেন: কিন্তু একজীবি ব্লগার, ইহায় বুঝেনিত।

হ খাইছেনি। তার আগে হরহরা ভাত খাইছি কচুর চরা আর ইলিশ মাছ দিয়া।
আন্নে নাস্তা করছেন্নি??????



চাঙ্কু ভাইয়ু কবিতাটার গভীরত্ব কেউ বুঝেছে কিনা জানি না। আপনি আরেকবার পড়ে দেখবেন কি.......

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ কামনা । সুন্দর লেখায় সাবা‌সি দিই।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০২

স্রাঞ্জি সে বলেছেন: শুভ সকাল ভাইয়া.......
আপনার প্রতিও শুভকামনা।


ধন্য ধন্য হলাম, আপনার সাবাসি তে।।

ওহ ধন্যবাদ নিবেন কিন্তু।

ভাল আছেন????

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৬

সৈয়দ ইসলাম বলেছেন: পছন্দের কপালে টিপ দিলাম
ভালোলালাগা ও মুগ্ধতা জানিয়ে গেলাম।।


০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

স্রাঞ্জি সে বলেছেন:
খুব সুন্দর কৌশলী একটা মন্তব্য। সত্যিই আমি বিমোহিত।

ভাললাগা ও মুগ্ধতা জানিয়ে উৎসাহিত বোধ করি।


আপনাকে অনে অনেক ধন্যবাদ। প্রীশু নিবেন। ভাল থাকবেন।

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: সকালবেলা সুন্দর কবিতা পড়লাম।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

স্রাঞ্জি সে বলেছেন: শুভ সকাল রাজীব ভাই।
কেমন আছেন?????

কবিতায় আপনার সৌন্দর্য লাগায় আনন্দিত হলাম.....

ধন্যযোগ নিবেন....

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩১

মনিরা সুলতানা বলেছেন: ভাল্লাগসে !!
অল্প একটু বুঝায়ে দিলে সুবিধা হতো ।

অগ্রিম ধন্যবাদ :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

স্রাঞ্জি সে বলেছেন:
আপনার ভাল লাগায় পুলকিত হলাম।

-সাহেব একজন খদ্দর। নিষিদ্ধ পল্লী বালাদের উপর কবিতা টা লিখা।

আশা করি বুঝতে পারছেন। জানাবেন কিন্তু।

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯

মনিরা সুলতানা বলেছেন: হুম বুঝলাম .....,
যদিও অন্যভাবে ও বোঝার অপশন আছে ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৪

স্রাঞ্জি সে বলেছেন:
পাঠক তাঁর পাঠে অনেকভাবে নিবে
কবি তাঁর কবিতা মনোভাব আঁকবে .......


ধন্যবাদ।

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ , বেশ হয়েছে। লাইক দিয়েছি।


হৃপ্রীশু রইল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

স্রাঞ্জি সে বলেছেন:
প্রীশু পদাতিক ভাই।।।।।।।


মন্তব্যে ও পেলাচে ধন্যযোগ........

১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

রাকু হাসান বলেছেন: কবিতা++ ,আমি তো আপনাকে আপু হিসাবে জানতাম :|| কিন্তু এখন পিকে কি দেখছি :(

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

স্রাঞ্জি সে বলেছেন:
পেলাসে মন্তব্যে অনেক অনেক ধন্যযোগ নিবেন......।

ভাব্লাম, ব্লগারদের বিভ্রান্তি দূর হোক।

১৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বেশি বুঝে ফেললাম কিনা কে জানে?

গন্তব্যটা কী বা কোথায় তা নিয়া ভাবছিলুম

লেখা এক ধোয়াশাময় কুয়াশার কনফিউশনে ফেলে দিয়েছে মোরে

ভালো লেগেছে


প্রীশু দেয়া বন্ধ নাকি?

যাইহোক, আমি শুরু করি- প্রীশুভা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩

স্রাঞ্জি সে বলেছেন: কি বুঝলেন
কি বুঝলেন বলবেন কিন্তু।

গন্তব্যটা একটি দিনের একটি ভোরের।

ভাল লাগছে জেনে পুল্কিত হলাম....

- না, সব কিছুর বিরতিহীন হয় না স্রাঞ্জির.....

হু। আপনাকেওও হৃপ্রীশু.......... কি বুঝলেন বলবেন কিন্তু ললিখ ভাই।

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: বেশ লাগলো। লাইক।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

স্রাঞ্জি সে বলেছেন:

মন্তব্যে প্লাসে অসংখ্য ধন্যযোগ নিবেন....... @

আপনার ভাল লাগায় আনন্দিত হলাম।

নিরন্তর শুভকামনা। প্রীশু নিবেন।

১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯

মিথী_মারজান বলেছেন: সুন্দর!
ভিন্নতা আছে।
একবার মনেহল বুঝি সিগারেট নিয়েই কবিতাটি লেখা, আরেকবার মনেহল বুঝি প্রেয়সী কেউ হবে।
মন্তব্যের প্রতিউত্তরে অন্যরকম দেখলাম।
ভালো লেগেছে কবিতা।

প্রীশু স্রাঞ্জি সে।
আপনার প্রোপিকটা দেখে তো ১০০% মনেহচ্ছে আপনি ভাইয়া।
আবার অনেক জায়গায় দেখলাম আপু ভাবা হচ্ছে আপনাকে।
আপনার নিক, প্রোপিক নিয়ে আমি এখনো কনফিউজড যে আপনাকে ভাইয়া ডাকবো না আপু ডাকবো।
বলতে আপত্তি না থাকলে ক্লিয়ার করে দিন তো প্লিজ।
আর, স্রাঞ্জি সে অর্থটা কি?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

স্রাঞ্জি সে বলেছেন: - কবিতার জন্মই হলো ভিন্নতা।

@ একবার মনেহল বুঝি সিগারেট নিয়েই কবিতাটি লেখা, আরেকবার মনেহল বুঝি প্রেয়সী কেউ হবে।
মন্তব্যের প্রতিউত্তরে অন্যরকম দেখলাম।

আমি যতটুকু মনে করি পাঠক এই কবিতা অনেক ভাবে দেখতে পারবে।
হয়ত কেউ নির্জন রাস্তায় সিগারেট জ্বালিয়ে সার্কেল চালিয়ে তার গন্তব্যে যাচ্ছে।
আবার এও ভাবা যেতে পারে। একজন প্রেমিক কোথাও থেকে পালিয়ে এসে ক্লান্ত হয়ে হয়ে প্রেমিকার উপর মমতার পরশ বুলাচ্ছে। আর ধীরেধীরে সুখের গহীনের গন্তব্যে পাড়ি দিচ্ছে।
হয়ত এরকমও ভাবা যেতে পারে নিপল্লীর বালাদের জীবন নিয়ে এই কবিতা।

স্রাঞ্জি সে ব্যাপারে →
সত্যি বলতে আমাকে আপু না ডাকলেই খুশি হবো। মানে বুঝছেন তো।

আর স্রাঞ্জি কোন অর্থ নাই। এটা আমার প্রেয়সীর দিয়ে যাওয়া একটি নাম। তার নাম ছিল সানজি রহমান।

যাই হোক, সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে অনেক অননেক ধন্যযোগ।

ভাল থাকবেন। শুভকামনা। প্রীশু নিবেন (প্রীতি ও শুভেচ্ছা)।

২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১১

আখেনাটেন বলেছেন: অবশেষে,
ছুটছে তীব্র বেগে
যেতে হবে অতিসত্বর
সেই কাঙ্ক্ষিত গন্তব্যে।
-- কাঙ্খিত গন্তব্যে একটু ধীরে সুস্থে যাওয়ায় বেটার। পাছে আছাড় খেয়ে হাড়-গোড়... :P

কবিতা ভালো লেগেছে ব্লগার স্রাঞ্জি সে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

স্রাঞ্জি সে বলেছেন: কবিতায় ভাল লাগা জানিয়ে আমায় ভাল লাগল। অনেক অনেক ধন্যবাদ নিবেন।


-হা হআ হআ হা।।।। ঠিকই বলেছেন। সব কিছু ধীরেধীরে করতে হয়। করে হয় কি। অনেক আনন্দ পাওয়া যায়। অনেক কিছুর মাঝে ডুবে যেতে পারি।


ভাল থাকবেন। শুভকামনা।

২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

স্রাঞ্জি সে বলেছেন:

মন্তব্যে ও প্লাসে অনেক অনেক ধন্যযোগ নিবেন কবি ভাইয়া .......


ভাল থাবেন। শুভকামনা।

২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অনেক অনেক সুন্দর।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

স্রাঞ্জি সে বলেছেন:
প্রীশু নিবেন।

অনেক অনেক ধন্যযোগ।।।।।

ভাল থাকিয়েন, শুভকামনা রইল।

২৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: নট ব্যাড! চালিয়ে যান

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

স্রাঞ্জি সে বলেছেন:
ধন্যবাদ। অনুপ্রেরণায়য় ধন্য হলাম।


শুভকামনা, ভাল থাকবেন.... .

২৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

বলেছেন: দারুণ ছন্দময়! ধন্যবাদ কবি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

স্রাঞ্জি সে বলেছেন:


আধুনিক কবিতা নামে কবিতার ছন্দ হারিয়ে বসেছে।

আপনাকেওও অনেক অনেক ধন্যযোগ।

২৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০

নীলপরি বলেছেন: সুন্দর লাগলো । ++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১

স্রাঞ্জি সে বলেছেন:
প্লাস ও মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ.........

ভাল থাকবেন। শুভকামনা।

২৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫২

আহমেদ জী এস বলেছেন: স্রাঞ্জি সে ,



আমার ৩২ সীটের বড় গাড়ী ছাড়া আমি রাস্তায় নামিনে , মাঝে মধ্যে শখ করে রিক্সা । তাই বাইসাইকেলের কথা মাথায় থাকেনা । :P
রাস্তায় নেমে চাঙ্কুর মতো এই গন্তব্যে এসে আমিও ট্রাফিক জ্যামে আটকে গেলুম । জ্যামের ভেতরে আমার নাম ! :( চোখ আটকে যাবারই কথা ।
মনে হয় আমার কোন এক রাতবিহারিনীকে .................. দেখে আপনার মনের গভীরে এ কবিতাটি আঁকা হয়েছে ।

খুব ভালো হয়েছে কবিতা । লিখতে থাকুন , তবে দ্রুত গন্তব্যে যাওয়ার মতো করে নয়, বিশ্রাম নিয়ে নিয়ে ।

এই উৎসর্গকে মাথায় তুলে রাখলুম ।


০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২

স্রাঞ্জি সে বলেছেন:
- বাইসাইকেলের কথা তো মনে থাকার কথা না। আধুনিক গাড়ি গুলো আমাদের বেঁধে রেখছে।

- হা হা হা, ভাই আমার জন্য আটকে গেল....... সরি ভাইয়া ।

- হু, আপনি আমার আরেকটি কবিতায় আপনার এই কবিতার লিংক দিছিলেন। সত্যি সেই কবিতা টা আমাকে অনেল ভাবনার গভীরে নিয়ে গেছে।

- হু,তাই তো হবে........ কিন্তু মন যে সহে না.... আচ্ছা আমার একটা অনুরোধ। আমাকে কিছু কবিতা বলেন, এই ধাঁচের, পড়ার জন্য। খুব খুশি হব ভাইয়া।

এই কবিতা টি লিখার পর আপনার মন্তব্যের জন্য অধীর আগ্রহে ছিলাম। পরিশেষ এ আপনাকে পেয়ে সত্যিই আনন্দিত আমি।

২৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯

এ.এস বাশার বলেছেন: প্রথমে কবিতার নাম না দেখে পড়ে খুব গরম গেছিলাম ভাই। টান টান উত্তেজনা কি বলব আর!!
পরে নাম দেখি '' বাইসাইকেল'' হা হা হা...
দারুণ কবিতা।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

স্রাঞ্জি সে বলেছেন:
- হা হা, আপনার মন্তব্য ও পরেও আমি উত্তেজনা কথা থাকবে। শেষমেশ দেহি কি, আপননি একগাল হেসে দিলেন।


মন্তব্যে ধন্যবাদ নিবেন.... শুভকামনা।

২৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫০

স্রাঞ্জি সে বলেছেন:


অনেনেক অনেক ধন্যবাদ নিবেন ভাইয়া.....

শুভকামনা, ভাল থাকবেন।

২৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

জাহিদ অনিক বলেছেন:
অন্যরকম কবিতা- যা ইচ্ছে ভেবে নেয়া যায়।
ভালো লাগলো।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

স্রাঞ্জি সে বলেছেন:
এই কি! একি জাহিদ ভাই,এত আন্ধারে কেন????


- আপনার ভাল লাগায় অনুপ্রাণিত হলাম।

মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ।

শুভকামনা। ভাল থাকবেন।

৩০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৭

চঞ্চল হরিণী বলেছেন: তোমার নাম এবং কবিতার নাম দুটো পড়েই পড়তে এসেছিলাম। শেষটুকু পড়ে মনে হয়েছে কোন মেয়ের উপর অনিচ্ছাকৃত চলেছে। মানে নির্যাতন নয় কিন্তু সেখানে কোন ভালোবাসা নেই। অধিকাংশ গরীব বউদের যেমন হয়। তারপর আবার নামটা পড়লাম। মনে হল সাইকেলটাও হতে পারে। শেষে ছবি দেখে মনে হল ইচ্ছে করে একটু ধোঁয়াশা রেখে দিয়েছো যাতে পাঠক দুরকম অর্থই করে নেয়। মন্তব্যগুলোতেই পরিষ্কার হল বহুমাত্রিকতা আছে এই কবিতায়।

সত্যিই ভালো লাগলো এই উপস্থাপনা। চমকপ্রদ অবশ্যই। শুভকামনা নিও।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫২

স্রাঞ্জি সে বলেছেন:
- আপনা ভাবনা গুলো ঠিকই।

দেখেন না, মানবের সৃষ্ট বাইসাইকেল, কত সুন্দর। সেটা আমরা কিনে যেমন তেমন ব্যবহার করি। রাস্তায় যেখানে সেখানে গর্তে পেলি। আর এই সাইকেল নিয়েই আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বের হই। ঠিক তেমনি খোদার সৃষ্ট নারী। আমরা পুরুষতান্ত্রিক সমাজে তাঁদেরকে কতভাবে না অত্যাচার করতেছি।

তবুও নারী এত নির্যাতনের পরেও সুখসাগরে পথ চেয়ে থাকে।

আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম আপু।

ভাল থাকবেন। ধন্যবাদ নিবেন। শুভকামনা।

৩১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৯

চাঙ্কু বলেছেন: একজীবি মানে হইল ''একচর" মানে খালি টাইপ করতে পারি কিন্তু কিছু লেখতে পারি না।

কচুর চরা আর ইলিশ মাছ দিয়ে ভাত? ধূর!! সকালবেলা তোমার ব্লগে আসলেই খালি ক্ষিধা লাগে। তুমারে মাইনাস।

আমিতো ভালছিলাম তুমি ননাফসুসিত ভালোবাসার কথা লেখছ কিন্তু মন্তব্য পড়েতো মনে হচ্ছে সেইডা আফসুসিত ভালোবাসা। এইজন্য কই জীপনে আমি আর কবিতা বুঝলাম না। আফসুস

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

স্রাঞ্জি সে বলেছেন: - হু অহন বুইঝাছি। ।

- এহ মাইনাস দিলা আমারে। উউউউউ। তুমি ভাল না।

-আফসোস কইরেন না। সময় বহুত আছে।


কিতা করতে লন।????

৩২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

শায়মা বলেছেন: বাহ ভাইয়া......

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

স্রাঞ্জি সে বলেছেন:

মন্তব্যে ধন্যবাদ অনেক।


ভাল থাকবেন। শুভকামনা।

৩৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

এস এম ইসমাঈল বলেছেন: স্রাঞ্জি সে! তোমার কবিতায় রস ও রহস্য দুটিই সঠিকভাবে পাওয়া গেছে বিধায় তুমি পেয়ে যাচ্ছ একরাশ ভালো লাগার কুসুম কুসুম প্রীশু।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

স্রাঞ্জি সে বলেছেন: আপনার প্রতি অণু অণু হৃপ্রীশু।

-- হু, ভাইয়া কবিতা মানেই তো রহস্য আর রসে বড় উন্মাদনা।

ধন্যবাদ নিবেন। ভাল থাকবেন।

৩৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

এস এম ইসমাঈল বলেছেন:
সামুর ব্লগার স্রাঞ্জি সে
কবিতা লেখায় মন দিছে
বুঝিনা কি ছাই লিখেছে সে
আধো আলো ধোয়াশে।

জানিনা কোথায় যেতে চায় সে?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০১

স্রাঞ্জি সে বলেছেন:


পুরুষতান্ত্রিক সমাজে নারীরা নির্যাতিত। আমি এই নির্যাতিত নারীদের পাশেই দাঁড়াতে চাই।


আবারো ধন্যবাদ ভাইয়া।

৩৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

ভাইয়ু বলেছেন: জ্বলন্ত বিড়ির সাথে জীবনের এক অন্যরকম মিল রয়েছে৷ জীবনের সমাপ্তি ঘটলে অনেকটা এর ছাইয়ের মত মিলায়ে যায়...

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪১

স্রাঞ্জি সে বলেছেন:
- হু, সিগারেটের প্রতিটি টানে যেন জীবনের এক একটি অধ্যায় শেষ হচ্ছে।

সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৩৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

অন্তরন্তর বলেছেন: অদ্ভুত সুন্দর এবং বোধের কবিতা। কয়েকবার পড়েছি এবং প্রত্যেকবার নতুন করে ভাললাগার সৃষ্টি হয়েছে। শুভ কামনা কবি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪২

স্রাঞ্জি সে বলেছেন:
সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৩৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: চমৎকার লেখার ধরণ। ভাল লেগেছে অনেক।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

স্রাঞ্জি সে বলেছেন:

ধন্যবাদ নিবেন। অনুপ্রাণিত হলাম।

শুভকামনা নিরন্তর।

৩৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

নজসু বলেছেন: দুইবার পড়লাম। অতঃপর উভয়ের কামনার স্রোতে ভেসে যাওয়া উপল্বব্ধি করলাম।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৩

স্রাঞ্জি সে বলেছেন:


সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।


নিরন্তর শুভকামনা।

৩৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

এস এম ইসমাঈল বলেছেন: আচ্ছা স্রাঞ্জিসে! একটা কথা জানতে খুব ইচ্ছে হচ্ছে, তা হলোঅবশেষে তুমি কি সাইকেল নিয়ে বিড়ি টানতে টানতে গন্তব্যে পৌঁছাতে পেরেছিলে? নাকি জ্যামে আটকে মিস করলা আনন্দ যাত্রা? আর সাইকেলের হাওয়া ঠিক ছিল নাকি পাংচার হয়ে সব ভন্ডুল করে দিল? আমার কিন্তু খুউব টেনশান হচ্ছিল, তোমার জন্য। কারন সাইকেলে চড়লে আবার তোমার হুশ থাকে না? খালি স্পূীড বাড়িয়ে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে চাও।হা হা হা, হে হে হে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

স্রাঞ্জি সে বলেছেন:

১। তুমি কি সাইকেল নিয়ে বিড়ি টানতে টানতে গন্তব্যে পৌঁছাতে পেরেছিলে? গন্তব্য পৌঁছাটা আরো অনেক অনেক বাকী.......

২। আর সাইকেলের হাওয়া ঠিক ছিল নাকি পাংচার হয়ে সব ভন্ডুল করে দিল? আজকাল ভণ্ডুল হওয়ার কথা। চারিদিক কেমন কেমন রঙিন......

৩। আমার কিন্তু খুউব টেনশান হচ্ছিল, তোমার জন্য। কারন সাইকেলে চড়লে আবার তোমার হুশ থাকে না? হা হা হাহা.. স্রাঞ্জি বেহুঁশি হয়ে কাম করে না.. বুঝছেন নানা ভাইয়া। আপনার টেনশন কে মাটি চাপা দিন। স্রাঞ্জির হুঁশ থাকবে।

খালি স্পূীড বাড়িয়ে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে চাও।হা হা হা, হে হে হে। নানা ভাইয়া আপনি কিন্ত বেশি....... ম---জা---র। =p~


আচ্ছা যাই হোক... আপনাকে নানা ভাই ডাকছি রাগ করেননি তো।

৪০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬

এস এম ইসমাঈল বলেছেন: পুরুষতান্ত্রিক সমাজে নারীরা নির্যাতিত। আমি এই নির্যাতিত নারীদের পাশেই দাঁড়াতে চাই।

প্রিয় কবি, স্রাঞ্জি! ৩৪ নাম্বারে তোমার মন্তব্য কিন্তু আমি মানতে পাআরছিনা। আমাদের প্রধান মন্ত্রী, স্পীকার, বিরোধী দলীয় দুইজন নেত্রী এবং আরও অনেক মহিলা মন্ত্রী ও সাংসদ আছেন। ভায়া ঊনাদের বেশি লাই দিলে কিন্তু সমস্যা আছে। মায়ানমারে আর আমাদের পার্বত্য এলাকায় কিন্তু নারীরাই নেতা। পুরুষদের কোন কাজ নাই। তারা শুধু ঘরে শুয়ে বসে দিন কাটায় বলে শুনেছি।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

স্রাঞ্জি সে বলেছেন:
আপনার কথা মানলাম লাই দেওয়া টা মোটেই ঠিক না। লাই দিলে মাথার উপর উঠে প্রশব করে দেয়। এই কথাটা হাড়ে হাড়ে বিশ্বাস করি আমি।

নানা ভাইয়া, আমার এখানে ভাষ্য হচ্ছে নিপল্লীর আর প্রত্যান্ত গ্রামের অনেক মেয়েদের উপর যে শারীরিক মানসিক অত্যাচার করা হয়। সেটাই বুঝাতে চেয়েছি।

আমার ভাবতে অবাক লাগে নারীদের এত বড় বড় নেতা থাকতে পথে ঘাটে নারীরাই লাঞ্ছিত হচ্ছে।

৪১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২

এস এম ইসমাঈল বলেছেন: আচ্ছা যাই হোক... আপনাকে নানা ভাই ডাকছি রাগ করেননি তো।[/sb

ওরে বাবা! এত্তবড়ো এক ধেড়েকে নাতি হিসেবে মানলে দেখছি অনেক সমস্যা হতে পারে। শেষে যদি আমার সুন্দরী, তন্বী, একমাত্র বউটাকে হাতিয়ে নেয়, তখন আমার কি উপায় হবে গো???

গন্তব্য পৌঁছাটা আরো অনেক অনেক বাকী.....
কত দূর আর কত দূর মিলনের সেই মধুপুর? হারিয়ে ফেলেছি তার ঠিকানা।

আজকাল ভণ্ডুল হওয়ার কথা। চারিদিক কেমন কেমন রঙিন...
চারিদিক এত রঙ্গিন কেন?গাঞ্জা খাইছিলা নাকি?

হা হা হাহা.. স্রাঞ্জি বেহুঁশি হয়ে কাম করে না.. বুঝছেন নানা ভাইয়া। আপনার টেনশন কে মাটি চাপা দিন। স্রাঞ্জির হুঁশ থাকবে।
তা বেশ বেশ, হুশ থাকলে ভাল।
অনেক অনেক ধন্যযোগ ভালো থাকবেন। প্রিয় নাতি।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

স্রাঞ্জি সে বলেছেন: ওরে বাবা! এত্তবড়ো এক ধেড়েকে নাতি হিসেবে মানলে দেখছি অনেক সমস্যা হতে পারে। শেষে যদি আমার সুন্দরী, তন্বী, একমাত্র বউটাকে হাতিয়ে নেয়, তখন আমার কি উপায় হবে গো??? হা হআআ হা হা। নাতির উপর এত আস্থা কম নানার ভাইয়ার। মাথা উইলা যাচ্ছে নানা আপনার কথা শুনে। এই দেখি চান্দি গরম হইয়া যাইব।

- মধুপুর অতি দূরে নই নানা। চোখ বুজে হাত বাড়ালেই মধুর মধুশ্রিত স্বাধ পাবেন।

হাহা, আজকাল মধুরিদের দেখলেই চারপাশ রঙিন লাগেরে নানা ভাই। আপনি বুড়ো হয়ে গেছেন, ইহা বুঝবেন না। :P

আশীর্বাদ করোহে নানা ভাই নানী রে নিয়ে আইবনে =p~

৪২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

চাডেরনুর বলেছেন: বাইসাইকেলের উপর আরোহীর অবস্থান শিল্পিত যৌনতায় উপস্থাপিত

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

স্রাঞ্জি সে বলেছেন:
হ্যাঁ..... ঠিকই ধরেছেন........


বাইসাইকেল একটা উপমা কবিতার....


ধন্যবাদ।

ভাল থাকবেন......

৪৩| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

খায়রুল আহসান বলেছেন: একটি স্পর্শকাতর বিষয়কে কবিতায় সুষমামন্ডিত করেছেন।
কবিতায় ভাল লাগা + +
মিথী_মারজান এর ডাইরেক্ট প্রশ্নগুলো ভাল লেগেছে।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৩

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ব্লগার খায়রুল আহসান ভাই।

কবিতার মর্মার্থ ধরতে পেরেছেন।

কবিতায় ভাললাগায় এবং প্লাসে অনেক পুলকিত হলাম ।

অনেক অনেক ধন্যবাদ নিবেন। শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.