নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিখ্যাত কেউ নই আমি, অতি ভদ্র কিংবা নষ্টাও নই। মানুষ মাত্র, যা দেখি যা শুনি, তা গিলিয়ে খাই।

স্রাঞ্জি সে

না বলা শব্দ গুলো ফানুশ হয়ে উড়ে বেড়াক নীলাকাশে

স্রাঞ্জি সে › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ছুটিরঘণ্টা

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪১



শরাব সেই কবে ফুরিয়ে গেছে
কোটরে ভরে গেছে বিড়ির ছাইয়ে
ছড়িয়ে আছে ধূসর মিশ্রিত গন্ধে
নির্বিকার লজ্জিত দেয়াল দাঁড়িয়ে আছে
শতসহস্র দিনের একজন নিরব দর্শক সেজে।

অতঃপর...
জেগে উঠেছে লুকিয়ে থাকা পশুত্ব
কাম বাসনার ক্ষুধার্ত নিষ্ঠুর শিকারির,
ঝাঁপিয়ে পড়েছে শান্ত শিকারের উপর
নিস্তব্ধ নিশিত সাক্ষী হাহাকার ফুলির।

অবশেষে...
নাহি পৌঁছে কাঙ্ক্ষিত গন্তব্যের ধারে
সীমাহীন বাঁধা সময়ের রন্ধ্রে রন্ধ্রে,
মরুর বুকে তৃষ্ণার্ত পথিক হয়ে
স্বপ্নের জাল বুনে ছুটিরঘণ্টা বেজে উঠবে।


মন্তব্য ১০৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (১০৪) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

চিটাগং এক্সপ্রেস বলেছেন: কবিতা ভাল

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫২

স্রাঞ্জি সে বলেছেন:
ধন্যবাদ.........





শুভকামনা নিরন্তর

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

নজসু বলেছেন: আপনার কবিতাগুলো প্রায়ই ১৮ প্লাস ছুঁই ছুঁই। ব্লগে এসে যা দেখলাম আর কি।
তৃষ্ণার্ত কবির প্রাণ তিয়াশ মিটুক এই কামনা রইল।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

স্রাঞ্জি সে বলেছেন:
আপনার কবিতাগুলো প্রায়ই ১৮ প্লাস ছুঁই ছুঁই

হা হা, লজ্জায় পেলে দিলেন বাপু..... যাক আপনি অন্তত আঁচ করতে পেরেছেন। তার জন্য আমি অভিভূত।

তৃষ্ণার্ত কবির প্রাণ তিয়াশ মিটুক এই কামনা রইল।

তৃষ্ণার্ত কবি না, কবিতা টা আবার পড়বেন।

যাইহোক, মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ নিবেন।

শুভকামনা নিরন্তর।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১২

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো হয়েছে। ++

শুভকামনা রইল।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

স্রাঞ্জি সে বলেছেন:
পদাতিক ভাইয়া কেমন আছেন????

কবিতা ভাল হয়েছে জেনে আনন্দিত হলুম।

পেলাস এবং মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যযোগ....

শুভকামনা নিরন্তর।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২১

জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রথম স্তবকে অপেক্ষা কিংবা বিরহ ব্যথার ভিতরে জেগে থাকার আশার প্রকাশ বেশ ভালোভাবেইই করেছেন।
দ্বিতীয় স্তবকটা আরো একটু সাজিয়ে লিখলে ভালো লাগতো।
তৃতীয় স্তবকে বিশুদ্ধ নিরাশা। স্বপ্নের জাল বুনতে বুনতে ভবলীলা মাটিতে মিশবার শংক্কা।

সব মিলিয়ে কবিতায় মাইনাস।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

স্রাঞ্জি সে বলেছেন:



মাইনাসে কান্না আইতেছে...... কেউ আমারে একখান টিসু দিলে..... :-<

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২০

স্রাঞ্জি সে বলেছেন:
দ্বিতীয় স্তবকটা আরো একটু সাজিয়ে লিখলে ভালো লাগতো। চেষ্টা করে দেখব ভাইয়া।

আপনার উপদেশ ভাল লাগল...

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২১

নজসু বলেছেন: জ্বী পড়েছি।
কি জানি, কবির কি ইচ্ছা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

স্রাঞ্জি সে বলেছেন:

ধন্যবাদ আবার পড়ার জন্য....

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪

জুনায়েদ বি রাহমান বলেছেন:

নিন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮

স্রাঞ্জি সে বলেছেন:

শতসহস্র ধন্যবাদ জুনায়েদ ভাই....

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮

বাকপ্রবাস বলেছেন: বেচারী শিশুটার ছবি কেন দিলেন?
কুকাম, আকাম আর নিষ্কাম দিয়ে শেষ হল কবিতা হা হা হা

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪

স্রাঞ্জি সে বলেছেন:
বেচারী শিশুটার ছবি কেন দিলেন?

না, ছবিটার মধ্যে কিছু লুকিয়ে আছে বের করুন। আশা করি পারবেন।

কুকাম, আকাম আর নিষ্কাম দিয়ে শেষ হল কবিতা হা হা হা
দারুণ বলেছেন.....

যাইহোক, মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যযোগ....

ভাইয়ার প্রতি ভালবাসা ও শুভকামনা নিরন্তর।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

চাঁদগাজী বলেছেন:


এই পোষ্ট কি আগেও পড়েছি?

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০১

স্রাঞ্জি সে বলেছেন:

মনে হয় রাত্রে পড়ছিলেন। তখন কিছু লাইন ভুল ছিল, ওটা মুছে পেলেছি।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ২য় প্যারাটা আরও অর্থবোধক হলে কবিতাটা ততধিক সুন্দর হতো।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

স্রাঞ্জি সে বলেছেন:
খুব ভাল সুন্দর একটি পরামর্শের জন্য। দেখি চিন্তা করে দেখব।

যাইহোক, মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। গুণীজনদের মন্তব্যে অনুপ্রেরিত হই।

শুভকামনা ও ভালবাসা নিরন্তর।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাই ভালই লাগল। তবে নজসু বলেছেন: আপনার কবিতাগুলো প্রায়ই ১৮ প্লাস ছুঁই ছুঁই। ব্লগে এসে যা দেখলাম আর কি। উনার সাথে আমিও সহমত :#) মাইন্ড খাইয়েন না ভাইটু। যদিও আপনার লেখায় সমাজের কথাই লেখা। তবুও একটু অ্যাডাল্ট টাইপের। :#)

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

স্রাঞ্জি সে বলেছেন: ভাই ভালই লাগল।

ভাল লাগল জেনে পুলকিত বোধ করছি।

- সবাই ছ্যাঁকা খেয়ে প্রেমের কবিতা লিখে, আমি না হয় একটু ভিন্ন হলাম.... =p~

যাইহোক, অনেক অনেক ধন্যবাদ নিবেন।

শুভকামনা ও ভালবাসা নিরন্তর।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল থাকবেন। শুভ বিকাল ভাই

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

স্রাঞ্জি সে বলেছেন:
উপরওয়ালা আপ্নাকেও ভাল রাখুক। শুভ বিকাল।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

মিথী_মারজান বলেছেন: সুন্দর কবিতা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

স্রাঞ্জি সে বলেছেন:
মন্তব্যে ধন্যবাদ আপু।

শুভকামনা নিরন্তর। ভাল থাকবেন।

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

মাহমুদুর রহমান বলেছেন: একটা নির্মমতার ছাপ রয়েছে আপনার কবিতায়।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

স্রাঞ্জি সে বলেছেন:
এতক্ষণ পর কবিতার লিখার স্বার্থক।

ধন্যবাদ নিবেন....

শুভকামনা নিরন্তর।

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

স্রাঞ্জি সে বলেছেন:
প্রিয় ছড়াকার প্রামাণিক ভাই, কবিতা খানি আপনার ভাল লাগছে জেনে আনন্দিত হলাম।


মন্তব্যে অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন, শুভকামনা।

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

জাহিদ অনিক বলেছেন:

তবুও প্রাণ নিত্যধারা, হাসে চন্দ্র সূর্য তারা,
বসন্ত নিকুঞ্জ আসে বিচিত্র রাগে।
- রবীঠাকুর।

কবিতা ভালো লেগেছে স্রাঞ্জি সে

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

স্রাঞ্জি সে বলেছেন:

প্রিয় কবি জাহিদ ভাই কবিতা ভাল লেগেছে জেনে পুলকিত বোধ করতেছি ।

মন্তব্যে ও প্লাসে ধন্যবাদ নিবেন।

শুভকামনা ও ভালবাসা নিরন্তর।

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

স্রাঞ্জি সে বলেছেন:

রাজিব ভাই আপনি নাকি এখন মন্তব্য বুঝে সুঝে দিবেন। ভাবতেছি আগে কেমন মন্তব্য করতেন।

ধন্যবাদ নিবেন।

শুভকামনা।

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

কথার ফুলঝুরি! বলেছেন: কঠিন কবিতা ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

স্রাঞ্জি সে বলেছেন:
দাঁত না ভাঙলে হচ্ছে..... =p~

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

শুভকামনা।

১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

সনেট কবি বলেছেন: সুন্দর+

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

স্রাঞ্জি সে বলেছেন:
প্লাস ও মন্তব্যের জন্য অনেক অনেম ধন্যবাদ ফরিদ ভাইয়া

শুভকামনা। ভাল থাকবেন।

১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

রাকু হাসান বলেছেন: হুম বরাবরের মদ ভালো লিখেছেন । সেটাই নিয়তী ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

স্রাঞ্জি সে বলেছেন:
ধন্যবাদ রাকু ভাই..... সফর কখন হচ্ছে.....????

২০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

আরোগ্য বলেছেন: ১ম স্তবকে প্রতীক্ষা,২য় স্তবক পশুত্ব, ৩য় স্তবকে হতাশা। ভাল থাকবেন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

স্রাঞ্জি সে বলেছেন:
ঠিকই ধরেছেন......

ধন্যবাদ মন্তব্যের জন্য......

শুভকামনা নিরন্তর।

২১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৩

মনিরা সুলতানা বলেছেন: কবিতা আমার ভালো লাগে!

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭

স্রাঞ্জি সে বলেছেন:
কবিতা ভাল লাগার একটা বস্তু।

কবিতার সম্পর্কে কিছু বলবেন না।

যাইহোক, মন্তব্যে ও প্লাসে অজস্র ধন্যবাদ নিবেন।

২২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সুন্দর লিখেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

স্রাঞ্জি সে বলেছেন:

ধন্যবাদ নিবেন......

আপনার জন্যও শুভকামনা। ভাল থাকবেন সবসময়

২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৩

বলেছেন: আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

স্রাঞ্জি সে বলেছেন:
দারুণ কবিতার লাইনগুলো.....

সব কিছুর মাঝে বিচিত্র ভাবে থাকতে হয়.....



ধন্যবাদ নিবেন।


ভাল থাকুন।

২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৭

রাকু হাসান বলেছেন: সফর এখনো মগজে :) । এই নতুন বছরে ইনশাআল্লাহ্ :-B । আছেন কেনম । আমি ভালো আছি । খেলা দেখেন তো !

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

স্রাঞ্জি সে বলেছেন:
এখন কোথাও যায়েন না। যে হারে গরম পড়তেছে......


ও নতুন বছরে, তাহলে ভাল শীতের সফরের দিনগুলো ভাল কাটে...



এই ভাল, আপনি...????


না, খেলা দেখা হয় না......


২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাব ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

স্রাঞ্জি সে বলেছেন:

সুন্দর মন্তব্য দে নইলে ব্লগ খাব

২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মন্দ নয়.........!! ছুটির ঘন্টা গানটার কথা মনে পড়ছে বারবার

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

স্রাঞ্জি সে বলেছেন:
মন্দ না হলেই ভাল......



ছুটিরঘণ্টা গান টা কেমন........




ধন্যবাদ নিবেন।

২৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

ভ্রমরের ডানা বলেছেন:







মনে রাখার মত কবিতা!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

স্রাঞ্জি সে বলেছেন:






হা হা, মন থেকে না ছুটলেই হল।




ধন্যযোগ নিবেন।

২৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯

সাদা মনের মানুষ বলেছেন: কঠিন কবিতা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

স্রাঞ্জি সে বলেছেন:

এত কঠিন হয়ে গেল, কবিতা।



যাক দেখি সামনে গলে যাওয়ার কবিতা আনতে পারি কিনা





ধন্যযোগ নিবেন।


২৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

ভাইয়ু বলেছেন: ছুটির ঘন্টা বাজে না আর, ছুটির ঘন্টা শিকারির আস্তানায়৷
কনসেপ্ট দারুন ছিল৷
ভাল লাগলো.... ♥

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

স্রাঞ্জি সে বলেছেন:

ভাইয়ুর ভাল লাগা টা অনুপ্রাণিত হয়ে থাকবে।







ধন্যযোগ নিবেন।

৩০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৬

চাডেরনুর বলেছেন: পড়ে ভাল্লাগ্লো

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

স্রাঞ্জি সে বলেছেন:


হ, ভাল লাগলে শুনলে মনডা জুইরা যাই.....




ধন্যযোগ।




ভাল থাকবেন।

৩১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০০

নজসু বলেছেন: কবি ব্যস্ত নাকি?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

স্রাঞ্জি সে বলেছেন:



হু...... একটু আধটু...



আন্নে ভালা আছেন...????

৩২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: এই রোদেলা দুপুরে কি করছেন ?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

স্রাঞ্জি সে বলেছেন:


ভাইয়া এটা কি কবিতার উপর প্রশ্ন..........



৩৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: না না ব্যক্তিগত ?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

স্রাঞ্জি সে বলেছেন:

ও, আচ্ছা.....


ছাদে বসে আছি.... আর জলের গান শুনিতেছি......

ব্লগের পাতায় উঁকিঝুঁকি দিচ্ছি, এ আর কি......


আপনি...??? কেমন আছেন...????

৩৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল। অফিসে কাজের ফাঁকে ব্লগিং চলছে.............

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

স্রাঞ্জি সে বলেছেন:

কিসের অফিসে কাজ করেন ভাইয়া......

৩৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:২২

রাকু হাসান বলেছেন: হুম সেই জন্যই শীতে চাইছি। শীতকালেই বেস্ট মনে হয় । সে সব এলাকার জন্য । হুম ভালো আছি । ভাইয়া । সব সকাল ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২১

স্রাঞ্জি সে বলেছেন:


আরে রাকু ভাই, এত সাতসকালে........





কাল তো হতাশা, বিষাদের ভেড়া জাল থেকে বের হয়েছেন।

৩৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৭

নজসু বলেছেন: আমি আছি এক রকম। আশা করি আপনি ভালো আছেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৪

স্রাঞ্জি সে বলেছেন:


উপরওয়ালা ভাল রাখছেন........


৩৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২০

জুন বলেছেন: বিড়ির ছাইয়ে কোটর ভরে গেছে :-*:-*
এইটা কি এসট্রে নাকি চোখের কোটর বুঝলাম না স্রাঞ্জি সে :(
তবে কবিতা মারাত্মক।
+

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

স্রাঞ্জি সে বলেছেন:

এসট্রে হবে ..... এই শব্দ টা কবিতা ললিখার সময় মাথায় আসছিল না, ....


তবে কবিতা মারাত্মক।

হা হা হা.... B-) কেমনি যে মারাত্মক হইয়া গেল। X((


যাইহোক, প্লেস ও মন্তব্যে অনেক অনেক ধন্যযোগ নিবেন।

শুভকামনা। ভাল থাকবেন।



৩৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

নীল আকাশ বলেছেন: চমতকার অন্তর ঝড় তোলা কবিতার জন্য রইল শুভ কামন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬

স্রাঞ্জি সে বলেছেন:

খুশি হলাম..... এমন মন্তব্যে।


ধন্যযোগ নিবেন....


শুভকামনা।

৩৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৩

নজসু বলেছেন: জ্বী ভাই, সবই উপরওয়ালার ইচ্ছা।
চলছি ফিরছি।
আর....
আরেকটা ছুটির ঘন্টার অপেক্ষা করছি।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৯

স্রাঞ্জি সে বলেছেন:


অবশ্যই ছুটি হবে.......


গতকাল হাসিব ছুটি পেয়েছে, ইনশাল্লাহ আপনি ও অতি শীঘ্রই পাবেন।

৪০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১০

নজসু বলেছেন: এতো সুন্দর সুন্দর লেখার চিন্তা কি মনের থেকেই নাকি কল্পনায় লেখেন?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩০

স্রাঞ্জি সে বলেছেন:

মনের খোরাক থেকেই লিখা হয়।



ভাবতে পার কিছুটা বাস্তবতাওও আছে।

৪১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১২

আরজু পনি বলেছেন: শিরোনামের চেয়ে কবিতাটা অনেক বেশি সুন্দর!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় আরজু পনি.....

প্রথমে দেরিতে মন্তব্যের উত্তর দেওয়ায় আন্তরিক ভাবে দুঃখিত।

@শিরোনামের চেয়ে কবিতাটা অনেক বেশি সুন্দর!

প্রথমে কবিতার স্তবক শেষ করে শিরোনাম নিয়ে দ্বিধায় পড়ে যায়। যেহেতু আমি এখনো কবিতায় কাঁচা, লিখতে শুরু করেছি।

পরেরবার চেষ্টা করব। সবকিছু সুন্দর সাজাতে পারি।

যাক কবিতা সুন্দর লেগেছে জেনেই, পুলকিত হলাম।


প্লাসে ওও মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ নিবেন...

শুভকামনা, ভাল থাকবেন।

৪২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

সূর্যালোক । বলেছেন: কবিতা অনেক সুন্দর । আপনার কবিতা ভালো লাগছে ।প্লাস

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

স্রাঞ্জি সে বলেছেন:

প্লাসে ও মন্তব্যে অনেক ধন্যবাদ ভাইয়া।

শুভকামনা নিরন্তর।

৪৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

সুমন কর বলেছেন: তাই তো বলি, কিছু লাইন মনে হয় পরিবর্তন হয়ে গেছে.......

যা হোক, সুন্দর হয়েছে। ভালো লাগা রইলো।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৯

স্রাঞ্জি সে বলেছেন:
প্রথমে দেরিতে মন্তব্যের উত্তর দেওয়ায় আন্তরিক ভাবে দুঃখিত।


হা।কিছু লাইন পরিবর্তন করেছি... যেন লেখকের উপর না বর্তায়।

সত্যিই আনন্দিত হলাম। আপনার ভাল লাগছে জেনে।

অনেক অনেক ধন্যবাদ।

৪৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

আহমেদ জী এস বলেছেন: স্রাঞ্জি সে ,



লজ্জা - বাসনা - হতাশা যদি এভাবে লাইন ধরে আসে তবে তো ছুটির ঘন্টা বাজবেই !
কিন্তু গন্তব্যহীন এ কেমন জীবন!!!!!!!!!!!!!!!!!!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

স্রাঞ্জি সে বলেছেন:
প্রিয় আহমেদ জি এস ভাই....


আপনি ঠিকই বলেছেন.... সব কিছু প্রতিফলনে ছুটিরঘণ্টা বাজবেই কোন একদিন...

কিন্তু এই কামনা দেবীরা যে কষ্টে দিনযাপন করতেছে। তার তো কোন গন্তব্যের হদিস নাই....

ধন্যবাদ নিবেন।

শুভকামনা।

৪৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন । ++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২২

স্রাঞ্জি সে বলেছেন:

মন্তব্যে ও প্লাসে অজস্র ধন্যবাদ।


ভাল থাকবেন

৪৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৩

হাবিব বলেছেন: আমাকে তুমি একটু খানি প্রেমের শরাব দিয়ো
আমি তোমাকে শিকারে পরিনত করতে চাইনা।

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৭

স্রাঞ্জি সে বলেছেন:
আজকাল পুরুষদের বিশ্বাস নাই। সুযোগ পেলে ছাড়েনা....

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৮

স্রাঞ্জি সে বলেছেন:
মন্তব্য ও প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ।

৪৭| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৯

হাবিব বলেছেন:



স্রাঞ্জি দাদা, আমার নোটিফিকেশন ২ দেখায় আবার ক্লিক করলে বলে ০ নোটিফিকেশন, মাঝে মাঝেই এমন হয়।
এই রকম হওয়ার কারন কি?

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৫

স্রাঞ্জি সে বলেছেন:
স্যার এটা সবারও সমস্যা। আর এ নিয়ে ব্লগে অনেক ব্লগার পোস্ট দিয়েছেন।

এটা ব্লগের ত্রুটি।

৪৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

রাকু হাসান বলেছেন:
একটু অন্য দিকে চোখ দেন তো ? |-)

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৫

স্রাঞ্জি সে বলেছেন:
তোমায় মেইল দিছি, দেখতে পার....

৪৯| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩১

খায়রুল আহসান বলেছেন: শেষের পংক্তিদুটো খুব ভাল লেগেছে। কিন্তু কবিতাটিতে "ছুটির ঘন্টা" কেই কি হাইলাইট করতে চেয়েছেন? কবিতার শিরোনামটা আর কী কী হতে পারতো, আরেকবার ভেবে দেখতে পারেন। আমি বলছিনা যে শিরোনামটা অনুপযুক্ত হয়েছে, তবে আরেকবার ভেবে দেখতে পারেন।
দেয়াল বাকহীন, তবে অন্ধ নয়। চমৎকার ভাবনা!

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় খায়রুল আহসান ভাই.....

আপনি বলেছেন কবিতাটিতে "ছুটির ঘন্টা" কেই কি হাইলাইট করতে চেয়েছেন? না.. কবিতার হাইলাইট হচ্ছে একজন ফুলির উপর অমানবিক তুপানের তাণ্ডব। একজন খদ্দর পুরুষ ধীরেধীরে শিকারে পরিণত করে। আর সেখান থেকে ফুলির স্বপ্ন বুনে তার একদিন এ থেকে ছুটি হবে। যখন তাদের ছুটিরঘণ্টা বাজবে।
আর শিরোনাম ব্যাপারে, তা অনেক চিন্তা করে ছিলাম। আমি কবিতা সম্পন্ন করার পরই শিরোনাম ধার্য্য করি। যা তাৎক্ষণিক যা আসে খেয়ালের খোরাকে তাই শিরোনামে স্থান পাই। এরপর সেই কবিতা নিয়ে আর ভাবিনা। হয়ত এটা আমার মস্তিষ্কের অলসতা।

যাইহোক আপনাকে অনেক ধন্যবাদ, এবং অনিঃশেষ শুভকামনা।

৫০| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

রাকু হাসান বলেছেন:

চুপচাপ কেন সাঞ্জি ভাই । কেমন আছেন ?

১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

স্রাঞ্জি সে বলেছেন:
ভাল...... আপনি কেমন আছেন?????

ব্লগ থেকে একটু একটু করে সরে যেতে চাচ্ছি। ব্লগের মায়াজালে কেমন জানি বন্দি হয়ে গেছি।

৫১| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২২

রাকু হাসান বলেছেন:

ভালো ,এটা কি বললেন । সরে যাবেন !! :( কেন বা কি কারনে ???????????? অবাক করলেন !!

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬

স্রাঞ্জি সে বলেছেন:
এমনি সরে যাওয়ার চিন্তে। যদিও পারি না ভাই। সামুতে আসতেই হই।

আর ব্লগেও তেমন সময় একটা দিতে পারবনা। সামনে পরীক্ষা। পড়তে হবে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.