নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিখ্যাত কেউ নই আমি, অতি ভদ্র কিংবা নষ্টাও নই। মানুষ মাত্র, যা দেখি যা শুনি, তা গিলিয়ে খাই।

স্রাঞ্জি সে

না বলা শব্দ গুলো ফানুশ হয়ে উড়ে বেড়াক নীলাকাশে

স্রাঞ্জি সে › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন ব্লগ গল্প সঙ্কলনঃ শুভ্র সেপ্টেম্বর ১৮

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:০১



প্রাককথা: অনেক দিন যাবৎ গল্প সমগ্র চোখে পড়েনি। গত মে ১৮ এর দিকে ব্লগার বর্ষন হোমস একটা মেগা সঙ্কলন করেছিলেন।যেখানে ব্লগের আদ্যোপান্ত তুলে ধরেছেন। আর আজকেই ব্লগার বিজন রয় কবিতা সঙ্কলন করেছেন। তো আমি গত মাসে এই গল্প সঙ্কলন করার জন্য মনঃস্থির করি। সেই ভাবনার ধারাবাহিতায় আজকে গল্প সঙ্কলন। এবং প্রতিমাসে এই সঙ্কলন করে যাওয়ার প্রতিশ্রুতি আছে। আর সাথে আপনাদের সবার সহযোগিতা একান্ত কাম্য। আচ্ছা আমরা একটি গল্প সঙ্কলেন পরিভ্রমণ করে আসি। কি বলেন..... :-0
___________________________________________

শুরু করা যাক তাহলে পরিভ্রমণ। ২০১৩ সালের কোন এক বিকালে শ্রদ্ধেয় জনৈক চার ব্লগার মামুন রশিদ , জনৈক গণ্ডমূর্খ , মাননীয় মন্ত্রী মহোদয় , দলছুট শুভ সুরমা নদীর সুদৃশ্য পাড়ে বসে ফুচকা খেতে খেতে মাস-ওয়ারী গল্প-সংকলনের চিন্তা করে । এতে পাঠক যেমন একসাথে ভালো গল্পগুলোর লিংক পাবে, তেমনি নতুন ব্লগারদের ভালো লেখাগুলো পাঠকের সামনে তুলে ধরা সম্ভব হবে। আর এই উদ্যোগের ধারাবাহিকতায় শ্রদ্ধেয় মামুন ভাই প্রথম মে মাসের গল্প সঙ্কলন করেন। আর এই অসাধ্য কাজ টা একনিষ্ঠ ভাবে করে গেছেন মামুন ভাই একটি বছর। তারপর একসময় মামুন ভাইয়ের ব্যস্ততায় সঙ্কলনের দায়িত্ব টা মাহমুদ ভাইয়ের হাতে অর্পণ করেন।

__________________________________________

কিছু কথাঃ ১২ মাসের পথচলায় গল্প-সংকলন সহ-ব্লগারদের অশেষ ভালোবাসা আর শুভকামনায় ঋদ্ধ হয়েছে । আর তাছাড়া এই সংকলন ব্লগের নবীন-প্রবীন গল্পকারদের একটা চমৎকার প্লাটফর্মে রুপ নিয়েছে । পাঠক-গল্পকারের এই মিথষ্ক্রিয়া অব্যাহত থাকা 'ব্লগ' এবং 'সাহিত্য চর্চা' দুটোর জন্যই দরকারি । তবে একজন ব্লগার সংকলনের স্থায়ী সম্পাদনায় থাকা কিছুটা দৃষ্টিকটু । তাই ব্লগের নিয়মিত গল্পকারেরা পর্যায়ক্রমে এই দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারেন । এরই অংশ হিসাবে সংকলনের পরবর্তী সংখ্যাগুলো সম্পাদনার দায়িত্ব নিতে সম্মত হয়েছেন আমাদের প্রিয় গল্পকার ব্লগার 'মাহমুদ ০০৭' । (১ মে ২০১৪ মামুন ভাইয়ের সর্বশেষ গল্প সঙ্কলন থেকে।)
___________________________________________

অতঃপর মাহমুদ ভাই টানা ছয় মাস এই কঠিন সঙ্কলন কাজটা করে গেছেন। আর এই মাঝে মাহমুদ ভাই ব্যস্ততার কারণে আবার সঙ্কলন দায়িত্ব টা প্রিয় ডি মুন ভাইয়ের হাতে দিয়ে দে। তিনি জানুয়ারি ১৫ সাল পর্যন্ত এই গল্প সঙ্কলন অব্যাহত রাখেন।

তারপর তো অনেক সঙ্কলন হয়েছে তা হলো পাঁচমিশালী। অর্থাৎ আমার দেখাতে সর্বশেষ গল্প সঙ্কলন টা হচ্ছে ডি মুন ভাইয়ের জানুয়ারি ২০১৫ সালের। আচ্ছা এরপর আপনাদের চোখে পড়েছে এমন গল্প সঙ্কলন জানাতে ভুলবেন না।
এই হলো গল্প সঙ্কলেন পরিভ্রমণ।

উক্ত ব্লগারদের নিক গুলো....
মামুন রশিদ, জনৈক গণ্ডমূর্খ, মাননীয় মন্ত্রী মহোদয়, দলছুট শুভ, মাহমুদ০০৭, ডি মুন

আমাদের পক্ষ থেকে তাঁদের জন্য অন্তরের অন্তরস্থ থেকে দোয়া কামনা করছি।
```````````````````````````````````````````````````````````````````````
আমার কিছু কথাঃ সঙ্কলনের কোন গল্পের মানদণ্ড করি নাই। যেহেতু আমি একা। আমার পছন্দের সাথে অনেকের মিলবেনা। হয়ত আবার অনেক ব্লগার মনঃক্ষুণ্ণ হবেন। তাই মাসের সব গল্পই এখানে তোলে ধরেছি।

আর এখান থেকেই আপনার পছন্দের দশটি গল্প কে ভোট দিন। কি বলেন এটা ভাল হবে না। এতে গল্পকাররা অনুপ্রাণিত হবেন আশা করি।
___________________________________________

কৃতজ্ঞতা জানাচ্ছি সব গল্পকারদের। যারা আমাদের কে নান্দনিকতা গল্প উপহার দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।
___________________________________________

পরিশেষঃ সবাইকে শারদীয় শুভেচ্ছা।


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

১। উজান হাওয়া লিখেছেন → পদাতিক চৌধুরি
২। উজান হাওয়া ( শেষ পর্ব) লিখেছেন → পদাতিক চৌধুরি
৩। গল্প: নীল পরী ও একটা ভীতু ছেলে → লিখেছেন নীলআকা৩৯
৪। কালো ছাতা → লিখেছেন মনিরা সুলতানা
৫। গল্প: পার্মানেট স্বামী → লিখেছেন জাহিদুল হক সুবন
৬। কষ্টে আছে আইজদ্দিন → লিখেছেন আহমেদ জী এস
৭।
রঙ্গিন চশমা → লিখেছেন রাজীব নুর
৮। ফেরা → লিখেছেন বাকপ্রবাস
৯। গল্প: অদ্ভুত ব আকার ল → লিখেছেন জাহিদুল হক সুবন
১০। ধূমকেতু (গল্প) → লিখেছেন কাওসার চৌধুরী

১১। গল্পঃ খিচুড়ী → লিখেছেন অপু তানভীর
১২। দুঃসময়ে শামসুল হক → লিখেছেন নাঈম জাহাঙ্গীর নয়ন
১৩। বিদায় বেলা (গল্প) → লিখেছেন কথার ফুলঝুরি!,
১৪
গল্প: ইন্টারভিউ লিখেছেন → জাহিদুল হক সুবন
১৫। অর্থি ও প্রজাপতির গল্প → লিখেছেন হাসান ইকবাল
১৬। গল্প: শিকার=চিত্রকর্ম: জসীম অসীম। → লিখেছেন জসীম অসীম
১৭। নীলা → লিখেছেন হেল কিচেন
১৮। বিবর্ণ সায়র → লিখেছেন ফাহমিদা বারী
১৯।গল্প: ইন্দ্রজাল → লিখেছেন জাহিদুল হক সুবন
২০।মনমাঝি → লিখেছেন চঞ্চল হরিণী

২১। স্রেফ, একটি প্রেমের গল্প → লিখেছেন গেছো দাদা
২২।
তারাবালি → লিখেছেন রৌদবালক মামুন
২৩।
ইচ্ছা পূরণের গল্পঃ প্রথম পর্ব → লিখেছেন ভুয়া মফিজ
২৪। ইচ্ছা পূরণের গল্পঃ দ্বিতীয় পর্ব → লিখেছেন ভুয়া মফিজ
২৫।ইচ্ছা পূরণের গল্পঃ তৃতীয় পর্ব লিখেছেন ভুয়া মফিজ
২৬। কনে দেখা (পর্ব - ০১) লিখেছেন আবু রায়হান ইফাত
২৭।কনে দেখা (পর্ব - ০২) লিখেছেন আবু রায়হান ইফাত
২৮।
গল্পঃ ওরা ভুলে যায় ওরাও একদিন বাবা হবে → লিখেছেন সামিয়া
২৯। অনুভূতির বর্ণবিন্যাস → লিখেছেন মাহের ইসলাম,
৩০। হঠাৎ স্বর্ণকেশী! (-১, ২) লিখেছেন রিম সাবরিনা জাহান সরকার

৩১।হঠাৎ স্বর্ণকেশী! (৩) → লিখেছেন রিম সাবরিনা জাহান সরকার
৩২। গল্প: একেই বলে বাঁশডলা! → লিখেছেন নীলআকা৩৯
৩৩। হৃদয়ের গন্ধ → লিখেছেন দীপঙ্কর বেরা
৩৪। কাকবেদনা → লিখেছেন স্বপ্ন সতীর্থ
৩৫। গল্প: নীল রোদ → লিখেছেন জাহিদুল হক সুবন
৩৬। ঈশ্বর....যেভাবে আসেন ও যে রূপে দেখা দেন !! একটা বাস্তব ঘটনা । → লিখেছেন গেছো দাদা
৩৭। প্রতিরূপ! ~রোজি। (ছোটগল্প) → লিখেছেন ইব্‌রাহীম আই কে
৩৮। "প্রযত্নেঃ তিলোত্তমা" → লিখেছেন উম্মে সায়মা
৩৯। একটি তালগাছের কাহিনি → লিখেছেন বিএম বরকতউল্লাহ
৪০। বিদেশিনী → লিখেছেন রাজীব নুর

৪১। আর ইউ পম গানা? → লিখেছেন হাসান কালবৈশাখী
৪২। গল্প: এঞ্জেল হোয়াইট → লিখেছেন জাহিদুল হক সুবন
৪৩। হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প → লিখেছেন ঢাকার লোক
৪৪। ছোটগল্প। তেইল্যা বোয়াল!! → লিখেছেন রেজা ঘটক
৪৫। 'সময় যখন থমকে দাঁড়ায়' → লিখেছেন মো: হাসানূর রহমান রিজভী
৪৬। গল্প : বড় আপা → লিখেছেন শামছুল ইসলাম
৪৭। প্রেম : একটি চটি গল্প । ১৮+ বা ১৮- সবার জন্য !! → লিখেছেন গেছো দাদা
৪৮।গল্প: ব্ল্যাক এন্ড হোয়াইট লিখেছেন জাহিদুল হক সুবন
৪৯। মরীচিকা লিখেছেন পদাতিক চৌধুরি

৫০। মরীচিকা ( পর্ব - ২ ) লিখেছেন পদাতিক চৌধুরি

৫১। একটি গল্প, একটু ঈর্ষা! → লিখেছেন আদিল ইবনে সোলায়মান
৫২। গল্প : ভয় লিখেছেন গেছো দাদা
৫৩। গল্প - বাসর রাত লিখেছেন নীলআকা৩৯
৫৪। খগেন বাবুর পুষ্টি সমাচার → লিখেছেন রবাহূত
৫৫। আমরাই চুরি করি আমরাই চোর পুষি → লিখেছেন নোমান বিল্লাহ
৫৬। জাপানী বউ (গল্পঃ দ্বিতীয় পর্ব) → লিখেছেন শামচুল হক
৫৭। ক্ষুধার্ত মনে,অশান্ত শরীর! লিখেছেন মো: নিয়াজুল হাসান
৫৮। বহুত্র লিখেছেন স্রাঞ্জি সে
৫৯। একবার বলেছি তোমাকে লিখেছেন শিখা রহমান
৬০। গল্প: জিরো প্লাস জিরো প্লাস জিরো: 0+0+0=0 লিখেছেন জসীম অসীম

৬১। গল্প - পূর্ণ দৈর্ঘ্য শবনম কাহিনী - কুসুম কুসুম প্রেম ১ → লিখেছেন নীলআকা৩৯
৬২। গল্প - পূর্ণ দৈর্ঘ্য শবনম কাহিনী - প্রায়শ্চিত্ত → লিখেছেন নীলআকা৩৯
৬৩। জার্নি বাই নৌকা....উইথ দালাল ....টু ইতালি। (পর্ব ৪) → লিখেছেন সাাজ্জাাদ
৬৪। জার্নি বাই নৌকা....উইথ দালাল ....টু ইতালি। - (পর্ব ৫), → লিখেছেন সাাজ্জাাদ
৬৫। জার্নি বাই নৌকা....উইথ দালাল ....টু ইতালি। - (শেষ পর্ব) → লিখেছেন সাাজ্জাাদ
___________________________________________

অণু গল্প/পরমাণু গল্প

১। দ্য সাউন্ড অফ লাভ! → লিখেছেন লোকনাথ ধর
২। ছোটোগল্প : **পঁচিশ বছর পর** → লিখেছেন গেছো দাদা
৩। বেকার জীবন → লিখেছেন তারেক_মাহমুদ
৪। বেকার জীবন(২য় পর্ব) → লিখেছেন তারেক_মাহমুদ
৫। রুপা সরিষার তেল → লিখেছেন মোঃ সাইদুল ইসলাম
৬।
অনুগল্প- পরিবর্তন → লিখেছেন নিচু তলাৱ উকিল
৭। অনু গল্পঃ কুলসুম → লিখেছেন ফেনা
৮। অনুগল্প- নসিব → লিখেছেন নিচু তলাৱ উকিল
৯ । কাইকর কামলার ছোট সংসার(অণুগল্প) লিখেছেন কাইকর
১০। ত্রিফলা (৩ টি ছোট গল্প) লিখেছেন রক বেনন

১১। পরমাণু গল্পসমগ্র-৭ → লিখেছেন আমি তুমি আমরা
১২। অণুগল্প: টিক..টিক..টিক লিখেছেন শাহ মোহাম্মদ ইসমাইল
১৩। গলির পাগল কাইকর! ( ছোট গল্প) → লিখেছেন কাইকর

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

অতিপ্রাকৃত/ভৌতিক গল্প

১। অতিপ্রাকৃত গল্পঃ জাস্কোন্রিব → লিখেছেন অপু তানভীর
২। অশরীরী শব্দ (একটি আধাখেঁচড়া ভৌতিক গল্প) → লিখেছেন শিখা রহমান
৩। অতিপ্রাকৃতিক গল্পঃ ভৌতিক নারী লিখেছেন → তারেক_মাহমুদ
৪। ভূতের গল্প: সন্ধ্যামণি-র উৎপাত → লিখেছেন জসীম অসীম
৫। অতিপ্রাকৃতিক গল্পঃ চুরেল → লিখেছেন অচেনা হৃদি
৬। চুরেল (২য় পর্ব) লিখেছেন অচেনা হৃদি
৭। প্রেতাত্মা (সত্য ঘটনা অবলম্বনে রচিত আদি ভৌতিক গল্প) লিখেছেন রূপক বিধৌত সাধু
৮। গল্প নয় সত্যও নয় , না মিথ্যে না কল্পনা ( অতিভৌতিক ঘটনা-পর্ব ১) → লিখেছেন যবড়জং

````````````````````````````````````````````````````````````````````````
কল্প গল্প

১। ( কল্প-গল্প ) --- অকুলাস রহস্য → লিখেছেন শান্তির দেবদূত
২। (কল্প-গল্প) --- বেটা ট্রনিক্সে একটি সকাল → লিখেছেন শান্তির দেবদূত

^^^^^^^^^^^^^^__^^^^^^^^^^^^^^_^^^^^^^^^^^^^^^^^^^
অনুবাদ গল্প

১। ট্রু হ্যাপিনেস → লিখেছেন শাহারিয়ার ইমন
২। দি লটারি (The Lottery); "The Queen Of Horror" খ্যাত সাহিত্যিক "সিরলি জ্যাকসন" এর (Shirley Jackson) বিখ্যাত গল্পের বাংলা অনুবাদ → লিখেছেন কাওসার চৌধুরী
৩।দি টেল-টেইল হার্ট (The Tell-Tale Heart); "এডগার এলান পো"-র (Edgar Allan Poe) বিখ্যাত হরর গল্পের বাংলা অনুবাদ। → লিখেছেন কাওসার চৌধুরী

=========================================
গল্পকণিকা

১।গল্পকণিকা : একটি শাদা কবুতর লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

"""""""""""""""'""""'''"""'''""""""''""'''"""""""""""""""'''""""""""""""""
জীবন গল্প

১। । আমার কাবুলিওয়ালা → লিখেছেন মিথী_মারজান
২। জীবন যেখানে যেমন, আমার প্রবাস জীবনের ডায়রী..... আমার প্রতিবন্ধী শিক্ষক! → লিখেছেন সোহানী

©©©©©©©©©©©©©©©©©©©©©©©©©©©©©©©©

রম্য গল্প

১। স্কুল থেকে কলেজঃ কিছু অদ্ভুত কিংবা মজারু কাহানি- ‘হাতা মে ডাবু মে পুই পুই পুই’!!!! :P → লিখেছেন আখেনাটেন
২। প্রযুক্তির উৎকর্ষতায় গৃহকর্মী বকুল খালা (রম্য) → লিখেছেন নুরুন নাহার লিলিয়ান


আপডেটেড)

উৎসর্গঃ সামহোয়্যারইন ব্লগের সকল ব্লগারদের।


মন্তব্য ১৪৬ টি রেটিং +২৫/-০

মন্তব্য (১৪৬) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:১১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: অনেকগুলো পড়েছি, যেগুলো বাদ পড়েছে সময় করে পড়তে হবে।। আপাতত লাইকসহ প্রিয়তে।


ভাবছি সামনের বার থেকে কবিতা আর গল্প লেখা শুরু করব...:P

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:১৮

স্রাঞ্জি সে বলেছেন:
প্রথম মন্তব্যে প্রথম প্লাসে প্রথম প্রিয়তে...... সব দিক দিয়ে এগিয়ে.... মারহাবা }


নিজু ভাইয়া অনেক ধন্যবাদ, গল্প লিখা শুরু করে দিন চটপট।

আর হ্যাঁ এটা কিন্তু ভুলবেন না.... আপনার প্রিয় দশটি গল্প....

প্লিজ বলবেন কিন্তু।

অনিঃশেষ শুভকামনা।

২| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গত মাসে এই গল্প সঙ্কলন করার জন্য মনঃস্থির করি।
ভালো চিন্তা ভাবনা
সহমত
..........................................................................................................

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩০

স্রাঞ্জি সে বলেছেন:

ধন্যবাদ........


অনিঃশেষ শুভকামনা।

৩| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:১৩

সুদীপ কুমার বলেছেন: বিজন রয়ের চেয়েও পরিশ্রমের কাজ এটা।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪

স্রাঞ্জি সে বলেছেন:

জ্বি না..... বিজন ভাইয়ের টা কঠিন আমার মতে....

কারণ প্রতিদিন কবিতারর সংখ্যা কত জানেন। ২৫-৩০ টির মত।


সে দিক দিয়ে গল্প টা সহজ হলো না। ঠিক তো ভাইয়া।


ধন্যবাদ। অনিঃশেষ শুভকামনা।

৪| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:১৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমারে একটা কাজ করে দিসতো সান্জু।


প্রতি সপ্তাহের রাজনৈতিক পোস্টগুলোর লিংক দিতে হইবে...

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪

স্রাঞ্জি সে বলেছেন:
হা হা হা ঢের পারা যাইবেক নিজু ভাই।

৫| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:১৬

সৈকত জোহা বলেছেন: দারুণ উদ্যোগ ।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪০

স্রাঞ্জি সে বলেছেন:
ধন্যবাদ


অনিঃশেষ শুভকামনা।

৬| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:১৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: পদাতিক চৌঃ ভাইয়ের উজান হাওয়া সম্পূর্ণ পড়েছি। ভালো লেগেছে। কাওছার চৌঃ ভাইয়ের গল্প 'ধূমকেতু'র প্রথমাংশ গতানুগতিক হলেও শেষটা দারুণ ছিলো। মনিরা সুলতানা আপুর কালো ছাতা মোটামুটি ভালো লেগেছে।

বাকপ্রবাসের গল্প "ফেরা' কাহিনী, বর্ণন সব মিলিয়ে অসাধারণ ছিলো। রাজীব ভাইয়ের লিখাটাও পড়া হয়েছে। ভালো লেগেছে।

নিচেরগুলা পড়া হয়নি।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:০৮

স্রাঞ্জি সে বলেছেন:
আপনার দেখি পাঁচ গল্পকারের গল্প ভাল লেগেছে।।।।

আর গুলো পড়ে নিবেন কিন্তু।


অনিঃশেষ শুভকামনা।

৭| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৮

রাকু হাসান বলেছেন:

অনেক কষ্টের এই কাজটি করার জন্য আমার পক্ষ থেকে ফুলেল অভিনন্দন নিন । ভাবছি প্রায় সব গল্পগুলো পড়া । এত পড়লাম :|| । ভালো একটি কাজ করেছেন । ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:১০

স্রাঞ্জি সে বলেছেন:

একটা কাজ দিয়েছি কিন্তু রাকু ভাই.......


তাহলে বলতেই হয়। আপ্নিই গত মাসের সেরা পাঠক।


অনিঃশেষ শুভকামনা।

৮| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩১

আরোগ্য বলেছেন: বহুত্র লিখেছেন স্রাঞ্জি সে।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:১১

স্রাঞ্জি সে বলেছেন:

ধন্যবাদ।


অনিঃশেষ শুভকামনা।

৯| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৩

কাওসার চৌধুরী বলেছেন:



দাদা, এক নিঃশ্বাসে পোস্ট পড়লাম। এতো চমৎকার একটি পোস্ট তৈরী করতে আপনাকে অনেক খাটতে হয়েছে। নিজের মূল্যবান সময় নষ্ট করেছেন। এজন্য শুধু ধন্যবাদ নয়, কৃতজ্ঞতা জানাই। এখানে অনেক গুণী ব্লগারের প্রসঙ্গ এনেছেন; যারা একটা সময় কষ্ট করে সংকলনের মত কঠিন কাজটি করতেন। উনাদের সবার সাথে পরিচিত হওয়ার সুযোগ হয় নাই। আশা করি, সামনের দিনগুলোতে হবে।

সেপ্টেম্বর মাসে ৬১টি গল্প; যার মধ্যে আমার একটি [(১০) ধুমকেতু ] আছে। এছাড়া অনুগল্প আছে ১৩টি; ভৌতিক গল্প ৮টি; কল্প গল্প ২টি; অনুবাদ গল্প ৩টি (যার দু'টি আমার)। এছাড়া আছে, গল্পকণিকা, জীবন গল্প এবং রম্য গল্প।

আমি যেহেতু এই তালিকায় আছি সেহেতু সবচেয়ে ভাল গল্প কোনটি তার মতামত দেওয়া একটু কঠিন। আশা করি, সম্মানিত ব্লগার এবং পাঠকরা তা মূল্যায়ন করবেন। নিজেদের মতামত জানাবেন।

পোস্টটা প্রিয়তে রাখলাম। আশা করি, আপনার এ প্রচেষ্টা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। শুভ কামনা রইলো দাদা। 'শুভ রাত্রি'।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:২১

স্রাঞ্জি সে বলেছেন:

প্রথমে অজস্র ধন্যাবাদ নিবেন.....

- হ্যাঁ, যাঁদের নাম নিয়েছি তাঁদের মধ্যে ডি মুন ভাই কে দেখা যায় মাঝেমধ্যে। আর গুলোর নিকের বাম পাশে সবুজ বাত্বি জ্বলে না।
আপনি তাঁদের নিকে অবশ্যই অবশ্যই যাবেন। সত্যিই বলতে লিখে যাওয়া সব পোস্ট মনকাড়া। আপনি তাঁদের সান্নিধ্যে আশা করি উপকৃত হবেন।


- আপনার গল্প দেখে ভাল লাগতেছে। সামনে আরো ভাল ভাল গল্প চাই দাদার কাছ থেকে।


- দেখা যাক সম্মানিত ব্লগার দের মূল্যায়ন। তবুও আপনার ভাল লাগা গল্প গুলো বলতেন।


ইনশাল্লাহ দোয়া করবেন।


অনিঃশেষ শুভকামনা। শুভ রাত্রি।

১০| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:


ভালো হলো, এখন পছন্দ করে পড়া যাবে

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:২৪

স্রাঞ্জি সে বলেছেন:

ধন্যবাদ।


অনিঃশেষ শুভকামনা।

১১| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুবই সময় ব্যয় ও কষ্টকর কাজে মনোনিবেশ করেছেন, ভালো লাগলো আপনার উদ্যোগ, শুভকামনা রইলো।

আমি কয়েকমাস অনিয়মিত, যদিও মাঝেমধ্যে পোস্ট করছি তবে বেশিরভাগ গল্পই পড়া হয়ে উঠেনি। তবে আপনার দেয়া গল্পের মধ্যে কয়েকটি পড়েছিলাম, ভালো লেগেছিল প্রায় সবগুলো, তবে কোনটাকে অগ্রজ রাখবো সেটা খুবই মুশকিল, তবে কষ্টে আছে আইজুদ্দিন পড়ে খুব ভালো লেগেছিল।

দুঃখিত, সবগুলো সম্পর্কে না জানা থাকায় জানা থেকেও আর উল্লেখ করতে পারছিনা।

শুভকামনা আপনার জন্য সবসময়, চালিয়ে যান

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৪

স্রাঞ্জি সে বলেছেন:
পরে সময় নিয়ে পড়ে জানাবেন কিন্তু।

আপনি কি অসুস্থ। নাকি কোম ব্যস্ততা।

ধন্যবাদ


অনিঃশেষ শুভকামনা।

১২| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল উদ্যোগ। যদিও খুব দায়িত্বের কাজ।

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৫

স্রাঞ্জি সে বলেছেন:
হাসিব ভাই অনেক ইনেক ধন্যবাদ।


অনিঃশেষ শুভকামনা রইল।

১৩| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: খুব ভালো একটা কাজ করেছেন।
অনেক পরিশ্রমের কাজ।
আমারও মাঝে মাঝে এরকম পোষ্ট দিতে ইচ্ছা করে। সময়ের অভাবে পারি না।

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৭

স্রাঞ্জি সে বলেছেন:
ভাইয়া আমার দেখাতে আপনি একজন নিয়মিত পাঠক। আচ্ছা বলবেন কি আপনার ভাল লাগা কোন গল্প।

ধন্যবাদ।


অনিঃশেষ শুভকামনা রইল।

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:০৮

ভুয়া মফিজ বলেছেন: অনেক কষ্টসাধ্য একটা কাজ, তবে উদ্যোগটা ভালো।
আপনার জন্য শুভকামনা।

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৯

স্রাঞ্জি সে বলেছেন:

না ভাইয়া। কোন কষ্টসাধ্য কাজ না। খুবি সহজ। তার জন্য প্রতিদিন চোখ রাখতে হইছে। এ আরকি ।

ধন্যবাদ

অনিঃশেষ শুভকামনা রইল।

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:১১

পদাতিক চৌধুরি বলেছেন: এতদিনে বুঝিলাম কেন প্রীশুর দেখা নাই।

অসম্ভব পরিশ্রমী একটি প্রচেষ্টার ফসল এই পোস্ট । এখানে অনেক অনেক গুনি গুনি ব্লগারের পাশে নিজের নামটি দেখে বেশ ভালোই লাগছে। রইল অন্তরের কুর্নিশ । সঙ্গ হৃদয়ভরা ভালবাসা ♥♥♥♥♥♥♥♥

একটা ব্যাপারে যদি কিছু না মনে করেন, রাজনৈতিক পোস্ট বলে কি কিছু করা যায়? যেখানে এরকম পোস্টগুলির শ্রেণীকরণ করা যায় ।


শুভকামনা অনিঃশেষ।



০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৫

স্রাঞ্জি সে বলেছেন:
হা হা, ভুত ভুতূ এখানে চলে আসছে =p~ ওলে বাবারে।

আপনার মরিচীকা পরের পর্ব টা তাড়াতাড়ি চাই। ♠♠♠

রাজনৈতিক পোস্ট কেন করা যাবে না। যদিও এটা অনেক কষ্ট হবে। কিন্তু চিন্তা করে দেখব।


অবশেষ আমার হৃদয়ের গহীন থেকে প্রীশু নিবেনন।

অনিঃশেষ শুভকামনা।

১৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:১২

সৈয়দ ইসলাম বলেছেন:
খুবইই ভাল উদ্যোগ। বিশাল পরিশ্রমের ফল এটা।

অসংখ্য অসংখ্য ভালবাসা ও চিরন্তন শুভকামনা তোমার জন্য প্রিয়।

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৬

স্রাঞ্জি সে বলেছেন:
আপনার প্রতি অজস্র ধন্যবাদ।


অনিঃশেষ শুভকামনা রইল।

১৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:৫২

বাকপ্রবাস বলেছেন: ব্লগ কেন্দ্রিক এতো প্রেম এতো ভালবাসা, এতো পরিশ্রম, এতো সাধনা, এতো দায়বদ্ধতা, এতো বিসর্জন সত্যি অকল্পনিয়।

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৯

স্রাঞ্জি সে বলেছেন:
আসলেই অকল্পনীয় সব। এই যে আপনি প্রতিদিন ছড়া দিয়ে আমাদের সকলকে মাতিয়ে রাখতেছে। তা কম কিসের।

সামু সবার প্রিয় একটা প্লাটফর্ম।

ধন্যবাদ নিবেন।

শুভকামনা রইল।

১৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১:০৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মামুন রশিদ,জনৈক গণ্ডমূর্খ,মাননীয় মন্ত্রী মহোদয়,দলছুটশুভ,মাহমুদ০০৭,ডি মুন।
এদের কেউ তো এখন নিয়মিত নয়।

বর্ষন হোমস তো নাই। কেউ প্রতি মাসের সামুগিরি নিয়ে পোস্ট দিলে ভালো হয়....:)


রাজনীতির পোস্টগুলোর লিংকটা আমার এই নিকের মন্তব্যে দিও...

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৪

স্রাঞ্জি সে বলেছেন: ডি মুন কে দেখা যায় মাঝে মধ্যে।
আর কারো দেখা নাই। আচ্ছা তারা কি আর আসবে না সামুতে ।

বর্ষণ হোমসেরে কাজ অসাধ্য। তবু কিভাবে তিনি করে যেতেন। আমি কিন্তু করতে পারতাম। যদি পিসি থাকত :P

অকে দিয়ে আসব।

১৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ২:১৪

অন্তরন্তর বলেছেন: আগের যেসব ব্লগারদের স্মরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা রইল। তাদের লিখা খুব মিস করি। আপনার এই কষ্টসাধ্য পোস্ট আমার মত অনেক ব্লগারের উপকার হবে। এই সঙ্কলনগুলো ব্লগার আরজুপনিও করেছেন বেশ কিছুদিন। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান পোস্টটির জন্য। শুভ কামনা।

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩১

স্রাঞ্জি সে বলেছেন:
আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ।

মামুন ভাইয়ের লিখা গুলো অনেক ভাল লাগে। আফসোস এখন তাঁদের লিখা থেকে আমরা বঞ্চিত।

গল্পগুলো পড়ে নিবেন। আর মন্তব্য জানাবেন...


অনিঃশেষ শুভকামনা।

২০| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৪

খায়রুল আহসান বলেছেন: অসামান্য প্রয়াস, প্রথমেই এজন্য অভিবাদন জানিয়ে শুরু করছি।
গল্পের পাঠক হিসেবে নিজের পরিসংখ্যানটার দিকে তাকিয়ে লজ্জা পেলাম। ৬১ টি গল্পের মধ্যে মাত্র ৪টা পড়েছিঃ কালো ছাতা, কষ্টে আছে আইজদ্দি, বড় আপা আর আর ইউ পম গানা। এর নীচের তালিকা থেকে আর মাত্র একটাই "জীবন গল্প" পড়েছি- জীবন যেখানে যেমন, আমার প্রবাস জীবনের ডায়েরী....আমার প্রতিবন্ধী শিক্ষক। এই মাত্র ৫টি লেখা পড়ে ভোট দেয়াটা মোটেই সমীচীন হবেনা। তবে যে ৫টি পড়েছি, তার সবগুলোই উৎকৃষ্ট মানের লেখা, এটা নিঃসন্দেহে বলতে পারি। আমার পাঠগতি অত্যন্ত শ্লথ, তাই মাসের সব গল্প পড়া বোধহয় কোনদিনই সম্ভব হবেনা।
এর আগে যারা তাদের নিষ্ঠা, সময় ও শ্রম দিয়ে এমন কষ্টসাধ্য কাজ করে গেছেন এবং আপনাদের মত উত্তরসূরী ব্লগারদেরকে পথ দেখিয়ে গেছেন তাদের অবদানের কথাও স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছি। কবি বিজন রয় কেও তার কবিতা সংকলনের জন্য অভিনন্দন ও শ্রদ্ধা!

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

স্রাঞ্জি সে বলেছেন:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।


আসলেই তো অনেক কম পড়া হইছে আপনার... হু ব্যস্ততায় তার কারণ হয়ত। সময় বের করে পড়ে নিবেন।

হা হা, অনেক গল্প আসলেই। যেগুলো ভাল লাগবে তাই পড়বেন।


আমার পক্ষ থেকেও তাঁদের শ্রদ্ধা জানাচ্ছি। তাঁরা আবার আমাদের ফিরে আসুক এই কামনা....


অনিঃশেষ শুভকামনা। ভাল থাকবেন।

২১| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৭

নতুন নকিব বলেছেন:



গল্প কম পড়া হয়। ভাল কাজ করেছেন। এক মলাটে অনেক গল্প জুড়ে দিয়েছেন। ধন্যবাদ।

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

স্রাঞ্জি সে বলেছেন:
গল্প কম পড়া হয়। তাহলে এখন থেকে পড়বেন।

আচ্ছা আপনার থেকে একটা গল্প আশা করতেছি। আমাদের ফিরেয়ে দেবেন না।

আপনাকে ও ধন্যবাদ।

শুভকামনা অনিঃশেষ।

২২| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ভাইয়া আমার দেখাতে আপনি একজন নিয়মিত পাঠক। আচ্ছা বলবেন কি আপনার ভাল লাগা কোন গল্প।
ধন্যবাদ।
অনিঃশেষ শুভকামনা রইল।

না, এইভাবে আমি ভাগ করতে পারবো না। ভালো না লাগলেও আমি সবার লেখাকে সম্মান করি। আমি সবার লেখা পড়ি।
আমি বলব আমার সবচেয়ে বড় গুন, আমি ব্লগে সবার পোষ্টে যাই। পড়ি। মন্তব্য করি।

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

স্রাঞ্জি সে বলেছেন:

রাজীব ভাইয়া আসলেই এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি জোর করব না।
যদি মাসের সেরা ১০ টি গল্প যদি প্রকাশ করি। তাহলে অনেকে এ থেকে অনুপ্রাণিত হবে আশা করি।

আপনার বিবেচনাটাও মানলাম।

আবারো ধন্যবাদ। ভাল থাকবেন।

২৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি নিজ উদ্যোগে একটি অসাধারন কাজ শুরু করেছেন। আশা করি এই ধরনের সংকলনের মাধ্যমে অনেক নতুন লেখকরা আগ্রহী হবেন, ফলে আরো মানসম্মত লেখা আমরা পাবো।

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

স্রাঞ্জি সে বলেছেন:

আপনাকেও অন্তরের অন্তরস্থ থেকে ধন্যবাদ জানায়।

কাভা ভাই আপনি নিশ্চয় অবগত। বিগত গল্প সঙ্কলন এ আপনার ও প্রচুর পরিশ্রম ছিল। আপনার প্রচ্ছদ গুলো দারুণ হত। আর ওখানে শত গল্পের মধ্যে ভাল ভাল গল্প গুলো বাছাই করে সঙ্কলন হত। কিন্তু এই সঙ্কলন টা সেদিক দিয়ে ব্যতিক্রম বৈকি।

আমরা আপনার থেকে অন্তত এইটুকু আশা করব, বর্তমান যে গল্প গুলো সামু তে প্রকাশ হয়। এতে আপনার মূল্যবান মন্তব্য দিয়ে ব্লগারের গল্প টা কে মূল্যায়ন করবেন। যারফলে মডুদের দৃষ্টিতে প্রত্যেক গল্পকার ব্লগার অনুপ্রাণিত হবে বলে আশা করি।

এই নবীন ব্লগারের পক্ষ থেকে এই ক্ষুদ্র মতামত টুকু অনুরোধ হিসেবে নেবেন আশা করি।


শুভকামনা অনিঃশেষ। ভাল থাকবেন।



২৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৫

বিজন রয় বলেছেন: আন্তরিক অভিনন্দন। আমার কষ্ট কমিয়ে দিলেন। গতকাল কবিতা সংকলন পোস্ট দেওয়ার পর আমি ভাবছিলাম গল্প সংকলন পোস্টও মনে হয় আমাকে করতে হবে। যাক, সে কষ্ট থেকে বাঁচালেন। আপনি এগিয়ে এলেন, সবার মতো আমিও অনেক খুশি।

এভাবে অব্যাহত থাকুক ব্লগের সাবলির পথচলা।
ব্লগ থেকে সব অশুভ দূর হয়ে যাক।

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

স্রাঞ্জি সে বলেছেন:
হা হাহা.... আসলেই তাই। জানেন কি, কবিতা সঙ্কলন করার ইচ্ছা আমার ও ছিল। কিন্তু তা তিনদিন সংগ্রহ করতে গিয়ে। আমার মাথা শেষ। এত এত কবিতা। আর এই কঠিন কাজ টা কিন্তু আপনি ধরেছেন। ইনশাল্লাহ তা সফল হবে।


আসলেই তো ব্লগ টা ইদানীং কিসব অশুভ ছায়ায় ঢেকে ছিল। যারফল ব্লগের ব্লগারগণ নিরবতা পালন করে আসছে। তাই ব্লগে পাঠক আর সমালোচক বাড়াতে হবে। নবীন প্রবীণ সবাইকে গল্প কবিতা লিখার অনুপ্রেরণা দিতে হবে।


অনিঃশেষ শুভকামনা। ভাল থাকবেন।

২৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৫

তারেক_মাহমুদ বলেছেন: এতসব গুনি ব্লগারদের সুন্দর সুন্দর লেখার পাশে আমার দু'তিন ফালতু লেখার লিংকও আছে দেখছি। আগে বর্ষন হোমস ভাইয়ের সামুগীরির অপেক্ষায় থাকতাম এখন আপনার পোস্টটি পেয়ে অন্যরকম একটি ভাল লাগা কাজ করছে।অনেকগুলো লেখাই পড়া আছে আবার অনেকগুলো পড়া হয়নি প্রিয়তে রাখলাম।

শ্রমসাধ্য পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৩

স্রাঞ্জি সে বলেছেন:

আপনি ভাল লিখেন। লিখে যান....


আপনাকেওও অনেক ধন্যবাদ।

শুভকামনা অনিঃশেষ।

২৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫২

আরজু পনি বলেছেন: গল্প সংকলনে সব গল্প রেখেছেন জেনে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।
এতে যারা একটু নবীন গল্প লেখক তারা আরো যত্নবান হবেন তাদের লেখা নিয়ে।
আর আমার মতো যারা অনিয়মিত তারাও কখনো অং বং ছং লিখে সংকলন থেকে বাদ পড়বো না।
শুভকামনা রইলো।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৬

স্রাঞ্জি সে বলেছেন:
না আপু আপনি অং বং ছং লিখেন না। আপনার লিখাই প্রাণ আছে। বাস্তবতা লুটোপুটি খায়। আর নিয়মিত হওয়ার চেষ্টা করেন। আমরা নবীন রা আপনাদের দেখে অনুপ্রাণিত হই।


অনেক ধন্যবাদ।

শুভকামনা অনিঃশেষ।

২৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৭

সেলিম আনোয়ার বলেছেন: পরিশ্রমী পোস্ট। আপনার পরিশ্রম স্বার্থক হোক।

আরজু পনি অং বং ছং লিখেন না। মোটামুটি ভাল লিখেন।
তিনি কবিতা ভালো লিখতে পারবেন । এটা আমার বিশ্বাস ।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:০০

স্রাঞ্জি সে বলেছেন:
হ্যাঁ, তাই কামনা....

অনেক ধন্যবাদ।

অনিঃশেষ শুভকামনা।

২৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:১১

আহমেদ জী এস বলেছেন: স্রাঞ্জি সে ,




একটি ভালো কাজের দায়িত্ব তো কাউকে না কাউকে নিতেই হয় ! সে দায়িত্ব কাঁধে তুলে নিয়ে সাহসিকতার পরিচয় রাখলেন ।
প্রচন্ড ধন্যবাদ ।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:১৫

স্রাঞ্জি সে বলেছেন:
ভালো কাজ গুলো আসলেই পড়ে থাকেনা। আশা করি পাশে থাকবেন। ছোট্ট একটা কথা বলেছিলাম মনে হয়।


আপনাকেওও প্রচণ্ড ধন্যবাদ।

শুভকামনা অনিঃশেষ।

২৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৪

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: দারুন উদ্যোগ! এই না হলে ব্লগ আর ব্লগিং। সাথে আছি।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২

স্রাঞ্জি সে বলেছেন:

সাথে থাকার জন্য অনেক অনেক অভিনন্দন।

অনিঃশেষ শুভকামনা রইল।

৩০| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৮

রক বেনন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক সময় দিয়ে এত সুন্দর একটি প্রচেষ্টার জন্যে। আশা করি এখন থেকে ব্লগাররা আরও অনেক অনেক সুন্দর গল্প উপহার দিবেন এবং আপনার পরবর্তী পোষ্টে স্থান করে নিবেন। আবারো ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৩

স্রাঞ্জি সে বলেছেন:

আপনাকে ও অনেক ধন্যবাদ। আপনার থেকে আরো গল্প আশা করতেছি।

শুভকামনা অনিঃশেষ।

৩১| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৯

নীল আকাশ বলেছেন: দারুন আমার এই মাসের প্রায় সব গল্প গুলোই এসেছে।
অসংখ্য ধন্যবাদ।
কিছু মনে না করলে কি জানতে পারি?
গল্প - পূর্ণ দৈর্ঘ্য শবনম কাহিনী - প্রায়শ্চিত্ত: এটা কেন বাদ পরেছে? আমি আমার সব চেয়ে বেশি সময় ও চেস্টা নিয়ে এটা লিখেছি!
সুন্দর প্রচেস্টার জন্য শুভ কামনা রইল।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬

স্রাঞ্জি সে বলেছেন:
আপনার গল্পটা যোগ করে দিয়েছি।


অনেক ধন্যবাদ আপনাকে।

শুভকামনা অনিঃশেষ।

৩২| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৩

সাাজ্জাাদ বলেছেন: খুব কষ্টসাধ্য কাজ।
আমি "জার্নি বাই নৌকা....উইথ দালাল ....টু ইতালি।"- এই শিরোনামে ৬ পর্বের একটা গল্প লিখেছিলাম।
সেটা অ্যাড হয়নি।
জার্নি বাই নৌকা....উইথ দালাল ....টু ইতালি।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩১

স্রাঞ্জি সে বলেছেন:
যোগ করে দিয়েছি।

অনেক অনেক ধন্যবাদ। নতুন গল্প উপহার চাই।

৩৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরিশ্রমী উদ্যোগের জন্য সাধুবাদ রইল।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৩

স্রাঞ্জি সে বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।

শুভকামনা অনিঃশেষ।

৩৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রিয়তে রাখলাম একটু একটু করে সব পড়বো।

দারুন কাজ হয়েছে।


ধন্যবাদ।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৬

স্রাঞ্জি সে বলেছেন:
প্রিয় মাইদুল ভাই কেমন আছেন...???

অনেক ধন্যবাদ নিবেন। আস্তে আস্তে পড়া শুরু করে দেন।


অনিঃশেষ শুভকামনা।

৩৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার উদ্যোগ!
সব গল্প একসাথে, সময় নিয়ে পছন্দমত এখনো না পড়া গল্পগুলো পড়ে নেয়া যাবে।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৮

স্রাঞ্জি সে বলেছেন:
ধন্যবাদ।

গল্পগুলো পড়ে মন্তব্য করে জানাবেন, এতে গল্পকার রা অনুপ্রাণিত হবেন।

শুভকামনা অনিঃশেষ।

৩৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৩

ব্লগার_প্রান্ত বলেছেন: :-* সেই হইছে

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৯

স্রাঞ্জি সে বলেছেন:
ধন্যবাদ গুরু....

৩৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩১

সাদা মনের মানুষ বলেছেন: কঠিন কাজ, তবু দায়িত্ব নিয়ে করার জন্য অনেক অনেক সাধুবাদ।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪১

স্রাঞ্জি সে বলেছেন:
না, মোটেই নঅঅই কঠিন।

অনেক ধন্যবাদ,

অনিঃশেষ শুভকামনা।

৩৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৭

আখেনাটেন বলেছেন: শেষের দিকে আমার একটি লেখাও দেখছি রেখেছেন।

আপনার এই পরিশ্রমী উদ্যোগকে সাধুবাদ জানাই।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪১

স্রাঞ্জি সে বলেছেন:
অনেক ধন্যবাদ।

শুভকামনা অনিঃশেষ।

৩৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সব গল্পগুলো পড়ে তারপর নির্বাচন করতে হয়েছে। বড় পরিশ্রমের একটি কাজ তবে সফলতার প্রতীক বয়ে আনবে খুব শিগ্রই।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৩

স্রাঞ্জি সে বলেছেন:
হু।

অজস্র ধন্যবাদ নিন।

অনিঃশেষ শুভকামনা।

৪০| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

তারেক ফাহিম বলেছেন: অনেক পরিশ্রমিক পোষ্ট।

না পড়া গল্পগুলো পড়া যাবে।

আপনার উদ্যেগ সফল হোক।
শুভ কামনা আপনপার জন্য।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৪

স্রাঞ্জি সে বলেছেন:

দোয়া করবেন। সামনে এগেয়ে যেতে পারি মত...


ধন্যবাদ।

শুভকামনা অনিঃশেষ

৪১| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন:

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৫

স্রাঞ্জি সে বলেছেন:
গরম গরম চায়েরব্জন্য অনেক ধন্যবাদ।

৪২| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

নীলপরি বলেছেন: পরিশ্রমী উদ্যোগ । কিছু পড়া আর কিছু এখনো পড়া হয়নি । বাকিগুলো পড়ে নেবো ।
ধন্যবাদ ও শুভকামনা :)

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৭

স্রাঞ্জি সে বলেছেন:
ধীরে ধীরে পড়েনন।

ধন্যবাদ আপনাকে ও

অনিঃশেষ শুভকামনা।

৪৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

নজসু বলেছেন: খুব কঠিন কাজ।
ভুল যদি না হয়, তুমি এটা নিয়েই ব্যস্ত ছিলে নাকি?

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮

স্রাঞ্জি সে বলেছেন:
হু, এটাই নিয়ে ব্যস্ত ছিলাম....

ধন্যবাদ।

শুভকামনা অনিঃশেষ।

৪৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:১৭

ভাইয়ু বলেছেন: হবে হবে, তোমাকে দিয়েই হবে৷ আমি উজ্জল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি৷
শুভকামনা রইলো... ♥

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫০

স্রাঞ্জি সে বলেছেন:
হা হআ, দোয়া করু।

তোমার প্রতিও অনেক শুভকামনা।

৪৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৯

শিখা রহমান বলেছেন: বাপস স্রাঞ্জি!! অনেক খাটনির আর অনেক সুন্দর একটা কাজ করেছেন। আমার দুটো গল্পের লিঙ্ক দেখে মন ভালো হয়ে গেলো। সেপ্টেম্বর সংকলের বেশীর ভাগ গল্পই পড়ে ফেলেছি। সময় করে বাকীগুলোও পড়ে ফেলবো।

শুভকামনা ও কৃতজ্ঞতা জানবেন।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫২

স্রাঞ্জি সে বলেছেন: বেশির ভাগ গল্প পড়ে ছেন জেনে খুশি হলাম। আশা করি বাকিগুলোও পড়ে নিবেন দ্রুত।

অনেক ধন্যবাদ।

শুভকামনা অনিঃশেষ।

৪৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:১৯

প্রামানিক বলেছেন: পরিশ্রমী পোষ্টের জন্য ধন্যবাদ

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৩

স্রাঞ্জি সে বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।

অনিঃশেষ শুভকামনা রইল

৪৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৭

অচেনা হৃদি বলেছেন: পরিশ্রমী পোস্ট। একসাথে অনেক গল্পের লিংক থাকায় যারা পড়তে পারেনি তারা পড়তে পারবে।
আপনার এই উদ্যোগটা ভালো লেগেছে। এটা অব্যহত রাখুন।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৫

স্রাঞ্জি সে বলেছেন:

অনেক ধন্যবাদ


অনিঃশেষ শুভকামনা।

৪৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:২১

জাহিদ অনিক বলেছেন: চমৎকার ! চমৎকার আয়োজন

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৪

স্রাঞ্জি সে বলেছেন:

ধন্যবাদ। অনেক ধন্যবাদ।

শুভকামনা অনিঃশেষ।

৪৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ১।উজান হাওয়া লিখেছেন → পদাতিক চৌধুরি
২।উজান হাওয়া ( শেষ পর্ব) লিখেছেন → পদাতিক চৌধুরি
৩।গল্প: নীল পরী ও একটা ভীতু ছেলে → লিখেছেন নীলআকা৩৯
৪।কালো ছাতা → লিখেছেন মনিরা সুলতানা
একটার পর আরেকটা ইন্টার/স্পেস ছাড়াই দেবে। ৮-১০টা পরপর স্পেস দেবে। সুন্দর লাগবে।


প্রতি মাসের সামুগিরি খুব একটা কঠিন না। প্রতিদিনের ৬-৭টা আলোচিত পোস্টের লিংক রেখে দেবে। মাস শেষে টাইপ অনুসারে সাজিয়ে নেবে। খেল খতম!

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২০

স্রাঞ্জি সে বলেছেন:
ইডিটিং করে দিছি...

৩ টা দিন চলে গেছে... তার জন্য...

৫০| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৮

সুমন কর বলেছেন: গ্রেট !! চলুক..............

* পোস্ট পড়িনি, পরে আসবো

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২১

স্রাঞ্জি সে বলেছেন:

দোয়া করবেন। পাশে থাকবেন....


ধন্যবাদ

অনিঃশেষ শুভকামনা।

৫১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৬

নজসু বলেছেন: শুভ সকাল বন্ধু।
আমি এটা প্রিয় তালিকায় যোগ করতে চাই।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২২

স্রাঞ্জি সে বলেছেন:
শুভ সকাল...

অবশ্যই পার.....

৫২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৮

মিথী_মারজান বলেছেন: বেশ পরিশ্রমী আর কষ্টসাধ্য পোস্ট।
একসাথে পেয়ে গল্পগুলো পড়তে আমাদের জন্য খুব সুবিধা হবে।
চমৎকার উদ্যোগে অনেক ধন্যবাদ।:)

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:০৪

স্রাঞ্জি সে বলেছেন:


আপনাকে ও অনেক ধন্যবাদ।

অনিঃশেষ শুভকামনা।

৫৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৫

সুমন কর বলেছেন: হুম, এখন পড়লাম। শুরুটা ভালো করেছেন।

ব্যক্তিগত মতামত:
* সব গল্প নেবার প্রয়োজন নেই।
* যেগুলো আপনার কাছে ভালো লাগবে কিংবা ভালো মনে হবে, সেগুলো নিতে পারেন।
* মন্তব্যের ঘরে কেউ লিংক দিয়ে গেলে, সেটা পড়বেন। যদি মনে হয় সংযুক্ত করবেন, তো করবেন। না হলে, কেন করছেন না, সেটা বলে দিতে হবে।
* নাম দেখে গল্প পড়বেন না বা নির্বাচন করবেন না। পাড়লে সব একটু হলেও পড়ে নিবেন।
* একই ব্লগারের একাধিক গল্প না নেয়াই ভালো। তবে ব্যতিক্রম হতে পারে।

* পরে আবার...........এখন যাই

০৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৫

স্রাঞ্জি সে বলেছেন:
সুমন ভাই আপনার মতামত টা গ্রহণ করলাম। আসলে আমি এটাই চাইচিলাম খুব বেশি। আমাকে কেউ পরামর্শ দিক। কিন্তু এতগুলো মন্তব্যে হতাশ হয়ছিলাম। আপনার মন্তব্য টা দেখে খুব আনিন্দ লাগতেছে।
মনে হচ্ছে। এই হল পোস্টের স্বার্থক।

অনেক অনেক ধন্যবাদ।

অনিঃশেষ শুভকামনা রইল।

৫৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৯

আমি তুমি আমরা বলেছেন: গ্রেট যব। আশা করি সংকলন চালিয়ে যাবেন। শুভকামনা রইল আপনার জন্য।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৮

স্রাঞ্জি সে বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ।

শুভকামনা অনিঃশেষ।

৫৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২১

নজসু বলেছেন: অনেক গল্পের সমাহার এই পোষ্টটি।

প্রিয়তে নিয়েছি তাই।

শুভ সকাল।

আশা করি সব ভালো।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৯

স্রাঞ্জি সে বলেছেন:
শুভ সকাল..... প্রিয়তে নেওয়ায় ধন্যবাদ বন্ধু।

৫৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪১

নজসু বলেছেন: একটা গল্প পড়লাম।
বেশ লাগলো।
কাছের মানুষের লেখা।
গল্পটার নাম- কল্প-গল্প : ব্র্যান্ড নিউ জীবন
তোমার এই লিষ্টে দেখলাম না মনে হয়। তাই লিংক দিলাম-

http://www.somewhereinblog.net/blog/blogger16/30256002

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১০

স্রাঞ্জি সে বলেছেন:
ধন্যবাদ। হ্যাঁ। এটা অক্টোবরর।

৫৭| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪২

নজসু বলেছেন: ভুলেই গেছি পোষ্টটা সেপ্টম্বরের গল্প সংকলন।
আর আমি যেটা দিলাম সেটা অক্টোবরের গল্প।
দুঃখিত।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১০

স্রাঞ্জি সে বলেছেন:
হা আহ... বন্ধু খুশি হলাম।

৫৮| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: মহৎ উদ্যোগ । এমন কিছু কাজ সমাজ কে এগিয়ে নিয়ে যায় ।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১২

স্রাঞ্জি সে বলেছেন:
ধন্যবাদ নিবেন।

শুভকামনা অনিঃশেষ।

৫৯| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:২৪

বলেছেন: জিনিয়াস দাদা আমার

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৩

স্রাঞ্জি সে বলেছেন:
হাহা দাদা ধন্যবাদ নিন।

শুভকামনা অনিঃশেষ।

৬০| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২১

জুন বলেছেন: বিজন রয় এর কবিতা সংকলন দেখে পড়িমরি করে একটি কবিতা লিখতে না লিখতেই দেখি আপনি করছেন গল্প সংকলন :|
এখন গল্প লিখতে বসলেই দেখবো আরেকজন ফিচার সংকলন করছেন #:-S
কই যাই কি করি /:)
:P

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

স্রাঞ্জি সে বলেছেন:
জুন আপু এককাজ করে হপ্তায় একটা একটা বিষয় নিয়ে লিখেন। =p~ খুব খুবু ভাল হবে.....

অনেক ধন্যবাদ নিবেন আপু.....

শুভকামনা অনিঃশেষ।

৬১| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৭

নজসু বলেছেন: শুভ সকাল।

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

স্রাঞ্জি সে বলেছেন:

বন্ধু শুভ সন্ধ্যা....... কেমন আছ????

৬২| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪১

নজসু বলেছেন: হ্যাঁ আমি ভালো আছি।
তুমি কেমন আছো?
তুমি ভালো লাগা ১০ টা গল্পে ভোট দিতে বলেছো।
তাহলে তো সব গল্প পড়ে ভোট দিতে হবে।

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৮

স্রাঞ্জি সে বলেছেন:
আমি ভাল আছি....

নজসু সত্যিটা বলি, ভোট খোঁজাটা ছিল। আমার একটা জরিপ। আসলে চাইছিলাম ব্লগে গল্পের পাঠক কেমন। পরিচিত মুখের গল্প ছাড়া আর কোন গল্প ব্লগাররা পড়তে চাইনা ।

আমি খুশি হলাম, দেরী তে হলেও এটা তুমি খেয়াক করেছ। ধন্যবাদ নিবা বন্ধু। আর প্রীশু রইল।


৬৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৪

নজসু বলেছেন: ‌শুভ সকাল।

১১ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০০

স্রাঞ্জি সে বলেছেন:
শুভ সকাল..... ভাল আছ????? কাল দুটি পোস্ট ড্রাফট করে রেখেছ যে.....

৬৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২০

এ.এস বাশার বলেছেন: মহৎ উদ্যোগ ভাইয়া..... পছন্দের তালিকায় রাখলাম সময় নিয়ে পড়বো....
ভাল থাকবেন...

১১ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০২

স্রাঞ্জি সে বলেছেন:
আরে বাশার ভাই যে...... হু পড়ে নিবেন সময় সু্যোগে....

ধন্যবাদ।

অনিঃশেষ শুভকামনা।

৬৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৮

স্বপ্নডানা১২৩ বলেছেন: ফাটাফাটি সংকলন

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২০

স্রাঞ্জি সে বলেছেন:
ধন্যবাদ

৬৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১১

নজসু বলেছেন: অনেকদিন তোমার সাথে যোগাযোগ হয়না।
ভালো আছো তো?

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৩

স্রাঞ্জি সে বলেছেন: হু, মোটামুটি ভাল। তুমি?????

৬৭| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্রাঞ্জি তোমার জন্য এ সপ্তাহে ব্লগে একটা চমক আছে।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৫

স্রাঞ্জি সে বলেছেন:

চমকটার জন্য অপেক্ষায় আছি ভাইয়া.....

আচ্ছা আপনার কাছে মেইল যাইনি.....?

৬৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩২

নজসু বলেছেন: কি খবর বন্ধু? কোথায় গেলে?

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৭

স্রাঞ্জি সে বলেছেন:
হু। মোটামুটি ভাল। তুমি????

বৃষ্টিতে ভিজে সর্দি লাগাই পেলছি। তোমার ব্লগ দিনকাল কেমন যাচ্ছে....

৬৯| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

ব্লগার_প্রান্ত বলেছেন: প্রোপিক দেইখা ডরাইছি :-&

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৪

স্রাঞ্জি সে বলেছেন:
প্রান্ত কেমন আছ....পড়া লিখার কি অবস্থা...?????

কাল রাত খুব নিঃসঙ্গতায় ভোগছিলাম। যার কারণে এই ছবির উদ্ভব।


৭০| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

ব্লগার_প্রান্ত বলেছেন: নজসু কে? আমাদের গ্যাং মেম্বার?

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৮

স্রাঞ্জি সে বলেছেন:
নজসু ওরফে সুজন ভাই একজন ছড়াকার

৭১| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৭

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, আলহামদুলিল্লাহ আছি......পড়ালেখা চলতেছে, তোমার কি খবর?
নিঃসঙ্গতায় ভোগা মোটেও ভালো না ব্রো। এখন সব ঠিক তো?
শেষ কি বই পড়লা?

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫১

স্রাঞ্জি সে বলেছেন:


আচ্ছা তোমাকে আজ দেখতেছিনা কেন??? বেড়াচ্ছ নাকি...???

পড়ালিখা তেমন একটা ভাল হচ্ছেনা। সামনে পরীক্ষা।

বই পড়া হইনি। বর্তমানে রবীন্দ্র পড়তেছি। তুমি????

৭২| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মেইলের উত্তর দিলাম। বেশ কিছু দিন মেইল চেক করা হয়নি।

হঠাৎ নিঃসঙ্গতা কেন ? তোমার ছবি দেখে আমি চমকে উঠেছি। কেমন যেন ভৌতিক মনে হলো।

তোমার মন ভাল হওয়ার জন্য সুখবরটা হলো- তোমাকে নিয়ে একটা কবিতা লিখেছি।

পড়াশুনার মন দাও। ভাল থাক।

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৭

স্রাঞ্জি সে বলেছেন:

সত্যিই খুশি হয়েছি জেনে.... কবে পাচ্ছি কাব্য
...

৭৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩২

মাহমুদুর রহমান বলেছেন: গ্রেট জব।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৪

স্রাঞ্জি সে বলেছেন:

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.