নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিখ্যাত কেউ নই আমি, অতি ভদ্র কিংবা নষ্টাও নই। মানুষ মাত্র, যা দেখি যা শুনি, তা গিলিয়ে খাই।

স্রাঞ্জি সে

না বলা শব্দ গুলো ফানুশ হয়ে উড়ে বেড়াক নীলাকাশে

স্রাঞ্জি সে › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কাকতাড়ুয়া

১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৬



কেউ ভাবেনি আমাদের নিয়ে
আমরা ক্ষুদ্র থেকে বৃহত্তর হচ্ছি
কেউ ভাবেনি, আমরা কোথায় গিয়ে ঠাঁই নিচ্ছি।

প্রকৃতির প্রবীণরা সবাই আজ বোবা হয়ে গেছে
আমরা কি করি তাদের ভাবনায় আসেনা
তাহারা আমাদের চাক্ষুষ ভুলে গেছে।

প্রকৃতির রঙে যখন মেতে উঠি সারা গাঁয়ে
শান্ত নিভৃত পুকুরের জল ঘোলা হয়ে আসে
আমাদের উৎপাতে, তখন কেউ দেখেনা
সবাই বাকহীন নির্বাক দাঁড়িয়ে থাকা কাকতাড়ুয়া।

অপর ধর্মের দর্শনে গেলেই যেন
তাদের টনক নড়ে, মাথার উপর পাহাড় ভেঙে পড়ে।

আমাদের নবীনদের মগজটাকে তাহারা গিলে খাচ্ছে
সাম্যবোধ চুবিয়ে।




সবাইকে শারদীয় শুভেচ্ছা.......

মন্তব্য ৬৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩২

রাকু হাসান বলেছেন:

একদম ভিন্ন একটি টপিক নিয়ে লিখলেন । ছবিটি কবিতার সাথে যাচ্ছে না । আচ্ছা মাথাটা কার ? ;) আদুর করে ধরে রাখছে মনে হচ্ছে । :)

১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০১

স্রাঞ্জি সে বলেছেন:

শুভ সকাল...... রাকু ভাই...♥





ছবি পরিবর্তন করে দিয়েছি.... ঐ মাথাটা ছিল আমার....:-0


ধন্যবাদ। অনিঃশেষ শুভকামনা।

২| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৩৮

বলেছেন: শারদীয় শুভেচ্ছা দাদা

১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১১

স্রাঞ্জি সে বলেছেন:

আপনাকেও শারদীয় শুভেচ্ছা.....



ভাল থাকবেন....

৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৬

হাবিব বলেছেন:





কোন অভিমানে?
উৎসর্গঃ স্রাঞ্জি দা কে, যে আমাকে অনেক উৎসাহ জুগিয়েছে, আর আজ আমার পাশে নেই।
................................................................................................................।

জানিনা কোন অভিমানে তুমি
আমার বাড়িতে পা রাখো না আজকাল,
কি অপরাধ ছিল আমার হৃদয়ের ভ’মি
চিন্তার গভীর রেখাপাতে এই ভাল।

কতো উৎসাহে আমার কাছে এসে
কমেন্টস করে করে নিয়ে এসেছ প্রথম পাতায়,
আজ কেন তবে আসোনা ভালোবেসে
বাঁধিয়েছ আমাকে প্রেমের মায়ায়।

কেন বিরহের অগ্নিতে দগ্ধ করে
পোড়াচ্ছ মনের ইচ্ছা মতন,
আমি যে নিজেকে রাখতে পারিনা ধরে
আমাকে আজকাল কেন করোনা যতন?

অপরাধ যদি থাকে শাস্তি দাও দু' হাত ভরে
তবু এসো মোর বাড়ি,
এই মিনতি রাখিলাম তোমার তরে
আমাকে কভু যেও না গো ছাড়ি।

তুমি ছাড়া এমন কে আছে বলো
এতো মায়া মোরে বিলাবে,
গুমরা মুখে আমার সামনে দিয়ে চলো
এতো বিরহ কি হৃদয়ে সহিবে?

তুমি যদি না চাও আমায় বলে দিতে পারো
তোমার অপেক্ষা আর করবোনা,
তোমার মায়া থেকে আমাকে মুক্ত করো
কখনো সামুতে আর আসবোনা।

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০১

স্রাঞ্জি সে বলেছেন:

নারে হাবিব ভাই.... ব্লগে ইদানীং আসা টা একটু কমিয়ে দিয়েছি। আর শরীর স্বাস্থ্যও একটু এদিকওদিক নড়াচড়া হচ্ছে.... তাই ব্লগে সময় কম দিতে পারি।

আপনার কবিতায় শুধু অবাক হিয়ে তাকিয়ে আছি। আমাকে নিয়ে এত অভিযোগ, আমি সহ্য করতে পারি না। আপনার ব্লগে শীঘ্রই হামলাই পড়তেছি।

ভাইয়ের এমন আদরমাখা কাব্যে আমি সত্যিই অভিভূত। অনেক অনেক ধন্যাবাদ ভাইকে ।

অনিঃশেষ শুভকামনা।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: শারদীয়া শুভেচ্ছা রইল। কবিতা ভালো লেগেছে ।
শুভকামনা রইল।

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৫

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ব্লগার পদাতিক চৌধুরি ভাইয়া.....



আপনাকেও শারদীয় শুভেচ্ছা।

কবিতা ভাল লাগছে জেনে, আপ্লুত হলুম....

অনেক অনেক ধন্যযোগ....

ভাল থাকবেন।

৫| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩০

রাজীব নুর বলেছেন: শুভ সকাল ভাই জান।
কেমন আছেন?
আমার উপর রাগ টা কি একটু কমেছে?
সুন্দর কবিতা।

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৯

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ব্লগার রাজীব নুর ভাই......

শুভ সকাল..... উপরওয়ালার কৃপায় ভাল আছি... আপনি কেমন আছেন...???

ভাইয়ের প্রতি রাগ কেন কমবেনা। আমি বেশিদিন রাগ ধরে রাখতে পারি না... =p~

আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৬| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১১

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ব্লগার সেলিম আনোয়ার ভাই......


অনেক খুশি হলাম মন্তব্যে আর প্লাসে।

ধন্যবাদ নিবেন।

ভাল থাকবেন.....

৭| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৬

কিরমানী লিটন বলেছেন: নান্দনিকিক মুগ্ধতা ...

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৪

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ব্লগার কিরমানী লিটন ভাই......

আপনার এই সুন্দর মন্তব্য আমার হৃদয় ছুঁয়ে গেছে.....


আপনাকে অনেক ধন্যবাদ।

অনিঃশেষ শুভকামনা।

৮| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৭

কিরমানী লিটন বলেছেন: ভিন্ন ধাচের ভালোলাগা , শুভকামনা রইলো

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৬

স্রাঞ্জি সে বলেছেন:


প্রিয় ভাই, খুব খুশি হয়ে আপনার এমন মন্তব্যে....

আবারো ধন্যবাদ।

ভাল থাকবেন.....

৯| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই................
আধুনিক কবিতা লিখায় মন দিলে, নিঃসঙ্গতায় ভুগবা :P

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৩

স্রাঞ্জি সে বলেছেন:

জ্বি ভাই..............................

হা হা। হাসির কথা আউড়ালে। কাঁদব নাকি বুঝতে পারতেছি না......

কেমন আছ.... বেড়াইত গেছ শুনছি। নতুন পোস্ট পাচ্ছি না কেন তোমার কাছ থেকে।।

১০| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৮

নীল আকাশ বলেছেন: নবীন প্রবীনের এই যুদ্ধ চিরন্তন।
ভালো থাকুন, নিরন্তর।

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৬

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ব্লগার নীলআকা৩৯ ভাই....


নবীনদের কাজ একটা প্রবীণ দের ভাল না লাগলেই তাদের মাথা আউলা হয়ে যায়। তাঁরা যে ভাবেনা নবীনের সময়ে তাঁরা কত্ত শয়তানের লাঠি ছিল.......


অনেক ধন্যবাদ নিবেন।

অনিঃশেষ শুভকামনা।

১১| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রবীন চলে গেলে নবীন এসে পড়ে

এইতো জগতের রীতি।

আনকমন হলে হলো কবিতা। কিন্তু ছবিটা যথার্থ হয়নি।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৭

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ব্লগার মাইদুল ভাই.....

আমি অনেক দুঃখিত। আপনাকে সময় দিতে পারি নাই.... আমার ইচ্ছা ছিল অনেকক্ষণ ধরে কথা বলব.... কিন্তু পারলাম না।

আশা করি অতি শীঘ্রই আবার শহরে যাব.... সেই সময়টা নাহয় হবে।


------

হ্যাঁ, পদস্থল হওয়াতো প্রকৃতিরও নিয়ম। কিন্তু আমরা সময় সদ্ব্যবহার টা করতে জানি না। প্রকৃতির সাথে


পরিশেষ। অনেক ধন্যবাদ আপনাকে।

অনিঃশেষ শুভকামনা।

১২| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: অনেক শুভেচ্ছা

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩০

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ব্লগার তারেক_মাহমুদ ভাই......


অনেক অনেক ধন্যবাদ নিবেন।

অনিঃশেষ শুভকামনা।

১৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩০

সনেট কবি বলেছেন: কবিতা ভালো লেগেছে ।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩২

স্রাঞ্জি সে বলেছেন: ধন্যবাদ নিবেন কবি ভাই.....


অনিঃশেষ শুভকামনা।

১৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৯

নজসু বলেছেন: হাজিরা দিয়ে গেলাম।
পরে আসবো।

শারদীয়ার শুভেচ্ছা রইল।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৬

স্রাঞ্জি সে বলেছেন:
বন্ধু দুঃখিত দেরীতে মন্তব্য হয়ে গেল.... হালকা ব্যাত ছিলাম..... আর শরীরটাও একটু নড়াচড়া হইছিল।


তুমি কেমন আছ.....

১৫| ১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

বিজন রয় বলেছেন: সবাই নিজেরটাকেই বড় করে দেখতে চায়, ফলাফল বৈষম্য।

কবিতার মর্মকথা ধরতে পেরেছি মনে হয়।

কাকতাড়ুয়াকে ঈশ্বর ভেবে নিতে পারি!

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৮

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ব্লগার বিজন রয়'দা.......

হ্যাঁ.... আপনিই ঠিকই ধরতে পেরেছেন.....

ধন্যবাদ অনেক....


অনিঃশেষ শুভকামনা।

১৬| ১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

তারেক ফাহিম বলেছেন: কবিতায় ভালোলাগা।

শারদীয়ার শুভেচ্ছা।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৯

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ব্লগার তারেক ফাহিম ভাই....


কবিতায় ভাললাগা মানেই কবির মনের পুলকিত হওয়া....



অনেক অনেক ধন্যবাদ।

অনিঃশেষ শুভকামনা।

১৭| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৫

আহমেদ জী এস বলেছেন: স্রাঞ্জি সে ,




নীলআকা৩৯ র কথাই বলি : নবীন প্রবীনের এই যুদ্ধ চিরন্তন।

শারদীয় শুভেচ্ছা রইলো ।

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২১

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ব্লগার আহমেদ জী এস ভাই

নবীনদের কাজ একটা প্রবীণ দের ভাল না লাগলেই তাদের মাথা আউলা হয়ে যায়। তাঁরা যে ভাবেনা নবীনের সময়ে তাঁরা কত্ত শয়তানের লাঠি ছিল.......


অনেক অনেক ধন্যবাদ।

অনিঃশেষ শুভকামনা রইল ভাইয়া।

১৮| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: কাকতাড়ুয়া নামটার প্রতি আমার একটা দুর্বলতা আছে, জীবনের প্রথম যখন ব্লগিং শুরু করেছিলাম প্যাচালী ব্লগে তখন আমার নিক ছিল এটা। তারপর এক সময় বিনা নোটিশে ব্লগটা বন্ধ হয়ে যঅয়ার পরই সামুতে রেজিষ্ট্রেশন করে ফেলি, তাও গত পরশু দেখলাম ১০ বছর হয়ে গেছে।

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৪

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ব্লগার সাদা মনের মানুষ ভাই....

আপনার ১০ বছর বর্ষপূর্তিতে অভিনন্দন। ইস! দেরীতে হয়ে গেল। মাফ করবেন ভাইয়া।

শুনলাম, আপনি দেশের বাইরে, এখন কেমন আছেন....?


আপনি দেশে আসলে ছবিব্লগ পাবো আশা করি.....

১৯| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৩

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ ! স্রাঞ্জি ভাইয়া, দারুন টপিক, সাথে কাকতাড়ুয়ার সাথে মিলটাও দারুন।

কিন্তু লেখা পোস্ট করে কই ডুব মারলেন ? মন্তব্য এর প্রতিউত্তর কে দিবে ? :P বিজি থাকলে আমাকে আইডি আর পাসওয়ার্ড টা দিয়ে দেন আমি প্রতিউত্তর গুলো দিয়ে দেই :P

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৩

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ব্লগার কথার ফুলঝুরি! আপু......


কবিতার প্রশংসা কার না ভাল লাগে..... খুব খুব খুশি হলাম....


_____

কিছুদিন অসুস্থ ছিলাম... তাই ব্লগে সময় দিতে পেরেছি খুব কমই... তার দুঃখিত আপু।

হা হা এখন বিজি থেকে ইজি হলাম.... আইডি আর পাসওয়ার্ড....... |-)


ধন্যবাদ আপু এমন রসালো মন্তব্যের জন্য।

অনিঃশেষ শুভকামনা।

২০| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৭

এ.এস বাশার বলেছেন: ভিন্ন ধাঁচের কবিতা। বেশ উপভোগ করলাম।
শুভকামনা নিরন্তর।

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৪

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ব্লগার এ.এস বাশার ভাই.....

দারুণ মন্তব্য উপহার পেলাম আপনার কাছ থেকে.....

অনেক ধন্যবাদ।

শুভকামনা।

২১| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: শারদীয়া শুভেচ্ছা ভাইয়া। শুভ কামনা রইলো।

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৫

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ব্লগার ফারিহা হোসেন প্রভা

ধন্যবাদ......


শুভকামনা নিরন্তর।

২২| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৩

নজসু বলেছেন: তুমি তো নিজেই ডুব দিয়ে আছো।

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৬

স্রাঞ্জি সে বলেছেন:
না, আজ থেকে ব্লগে আবার মেতে উঠব.....

বন্ধু কেমন আছ তুমি....????

২৩| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ডুব দিয়ে আছি আমরা সবাই। আসলে ইচ্ছা করে ডুব না দিলেও কেউ আমাদের নিয়ে খেলে। মজার খেলা খেলে

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৬

স্রাঞ্জি সে বলেছেন:

খেলা সবাই খেলে কেউ প্রকাশ্যে আর কেউ অপ্রকাশ্যে.....


অনেক ধন্যবাদ।


অনিঃশেষ শুভকামনা।

২৪| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৯

নজসু বলেছেন: আগের মতো মেতে ওঠো সেটাই চাই।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৬

স্রাঞ্জি সে বলেছেন:


উপরওয়ালা সহায় হোক.....

২৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৩

আরোহী আশা বলেছেন: আমি কাকতাড়ুয়া হবো

০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

স্রাঞ্জি সে বলেছেন:
কাকতাড়ুয়া হওয়া ভাল না.....


ধন্যবাদ মনতব্যের জন্য...

অনিঃশেষ শুভকামনা৷

২৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৪

নজসু বলেছেন: কি সমস্যা তোমার? নিয়মিত পাচ্ছিনা।
গল্প সংকলনে ব্যস্ত নাকি?

০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

স্রাঞ্জি সে বলেছেন:

তোমার পোস্টে আমার একটা মিন্তব্য আছে..... দেখে নিও।

২৭| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

মাহমুদুর রহমান বলেছেন: বেশ।

০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

স্রাঞ্জি সে বলেছেন:

ধন্যবাদ....

অনিঃশেষ শুভকামনা।

২৮| ২৫ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন: আজকের লেখাটি পড়ার জন্য অনুরোধ রইলো ।

০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

স্রাঞ্জি সে বলেছেন:

ইস! দুঃখিত ঠাকুর'দা দেরী হয়ে গেল। আসলে আমি একটা সমস্যায় পড়েছিলাম। তা থেকে আজ উদ্ধার পাইছি।

২৯| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

সুমন কর বলেছেন: অর্থবহ। ভালো লিখেছেন।

০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

স্রাঞ্জি সে বলেছেন:

আপনাদের মন্তব্য পাওয়া মানে অনুপ্রাণিত হওয়া।

ধন্যবাদ অনেক।

অনিঃশেষ শুভকামনা।

৩০| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

আসাদ ইকবাল তামিম বলেছেন: ছবির সাথে কবিতা মিল যায় না......
ধন্যবাদ আপনাকে......

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

স্রাঞ্জি সে বলেছেন:

ধন্যবাদ।

অনিঃশেষ শুভকামনা

৩১| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:১৯

রাকু হাসান বলেছেন:

খোঁজ খবর নাই । কেমন আছেন ?

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:৩১

স্রাঞ্জি সে বলেছেন:

হ্যাঁ, উপরওয়ালার কৃপায় ভাল আছি। আপনি কেমন আছেন.....??



আসলে আগে যেভাবে ব্লগে সময় দিতে পারতাম। এখন কমই দিতে পারতেছি। ইদানিং পরিবার থেকে চাপ দিচ্ছে। আর সামুতে নিয়মিত ছিলাম না বিধায়,অনেক গল্প পড়তে পারি নাই। সময় পাইলে গল্প খুঁজে পড়তে বসি।

৩২| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

রাকু হাসান বলেছেন:

ভালো আছি । আপনার বিষয়টা আমাকে অনেক খারাপ লাগা দিয়েছে । দোয়া রইল । নিয়মিত ছিলেন না লক্ষ্য করেছিলাম । টেনশন নিবেন না । আল্লাহ্ ভরসা । তবু যে আছেন মায়ার টানে দেখে ভালো লাগছে ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১২:১৩

স্রাঞ্জি সে বলেছেন:

তবু যে আছেন মায়ার টানে দেখে ভালো লাগছে । রাকু ভাই। সামু একটা সবার প্রিয় জায়গা। যিনি ন্যাচারাল লাইফে সাহিত্যকে ভালবাসেন তিনি ভার্চুয়ালে ব্লগের মায়ায় বন্দী হবেন, আমি এই মনে করি।

প্রিয় রাকু ভাই তোমার এই ভালবাসায় মাখা মন্তব্যে সত্যিই আপ্লুত হলাম। আমাদের ব্লগীয় ভালবাসাটুকু বজায় থাকুক দীর্ঘজীবি। এই কামনা উপরওয়ালার প্রতি।

ভাল থেকো।

৩৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

তোমার শেষের পোস্টের কবিতাটা রেখে বাকি অংশ মুছে দিলে ভাল হতো। পুরো পোস্টই বাতিল করেছো।

আশা করি আবার দেখা হবে। পড়াশোনায় মনোযোগী হও।

সম্ভব হলে মেইলের উত্তর দিও। ভাল থাক।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় মাইদুল ভাই

- কিছু পরিবারে কারণে মনের বিষাদ থেকেই কবিতাটার জন্ম হইছিল। এখন তো সেইসব সমাধান হয়ে গেছে, তাই ভাবলাম কবিতাটা নিরবেই থাক। আপনি যখন বলছেন। অবশ্যই কিছু কথা আপডেট করে পুনরায় পোস্ট করব।

- ইনশাআল্লাহ।

হ্যাঁ... মেইল চেক করেই দ্রুতই দেওয়ার চেষ্টা করব। ভাল থাকবেন।

৩৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫০

ধ্রুবশূন্য বলেছেন: মন ছুয়ে গেল আপনার এই লেখাটা

৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ব্লগার ধ্রুবশূন্য ভাই

মন ছুয়ে গেল আপনার আমার ক্ষুদ্র লিখাটি। শুনে অনেক আপ্লুত হলাম।

এমন মন্তব্যেই লিখার অনুপ্রেরণা পাই আপনাদের কাছ থেকে।

ধন্যবাদ নিবেন। ভাল থাকবেন। অনিঃশেষ শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.