নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিখ্যাত কেউ নই আমি, অতি ভদ্র কিংবা নষ্টাও নই। মানুষ মাত্র, যা দেখি যা শুনি, তা গিলিয়ে খাই।

স্রাঞ্জি সে

না বলা শব্দ গুলো ফানুশ হয়ে উড়ে বেড়াক নীলাকাশে

স্রাঞ্জি সে › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন ব্লগ গল্প সঙ্কলনঃ অক্টোবর ১৮

০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭



এবার একটু দেরী করেই আসতে হল। আমি তো মনে করেছিলাম এই পোস্ট নিয়ে আসতেই পারবনা। যাক সব প্রতিকূলতার মধ্যেও গল্প সঙ্কলন আপনাদের কে দিতে পারলাম। এর চাইতে বড় আর কি হতে পারে। ব্লগে ভালো ভালো গল্প আসলেও পাঠকের বেলায় কমই দেখা যায়। যদিও কমবেশি গল্প পাঠকপ্রিয়তা পাই। কিন্তু গল্পে পাঠকের সমালোচনা পর্যালোচনা কিংবা পাঠকের অভিমত কম। তাই প্রত্যেক ব্লগারদের কাছে অনুরোধ ব্লগে যেসব গল্প আসে, তা পড়ে গঠনমূলক আলোচনা করার জন্য।
___________________________________________

আপনাদেরকে ক্ষণিকের জন্য একটু দুই হাজার চৌদ্দ সালে নিয়ে যাব। ব্লগার মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) ভাই একটি পোস্টে। আমি মনে করি বর্তমানের জন্য এই পোস্টি নতুন পুরাতন ব্লগারদের খুবই দরকারী হবে। পোস্ট এবং সহব্লগারদের প্রতিটি মন্তব্য প্রতিমন্তব্য সবার জন্য সুস্থ ব্লগিং করার মত একটি সুন্দর দুয়ার খুলে দিবে। আমি এখন যারা নতুন আছে, তাদের কে এই পোস্টি মন দিয়ে পড়ার জন্য বিনীত অনুরোধ করব। তাহলে চলুন পোস্টে ঘুরে আসি। লেখালেখি বনাম সময়ের ক্যালকুলাস! লেখালেখির একাল সেকালঃ লেখক যখন ব্লগার কিংবা লেখক বনাম ব্লগার...! এই পোস্টে।
___________________________________________

কৈফিয়তঃ এবারের সঙ্কলনে পর্ব গল্প, রিপোস্ট গল্প এগুলো আনেনি। এবং আমার অগোচরে অনেক ভালো গল্প এখানে না আসতে পারে। আমি যেগুলো পড়েছি সেগুলো এখানে তোলে ধরেছি।
___________________________________________

কৃতজ্ঞতাঃ গতবারের সঙ্কলনে ব্লগার সুমন কর ও পাঠকের প্রতিক্রিয়া ভাই কিছু দিকনির্দেশনা দিয়েছিল। যা এবারের সঙ্কলনে কাজে লাগাইছি। আর যারা গত সঙ্কলনে আমাকে উৎসাহিত করেছেন সেইসব ব্লগারদের প্রতি কৃতজ্ঞতা।
___________________________________________

এবার তাহলে দেখেনি কোন কোন গল্প আসছে সঙ্কলনে................

নিয়মিত গল্পঃ

১। প্রেমের শেষে → লিখেছেন সিদ্দিকী শিপলু
২। ৩২ পৃষ্ঠা →লিখেছেন নীল মনি
৩। বাঁশির সুর..... (ছোটগল্প) →লিখেছেন লাবণ্য ২
৪। মানুষখেকো → লিখেছেন Srabon Ahmed
৫। গল্প: কাগজের পৃষ্ঠা →লিখেছেন জাহিদুল হক সুবন
৬। ফাঙ্গাস →লিখেছেন ফাহমিদা বারী
৭। অ্যাডাল্ট্রি → লিখেছেন আহমাদ যায়নুদ্দিন সানী
৮৷ ফুলির আকাশ →লিখেছেন আব্দুল্লহ আল মামুন
৯। গল্প: স্বপ্নঘর →লিখেছেন জাহিদুল হক সুবন
১০। দ্যা বার্থডে গিফট →লিখেছেন আহমাদ যায়নুদ্দিন সানী

১১। বসত - একেবারে চোখে দেখা একটি ঘটনার গল্প রূপ। অনেকদিন পরে কিছু লেখা খাপছাড়া → লিখেছেন উজ্জয়নী
১২। গল্প - আমি, একজন বন্ধ্যা মেয়ে বলছি! →লিখেছেন নীলআকা৩৯
১৩। বিবর্ণ গোধূলি.....(ছোট গল্প) → লিখেছেন লাবণ্য ২
১৪। শূন্য →লিখেছেন মিশু মিলন
১৫। আমাকে ধরো →লিখেছেন শিখা রহমান
১৬। গল্পঃ তোমার সাথেই বেঁচে থাকা →লিখেছেন অপু তানভীর
১৭। গল্প: অদ্ভুত মৃত্যুর ডাক →লিখেছেন জসীম অসীম
১৮। গল্প: সোনালী বালির প্রাচীর →লিখেছেন আখেনাটেন
১৮। পরন্ত বিকেল →লিখেছেন খাঁজা বাবা
১৯। গল্প: লাস্ট পেইজ →লিখেছেন জাহিদুল হক সুবন
২০। গল্প: না চাওয়া আলো। →লিখেছেন জাহিদুল হক সুবন

২১। ছাতা →লিখেছেন মাধব
২২। বদি,রতন ও র‍্যাবের মেশিন... →লিখেছেন ্সিআর রাকিব
২৩। ডাইনী (একটি প্রতিশোধের গল্প) →লিখেছেন পাজী-পোলা
২৪। ইট পাথরের শহরে, ইট পাথরের জীবনে →লিখেছেন মৌরি হক দোলা
২৫। গল্প: মালাজো →লিখেছেন তাশমিন নূর
২৬। গল্পঃ শেষ বিকেলের আলো →লিখেছেন খাঁজা বাবা
২৭। গল্প - শইল্যের জ্বালা বড় জ্বালা রে! →লিখেছেন নীলআকা৩৯
২৮। ভুল →লিখেছেন রা্‌ব্‌বানী
২৯। ১০০ শব্দের গল্প (পাথরে ফুল) →লিখেছেন মেহেদী হাসান হাসিব
৩০। (ছোটগল্প) চেইন →লিখেছেন জুলিয়ান সিদ্দিকী

৩১। ক্ষেপনাস্ত্র । →লিখেছেন শুন্য বিলাস
৩২। সুন্দর কিন্তু কুৎসিত →লিখেছেন লিওনাডাইস
৩৩। প্রদোষের ধার-গল্প →লিখেছেন আসাদুজ্জামান পাভেল
৩৪। বাস্তব ঘটনা অবলম্বনে গল্পঃ দাদু →লিখেছেন সজিব আহমেদ আরিয়ান
৩৫। ছোটগল্প: রমণীর মন →লিখেছেন সাইয়িদ রফিকুল হক
৩৬। গল্প: মেঘে ঢাকা চাঁদ →লিখেছেন জাহিদুল হক সুবন
৩৭। ছোটগল্প: আফসারের চোখে জল →লিখেছেন সাইয়িদ রফিকুল হক
৩৮। গল্প-ব্লগ পোস্ট →লিখেছেন মোঃ মাইদুল সরকার
৩৯। **** আজি এই বসন্তে ****** লিখেছেন ওমেরা
৪০। গল্প: আগুনের ফুলকি →লিখেছেন জসীম অসীম

৪১। গল্প: ছবি →লিখেছেন হাতুড়ে লেখক
৪২। একটি ঐক্যের বীজের অংকুরিত হওয়ার গল্প লিখেছেন তারেক_মাহমুদ
___________________________________________

অনুবাদ গল্পঃ

এ কানট্রি ডক্টর (A Country Doctor); ফ্রাঞ্জ কাফকার (Franz Kafka) বিখ্যাত গল্পের অনুবাদ। →লিখেছেন কাওসার চৌধুরী
___________________________________________

অণুগল্প / পরমাণু গল্পঃ

১। অর্ধেক (অনুগল্প) →লিখেছেন নাজমুল_হাসান_সোহাগ
২। পরমানু গল্প- সুখে শান্তিতে বসবাস!!! →লিখেছেন হাসান জাকির ৭১৭১
৩।
অসমাপ্ত বন্ধুত্ব →লিখেছেন এ.এস বাশার
৪। অনুগল্পঃ অসমাপ্ত গল্পরা →লিখেছেন অপু তানভীর
___________________________________________

কল্প গল্প / গোয়েন্দা গল্পঃ

১। কল্প-গল্প : ব্র্যান্ড নিউ জীবন →লিখেছেন কাছের-মানুষ
২। গোয়েন্দা গল্পঃ কেইস নাম্বার— চারশত এক → লিখেছেন মোঃ জাহিদুল ইসলাম (অভ্র)
৩। গোপালপুরের কলিঙ্গ হোটেলে সামু পরিবার →লিখেছেন পদাতিক চৌধুরি
__________________________________________

জীবনের গল্পঃ

১। গল্পে গল্পে জীবন! অথবা জীবনের গল্প →লিখেছেন মনিরা সুলতানা
২। জীবনের গল্প: মায়া, মামনি! অনন্ত নক্ষত্র হয়ে থেকে যেও, দেখা হবে জান্নাতের সিঁড়িতে! →লিখেছেন নতুন নকিব
৩। ধান বেচে সিনেমা (স্মৃতির পাতা থেকে) →লিখেছেন নাঈম জাহাঙ্গীর নয়ন
___________________________________________

ভৌতিক গল্পঃ

১। কিছুটা ভৌতিক → লিখেছেন রূপক বিধৌত সাধু
২। রাতের সাইকো ভুত আর কবি ।। গল্প →লিখেছেন সেলিনা জাহান প্রিয়া
৩। অতিপ্রাকৃত গল্পঃ ছদ্মবেশী →লিখেছেন অপু তানভীর
৪৷ পিশাচ কাহিনীঃ অন্ধকারে বিলীন →লিখেছেন আমি তুমি আমরা
৫। হ্যালোউইনের রাত এবং গারো পাহাড়ের ভূত → লিখেছেন একলা চলো রে
___________________________________________

রম্য গল্পঃ

১। একটি সুখের অপমৃত্যু (মোটেই রম্য নহে) →লিখেছেন কি করি আজ ভেবে না পাই
২। রম্যগল্পঃ গ্রাফোলজিস্টের বিয়ে →লিখেছেন আখেনাটেন
___________________________________________



মন্তব্য ১০৮ টি রেটিং +২১/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

নজসু বলেছেন: ১

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

স্রাঞ্জি সে বলেছেন:

প্রথম মন্তব্যের জন্য......


২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

নজসু বলেছেন: ব্লগে ডেইলি না আসলে তোমারে বয়কট করবো। :D

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

স্রাঞ্জি সে বলেছেন:

আরেহ আমারে ধামকি X((

বুইঝালাছি..... :< তুমি পাকনামি শিখে গেছ..... :-P

খাড়াও তোমারে সাসপেন্ড করার জন্য ব্যবস্থা কইরাতেছি। =p~

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

নজসু বলেছেন: ২/১ টা পড়া আছে। সময়ের স্বল্পতা এবং বড় লেখার কারণে অনেক সময় পড়া হয়ে ওঠেনা।
তোমার পোষ্টটা পেলে সময় করে লেখাগুলো পড়া যায়।
অনেক সময় অনেক ভালো গল্প চোখের আড়ালে চলে যায়।
তোমার পরিশ্রমী এই কাজের জন্য এখন আর তা হয়না।

ধন্যবাদ নিবা নাকি? :D

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

স্রাঞ্জি সে বলেছেন:

হ্যাঁ.... সময়ে সুযোগে না পড়া গল্পগুলো পড়ে নিবে। আর উপরে যে এক্টি পোস্ট দিছি। ঐটা পড়ার চেষ্টা করব।

হা হা.... তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। লাইক দাওনাই কিন্তু। :P

আচ্ছা একটা গল্প লিখা শুরু করে দাও না। কি বলো.....

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: ওরে বাবা এত্ত গল্প কখন পড়ব।আসলে গল্প অনেক বড় হলে তা আমার পড়া হয়না।বলতে পারেন সময় ও ধৈর্যের অভাব।আবার একটা বড় গল্প পড়তে গেলে একটু নিরিবিলি মন দিয়ে না পড়লে তেমন ভাল লাগে না।
তারপরও চেষ্টা করি যে লেখাটাই পড়ি না কেন নিজের ভাললাগা টুকু জানিয়ে যেতে।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় মোস্তফা সোহেল

প্রথম লাইকের জন্য আপনাকেও এক কাপ.....



একটা বড় গল্প পড়তে গেলে একটু নিরিবিলি মন দিয়ে না পড়লে তেমন ভাল লাগে না। হ্যাঁ, আসলেই তাই। গল্প যে পড়লে হবে তা না গল্পটা বুঝতে হবে। লেখক কি বলতে চাচ্ছে। তা বের করতে হবে। আর সেটাই কিন্তু নিরিবিলিতে হলে সুন্দরভাবে গল্পের আদ্যোপান্ত পড়ে বের করা যায়।
সোহেল ভাই আরেকটা কথা, ব্লগে কিন্তু অত বড় গল্প আসে না। =p~

তারপরও চেষ্টা করি, যে লেখাটাই পড়ি না কেন নিজের ভাললাগা টুকু জানিয়ে যেতে। এই মিথষ্ক্রিয়াটা কিন্তু থাকা দরকার সবার কাছে। যদিও চেষ্টা করতে হবে লেখকের লিখার উপর গঠনমূলক সমালোচনা করার জন্য। তাহলে লেখক বুঝতে পারবে লিখা আদৌ ভাল হচ্ছে না ভালর পথে যাচ্ছে।

অনেক ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন। অনিঃশেষ শুভকামনা ।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সবার জন্য অনেক অনেক শুভ কামনা । ইস! আমি এই কয় মাসে কতো গল্প কবিতা লিখলাম আর আপনি একটা ও পড়লেন না । আমি তো এখন কান্তাছি .।।পরের বার যেন সংকলনে থাকি । মনে যেন থাকে । এমন সুন্দর দায়িত্ব পালনের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় নুরুন নাহার লিলিয়ান আপু.....

ইস! আমি এই কয় মাসে কতো গল্প কবিতা লিখলাম আর আপনি একটা ও পড়লেন না। আপু আপনি কিন্তু অক্টোবর মাসে গল্প দেননি। :P কিন্তু এই মাসে লিখেছেন তা কিন্তু আগামী মাসে অবশ্যই আসবে। #:-S

আমি তো এখন কান্তাছি .।।পরের বার যেন সংকলনে থাকি । :( ওমা এই কি বললেন। আমারোত কান্না চইলা আসতেছে। :-< যাক বাবা, আগামী সঙ্কলনে অবশ্যই অবশ্যই গল্প থাকা চাই।

হু, আপনাকেও অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। শুভকামনা।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

নীল আকাশ বলেছেন: আহ, আমার ২ টা গল্পই এসেছে.....কি দারুন! ধন্যবাদ ভাই। এই অসম্ভব কঠিন সংকোলনের কাজ টা করার জন্য আপনাকে কি বলে যে আপ্যায়ন করবো? এমন সুন্দর দায়িত্ব পালনের জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:২৪

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় নীলআকা৩৯ ভাই...

হু, তাই তো। দুটোই আসছে। খুব খুশি হলাম।

আপনি মনে হয় কিপ্টে, আপ্যায়নের নাম ধরে, কিছু দিলেন না। আপনার সাথে কিন্তু আড়ি পাতালাম। :``>>


অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। অনিঃশেষ শুভকামনা।

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

হাবিব বলেছেন: নজসু বলেছেন: ব্লগে ডেইলি না আসলে তোমারে বয়কট করবো। :D

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

স্রাঞ্জি সে বলেছেন: আরেহ আমারে ধামকি X((

বুইঝালাছি..... :< আপনি পাকনামি শিখে গেছেন..... :-P

খাড়ান আপ্নারে সাসপেন্ড করার জন্য ব্যবস্থা কইরাতেছি। =p~

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

হাবিব বলেছেন:



আপনি কি সুস্থ আছেন?

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

স্রাঞ্জি সে বলেছেন:


আলহামদুলিল্লাহ, সুস্থ আছি। আপনি সুস্থ আছেন।

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: আরে ! আমারটা কোথায়? অক্টোবর মাসে আমার 4 টি গল্প (মরীচিকা ৪টি পর্ব) আছে ও একটা ফ্যান্টাসী আছে । আমি বেমালুম লাপাত্তা???

যারা লিস্টে আসতে পেরেছে প্রত্যেককে অভিনন্দন। এমন একটি পরিশ্রমই কাজের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। কোনো ধন্যবাদ যথেষ্ট নয় ,এমন একটি পরিশ্রমী উদ্যোগের জন্য।


শুভকামনা ভালোবাসা রইলো।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় পদাতিক ভাই...

আপনি দেখি রাজিব ভাইয়ের মত ফাঁকিবাজ হয়ে গেছেন।

উপরে একটা বোল্ড করা কৈফিয়ত দেখেন। বুঝতে পারবেন। আর হ্যাঁ। আপনার গোপালপুরের কলিঙ্গ হোটেলে সামু পরিবার golpTa যোগ করেছি.....

অনেল ধন্যবাদ। ভাল থাকবেন। অনিঃশেষ শুভকামনা।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

tarif1111111111111 বলেছেন: আপনার কালেকশানগুলো; এক এক করে পড়া ধরলাম মাত্র, দেখি শেষ পর্যন্ত সবগুলো গল্প পড়ে শেষ করতে পারি কিনা!! আচ্ছা আপনার কাছে কোন গল্পটা সব থেকে বেশী ভাল গেছে?? সেটা আগে পড়বো ভাবছি!! কালেকশানগুলো কষ্ট করে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:২২

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় tarif1111111111111 ভাই।

নিকে এত গুলো এক কেন???

আশা করি সব গল্প পড়বেন। এবং আপনার মূল্যবান মন্তব্য জানাবেন সেখানে। গল্প গুলো ভালো লাগবে, যদিও কিছু গল্প একটু ভাল নাও লাগতে পারে।

আপনি ব্লগে একটা পোস্ট দিয়ে রাখবেন।

আমার কাছে ফাঙ্গাস গল্পটা ভাল লেগেছে..... আশা করি পড়বেন।

অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। অনিঃশেষ শুভকামনা।

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

ফেনা বলেছেন: অসাধারণ একটা কাজ। আমি অনেক বার চেয়েছি। কিন্তু সাহস করতে পারিনি।
আপনাকে অনেক ধন্যবাদ। এবার সব গুলি গল্প পড়তে পারব।


আর যাদের গল্প এখানে এসেছে তাদের এই গল্পগুলি থেকে যেগুলি ভাল লাগবে তাদের গুলি আমি ধারাবাহিক ভাবে জানাও ডট কম এর সাহিত্য পাতায় দিতে চাই।

আশা করি আমাকে জানাবেন।

আবারও "স্রাঞ্জি সে" কে ধন্যবাদ দিচ্ছি।
ভাল থাকবেন সতত।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ফেনা ভাই


প্রথমেই দুঃখিত প্রকাশ করতেছি, দেরীতে প্রতিমন্তব্য করার জন্য।

অসাধারণ একটা কাজ। আমি অনেক বার চেয়েছি। কিন্তু সাহস করতে পারিনি। না, আসলে তেমন কষ্টের না। কিন্তু ঐ একটু সময় ব্যয় করতে হয়। চাইলে কিন্তু পারা যায় সব, তাই না। 8-|


আর যাদের গল্প এখানে এসেছে তাদের এই গল্পগুলি থেকে যেগুলি ভাল লাগবে তাদের গুলি আমি ধারাবাহিক ভাবে জানাও ডট কম এর সাহিত্য পাতায় দিতে চাই।
চমৎকার উদ্যোগ। লেখকরা অবশ্যই অনুপ্রাণিত হবেন। কিন্তু লেখকদের অনুমতি নিলে ভাল হবে নিশ্চয়।

আশা করি আমাকে জানাবেন। হ্যাঁ, অবশ্যই। আপনার এমন একটি মহৎ উদ্যোগে নিজেকে সামিল করতে পারা ধন্য হতে চাই৷



অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। অনিঃশেষ শুভকামনা।

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

কথাকথিকেথিকথন বলেছেন:



দারুণ । এক পোস্টে বহু গল্প, বিবিধ্মুখী জীবন ।

অনেক ধন্যবাদ কষ্টকর কাজটি করার জন্য ।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪০

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় কথাকথিকেথিকথন আপু


এক পোস্টে বহু গল্প, বিবিধ্মুখী জীবন । জ্বি, আসলেই তাই। সময় করে গল্প গুলো পড়বেন। এই কামনা।


অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। অনিঃশেষ শুভকামনা।

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কষ্টসাধ্য কাজ। ধন্যবাদ।

১০-১২টা পড়েছি। আমার পছন্দ রম্য ও জীবনের গল্প।
পড়তে পরো:http://www.somewhereinblog.net/blog/kak_no_799

@পদাতিক চৌধুরি
দাদা আপনি ফাঁকিবাজ। কৈফিয়তে কী লেখা আছে)??(এবারের সঙ্কলনে পর্ব গল্প, রিপোস্ট গল্প এগুলো আসেনি।)

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় পাঠকের প্রতিক্রিয়া ! ভাই



হু, আসলেই কষ্টসাধ্য কাজ। কিন্তু এই কাজটা করতেই ভালই লাগে।

আপনার দেওয়া লিংক্টার কাজ হচ্ছে না। দয়া করে কি আবার রিপিট করবেন।



অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। অনিঃশেষ শুভকামনা।

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

মাহমুদুর রহমান বলেছেন: গুড জব।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় মাহমুদুর রহমান ভাই



অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। অনিঃশেষ শুভকামনা।

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

অর্ক বিন মুজিব বলেছেন: সংকলনে কি সব গল্প স্থান পায় নাকি শুধু ভাল গল্প

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

স্রাঞ্জি সে বলেছেন:

ভাল গল্প গুলোই স্থান পাওয়ার যোগ্য রাখে।


অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। অনিঃশেষ শুভকামনা।

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

আরজু পনি বলেছেন: সংকলনে সব গল্প স্থান পেলেই ভালো।
তাতে গল্প লেখক অনুপ্রাণিত হবে।
আরো ভালো করে লেখার চেষ্টা করবে।
পরিশ্রমী পোস্টে অনেক শুভকামনা রইলো।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় আরজু পনি আপু


সংকলনে সব গল্প স্থান পেলেই ভালো। তাতে গল্প লেখক অনুপ্রাণিত হবে। আরো ভালো করে লেখার‍ চেষ্টা করবে। সব গল্পতো দেওয়ার চেষ্টা করি। কিন্তু যে, আমার মনে হয় কি। অনেকে লিখে গল্প বলে চালিয়ে গেল কিন্তু সেটা গল্পের মত আর গল্পের দ্ধারেও যায়নি। তা কি আর এখানে তুলে দিলে হবে। আর হয়ত এটাও প্রশ্ন আসতে পারে। পর্বের গল্পগুলোত নিয়ে আসতে পারি। কিন্তু পর্ব গল্প গুলোর স্থান দিলে ত আর মাসের সঙ্কলনের মত মনে হচ্ছে না। তাই আর ঐসব সঙ্কলনে নিয়ে আসি না।


অনেক ধন্যবাদ। সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য। সামনে বিবেচনায় রাখব আশা করি।


অনিঃশেষ শুভকামনা।


১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:১১

জাহিদ অনিক বলেছেন:
গুড জব
কয়েকটা গল্প পড়া ছিল না- এখন হয়ে যাচ্ছে

ধন্যবাদ আপনাকে

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় জাহিদ অনিক ভাই


হু। এখন থেকে সব গল্প পড়ার চেষ্টা করবেন। আপনি একটা গল্প লিখে পেলুন প্রিয় কবিবর।


অনেক ধন্যবাদ। ভাল থাকবেন । অনিঃশেষ শুভকামনা।

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:১২

রাজীব নুর বলেছেন: We don't know where we are, the water is green, no white।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় রাজীব নুর ভাই


অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। অনিঃশেষ শুভকামনা।

১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:১০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সাধুবাদ জানাই।

শুভেচ্ছা ও অভিনন্দন।

আসলেই গল্পের পাঠক ও সমালোচক উভয়ই প্রয়োজন।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় সাইয়িদ রফিকুল হক ভাই


হু। গল্পের পাঠক আর গঠনমূলক সমালোচনা প্রয়োজন। তা না হলে আমি মনে করি নতুন গল্পকাররা অনুপ্রাণিত হওয়া থেকে বঞ্চিত হবেন৷


অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। অনিঃশেষ শুভকামনা।


২০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯

সমুদ্র দয়িতা বলেছেন: প্রিয় পোস্টের তালিকায় রেখে দিলাম। সময় করে সবগুলো গল্প পড়বো।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় সমুদ্র দয়িতা আপু

সময় করে পড়ে নিবেন। এই কামনা।

অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। অনিঃশেষ শুভকামনা।


২১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনাকে ধন্যবাদ। শুভ কামনা নিরন্তর।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২০

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ফারিহা হোসেন প্রভা


অনেক ধন্যবাদ।ভাল থাকবেন। অনিঃশেষ শুভকামনা।

২২| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

নীল আকাশ বলেছেন: সামুতে যেই মানুষটা আমার সব চেয়ে কাছাকাছি থাকে তাকে আমি আপ্যায়ন না করে পারি, কি লজ্জা, ছি: ছি:.....।

স্রাঞ্জি সে ভাই, নিন সকাল সকাল মিষ্টি মুখ করেন...


পেট ভরে মিষ্টি খেয়ে, এবার কড়া এক কাপ কফি খান,


আশা করছি, ভাইয়ের মনটা সকাল সকাল ভালো করে দিতে পেরেছি.......

সকল পাঠকদের দৃস্টি আকর্শন করে বলছি, মিথিলা কে নিয়ে লেখা বন্ধ্যা চরিত্রের পরের পর্ব টা সামুতেই ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৮ তে প্রকাশ করা হয়েছে...আগ্রহী পাঠকদের পড়ে কেমন লাগলো সেটা জানানোর জন্য অনুরোধ করছি.....


সবাই কে শুভ সকাল এবং শুভ কামন রইল!

০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় নীল আকাশ ভাই......

সেই কবে যে আপ্যায়ন করলেন, আর এই আমি আজ নির্লজ্জভাবে খেতে আসলাম। এই লজ্জায় কোথায় গিয়ে কোথায় মরি। :(



যাক বেহায়ার মত সকালের নাস্তা টা এই সন্ধ্যায় আস্ত গিলে পেললাম। শুকরিয়া গুজুর উপরওয়ালার উপর।

আপনার জন্য.....



ভালবাসা সিক্ত আপ্যায়নে অনেক অনেক আনন্দিত হলাম।


অনেক ধন্যবাদ নিবেন। শুভকামনা নিরন্তর।

২৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

মনিরা সুলতানা বলেছেন: ইয়ে এ এ এ
আমি’ও আছি :)
ধন্যবাদ আপনাকে চমৎকার সংগ্রহের জন্য।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১০

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় মনিরা সুলতানা আপু...


প্রথমে দুঃখিত দেরী করে প্রতিমন্তব্য হয়ে যাওয়ায়।


আপনাকেও অনেক ধন্যবাদ। ভাল থাকবেন.....



অনিঃশেষ শুভকামনা

২৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

তারেক ফাহিম বলেছেন: পোষ্টটি সরাসরি প্রিয়তে গেলো।

গল্প পড়তে ভালোই লাগে। সময় করে পড়বো।

অনেক পরিশ্রমি পোষ্ট।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১২

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় তারেক ফাহিম ভাই..


মন্তব্যে অনেক প্রীত হলাম।

সময় করে পড়ে নিবেন।

অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন৷

অনিঃশেষ শুভকামনা।

২৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৭

তারেক_মাহমুদ বলেছেন: বাহ দারুণ সংকলন

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৪

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় তারেক_মাহমুদ ভাই....


অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন।

শুভকামনা।

২৬| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

অপু দ্যা গ্রেট বলেছেন:

আজীবন পড়েই যেতে হবে মনে হচ্ছে । আমি কবে লিখতে পারব । সবার জন্য শুভ কামনা রইল ।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় অপু দ্যা গ্রেট ভাই.....


প্রথমেই তো পাক্কা পাঠক হতে হবে। তারপরে না জম্পেস লিখা শুরু করে দিবেন।


অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন৷

শুভকামনা।

২৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

নতুন নকিব বলেছেন:



সুন্দর প্রচেষ্টায় অভিনন্দন।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৮

স্রাঞ্জি সে বলেছেন:
প্রিয় নতুন নকিব ভাই।


অনেক ধন্যবাদ।

অনিঃশেষ শুভকামনা

২৮| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

আখেনাটেন বলেছেন: গুড জব স্রাঞ্জি সে। কিপ ইট আপ।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয়৷ আখেনাটেন ভাই....


অনেক ধন্যবাদ।


শুভকামনা নিরন্তর।

২৯| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৫

ফাহমিদা বারী বলেছেন: হঠাৎ করেই এই পোস্টটি চোখে পড়লো। পোস্টের গল্প তালিকায় আমার লেখা গল্পও চোখে পড়লো।

একজনের মন্তব্যের জবাবে ভাললাগা গল্পের নামে 'ফাঙ্গাস' গল্পটির উল্লেখ করেছেন। আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।

কারো কারো একাধিক গল্প ঠাঁই পেয়েছে দেখলাম। আমি কিন্তু প্রচুর গল্প দিয়েছি ব্লগে। :)

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ফাহমিদা বারী আপু.....

হ্যাঁ.... ফাঙ্গাস গল্পটা আমার খুব ভাল লাগছে। নিরবে গল্প পড়ি কিন্তু আর মন্তব্য করা হয় না।


কারো কারো একাধিক গল্প ঠাঁই পেয়েছে দেখলাম। আমি কিন্তু প্রচুর গল্প দিয়েছি ব্লগে। :) আপনি হয়ত খেয়াল করেননি মনে হয়। এই সঙ্কলনটা হচ্ছে মাস নিয়ে। আপনার অক্টোবর মাসে এই একটি গল্প তো আমার চোখে পড়ল। আর তো গল্প পায়নি। =p~

অনেক ধন্যবাদ নিবেন। ভাল থাকবেন। শুভকামনা নিরন্তর।

৩০| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

টাকাওয়ালা বলেছেন: ফলো দিয়ে রাখলাম, সময় নিয়ে ডুব দিতে হবে একদিন :-)

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় টাকাওয়ালা ভাই....


হ্যাঁ। সময় করে পড়ে নিবেন সব গল্প। অনেক ভাল লাগবে৷

ধন্যবাদ। শুভকামনা

৩১| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩

শিখা রহমান বলেছেন: স্রাঞ্জি আবারো একটি সুন্দর ও প্ররিশ্রমসাধ্য কাজের জন্য অনেক কৃতজ্ঞতা। 'আমাকে ধরো' কে যে গল্প হিসেবে সংকলনে ঠাই দিয়েছেন সেজন্য ধন্যবাদ। আমি আসলে ওই লেখাটাকে গল্প না ভেবে এলোমেলো কাব্যকথাই ভেবেছি। :)

ভালো থাকুন আর সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ। সময় পেলে না পড়া গল্পগুলো পড়ে নেবো। শুভকামনা সস্তত!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

স্রাঞ্জি সে বলেছেন: শিখা আপুউউ____ বড্ড দেরী করে পেলেছি প্রতিমন্তব্য করতে। জানি না ক্ষমা করবেন কিনা।______


মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ নিবেন। নিরন্তর শুভকামনা। ভালো থাকবেন আপুউউউউ_____

৩২| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন: চলবে - - -

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

স্রাঞ্জি সে বলেছেন: হু। তবে দুঃখিত ঠাকুর'দা বড্ড দেরী করে পেলেছি।

৩৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০০

ফেনা বলেছেন: "প্রিয় ফেনা ভাই

প্রথমেই দুঃখিত প্রকাশ করতেছি, দেরীতে প্রতিমন্তব্য করার জন্য।

অসাধারণ একটা কাজ। আমি অনেক বার চেয়েছি। কিন্তু সাহস করতে পারিনি। না, আসলে তেমন কষ্টের না। কিন্তু ঐ একটু সময় ব্যয় করতে হয়। চাইলে কিন্তু পারা যায় সব, তাই না। 8-|

আর যাদের গল্প এখানে এসেছে তাদের এই গল্পগুলি থেকে যেগুলি ভাল লাগবে তাদের গুলি আমি ধারাবাহিক ভাবে জানাও ডট কম এর সাহিত্য পাতায় দিতে চাই।
চমৎকার উদ্যোগ। লেখকরা অবশ্যই অনুপ্রাণিত হবেন। কিন্তু লেখকদের অনুমতি নিলে ভাল হবে নিশ্চয়।

আশা করি আমাকে জানাবেন। হ্যাঁ, অবশ্যই। আপনার এমন একটি মহৎ উদ্যোগে নিজেকে সামিল করতে পারা ধন্য হতে চাই৷

অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। অনিঃশেষ শুভকামনা। "

---- আসলে আমি একটা বিদেশী কম্পানীতে জব করি। অনেক কিছু চাইলেও পারি না।
আর লেখা জানাও ডট কম এ অবশ্যই লেখকদের অনুমতি সাপেক্ষে দেওয়া হবে।

ভাল থাকবেন সতত।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১

স্রাঞ্জি সে বলেছেন:
সত্যিই আমি দুঃখিত ফেনা ভাই, বড্ড দেরী করে প্রতিমন্তব্য করাই।

আপনি ও ভালো থাকবেন। অনিঃশেষ শুভকামনা।

৩৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অশেষ ধন্যবাদ লেখককে তার শ্রমসাধ্য একটি প্রচেষ্টার জন্য।
তালিকায় আমার একটি লেখাও আছে দেখে অবাক হলাম।
লেখক সম্ভবত এই লেখাটিকে স্থান দেবার জন্য 'অনুগল্প' এর পাশে 'পরমানু গল্প' শব্দটিও যোগ করেছেন।
আসলে এটি কোন গল্প ছিলনা, বলা যায় সমসাময়িক গল্পের প্রেক্ষাপটে একটি সমালোচনা মূলক ফান পোস্ট।
যাহোক, তথাপিও কৃতার্থ ও ধন্য হলাম 'পরমানু গল্প' শব্দটি স্থান পাওয়ায়।
নিরন্তর শুভকামনা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

স্রাঞ্জি সে বলেছেন: হা হা, তবে যাই হোক পরমাণু গল্প টা আমার ভালো লাগছিল। তাই স্থান করে নিয়েছি।

আর হ্যাঁ, প্রতিমন্তব্য দেরী হওয়ায় দুঃখিত ______।

নিরন্তর শুভকামনা। ভালো থাকবেন সতত।

৩৫| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩০

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ সংকলন চালিয়ে যাওয়ার জন্য।পোস্টে আরেকটা সেকশান যোগ করতে পারেন।যেখানে আপনি ৫টি বা ১০টি বা যেকোন সং্খ্যক গল্পকে আপনার চোখে সেরা বলে নির্বাচিত করলেন।

এটা কেবলই একটা সাজেশান। ভেবে দেখতে পারেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

স্রাঞ্জি সে বলেছেন: হু, আপনার সাজেশন অবশ্যই ভেবে দেখব।

ধন্যবাদ আপনাকে ভাইয়া। সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য।

অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ভাইয়া

৩৬| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

নজসু বলেছেন:




লাইক দিয়েছি।
তুমি কোথায়?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১

স্রাঞ্জি সে বলেছেন: খুশি হয়েছি দোস্ত ____


আমি এ-ইতো। তবে ১২ নভেম্বর আমি প্রচন্ড চাপে ছিলাম।

সময় করে খোঁজ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ দোস্তো।

৩৭| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রিয়তে নিলুম পোস্টটি প্রিয় স্রাঞ্জি।

নিশ্চয় ভাল আছ ?

তোমাকে মিস করছি।

সুন্দর কাজের জন্য ধন্যবাদ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১২

স্রাঞ্জি সে বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাইয়া। ইস। এখন কিন্তু আপনাকে আমরা সবাই মিস করতেছি।

দেরীতে মন্তব্য হওয়ায় যারপরনাই লজ্জিত। ও দুঃখিত ভাইয়া।

৩৮| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

এস এম ইসমাঈল বলেছেন:
স্রাঞ্জিসে
এটা কি রকম, ব্লগে তোমার এত দীর্ঘ অনুপস্থিতির কারন কি? সঠিক প্রমান সহ জানালে খবর আছে?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২০

স্রাঞ্জি সে বলেছেন: তাক সঠিক প্রমাণ সহ বলতেছি। যদি বলি কি থেকে কি হয়ে যায় কে জানে।

৩৯| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

ধ্রুবশূন্য বলেছেন: খুবই সুন্দর, শুভ কামনা রইলো

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২০

স্রাঞ্জি সে বলেছেন: ধন্যবাদ,



অনিঃশেষ শুভকাম।

৪০| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

নজসু বলেছেন:



তোমাকে মিস করছি প্রিয় বন্ধু।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২

স্রাঞ্জি সে বলেছেন: হ্যাঁঁ, তোমার এই ভালোবাসা কোন দিন ভুলবনা প্রিয় বন্ধু।

৪১| ৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

আরোগ্য বলেছেন: welcome back bro. ব্লগে দেখে ভালো লাগছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

স্রাঞ্জি সে বলেছেন: আপনার এই ভালোবাসা চিরদিন অমলিন থাক। এই চাওয়া।

৪২| ৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫

আরোগ্য বলেছেন: মাইদুল ভাই এর এই পোস্টে যান।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

স্রাঞ্জি সে বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪৩| ৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

বিজন রয় বলেছেন: কেমন আছেন আপনি?

নিয়মিত হতে পারছেন?

আমি কবিতার সাথে গল্পও দিয়েছিলাম গত সপ্তাহের সংকলন পোস্টে, আপনি যদি গল্প সংকলন করতে পারেন তো আমি বাদ দিব।

দয়াকরে জানাবেন।
শুভকামনা রইল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

স্রাঞ্জি সে বলেছেন: হ্যাঁ ভালো। তবে তখন ভালো ছিলাম না। প্রচন্ড চাপে ছিলাম।
সত্যিই বিজন'দা আপনার এমন ভালবাসা কোনদিন ভুলার নই।

অনেক অনেক ভাল থাকবেন ভাইয়া।

৪৪| ৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২

সেলিম আনোয়ার বলেছেন: পরিশ্রমী উদ্যোগ। আপনার পরিশ্রম স্বার্থক হোক। উন্নতি লাভ করুক সামুর গল্প লিখিয়ে গণ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

স্রাঞ্জি সে বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৪৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রিয় স্রাঞ্জি-
এই পোস্টটা তুমি মিস করে গেছ-
লিংক

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

স্রাঞ্জি সে বলেছেন: সময় সুযোগে দেখে আসবো।

৪৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৩০

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: কেমন আছেন?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

স্রাঞ্জি সে বলেছেন: ভালো আছি.... আপনি???

৪৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০২

Monthu বলেছেন: বাহ অনেক পরিশ্রম করে সুন্দর একটা সংকলন করেছেন

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

স্রাঞ্জি সে বলেছেন: ধন্যবাদ।

৪৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১১

কাল্পনিক_জীবন বলেছেন: সুন্দর সঙ্কলন
বাহাদুরী অলঙ্করন
যেন রয় সবি সংরক্ষণ
যেন মহুয়া মধুবন ।

আচ্ছা এই লেখার গল্পগুলো সব আপনার লেখা গল্প ?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

স্রাঞ্জি সে বলেছেন: ধন্যবাদ।


না, আমার না। সব ব্লগারদের।

৪৯| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪২

ব্লগার_প্রান্ত বলেছেন: য়ো

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

স্রাঞ্জি সে বলেছেন: হু

৫০| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৬

নজসু বলেছেন:





তোমার বিষয়বস্ত তো কিছু বুঝতে পারছিনা।
ব্লগে এতো নীরস কেন? কোন সমস্যা?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

স্রাঞ্জি সে বলেছেন: সমস্যা তো ছিল অনেক। অনেক লম্বা।

ধন্যবাদ তোমাকে।

৫১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

বিজন রয় বলেছেন: আপনার খবর কি?

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় বিজন'দা.....

উপরওয়ালার কৃপায় ভাল আছি। আর পরিবারের সমস্যাটাও মিটে গেছে। কিন্তু ইন্টারনেট ইউজ করার একমাত্র সম্বল মোবাইলটা আংশিক নষ্ট হয়ে যাওয়ায় আমি ভাল করে ব্লগে কিংবা অনন্য কাজ করতে পারিনা।.....

আর বলতেও যারপরনাই লজ্জায় মরি ভাই। এলাকায় নির্বাচন নিয়ে ব্যস্ত আছি হালকাপাতলা।.....

আপনার কি খবর। আশা করি ভাল, সুস্থ আছেন।.....

৫২| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৮

বলেছেন: দাদা কেমন আছেন জানতে ইচ্ছা করে?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

স্রাঞ্জি সে বলেছেন: ভালো, আপনি???

৫৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩

নজসু বলেছেন:
দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

স্রাঞ্জি সে বলেছেন: ধন্যবাদ বন্ধু। সত্যিই তুমি মহান।

৫৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

নীল-দর্পণ বলেছেন: অনেক দিন পর অনেক গুলো ট্যাব খুলে বসলাম। সুন্দর সংকলনের জন্যে আন্তরিক ধন্যবাদ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

স্রাঞ্জি সে বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.