নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিখ্যাত কেউ নই আমি, অতি ভদ্র কিংবা নষ্টাও নই। মানুষ মাত্র, যা দেখি যা শুনি, তা গিলিয়ে খাই।

স্রাঞ্জি সে

না বলা শব্দ গুলো ফানুশ হয়ে উড়ে বেড়াক নীলাকাশে

স্রাঞ্জি সে › বিস্তারিত পোস্টঃ

আমাদের..... !:#P অদূর ভবিষ্যতের জন্য একটা মাষ্টার প্ল্যান..... :-B

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪



না। আপনি যতই ভাল হোন। কিংবা আলখেল্লা পড়ুন। আপনার ভিতর পশুত্বভাব থাকলে। আপনি ভাল ভিতর শিং বদলা। দেশের দলগুলো নির্বাচনের আগে আম জনতার হাতে হাতে প্রচারপত্র বিলি করে। সেখানে তাদের নির্বাচনী ইশতেহার লিখা থাকে। আম জনতা তা হাতে নেয় ঠিকই। কিন্তু এ যাবৎ কেউ তা পড়েছে কিনা দেখিনি। হয়ত অগোচরে পড়েনে হবে। ঠিক ইহার মত, বাজারে কিংবা হাটে-ঘাটে হারবালের প্রচারপত্র বিলি করার আবস্থা।

যাক আমাদের ইশতেহার কেমন হবে একটু দেখে আসি।

ক) দেশে কোন উন্নয়ন হবেনা। উন্নয়নের জন্য কোন বাজেট বরাদ্দ করা হবে না। একাত্তর থেকে বর্তমান, দেশে অনেক উন্নয়ন হয়েছে। দেশের উন্নয়ন থেকে যে আরো বেশি এমপি মন্ত্রীদের পকেট উন্নিত হয়েছে। তাই আমাদের ইশতেহারে দেশে উন্নয়ন করাটা বন্ধ থাকবে।

খ) পঞ্চাশ শতাংশ যানবাহন কমে ফেলা হবে। দেশে যানবাহন প্রচুর বেড়ে গেছে। এর কারণেই তো প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটতেছে।

গ) বহুমুখী শিক্ষা বন্ধ করে দেওয়া হবে। জন্ম থেকেই নিম্নুক্ত পয়েন্টগুলো শিক্ষায় শিক্ষিত করে তোলা হবে।
১) সামাজিকতা
২) দেশের প্রতি দায়িত্বশীলতা
৩) নিজ প্রতিভা অনুযায়ী শিক্ষা দেওয়া হবে।

ঘ) অশিক্ষিত কোন ব্যক্তি প্রবাসে পাঠানো যাবেনা। আমরা চাইনা কোন ব্যক্তি প্রবাসে গিয়ে বিপদের সম্মুখীন হোক। বরং অশিক্ষিত বেকারদের তালিকা করে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হবে।

ঙ) সর্বশেষ। যুবাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে। যেখানে সেখানে অযথা সময় অপচয় করতে পারবেনা। অন্যথায় কারাভোগ করতে হবে সমসাময়িকের জন্য।



আমাদের ইশতেহারগুলো এলেবেলে টাইপের হলেও। আপনি চিন্তা করে দেখুন। দেশে কেন দুর্নীতি হচ্ছে। কোথায় বেশি দুর্নীতি হচ্ছে। প্রবাসে শ্রমিকরা কেন মরতেছে। আজ কিশোর বয়সী ছেলেমেয়েরা কেন নষ্টের দিকে ধাবিত হচ্ছে।

একবার ভাবুন। মাথা ঠান্ডা করে ভাবুন। ভাবতে থাকুন। আর আমাদের ইশতেহারগুলো মাথা থেকে ঝেড়ে পেলে দিন।

মন্তব্য ৭৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

নজসু বলেছেন: ১

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

স্রাঞ্জি সে বলেছেন:

কানে ধরে দাঁড়িয়ে যাও বেঞ্চের উপর...... :-P এমন ফাঁকিবাজ ছাত্র আমার প্রতিষ্ঠানে রাখতে চাইনা।।।।।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

নজসু বলেছেন:


Very Good.

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

স্রাঞ্জি সে বলেছেন:

ধন্যবাদ। আমার প্ল্যান নিয়ে চিন্তা করতে পারেন।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ২

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

স্রাঞ্জি সে বলেছেন:

ধন্যবাদ ফাইমা আপু...... দুই হওয়ার জন্য মিষ্টি চাই। চাই। তাড়াতাড়ি চাই।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভেরি গুড-২

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

স্রাঞ্জি সে বলেছেন:


ধন্যবাদ। আমার প্ল্যানটা নিয়ে চিন্তা করতে পারেন। অন্যথায়.......

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ৩

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২

স্রাঞ্জি সে বলেছেন:

প্রান্ত তোমা থেকে কিছু আশা করব। তিনের জন্য কি করব তোমাকে।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ভেরি গুড-৩

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

স্রাঞ্জি সে বলেছেন:

ভেরি গুড টিন গুন.........৷

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

কালীদাস বলেছেন: পুরাই ফিউশন ইশতেহার =p~ পয়লা দুইটা সার্কাজম, পরের দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্টের মুটামুটি ভাল সামারি আর লাস্টেরটা পুরাই =p~ লাস্টেরটার জন্য এক কাজ করা যায়, প্রত্যেক নবজাতকের শরীরেই কোন ট্রেসেবল চিপ ইমপ্ল্যান্ট করে দেয়া যায়। সবার প্রত্যেকটা মুভমেন্ট ২৪/৭ ট্র্যাক করতে পারলে দেশে কোন ক্রাইমই থাকবে না। তবে বাকি প্রায় সব ইশতেহারের মতই বাদ গেছে খালি এনভায়রনমেন্ট আর পেনশন সিসটেম /:)

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

স্রাঞ্জি সে বলেছেন:


পয়লা দুইটা আপনি সার্কাজম ভাবলে। তবে তাই হবে। কিন্তু আপনি কি একবারো ভেবে দেখেছেন। দুর্নীতি কোথায় বেশি। এতিমখানা কেলেঙ্কারি পদ্মা কেলেঙ্কারি আরো কত কেলেঙ্কারি এই উন্নয়নের নামে।

আর দেশে প্রচুর উন্নয়ন হইছে। উন্নয়ন মহাসড়কে ভাসছে। আমি মনে করি উন্নয়ন কম হলে দেশে এনভায়রনমেন্ট ঠিক থাকবে। উন্নয়নের নামে তো পরিবেশটা নষ্ট হচ্ছে।


ভাবতে থাকুন। ঠান্ডা মাথায়।

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২

বিজন রয় বলেছেন: এই পাঁজি জাতির জন্য কোন প্লানই কাজে আসবে না!!

আছেন কেমন?

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

স্রাঞ্জি সে বলেছেন:

পাঁজি জাতি কারা।এই দেশের নাগরিকরাই।


উপরকৃপায় ভাল আছি। আপনি কেমন আছেন???? ঊনিশ তারিখের পর মনে হয় আপনাকে আর ব্লগে দেখি নাই। আপনি ব্যস্ত মনে হয়।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

নজসু বলেছেন:




হাজিরা দিয়ে ইশতেহারের পাঠ নিচ্ছিলাম। :-B

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩

স্রাঞ্জি সে বলেছেন:

ও আমার ফাস্টবয় সরিইইইইই..... তাড়াতাড়ি হোমওয়ার্ক হাজিরা দিতে এসো।

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: :D

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

স্রাঞ্জি সে বলেছেন:

বেবু কুলললল.........

১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার নাম ভুল করিচ্ছেন মাফ নাই এখন আপনি খা্ওয়ান নইলে খবর আছে কিন্তু

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

স্রাঞ্জি সে বলেছেন:

ওমা নামের এই অবস্থা কেমনে হলো।।।।।।। দুঃখিত ফাতেমা আপু।
আপনার জন্য...... B:-/

১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

কালীদাস বলেছেন: হা হা, এগ্রো-বেসড ডেভেলপমেন্টও কিন্তু সম্ভব ভাই, নজির আছে খুবই ধনী দেশগুলোর মধ্যেও। তাছাড়া মুটামুটি সব উন্নত দেশই এখন এনভায়রনমেন্টের কথা সবার আগে ভাবে নতুন প্রজেক্ট নেয়ার আগে; অলরেডি ব্যাপক ক্ষতি হয়ে গেছে। আপনার ক্ষোভটা বুঝতে পারছি স্পষ্টই, দুর্ণীতি এতটাই ওয়াইডস্প্রেড যে আমারও মাঝে মাঝে এরকম মনে হয়না যে তা না!!

তবে সিরিয়াসলি ভাবছি এখন আপনার লাস্ট পয়েন্টটা নিয়ে। এরকম সমগ্র মানবজাতিকে ট্রাকিং একসময় করা হবে ভবিষ্যতে, হয়ত আমার অগোচরে এখনও করা হয়। আপনার এই পয়েন্টটা এক সেন্সে বেশ যুগোপযোগী হয়ত :#)

২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:১২

স্রাঞ্জি সে বলেছেন:

দেশ এখন এগ্রো-বেসড ডেভেলপমেন্ট নিয়ে সরব হচ্ছে। সাম্প্রতিক এ নিয়ে সেমিনার হয়েছিল কৃষি মন্ত্রণালয়ে। অতি শীঘ্রই হয়ত তা বাস্তবায়নে হবে। আর পরিবেশটা নিয়ে আমাদের সবার ভাবা উচিত। এবং সাধারণ নাগরিকের মাঝে এর সচেতনতা বাড়াতে হবে। না হয় অচিরেই আমরা.......

আমাদের দেশে প্রথমে যে বিচার করার দরকার। তা দুর্নীতি নিয়ে করতে হবে। দুর্নীতিটা আজ সবার কাছে পান্তাভাত হয়ে গেছে।

এই মানবজাতিকে ঠিক করা এই একমাত্র পথ। ট্রাকিং ব্যবস্থাটা যদি কার্যকর হই। আর এ নিয়ে সরকার সঠিকভাবে কাজ তাহলে অনেকটা কিশোর অপরাধ কমে যাবে।

পরিশেষে বলব। কিছু কিছু ইশতেহার দেশের জন্য নই। পরিবারের জন্যও হতে পারে। আমরা আমাদের সন্তানদেরকে পরিবারের কর্তারা না দেখলে। সেই সন্তানরা দেশের জন্য ভাগাড়ে পরিণত হবে।

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪

গরল বলেছেন: উন্নয়নের জন্য কোন বাজেট থাকবে না বা উন্নয়ণ হবে না!..... :(
এমনিতই দেশের যানবহনের যা সংকট তারপর যদি আরো কমিয়ে দেওয়া হয় তাহলে সবাই কি পায়ে হেটে চলাফেরা করবে?
কিছুই মাথায় ঢুকলো না।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:২৪

স্রাঞ্জি সে বলেছেন:
উন্নয়নের জন্য কোন বাজেট থাকবে না বা উন্নয়ণ হবে না!..... :( গড়ল ভাই আপনি সরলভাবে ভাবুন। কেন তা বলেছি। এভাবে আপসেটতো হওয়া যায়না। দেশে উন্নয়ন করার নামে উন্নয়নটা হচ্ছে কোথায়। কাদের পকেট ভারী হচ্ছে। ব্যানার পোষ্টার ফ্যাস্টুন প্লাকার্ড লিফলেটে উন্নয়ন হলে হবে। তার চাইতে এর বাজেট বন্ধ। যতদিন দেশের মন্ত্রীরা ঠিক হয়নি।

আর যানবাহন কমে পেলতেই হবে। আপনি খবরের পাতা খুললেই তো দেখতেছেন। দেশে কি হারে সড়ক দুর্ঘটনা হচ্ছে। বেশি যানবাহন বেড়ে গেছে। যারফলে অদক্ষ ড্রাইভারও বেড়ে গেছে।

পরিশেষ। কুল ম্যান। ঠান্ডা মাথায় ভাবুন। না হয় ঝেড়ে পেলুন।

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭

যোখার সারনায়েভ বলেছেন: ব্যতিক্রমী ইশতেহার !

২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:২৫

স্রাঞ্জি সে বলেছেন:
তা নই কি।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: আমারও বেশ লাগলো ইশতেহারটি। ব্যতিক্রমী মনে হল।

হৃ প্রী শু রইলো।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:২৭

স্রাঞ্জি সে বলেছেন:
হৃদয় থেকে প্রী শু নিবেন।



তা নইকি ব্যতিক্রম।

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: না, এভাবে হয় না। হবে না।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:২৭

স্রাঞ্জি সে বলেছেন:

আপনার চর্বি বেড়ে গেছে। দিনে ছয় ঘন্টা হাঁটেন।

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

রাকু হাসান বলেছেন:

হাহা কিছুটা হাস্যকর হলেও আপনার ইশতেহারের ভেতরকার দিকটা খুব অর্থবহ । আচ্ছা অনেকে ১।২।৩। এভাবে লিখছে এটা মার্কিং করছে ? সামু থেকে বলেছে নাকি এটা ? নাকি পাঠক ইচ্ছা মতো করছে । ?

২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৫৪

স্রাঞ্জি সে বলেছেন:


বাংগালী জাতির এক্টাই সমস্যা। সবকিছু তাদের হাস্যকর মনে হয়। যদিও আপনি ধরেছেন যে আমার পয়েন্টগুলো অর্থবহ। তাহলে আপনি ভাবুন। ঠান্ডা মাথায় ভাবুন।

কাভা ভাইয়ের এই পোস্টে ঘুরে আসতে পারো।

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

হাবিব বলেছেন:




১, ২, ৩..........
ভেরি গুড ১, ২, ৩........
সবই শেষ ......আমি কত বলতাম........?

২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:২৮

স্রাঞ্জি সে বলেছেন:

১৮। ১৮ গুড।।।।।।।।।।।।।

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

আরোগ্য বলেছেন: ৪ নং বেশ ইউনিক লাগলো।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৩০

স্রাঞ্জি সে বলেছেন:

জ্বি। ভাবতে থাকুন।

২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

প্রামানিক বলেছেন: চমৎকার ইশতেহার

২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৩১

স্রাঞ্জি সে বলেছেন:
আমার পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে।

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

সুমন কর বলেছেন: বাহ বাহ.....চমৎকার !!

যারা দুর্নীতি করে, তারা আরো দুর্নীতি করবে...........সেটা যেভাবেই হোক।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৩২

স্রাঞ্জি সে বলেছেন:



আমি মনে করি। উন্নয়ন ভিতরেই তো দুর্নীতি হচ্ছে। তাইনা ভাইয়া।

২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৯

স্বপ্নীল ফিরোজ বলেছেন: Excellent

২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৩২

স্রাঞ্জি সে বলেছেন:

thank

২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

ব্লগার_প্রান্ত বলেছেন: তুমি সমস্যাগুলোকে এমন ভাবে ধরেছো, বলার কিছুই নাই B:-/
তবে ভাই, এই লেখায় কঠিন একটা টাইপো করে ফেলেছো----বহুগামি শিক্ষা!! =p~

২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৫২

স্রাঞ্জি সে বলেছেন:

ভাবার আছে অনেক।

আচ্ছা তাহা কি বহুমুখী হবে।

২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

অপু দ্যা গ্রেট বলেছেন:





দুর্নীতি ঠেকানোর একটাই প্ল্যান

যাকেই অবস্থায় পাওয়া যাবে তখন ই বরখাস্ত । শেষ ইন্সট্যান্ট ।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৩৪

স্রাঞ্জি সে বলেছেন:


রাইট আপু ভাইয়া। তবে তাই হোক।

২৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪২

সূচরিতা সেন বলেছেন: ভালো লাগল।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৩৪

স্রাঞ্জি সে বলেছেন:

ধন্যবাদ

২৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:১০

বলেছেন: ঝেড়ে ফেলে দিলাম।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:১৪

স্রাঞ্জি সে বলেছেন:


আহ লতিফ ভাই। ঝেড়ে ফেলার আগে একবার ভাববেনা না।

২৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: দাদা,ঠান্ডা মাথায় ভাবতেই গেলেই তো মাথা গরম হয়ে যায়।
ঘ নং টা ভাল লেগেছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

স্রাঞ্জি সে বলেছেন:

মাথার উপর বরফ নিয়া ভাবিয়েন।।।।।

২৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
যেই ইশতিহার দেয়েছেন সেটা করলে তো সব রাজনৈতিক দলের লোকজন না খেতে পেয়ে মারা যাবে..

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

স্রাঞ্জি সে বলেছেন:

একদম তাই। দেশের টাকা খেয়ে আর কত ভুড়ি ভাড়াবে বলেনতো এইসব পাঁজিরা।

২৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২০

মাহের ইসলাম বলেছেন: আপনার কথাগুলো যৌক্তিক এবং মুল্যবান, নিঃসন্দেহে।
আশা করি এমন দিন আসবে যখন এমন কথা সবার মুখেই থাকবে।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৮

স্রাঞ্জি সে বলেছেন:

আরে তা তো এখনি অনেকের মুখে মুখে। আপনি শহরের ফুটফাট ধরে হাঁটুন। কিংবা আম জনতার চা চক্রে বসুন। এগুলোই শুনবেন। হাজার মাবাবার আর্তনাদ। আক্ষেপ। সন্তান আজ কোথায় গিয়ে দাঁড়ালো। এমনি হাজার হাজার কান্না আপনার কানে ভেসে আসবে।

আপনাকে অনেক ধন্যবাদ।

৩০| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

বিজন রয় বলেছেন: হ্যাঁ, অনেক ব্যস্ত ছিলাম, ঢাকার বাইরে ছিলাম।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

স্রাঞ্জি সে বলেছেন:

ও। নিশ্চয়ই কাজে। আপনার কবিতার সঙ্কলন কবে পাব।

৩১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

হাসান রাজু বলেছেন: আমার প্রথম তিনজনের মন্তব্য ভালো লাগছে। এইরাম আর ৫/৬ টা ইস্টুডেন পাইলে আপনার ইশতেহার লই ভাগতে হইত।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

স্রাঞ্জি সে বলেছেন:


খেক খেক...... :-0 আন্নেও আহেন। ভাগায় দেশ থেকে।

৩২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

এ.এস বাশার বলেছেন: ভবিষ্যত ইশতেহার ভালো লেগেছে...............





সুজন ভাই কেমন আছেন......

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

স্রাঞ্জি সে বলেছেন:

বাশার ভাই কেমন আছেন বলেন। অনেক দিন পর।


সুজন ভাই ভাল আছে।


৩৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৪

কাওসার চৌধুরী বলেছেন:



ইশতেহার ভাল হয়েছে। রাজনৈতিক দলগুলো আমাদের মাথার উপর ইশতেহার মুলা ঝুলিয়ে রেখে নিজেদের আখের গোছায়। আমরা পাবলিকরা হলাম আবুল। এজন্য সব কিছু জেনেই তাদের ভোট দেই। পরিণামে তারা ইশতেহার চেটেপুটে খায়।

ভাল থাকবেন, কবি।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮

স্রাঞ্জি সে বলেছেন:
আপনি ঠিকই বলেছেন। রাজনৈতিক দলগুলোর ইশতেহার স্রেফ কাগজ ভরপুর করা আর তা বাদামের ঠোঙ্গা বানানো। আর ভোট দেওয়াটা আমাদের বাধ্য করে দেশের নাগরিকত্ব হিসেবে। আমাদের আবুল মার্কা লোকদের একটাই অলস। তা হলো এমপি মন্ত্রীদের থেকে কিছু ছিনিয়ে নিতে পারেনা।

আমরা ভোট দিছি। শেষ আমাদের কাজ। আমরা তাদেরকে ভুড়ি বাড়ানোর পথ সহজ করে দিচ্চি।

৩৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৫

সোহানী বলেছেন: প্রতিটি পয়েন্টে সহমত……...

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

স্রাঞ্জি সে বলেছেন:

সোহানী আপু অনেক ধন্যবাদ। প্রতিটি পয়েন্ট ভেবে দেখবেন।

৩৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৩

শায়মা বলেছেন: ইশতেহার যা ইচ্ছে তা হোক না কিছু
আমার তাতে কি?
এই দেখোনা আমি কেমন চন্দ্র দিয়ে
রুটি রেঁধেছি !!! :)

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১০

স্রাঞ্জি সে বলেছেন:

হা হা, কাদা মাটি দিয়ো রুটি বানানো যায়।

৩৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

শায়মা বলেছেন: যায়!!! কেনো? সুকান্ত যদি পূর্নিমার চাঁদ রুটি বানিয়ে খেতে পারে আমি বানাতে পারবোনা কেনো!!!!!!!!!

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭

স্রাঞ্জি সে বলেছেন:
কেনো নই। যে যার ইচ্ছা তা পারনেনা ক্যান........ :#)

৩৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিছু জিনিস বাদ পড়েছে তারপরেও ভালই হয়েছে।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

স্রাঞ্জি সে বলেছেন:
বাদ পরা জিনিসগুলো ঠাণ্ডা মাথায় ভাবতেছি।।

ধন্যবাদ মাইদুল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.