নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিখ্যাত কেউ নই আমি, অতি ভদ্র কিংবা নষ্টাও নই। মানুষ মাত্র, যা দেখি যা শুনি, তা গিলিয়ে খাই।

স্রাঞ্জি সে

না বলা শব্দ গুলো ফানুশ হয়ে উড়ে বেড়াক নীলাকাশে

স্রাঞ্জি সে › বিস্তারিত পোস্টঃ

কবিতা ✑ স্বপ্নের প্রহেলিকা

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২২




গূঢ়ার্থ সময়গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসে
যখন
কবির আধ্যাত্মিক ভাবনার গভীরে ছেদ পড়ে,
হাজারো কাব্যিকতার পাণ্ডুলিপিতে গড়াগড়ি খাই শব্দের ভারে
তখন
কবির ভবঘুরে মন শুয়োপোকার মত লুকোচুরি করে ঘাড়ে।

কতো নিষ্ঠুর লাগে রাত্রির নিস্তব্ধ গভীরতায়
যখন
মুখোশের আড়ালের মানুষগুলো কুকুরে পরিণত হয়ে যায়,
কবিরা রাতের আঁধারে স্বপ্নের প্রহেলিকায় ডুবে থাকে
তখন
রাজ্যের আণ্ডিলরা নিস্পাপ প্রসূনের উপর লেলিয়ে থাকে।

কি হবে শতসহস্র শব্দের হাজারো পাতার ভাঁজে ভাঁজে
কাব্য গেঁথে।
ধুসর পাণ্ডুলিপিটা পড়ে থাকবে মরচে ধরা টেবিলের উপর
নিথর হয়ে।

তবুও কবির আত্মবিশ্বাস কোন একদিন জেগে উঠবে
নতুন ভোর নতুন ঊষান দিগন্ত জুড়ে,
কুকুরগুলো ফাঁসির দড়িতে ঝুলে থাকবে
ক্রমে ক্রমে একেকটি দিন জুড়ে।

স্বপ্নের ফেরিওয়ালারা হাঁকিয়ে বেড়াবে
গোটা শহর থেকে শহরান্তরে
প্রহেলিকার কাঁটা ভেঙে,
কবি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে একসময়
ক্লান্তিকর জীবনের অবসান ঘটিয়ে
আত্মতৃপ্তির ঢেকুর তুলে।



স্রাঞ্জি (কেউ নিশ্চুপ নই এই নষ্টের ধরণীতে) সে_______!

রি পোষ্ট________ /:)

মন্তব্য ৭৬ টি রেটিং +২২/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩১

গুলশান কিবরীয়া বলেছেন: তবুও কবি কবিতা লিখেই যাবে।

দারুণ সুন্দর কবিতায় ভালো লাগা জানিয়ে গেলাম।

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০২

স্রাঞ্জি সে বলেছেন: তবুও কবি কবিতা লিখে যাবে
ঘোর অন্ধকার বেধ করে।

কবিতা পাঠে ও পছন্দের জন্য কৃতজ্ঞতা। এভাবেই অনুপ্রেরণা দিয়ে যাবেন। _____ ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর। _____ ভাল থাকবেন। ___________ :>

২| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর আবেগ। সুন্দর আবেগ থেকেই সুন্দর কবিতা।

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৪

স্রাঞ্জি সে বলেছেন: আরে রানু ভাই।_____কেমন আছেন???? _____ আপনি শুধু মন্তব্য করে চলে যান কেন। লাইক তাইকও দিয়ে যাইয়েন সাথে।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪০

বলেছেন: আপনার লেখায় মন্তব্য করার সুযোগ পাওয়াটা সৌভাগ্য ----------------------------+++

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৩

স্রাঞ্জি সে বলেছেন: নারে লতিফ ভাই। ভুল বুঝবেন না। ঐ পোস্টটিতে মন্তব্য অপশন বন্ধ করে রাখছিলাম। কেউ তো করতে পারেনি। কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পারছি। মন্তব্য না নিয়ে আমার লেখার মান সম্পর্কে আমি অজ্ঞতায় থেকে যাচ্ছি। তাই ভাবলাম সবার মতামত নিলে আমার কবিতার কোথায় কি ভুল তা ধরতে পারব। এইযে নিচে জাহিদ ভাই কতগুলো ভুল ধরে দিয়েছে। তাহলে এটা আমার লাভই হচ্ছে বৈকি।_______________________________প্লাসে যারপরনাই আনন্দিত হলাম। আপনার অধিক প্লাসে অনুপ্রেরণা যুগায় আরো লেখার জন্য। আশা করি কবিতাটি নিয়ে আপনার কাছে বাচবিচার পেতে পারি। ________ অনেক ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর। ________ ভাল থাকবেন। ______ B:-)

৪| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫২

মনিরা সুলতানা বলেছেন: বিষণ্ণ গোধূলির মায়া কবিতায়!
সব কিছুর পর ও কবি বাঁচে নিজের লেখায়! কবির কবিতায়।

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২২

স্রাঞ্জি সে বলেছেন: বিষণ্ণ গোধূলির মায়া কবিতায় ভর করে আছে বৈকি। হ্যাঁ কবিরাই কবিতার ভাঁজে ভাঁজে বেঁচে অনন্তকাল। যতই বাধা বিপত্তি আসুক কবিরাই সব কিছুর উর্ধ্বে উঠে আসে। হাজার প্রতিকূলতার ভীড় ভেঙে।_______

নিরা আপা। প্রতিটি পোস্টে অনুপ্রেরণা দিয়ে আসছেন। আর ঋণী করে রাখতেছেন। হ্যাঁ, এভাবেই ঋণী হয়ে থাকতে চাই প্রতিটি পোস্টের। ______ অনেক ধন্যবাদ। ও শুভকামনা নিরন্তর। _________ ভাল থাকবেন।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০২

জাহিদ অনিক বলেছেন:
মুখোশের আড়ালে মানুষ, ধূসর পাণ্ডুলিপি, স্বপ্নের ফেরীওয়ালা-- এই টার্মগুলো কবিতায় খুব কমনভাবে ব্যবহৃত হয়ে আসছে, যার ফলে কবিতাটি আমার কাছে একটি গড়পড়তা কবিতা বলে মনে হয়েছে।

তবে, শেষ লাইনটা সুন্দর। যদিও স্রাঞ্জি শব্দটা বিশেষণ বলে ধরে নিলে বড্ড অনর্থবোধক।
শুভেচ্ছা সতত।

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৯

স্রাঞ্জি সে বলেছেন: অনিক ভাই আপ্নার প্রতি অনেক কৃতজ্ঞ। আমি কবিতা লিখার সময় ঐসব শব্দ নিয়ে ভাবিনি। হ্যাঁ, এমন শব্দ কমন। প্রায় কবিতায় ব্যবহার হয়ে আসছে। আমি নিশ্চয় শব্দগুলো ভাবতেছি। তবুও আপনার আরও পরামর্শ চাইব।

না, স্রাঞ্জির শব্দটার বিশেষন নই।

অনেক ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর। অনেক অনেক ভালবাসা রইল আপনার প্রতি।



৬| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছেন।

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৪

স্রাঞ্জি সে বলেছেন: খলিল ভাই কেমন আছেন______????? অনেক দিন আমার পোস্টে আপনার পদধূলি পেয়েছি। অনেক খুশি হলাম। আপনার ভালো লাগানো কবিতায় আর পাঠে। ______আশা করি সুস্থতায় আছেন।

অনেক ধন্যবাদ। ও শুভকামনা নিরন্তর। _______ ভাল থাকবেন ______ B-)

৭| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৬

স্রাঞ্জি সে বলেছেন: সেলিম ভাই আপনার এই ক্ষুদ্র মন্তব্যটিও অনুপ্রেরণা যুগান দেয় শিখার জন্য আরও বেশি বেশি।____ অনেক ধন্যবাদ। ও শুভকামনা নিরন্তর।______ ভাল থাকবেন।

৮| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: অনেক সুন্দর হয়েছে কবিতা।

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৭

স্রাঞ্জি সে বলেছেন: এ.অ.মানুশ আমার ব্লগে আপনাকে স্বাগতম। অনুপ্রেরণা দিয়ে গেলেন। অনেক ধন্যবাদ। ও শুভকামনা নিরন্তর। ভাল থাকবেন।

৯| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো খুব, খুব সুন্দর বলেছেন কাব্য কথায়।

শুভকামনা রইল,

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪০

স্রাঞ্জি সে বলেছেন: নাঈম ভাই। অনেক দিন পর আমার পোস্টে আপনাকে পেয়ে খুশি হলাম। আশা করি ভাল আছেন _____?????

ভাল লাগা জানিয়ে গেলেন দেখে আমারও ভাল লাগতেছে ।

অনেক ধন্যবাদ। ও শুভকামনা নিরন্তর।
______ভালো থাকবেন। _____ ☺

১০| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালোই আছি। তবে দৈনিক আট থেকে দশ'ঘন্টা কম্পিউটার অন করে বসে থাকার পর আর মোবাইল চালাতে মন চায়না, এমনিতেই চোখ মাথা হ্যাঙ হয়ে যায়। তাই বেশিক্ষণ ব্লগে ঘুরতে পারিনা। সেজন্য অনেকের সাথেই তেমন কথা হয় না এখন আর।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৯

স্রাঞ্জি সে বলেছেন: আগে নিজের কাজটা প্রাধান্য দিতে হবে। তারপর অবসরে ব্লগে এসে ঘুরে যাবেন। আর মাঝে মধ্যে আমাদের ব্লগে পদধূলি দিয়ে যাবেন কিন্তু। ______

শুভকামনা নিরন্তর। ভাল থাকবেন সতত।

১১| ২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৮

নজসু বলেছেন:




একটু ব্যস্ত আছি বন্ধু।
তবুও ব্লগে সবসময় লগড ইন থাকি। :-B
ফেব্রুয়ারি থেকে আবার নিয়মিত হবো।
আশা করি ভালো আছো।

২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৪

স্রাঞ্জি সে বলেছেন: আরে ব্যস্ত হয়ে পড়ছ মানে। কিসের ব্যস্ততা। ____ হ্যাঁ তোমাকে দেখি সবসময় বাম সাইডে কিন্তু সবখানে কমই দেখি____ =p~ ____শীঘ্রই ব্যস্ততা কেটে নিয়মিত হবা কিন্তু। হু, ভাল আছি। তবে এই শীতে একটু আধটু সর্দি কাশি না থাকলে ভাল লাগেনা_____ ;)

১২| ২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৭

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
দেরী করে আসলাম। ব্যস্ত ছিলাম কয়েকদিন খুব।
কবিরা তো কবিতা লিখেই যাবে, দ্রোহের কিংবা বিদ্রোহের কিংবা প্রেমের! কারন এই জগতে কবিদের অনুভূতির সবচেয়ে গভীর। কবিদের তো হতাশ হলে চলবে না।
সবার মন্তব্য পড়ুন, বেশ ভালো ভাবে পড়ুন। নতুন কিছু শেখার সব সময়ই সুযোগ থাকে।
ভালো থাকুন আর এই রকম দুর্দান্ত কবিতা লিখে আমাদের উপহার দিন!
শুভ কামনা রইল!

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৮

স্রাঞ্জি সে বলেছেন: শুভ দুপুর নীল ভাই_____♥
হ্যাঁ, ঠিকই বলেছেন। থেমে গেলে হবে না। এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে। কবিদেরকে। তা না হলে কারাই সুন্দর করে জীবন গল্প গেঁথে পারে।________সবার মন্তব্য পড়ার চেষ্টায় করি। আসলেই সহ-ব্লগারদের মন্তব্যগুলো ভাল না পড়লে কিছুই শেখা যাইনা। _____ দুর্দান্ত কবিতা কি এমনি আসে হাতে আপনার অনুপ্রেরণা না পেলে। আপনার অনুপ্রেরণায় তো আরো ভাল করার চেষ্টা করি। _____ এভাবেই কিন্তু অনুপ্রেরণা দিয়ে যাবেন। তা না হলে কিন্তু আপনার সামনে একটি ফুল ঝড়ে যাবে। ______ ;) _____অনেক ধন্যবাদ। আর শুভকামনা নিরন্তর। _______ভাল থাকবেন_____ 8-|

১৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩০

শিখা রহমান বলেছেন: শব্দের খেলা মুগ্ধ করেছে। শেষের স্তবকটা মন ছুঁয়ে গেলো।

শুভকামনা স্রাঞ্জি। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫২

স্রাঞ্জি সে বলেছেন: শিখা আপু_____আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। আপনার মন্তব্যটাও আমার মন ছুঁয়ে গেল। _____ হ্যাঁ আপু। আপনার অনুপ্রেরণায় তো কিছু লিখতে পারি। এই যে আমাকে ঋণী করে যাচ্ছেন। আমার দ্বারাই সম্ভব না এই ঋণ শোধ করার। তবে এই ঋণ বাড়িয়ে যাবেন। আমাকে অনুপ্রেরণা দিয়ে সবসময়।__________ভাল থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।

১৪| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮

হাবিব বলেছেন: স্রাঞ্জি সে ভাইয়ূ, কেমন আছেন??
কবিতায় মন ছুঁয়ে গেলো

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৪

স্রাঞ্জি সে বলেছেন: হু উপরওয়ালারর কৃপায় সুস্থই আছি। আপনি কেমন আছেন????? ______ আপ্নার মন্তব্যটাও আমার হৃদয় ছুঁয়ে গেছে। ______অনেক ভালবাসা নিবেন। আর শুভকামনা নিরন্তর।

১৫| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবি মণ কবিতা----লিখবেই-----------হোক তা--------------ছন্নছড়া

কিংবা---------ভীষণ ----------মুগ্ধ করা-----------

দারুণ---------হয়েছে ----------কাব্যখানা।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০০

স্রাঞ্জি সে বলেছেন: খুব সুন্দর কাব্যিক মন্তব্য করেছেন মাইদুল ভাই। যারপরনাই আনন্দিত হলাম। আমার প্রতিটি পোস্টেই আপনাকে পাই। সবসময় অঅনুপ্রাণিত হয় আপনার মন্তব্যে।___ কবির মত কবিতা লিখে যাবে এইখানে কার আটকানোর সাহস আছে। কবিরা মুক্ত বিহঙ্গ। যদি তার মন কাঁটায় বন্দী না থাকে। ____
অনেক ধন্যবাদ নিবেন। শুভকামনা নিরন্তর। ভাল থাকবেন ______।☺

১৬| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২২

পদাতিক চৌধুরি বলেছেন: কাব্যের বিনুনিতে মুগ্ধ হলাম। তবে কোন সে প্রহেলিকা নয় ; বরং মূর্ত হয়ে উঠুক কাব্যিক হৃদয়।

শুভকামনা ও ভালোবাসা রইলো।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৫

স্রাঞ্জি সে বলেছেন: পদাতিক'দা আপনার পাওয়ার সাথে সাথেই মনটা ভাল হয়ে যায়। কাব্যের আপনার মুগ্ধতা আমার কবিতা লেখার সার্থক বৈকি।______ হ্যাঁ, সেটাই চাই প্রহেলিকার ঘুরেএ ভিতর নই বরঞ্চে কবিরা জেগে উঠুক তার কাব্যিক হৃদয়ে। ________ অনেল ধন্যবাদ। ভালবাসা নিবেন।

১৭| ২২ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সানজু দেখি কবতেও লিকতে পারে!!!;)

#কবিতাঃস্বপ্নের প্রহেলিকা
ঃ পরে একটা স্পেস হবে। (কবিতাঃ স্বপ্নের প্রহেলিকা)

ব্যাকরণ অনুসারে "কবিতাঃস্বপ্নের প্রহেলিকা" শিরোনাম ভূল। সঠিকটা হবে কবিতা: স্বপ্নের প্রহেলিকা। তবে সৌন্দযের বিচারে অনেক জায়গায় :(কোলন) এর পরিবর্তে ঃ(বিসর্গ) ব্যবহার করা হয়।


আমি ব্লগের কবিতা পড়িনা, পড়লেও ঠিকমত বুঝি না, সেটাতো জানিসই।


প্রতিউত্তরে কোন প্রশ্ন করবি না।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৭

স্রাঞ্জি সে বলেছেন: সাঞ্জু কোবতে সেই থেকে লিখে নিজু ভাই। _____ =p~

আপনার কথা মতন করেছি। প্রশ্ন আর করতেছি না। তবে আমাদের না জানিয়ে বিয়েটা যে করে পেলছেন তা কিন্তু ভাল হয়নি। _______

১৮| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৯

স্রাঞ্জি সে বলেছেন: সুমন ভাই খুশি হয়েছি আপনার মন্তব্য পেয়ে। প্লাসে ধন্য।_____অনেক ধন্যবাদ। আর শুভকামনা নিরন্তর। _____

১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪

সনেট কবি বলেছেন: খুব সুন্দর

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮

স্রাঞ্জি সে বলেছেন: ফরিদ ভাই অনে-কদিন পরে আসলে আমার পোস্টে। আপনাকে পেয়ে ভাল লাগলো। কবিতড় প্রশংসায় খুশি হলাম। _____ধন্যবাদ। শুভকামনা নিরন্তর। ______ ভালো থাকবেন।

২০| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: আরে! মন্ডল ব্যাটা বিয়ে করেছে ??

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০০

স্রাঞ্জি সে বলেছেন: হা হা, ইদানীং ব্লগে তিনি ছিলেন না। ছিলেন কিন্তু কমই। তাই ভাবতেছি নিজু দাদা কাম সারাই পেলছে।

২১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৪

স্রাঞ্জি সে বলেছেন: ফাতেমা আপু অনেক অনেক ধন্যবাদ নিবেন। কবিতা পাঠে ও প্লাসে অনুপ্রাণিত হয়েছি। ______ শুভকামনা নিরন্তর। ভাল থাকবেন। ☺

২২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৭

ডঃ এম এ আলী বলেছেন: দারুন হয়েছে কবিতা । তবে কবিতাটির সর্বত্রই দেখি কেবলই কবির বিবিধ দুর্দশা । এটা এখন অবশ্য সারা দুনিয়াব্যপী সমস্য। কেননা পৃথিবীব্যাপী তরুণ কবিদের দুর্দশা চোখে পড়ার মতোই। সব কবিদেরই তরুণ অবস্থায় অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এটা শিল্প-সাহিত্যের শুরু থেকে হয়ে আসছে। আর কবিতা যেহেতু সবচেয়ে বড় শিল্প, সেহেতু এর পেছনে সময় দিতে গিয়ে অন্যদিকে টানাপোড়েন থাকবেই।আর এ টানা পুরনেই কবি গ্রামে বা নগরে আর দেশ দেশান্তরে হন আত্মনির্বাসিত। কবিদের নিরাপদ বাসস্থান হিসেবে চিহ্নিত কোনো জনপদ দুনিয়াতে নেই, যদিউ তার নিবিষ্টতা দরকার, প্রয়োজন আত্মমগ্নতা। একজন কবি অনেক কিছুরই সমীকরণ করতে জানে, কিন্তু সে বলতে পারে না সে কী কী করবে আর কী কী করবেনা না। কবিতায় উচ্ছ্বাস থাকলেও কোন একটি পর্বে বা পরতে কবিতাটি খাঁটি দার্শনিকতায় ঋদ্ধ হয়ে উঠে। তইতো দেখা যায় কবিতায় কোন কোন কবি বলেন কবিতায় কেউ কেউ আশ্রয় খোঁজে নিরাশায়, যা কিনা কড়া তামাকের মতো মিষ্টি, যেন বিনাশের সময় পান করা এক গেলাশ ভোদকা। তবে অনেক কবিদেরই কপালে জোটে বিশ্বনিন্দুকের ভাষা, কারণ চোখ মেলেই দেখে তাঁরা শুধু আগুনের ঝলক, নিধন আর ধ্বংস, শুধু অবিচার লাঞ্চনা আর হামবড়াদের হাস্যকর লজ্জা । তাই কবিদেরই ওপর বর্তেছে অন্যদের উপর প্রতিশোধ নেবার দায়, আর নিজের ওপরও, কারণ কবিরা নিজের জন্য কোনো মুনাফা কখনো নিঙড়ে নেয়না ।জীবনবোধটাই কবিতার ইতিহাসে অনেক মূল্যবান। আর এই জন্য পৃথিবীর অধিকাংশ মহৎ কবিদের জীবন হচ্ছে দুর্দশা আর লাঞ্ছনার ইতিহাস।
তাই ভয় নাই নিবিষ্ট মনে লিখে যান কবিতা ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৭

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় আলী ভাইয়া। খুব সুন্দর গোছানো একটি মন্তব্য করেছেন। যা আমার কবিতার/পোস্টের চাইতে অনেক মূল্যবান। যারপরনাই আনন্দিত এবং সাথে সাথে খুব দুঃখপ্রকাশ করতেছি এই জন্য যে, অতিবিলম্বিত হয়ে গেছে আপনাকে প্রতিমন্তব্য করতে।________ কবিতার প্রশংসায় অনেক অনেক আপ্লুত হয়েছি। তবে যে কবিতার পরতে পরতে দুর্দশার ছবি আঁকা হইছে। যার জন্যে সত্যিই মর্মাহত। কেন যে মনটা বিষাদে বিষাক্ত হয়ে উঠে দেশের পরিবেশ পরিবর্তন দেখে। _____ এরপরে যে অনেক কথায় বলে গেছেন কবিদের মর্মান্তিক জীবনযাত্রা নিয়ে। যা আমার আর বলার অপেক্ষা রাখেনা। এমনভাবে কবি অথবা কবি প্রেমিরাই বলতে পারে। _____ আপনার তাই ভয় নাই নিবিষ্ট মনে লিখে যান কবিতা। এই লাইনটায় আমার চিরদিন মনে গেঁথে থাকবে। ভয় কে পুঁজি করে কেউ সামনে অগ্রসর হতে পারেনা কোনদিন। সাফল্য অর্জন করতে হলে ভয়কে এড়িয়ে চলাটাই প্রধান।

অনেক ধন্যবাদ। আর অনেক ভালবাসা প্রিয় ভাইয়ের প্রতি। আপনাকে আমার কোন পোস্টে এই প্রথম পেয়েছি। আশা করব সামনে পোস্টে কিংবা রেখে আসা কোন পোস্টে আপনাকে পাব।

আপনার প্রথম পোস্ট 'একুশের চিরায়ত স্লোগান' এ একটা মন্তব্য রেখে আসছি। আশা করি দেখবেন।

ভাল থাকবেন। শুভকামনা নিরন্তর।

২৩| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৪

মনের রঙিন স্বপ্নগুলো বলেছেন: ভাইয়া অনেক ভাল লাগলো কবিতাটা।অনিন্দ সুন্দর।

২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৮

স্রাঞ্জি সে বলেছেন: আপনার ভাল লাগলো জেনে আমার মনটাও আনন্দিত হলো। অনিন্দ্য সুন্দর। আহ! এখানেই আমার অনুপ্রেরণা। এভাবেই লিখার জন্য মনে জো পাই।

অনেক ধন্যবাদ আর শুভকামনা নিরন্তর। _____ ভাল থাকবেন।

২৪| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৩

জুন বলেছেন: কবিতায় ভালোলাগা রইলো স্রাঞ্জি স্রে । যদিও রাজ্যের আন্ডিলরা প্রসুনের ------থাকে কথাটির অর্থ বুঝতে পারলাম না :(
অবশ্য কবি নই বলেই হয়তো বা দারুন অর্থবোধক শব্দটির অর্থ অজানা আমার কাছে ।
১৭তম ভালোলাগা :)
+

২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৯

স্রাঞ্জি সে বলেছেন: জুন আপু আপনার মন্তব্য পেয়ে খুশি হয়েছি। কবিটা যে আপনার ভাল লাগলো। এটাই আমার বট পাওয়া। লিখার অনুপ্রেরণা।

জানি না দারুণ অর্থবোধক কিনা। তবে লাইনটার সারমর্ম হচ্ছে। আণ্ডিলরা/ধনীরা নিস্পাপ প্রসূন/ফুলের উপর ঝাপিয়ে পড়ে। এককথায় আমাদের সমাজের তথাকথিত কিছু ধনী ব্যক্তিরা যে নিষ্ঠুরভাবে মেয়েদের উপর অত্যাচার করে।

আশা করি আপনাকে বুঝাতে পেরেছি জুন আপু। ভুল হ্লে কিন্তু বলে দিবেন।

১৭ তম ভালোলাগায় আমিও আনন্দিয় হলাম। এভাবেই অনুপ্রাণিত করে যাবেন।

অনেক ধন্যবাদ। শুভকামনা নিরন্তর। _____ ভাল থাকবেন।

আপনার দ্বিতীয় কিংবা তৃতীয় পোস্ট শিরোনাম নেই একটা মন্তব্য রেখে আসছি। সুযোগ হলে আশা করে দেখে আসবেন।

২৫| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০১

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অসাধারণ।।শুভকামনা।।

২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

স্রাঞ্জি সে বলেছেন: অনেক কৃতজ্ঞতা কবিতা পাঠে। আর আমার ব্লগে স্বাগতম। এভাবেই অনুপ্রাণিত করে যাবেন। মন্তব্য করে।_____অনেক ধন্যবাদ। শুভকামনা নিরন্তর। _______ ভাল থাকবেন_______☺.

২৬| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১০

অপু দ্যা গ্রেট বলেছেন:



এক খানা বই পাওয়া যাবে কবে ?

এবার আসবে নাকি আরও অপেক্ষা করব ।

আমি কবিতার মানুষ নই তবে কবিতা পড়তে ভালবাসি ।

প্রতিটি শব্দ ও লাইন কিভাবে যেন মনে গেথে যায় ।

২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০০

স্রাঞ্জি সে বলেছেন: আরে অপু ভাইয়া _____ তুক্কো মহাপুরুষ ভাইয়া ____ =p~ অনেক পরে পেলাম আমার পোস্টে। মহাপুরুষ এই গরিবের গৃহে পদধূলি দিয়েছেন দেখে কে না খুশি না হয়ে থাকতে পারে। কন তো। °°___°_ হা হা হা যুগ যুগ যে অপেক্ষা করতে হবে তার জন্য আগেভাগে দুঃখিত কইয়ে দিচ্ছি। ________ হুম,
এক্কেবারে ঠিল কথাটাই বলছেন। কবিতার প্রতিটি লাইন শব্দ ছন্দ কেন জানি মনে গেঁথে যায়।

কবিতা পাঠে ও মন্তব্যে অনেক ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর। _____ভাল থাকবেন____☺

২৭| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন: স্রাঞ্জি (কেউ নিশ্চুপ নই এই নষ্টের ধরণীতে) সে_______!

- আপনার সরব হবার অপেক্ষায় - - - - -

২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

স্রাঞ্জি সে বলেছেন: ঠাকুর'দা আমি আনন্দিত আপনাকে পেয়ে। আমার প্রতিটি পোস্টেই আপনাকে পাই। অনুপ্রেরণা দিয়ে যান। খুব ভাল লাগে। _____ হ্যাঁ, সরব হবার অপেক্ষায় সবাই। আমি আপনি সবাই। সবাই সরব তো আছেই। তবে মাঝেমধ্যে স্বার্থের জন্য সরব হতে পারেনা।

দাদা। অনেক ধন্যবাদ। কবিতা পাঠে ও মন্তব্যে। _______ অনিঃশেষ শুভকামনা।

২৮| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ কবিতাখানি।
আবেগের নিদারুন প্রতিচ্ছবি রেখে গেলেন।
ভালো থাকবেন। কবিদের জন্য শুভকামনা।

২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

স্রাঞ্জি সে বলেছেন: সৌরভ ভাইয়া অনেক খুশি হয়েছি আমার পোস্টে আপনাকে দেখে।________ হ্যাঁ, তাই তো আবেগের নিদারুন প্রতিচ্ছবি কবিতায়। আমার চারপাশ দেখলেই মনটা হাহাকার করে উঠে। কি হচ্ছে। আর আমরা কবিরা কবিতা লিখে যাচ্ছি ঠিকই। তবে প্রভাবটা যেন পড়তেছে না। ____

অনেক ধন্যবাদ কবিতা পাঠে ও মন্তব্যে।_____অনিঃশেষ শুভকামনা।

২৯| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

জুন বলেছেন: না না কোন ভুল হয় নাই বুঝতে সাঞ্জি স্রে #:-S
আন্ডিল অর্থ টাকার বান্ডিলের মালিক ;)
:P

২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

স্রাঞ্জি সে বলেছেন: জনু আপু আবার আসছেন দেখে ভালো লাগতেছে। _______ হা হা হা, আমি হাসতে হাসতে শেষ। =p~ হুম, টাকার বান্ডিলের মালিক। হা হা হা।

আপু আপনার এই পোস্টে একটা মন্তব্য রেখে আসছি। সময় সুযোগ করে দেখে আসবেন। তবে অতি মূল্যবান না। :-B view this link

আবার আসার জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন _____☺।

৩০| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৫

আহমেদ জী এস বলেছেন: স্রাঞ্জি সে,



কিছুই হয়না পাতার ভাজে ভাজে কাব্যের জাল বিছিয়ে! কবিতার প্রহেলিকায় পড়ে শুধু স্বপ্নের ফেরিওয়ালার মতো ঘুরে মরতে হয় শহরের পথে পথে।

প্রহেলিকাসম সুন্দরতা নিয়ে আচ্ছন্ন ছিলো কবিতাটি, কেবল ১২ নম্বর লাইনটিই ছন্দপতন ঘটিয়েছে।

আর "গড়াগড়ি খাই শব্দের ভাড়ে" এখানে মনে হয় "ভার" হবে।
"....ফাঁসির দড়িতে ঝুলিয়ে থাকবে..." ঝুলে " থাকবে মনে হয় ঠিক হতো।
শহুর শব্দগুলি শহর হলে ভালো হয়।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:০৪

স্রাঞ্জি সে বলেছেন: আহমেদ ভাইয়া প্রানবন্ত একটা মন্তব্য রেখেছেন। আপনার মন্তব্য না পেলে পোস্টটা অপূর্ণ থেকে যায় সবসময়। _____ আমি যারপরনাই আনন্দিত যে আপনার মন্তব্য পেয়ে। এভাবেই অনুপ্রাণিত করে যাবেন প্রতিটি পোস্টে।

কিছুই হয়না। তবে সেকালে হয়েছিল নজরুল সুকান্তের হাফিজের কাব্যে। তাঁরা বদলাতে পেরেছিল কাব্যের প্রহেলিকার বেড়াজালে। কিন্তু আমরা একালের তরুণ প্রজন্মরা হতাশার জালে ডুবতে হচ্ছে।

ভাইয়া, শব্দ গুলো চিন্তা করে দেখলাম। ভুলই হচ্ছে। তাই এডিট করে দিয়েছি। অনেক অনেক কৃতজ্ঞতা। আর বারো নম্বর লাইনটা ছন্দটা আনতে অক্ষম এই অধমের। তাই ঐটা নিয়ে আর চিন্তা করতেছিনা তবে আপনার কাছ থেকে আশা করি দিকনির্দেশনা পেতে পারি।

অনেক ধন্যবাদ ও ভালবাসা নিবেন। _____ অনিঃশেষ শুভকামনা। ভাল থাকবেন। ______☺



৩১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০১

অলিভিয়া আভা বলেছেন: খুব সুন্দর কবিতা । ভালো লেগেছে

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫

স্রাঞ্জি সে বলেছেন: অলিভিয়া আপনারভালো লাগছে জেনে আনন্দিত হলাম। _______পাঠ ও সুন্দর মন্তব্য রেখেযাওয়ায় অনেক ধন্যবাদ নিবেন। _______অনিঃশেষ শুভকামনা।

৩২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৩

সিগন্যাস বলেছেন: কবিতা তো অস্থির হয়েছে। বিশেষ করে শেষের কথা গুলো আমার ভালো লেগেছে। তবে মরে গিয়েও কি তৃপ্তি পাওয়া যায়?আমার তো মনে হয়না।যায়হোক দেরি করে আসার জন্য দুঃখিত ভায়া।কেমন আছেন?

৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩১

স্রাঞ্জি সে বলেছেন: আরে এ যে আমাদের ভৌতিক ভাইয়া। কত্তোদিন পরে আপনাকে পেলাম এই অধমের লেখায়। ___ হু ভালো আছি, আপনি??? মাঝে কই হাওয়া হয়ে গেছিলেন??? __ না না কোন দুঃখিত নই। এই যে ভাইয়া কে পাইছি। এটাই অনেক। অনেক অনুপ্রেরণার।

তবে কবিরা মরে গিয়েও যদি তৃপ্তি না পেলে। কিছু করার নাই। সব ছেড়ে তো যেতেই হবে। মৃত্তিকার কূলে।

অনেক ধন্যবাদ নিবেন পাঠ ও মন্তব্যে। ______ অনিঃশেষ শুভকামনা। ভালো থাকবেন ভাইয়া_______.

৩৩| ২২ শে জুলাই, ২০১৯ রাত ১১:৫৬

রাকু হাসান বলেছেন:

একদম নিশ্চুপ হয়ে গেলেন সাঞ্জি ভাই । মিস করি । :( কেমন আছেন ?

২৩ শে জুলাই, ২০১৯ রাত ৯:৩০

স্রাঞ্জি সে বলেছেন:
আরে রাকু ভাই, এইই পিচ্ছিটারে মনে রেখেছেন দেখে যারপরনাই খুশি হলাম।____ নিশ্চুপ হলাম কই। পড়াশোনায় একটু ব্যস্ত। এই আরকি। আর ব্লগে ভিপিএন তিপিএন ঝামেলায় তেমন একটা লগিন করা হয়না। তবে নিয়মিত ব্লগে থাকি। পড়ি সবার লেখা। ____ হুম, ভালো। আপনার কি খবর????? আপনাকেওওওও অনেক মিস করি ভাই।

৩৪| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৯:৪৫

রাকু হাসান বলেছেন:

পড়াশোনায় ব্যস্ত থাকলে সেটা ভালো । আপনিও ভুলেন নি আমাদের সেটা জেনে ভালো লাগছে । মনে না রাখার কোনো কারণ নেই । আমরা নবীনরা তো প্রায় এক সময়েই এসেছিলাম সামুতে । তাই বন্ধন আরও গভীর হওয়ার কথাই । আমি ভালো আছি ভাই। আপনার সাথে কথা হয়ে ভালো লাগছে ।

০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২২

স্রাঞ্জি সে বলেছেন: সামনে ইন্টার সেকেন্ড ইয়ারের পরীক্ষা। তাই পড়ালেখায় একটু সময় বেশি দিই।

ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন।

৩৫| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৮:৫৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: সাঞ্জি ভাই,কেমন আছেন? আপনার কবিতা পড়লাম। ভালো লেগেছে।

মাঝেমধ্যে দেখা যায়, তবে চুপচাপ! পড়ালেখা নিয়ে ব্যস্ত নাকি?!

০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৫

স্রাঞ্জি সে বলেছেন:
জুনায়েদ ভাইয়া। আগে বলেন আপনি কেমন আছেন। অ-নে-ক দিন পর আপনাকে পেলাম আমার পোস্টে। ______ হু, আমি ভালোই আছি। আর সামনে পরীক্ষা কাছে আসতেছে যতযত।

৩৬| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
মাঝখানে একমাসের মতো ব্লগে ছিলাম না, তাই.....
পরীক্ষার প্রস্তুতি কেমন? আশাকরি ভালো। তবুও বললো, পুরু মনযোগ পড়ালেখায় দাও। এবং পরীক্ষা শেষ হওয়ার পর ব্লগে নিয়মিত হও।

শুভকামনা নিরন্তর।

০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:০৭

স্রাঞ্জি সে বলেছেন:
ওহু, আপনি মাঝেসাঝে কই হারিয়ে যান বলেন তো। তব এখন আপনাকে নিয়মিত দেখা যাচ্ছে, দেখে ভালো লাগতেছে। ______ পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আআশীর্বাদ করবেন ভাই। _____

আবার আসার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞ। অনেক অনেক ভালো থাকবেন, আমার জুনায়েদ ভাইয়া।

৩৭| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫৭

মাহের ইসলাম বলেছেন: ভাই, একাধিকবার পড়ে তারপরে কিছু বুঝলাম।
কবিতা যে কেন আমার এতো কঠিন লাগে?

শুভ কামনা রইল।
ভালো থাকবেন।

০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:১০

স্রাঞ্জি সে বলেছেন:
আরে ভাইয়া মেলা দিন পর পাইলাম আমার পোস্টে আপনারে। ____ কবিতা এতো কষ্টে করে পড়ত্র হওয়ায়, সত্যিইইই আমি ভীষণ লজ্জিত। সামনে দেখি সহজ করে নিয়ে আসবোনে। ______ তো ভাইয়া কেমন আছেন????

৩৮| ০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:২৮

মাহের ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ, ভালো আছি।

আমার কথায় কবিতা সহজ করবেন না কিন্তু।
কবির একটা নিজস্ব লেভেল আছে না। পাঠকের উচিৎ, ঐ লেভেল পৌঁছানোর চেষ্টা করা।
এই যেমন আমি। একবারে বুঝি নাই। তাই কয়েকবার পড়ছি।

ভালো থাকবেন।

০৯ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৩

স্রাঞ্জি সে বলেছেন: মাহের ইসলাম _____ ভাই।

ঠিক বলেছেন, পাঠকের উচিৎ নির্দিষ্ট একটা লেভেলে যাওয়ার চেষ্টা করা। তবে লেখকের ও উচি যে বোধগম্য কথার পসরা সাজানো। তবে দুজনেই মধ্যেই সীমাবদ্ধতা থাকবে। পাঠককে বলতে হবেনা আর, কবি বন্ধু, কি লেখছ, কিছুতো বুঝিনা।

যাক। আপনার কথাও পেলনার নই।

আবার এসে সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ায় অশেষ ধন্যবাদ।
ভালো থাকবেন সতত। ______ :-0

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.