নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবল আবেগ আমার নিয়ন্তাসচেতন তবুও এক নি:শ্বাসে লিখে ফেলতে চাই একটি মহাকাব্যচোখের নিমেষেই মুছে ফেলতে চাই সকল অশুভ চরিত্র।কান্ডজ্ঞানহীনের মতোউন্মোচিত করতে চাই সত্যকে। মনে উচ্চাকাঙখা--শ্রেনী সংগ্রাম। আমাকে অনুসরণ করবেন না নাস্তিক, অপরিবাররিক, অসামজিক, দেশদ্র

আমি কি মানুষ

নামে মানুষ কামে নই, অগোচালো ভাবনা, নিজে কে মানুষ হিসাবে পরিচয় দিতে আছে সংশয়

আমি কি মানুষ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবী ধ্বংসের জন্য মানুষ নিজেই যতেষ্ট

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

শান্তির ধর্ম ইসলাম। এই শান্তির ধর্ম গ্রন্থে উল্লেখ আছে পৃথিবীর একদিন ধব্বংস হয়ে যাবে। মহান আল্লাহ তায়াল র্নিদিষ্ট একদিন সমস্ত পৃথিবী ধ্বংস করে দিবে এবং মানুষের পাপের বা অপকর্মের শাস্তি দিবে। এই ঘোষনা শুনে আসছি সেই জন্মলগ্ন থেকে তাই নিজের অনেক কাজ র্কমে মন খারাপ কাজ করার ইচ্ছা করলও করতে পারি না কারণ মহান আল্লাহর শাস্তি ভয়ে। যে শাস্তি সব চেয়ে বড় কঠিন বলে উল্লেখ আছে সেই ধর্ম গ্রন্থে । আর এ কথা গুলো যাদের মুখ থেকে শুনে ছিলাম , বর্তমান বয়সে এসে দেখছি আসলে যারা বা যেই গোষ্ঠী বা দল বলেছিল, তাদের ৯৫% শতাংশ লোক তাদের নিজেদে কর্মকান্ডে সেই মহান আল্রার শাস্তি কথা মন করে দৈনদিন জীবন যাপন করে না। অন্য দিকে হঠাৎ সেই ইতিহাসের মহা ধধ্বংসের কথা আজ মনে করে দিল যার নাম শুনলে পৃথিবীর মানুষ শিউরে উঠে, সেই ১০০ বছর আগে জাপানে আমেরিকার পরমাণু বোমা হামলা। আজ আর একটি পত্রিকার সংবাদ দেখলাম তার বিস্তারিত পড়ে যা মনে হলে পৃথিবী ধ্বংসের জন্য আর মহাল আল্লাহর দরকার নাই। এই পৃথিবী ধ্বংসের জন্য এই খানে বসবাসকারী মানুষই যতেষ্ট । নিউজের লিংকটি আপনাদের জন্য দিলাম পরমাণু বোমার কাছে হাইড্রোজেন বোমা ‘দানব’! সকল উন্নত রাষ্ট্র যেভাবে পৃথিবীর মানুষ ধ্বংসকারী অত্যাধুনিক অস্ত্র তৈরী প্রতিযোগীতা করছে তাতে সেই প্রবাদ পাল্টে যাবে মনে হচ্ছে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৩

বিপরীত বাক বলেছেন: যে শাস্তি সব চেয়ে বড় কঠিন বলে
ঘোষনা আছে সেই ধর্ম গ্রন্থে। এ কথা
গুলো যাদের মুখ থেকে শুনে ছিলাম ,
বর্তমান বয়সে দেখছি আসলে যারা বা
যেই গোষ্ঠী বা দল বলেছিল, তাদের
৯৫% শতাংশ লোক তাদরে নিজেদে
কর্মকান্ডে সেই মহান আল্রার শাস্তি
কথা মন করে দৈনদিন জীবন যাপন করে
না।


নিরেট সত্য কথা। ভাববার বিষয়ও বটে।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

বিপরীত বাক বলেছেন: ৯৫% না ওটা হবে ৯৮.৬৮%

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

জাহিদ নীল বলেছেন: সত্য কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.