নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবল আবেগ আমার নিয়ন্তাসচেতন তবুও এক নি:শ্বাসে লিখে ফেলতে চাই একটি মহাকাব্যচোখের নিমেষেই মুছে ফেলতে চাই সকল অশুভ চরিত্র।কান্ডজ্ঞানহীনের মতোউন্মোচিত করতে চাই সত্যকে। মনে উচ্চাকাঙখা--শ্রেনী সংগ্রাম। আমাকে অনুসরণ করবেন না নাস্তিক, অপরিবাররিক, অসামজিক, দেশদ্র

আমি কি মানুষ

নামে মানুষ কামে নই, অগোচালো ভাবনা, নিজে কে মানুষ হিসাবে পরিচয় দিতে আছে সংশয়

আমি কি মানুষ › বিস্তারিত পোস্টঃ

নষ্ট সংকর জাত

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৭

অামরা আসলে কি বাঙ্গালী জাতি নাকি কোন নষ্ট সংকর জাত। আমরা নিজের দেশের উন্নয়নের নামে নিজের পেট ও পেটের নিচের চিন্তায় ব্যস্ত। এই দুই জিনিসের জন্য আমরা অন্য একজন মানুষকে হত্যা করতে বিন্দু মাত্র চিন্তা করিনা। আজ যারা বলছে এনাজি ডিংক স্পীড় এর মত বিজ্ঞাপন দিয়ে আমরা উন্নয়ন করছি। আসলে কি উন্নয়ন ?!! এ জাতির উন্নয়নের জন্য সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আসলে করছে না। শুধু রাস্তা ঘাট, ওভার ব্রিজ আর প্রতিপক্ষ ধমন করছে। যে উন্নয়নে তাদের পকেটে মোটা অংকের কমিশন ঢুকবে শুধু তা করছে। বিগত দিনেও দেখেছি তারা যেরকম লুটপাট করেছে এরাও একই রকম। এরা সবাই মুদ্রার এপিঠ ও পিঠ মাত্র। একজন এক এক দেশের দালাল এরা নামে মাত্র বাংলাদেশী। বিগত ত্রিশ বছরের তাদের কর্মকান্ড ভালভাবে মিলিয়ে দেখলে আমার আবেগ বা দুঃখগুলো কেন সহজে আপনার বুঝতে পারবেন। আমাদের উন্নয়নের জন্য যে জিনিস গুলো সব চেয়ে বেশি গুরুত্বর্পূণ সেগুলোর কোন উল্লেখযোগ্য উন্নয়ন করছে না। খুব সিম্পল একটি উদাহারন একখনও পর্যন্ত ইন্টারনেট সংয়োগটি নিরবছিন্ন করতে পারে নি। যে কোন দেশের উন্নয়নের জন্য সর্ব প্রথম যেগুলো দরকার তার মধ্যে ১। কর্মসংস্থান, ২। বিদ্যুৎ, ৩। ইন্টারনেট, ৪। নিরাপত্তা, ৫। সঠিক বিচার ব্যবস্থা, ৬। প্রযুক্তি সম্পন্ন জ্ঞান/শিক্ষা, ৭। প্রতারণাহীন চিকিৎসা, ৮। নিরাপদ যোগাাযোগ ব্যবস্থা এবং অন্যান্য। যেগুলোতে তাহাদের লাভ তারা তাই করছে। আসলে ‍সব উন্নয়ন উন্নয়ন নামক খেলা!! তাইতো বলছি সঠিক সংকর জাতের গুরু নিদিষ্ট পরিমান দুধ দেয়, নির্দিষ্ট সময়ে অন্তসত্তা হয় এবং বাচ্চা প্রসব করে। আর আমরা জাতি হিসাবে আমাদের যে নিদিষ্ট উন্নয়ন করা দরকার তাই আমরা ঠিকামত করছিনা। তাইতো আজ আমরা নষ্ট সংকর জাত।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৭

চাঁদগাজী বলেছেন:


অনেক কথা লিখেছেন; আজকাল সব জাতিই শংকর।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০১

আজাদ মোল্লা বলেছেন: একেই বলে দাঁত ভাঙ্গা জবাব সুন্দর ।
ভাইজান কি রাগ করেছেন আমার উপর ।
দুঃখিত আমি , অনেক সুন্দর জবাব দিলেন ।
আর পোস্ট নিয়ে লিখার কিছু নেই কারণ সত্য সব সময় সত্যিই হয় ।
একটি প্রতিউত্তরের জবাবে একটি পোস্ট আইডিয়া সুন্দর ।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

প্রামানিক বলেছেন: অনেক বাস্তব কথাই বলেছেন। ধন্যবাদ

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

আমি কি মানুষ বলেছেন: ধন্যবাদ প্রমানিক ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.