নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবল আবেগ আমার নিয়ন্তাসচেতন তবুও এক নি:শ্বাসে লিখে ফেলতে চাই একটি মহাকাব্যচোখের নিমেষেই মুছে ফেলতে চাই সকল অশুভ চরিত্র।কান্ডজ্ঞানহীনের মতোউন্মোচিত করতে চাই সত্যকে। মনে উচ্চাকাঙখা--শ্রেনী সংগ্রাম। আমাকে অনুসরণ করবেন না নাস্তিক, অপরিবাররিক, অসামজিক, দেশদ্র

আমি কি মানুষ

নামে মানুষ কামে নই, অগোচালো ভাবনা, নিজে কে মানুষ হিসাবে পরিচয় দিতে আছে সংশয়

আমি কি মানুষ › বিস্তারিত পোস্টঃ

সাবধান কিছু পড়তে গিয়ে দাঁত ভাঙ্গতে পারে!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

আমার জানা মতে আঞ্চলিক ভাষার জন্ম
চট্টগ্রাম এ এবং মৃত্য হয়েছে সিলেটে
কিন্ত
প্রমথ চৌধুরী বলেছিলেন,
"বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে,
নিহত হয়েছে চট্টগ্রামে"....
হয়ত অনেকে ঘৃণা করে এ ভাষাকে
কারণ হচ্ছে
তারা এই ভাষা রপ্ত করার জ্ঞান নিয়ে জন্ম গ্রহন করেনাই। ( তবে তাদের কে ছোট করার লক্ষে বলছিনা।)
যাহাই হউক,
চট্টগ্রামের মানুষ হিসেবে ব্যপারটা
আসলেই চিন্তা করার মত। সত্য বলতে কি
বাংলা ভাষার সাথে চট্টগ্রামের ভাষার ৭০ ভাগই নূন্যতম মিল নেই।।
যেমনটা ধরেন:
মুরগীকে চট্টগ্রামের ভাষায় বলে "কুরো"
মোরগ কে বলে " লাতা কুরো"..
শালিক পাকিকে বলে "দেচ্ছো"..
তেলাপোকাকে বলে "তেইল্লেচুরা" কাককে "হাউওও"
টয়লেটকে "টাট্টি"
খারাপ মানুষকে "জারগো"
মাউলানাকে "মুলিছাফ"
পেয়ারাকে "গুয়াছি"
শিমের বিচিকে "হাইস্যে" সমুদ্রকে "দইজ্জে"
ইত্যাদি ইত্যাদি...।
আর চট্টগ্রামের ভাষায় এমন কিছু এপিক
এক্সপ্রেশন আছে যা শুধু বাংলা কেন!
পৃথিবীর
কোন ভাষায় অনুবাদ করা যাবে না। যেমন ধরেন :
অবাইজ্জেকুদা!!
আত্তামারেবাপ!!!
মাইল্লেফিরে!!!
অবাজিরে!!
উম্মারেম্মা। এরকম আরো শত শত এক্সপ্রেশন।
তাছাড়া চটগ্রামের প্রবাদ গুলোও পুরোপুরি
ভিন্ন
যেমন " পুন্দত নাই তেনা, মিডে দি ভাত
হানা" (পাছায় কাপড় নেই, তাও মিঠা
দিয়ে ভাত খেতে চায়).. ফুয়াদেল্লাই ছাড়িত ন পারির,
কেড়ারলাই গিলিত ন পারির।
বাংলা অনুবাদঃ
স্বাদের জন্য ছাড়তে পারছি না, কাঁটার
জন্য
গিলতে পারছি না।। হাত পাঁচ চইদ্দ, দুই টিয়া নইদ্দো।
বাংলা অনুবাদ; সাত পাঁচ চৌদ্দ, দুই টাকা
দিয়ো না।।
ঘরের গরু ঘাড়ার খের ন হায়।
বাংলা অনুবাদঃ ঘরের গরু সামনের মাঠের
ঘাস খায় না।
বাইন দুয়ারদি নো আইসস তুয়ই, নিশির কালে
মা- বাপরে, লাগাই দিব মাইন্যাসে দেখিলে।
(রাতে তুমি বান্দার দরজার সামনে দিয়ে আসিও না,
মানুষ যদি তোমায় দেখে পেলে তবে মা- বাবাকে বলে দিবে) । এরকম হাজারো প্রবাদ আছে। যা বাংলা
ভাষায় বুঝে নেয়া অনেক কঠিন।।
মানুষ এই ভাষা কে কঠিন,কুৎসিত, যে যাই
বলুক, এটিই আমাদের মায়ের ভাষা। এ ভাষা
শেখা যায় না। যুগের পর যুগ মানুষ চট্টগ্রাম
থেকেও এ ভাষা আয়ত্ত করতে পারেনা।। এ ভাষা জন্ম থেকে আয়ত্ত
করতে হয়।।।
বেঁচে থাকুক চাটগাঁইয়া ভাষা অনন্ত কাল।
" চিটাংগে ভাষা, আঁরার গর্ব"

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১২

আলী বলেছেন: বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে,নিহত হয়েছে চট্টগ্রামে

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৯

বিপরীত বাক বলেছেন: হুমম।
কাঠখোট্টা মটমট ভাষা।

৩| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:১২

আমি কি মানুষ বলেছেন: সকল পাঠককে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.