নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংবর্ত

আমি এই ব্লগের নীতিমালা মেনে আমার সৃজনশীলতা বিকাশের চেষ্টা করব

সুব্রত মল্লিক

আমি একজন শিক্ষক...শিক্ষকতার পাশাপাশি পড়তে লিখতে ভালোবাসি..

সুব্রত মল্লিক › বিস্তারিত পোস্টঃ

অভিনন্দন নূর ইমরান মিঠু (পিঁপেড়ে বিদ্যার নায়ক)

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১২

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০০৩ সালে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের যাত্রা শুরু হয় আমাদের ০৩ ব্যাচের হাত ধরে...ক্লাস শুরু হওয়ার পর থেকে একটা বিষয় দেখে আমার খুব মজা লাগত। আর সেটা হলো একটি ক্লাস শেষ হওয়ার পর স্যার-ম্যাডামরা যখন ক্লাস থেকে বের হতেন তখন আমাদের ব্যাচের কয়েক বন্ধু-বান্ধবী স্যার-ম্যাডামদের পেছন পেছন হেঁটে যেত নতুন কিছু জানার জন্য...পরীক্ষার রেজাল্ট ভালো করার পরামর্শ নেওয়ার জন্য...সবাই রেজাল্ট নিয়ে অস্থির...যেভাবে হোক ভালো জিপিএ নিতে হবে...পজিশন দখল করতে হবে...তবে এর মধ্যে কয়েকজন ছিল ব্যতিক্রম..তার মধ্যে নূর ইমরান মিঠু ছিল অন্যতম..ওর লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয় জীবনকে উপভোগ করা...জীবনের জয়রথ ছুটিয়ে চলা...পেছনে পড়ে থাকত রেজাল্ট, জিপিএ, পজিশনের ইদুর দৌড়...এর মধ্যে মিঠুর একটি ভালো গুণ ছিল ও প্রচুর পাঠ্যসূচীর বাইরের বই পড়ত..আর স্বপ্ন দেখত মিডিয়া লাইনে কাজ করার...মিঠুর স্বপ্ন বৃথা যায়নি..আমাদের ব্যাচের সবচেয়ে কম জিপিএ ধারীর একজন নূর ইমরান মিঠু...অনেকেই ওর রেজাল্ট নিয়ে হাসাহাসি করত কিন্তু মিঠুর কাছে ঐ গৎবাধা জিপিএ নিয়ে কোনো মাথা ব্যাথা ছিল না...ও ওর স্বপ্নকে তাড়া করে ফিরেছে..আজ মিঠুর জন্য গর্ব অনুভব হচ্ছে...মোস্তফা সারোয়ার ফারুকীর সিনেমা ‘পিঁপড়ে বিদ্যার’ নায়ক এখন মিঠু...মিঠু প্রমান করে দিল এই গৎ বাঁধা পড়াশুনা...জিপিএর পেছনে না ছুটেও জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়...জীবনের জয়গান সহজেই গাওয়া যায়...আর লক্ষ্যে অবিচল থাকলে নিজের স্বপ্নকে বাস্তবে রুপ দেয়া যায়...মিঠুকে আবারও অভিনন্দন.........মিঠু তুমি এগিয়ে যাও অসীমের দিকে........

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৯

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: অভিনন্দন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.