নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংবর্ত

আমি এই ব্লগের নীতিমালা মেনে আমার সৃজনশীলতা বিকাশের চেষ্টা করব

সুব্রত মল্লিক

আমি একজন শিক্ষক...শিক্ষকতার পাশাপাশি পড়তে লিখতে ভালোবাসি..

সুব্রত মল্লিক › বিস্তারিত পোস্টঃ

প্রতীক্ষা

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫০

তোমার প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে আজ ক্লান্ত, অবসন্ন। একেকটা নতুন ভোর আসে কিন্তু প্রতীক্ষার অবসান হয় না। সকাল বেলা দক্ষিণের জানালা খুলে তোমাকে অভিবাদন জানানোর জন্য চেয়ে থাকি দূর নিলিমায় কিন্তু তোমার কোনো অস্তিত্ব খূঁজে পাই না। তোমার প্রতীক্ষায় চাতক পাখির মতো আকাশ পানে চেয়ে আছে আরো অনেকেই। গাছের সবুজ পাতাগুলো ম্রিয়মান হয়ে আকাশপানে চেয়ে থাকে তোমার স্পর্শ পেতে। মাঠের বিবর্ণ কচি ঘাসগুলো মাথা নুইয়ে পড়ে আছে তীব্র দাবদাহে, তারপরও সে ফিরে ফিরে তোমার আগমন প্রত্যাশা করে ফেরে। কদম গাছের পাতার কাছে কড়িরা এসে আটকে যাচ্ছে, তোমার বীণার ঝংকারের শব্দে জেগে উঠবে বলে। পাখিগুলো ডানা মেলে উড়ে বেড়ায় কিন্তু ওদের মনেও আজ শান্তি নেই। গ্রামের মাঠের বিস্তীর্ন ফসলের মাঠগুলো আজ বিবর্ণ, সে আশায় আশায় আছে তোমার স্পর্শ পেলেই সে সজীব হয়ে উঠবে। তোমার আগমনের প্রত্যাশায় কৃষক ভোরবেলা উঠে মাঠে যান, তীব্র দাবদাহে ফেটে চৌচির হওয়া ফসলের মাঠ দেখে বিরস বদনে ঘরে ফিরে আসেন। একজন দিন মজুর, রিকশাওয়লা, খেটে খাওয়া মানুষ থেকে অফিসের বড় কর্তা, নেতা-মন্ত্রী সবাই আজ তোমার আগমনের প্রতীক্ষায় পার করছে একেকটা নিরস দিন। তুমি কি জান গিরি শিখর হিমালয়ও বসে আছে তোমার সাথে আলিঙ্গন করে তোমাকে এই বাংলায় সবার জন্য আশীর্বাদ হিসেবে প্রেরণ করার জন্য। তুমি চলে এস, এই প্রতীক্ষার ক্ষণ বড্ড বেশি করে পোড়াচ্ছে। হে অভিমানী বর্ষা তুমি আর মুখ ফিরিয়ে থেকো না, চলে এস তুমি আসলে আমরা তোমার স্পর্শে সজীব হয়ে উঠব, তোমার আগমনে আমরা আনন্দোৎসব করব। তুমি আসবে না!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:০২

সুমন কর বলেছেন: তুমিময় লেখা। ভালো হয়েছে।

২| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫১

বিজন রয় বলেছেন: সুন্দর।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৮

অমিত অমি বলেছেন: এই গরমে সত্যিই চাতক পাখির মতো আকাশ পাণে তাকিয়ে থাকি কেবল বৃষ্টির প্রতিক্ষায়।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.