নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

এই বাংলায়

২০ শে জুন, ২০১৫ রাত ৯:১৪

আমি,কোন ব্যবসার কথা বলবোনা
যে ব্যবসা আবেগের দরে
লাভ-ক্ষতির হিসাব করে।
আমি,কোন ইতিহাস টেনে আনবোনা
যে ইতিহাস ছড়িয়ে আছে
ফুলে,ফলে, মাঠে,ঘাটে।

যারা "চেতনা" শব্দটিকে পণ্য বানায়
আমি তাদের কথাও বলবোনা
শুধু শুনছি।শুধু দেখছি
ইতিহাসের চাকায়
কিভাবে মুক্তিযুদ্ধ এগিয়ে যায়।

আমি দেখেছি একদল হায়নার হিংস্রতা,'
ধর্ষণ,লুন্ঠন,হত্যা-
যারা জায়েজ করতো ধর্মের সুগন্ধ দিয়ে
আমি দেখেছি বাংলার জনগণের মুক্তিযুদ্ধের প্রতি
নীরব প্রেম,প্রগাঢ় ভালবাসা।

যারা "চেতনা" শব্দটাকে পণ্য বানায়
নিক তারা তা বানিয়ে
ইতিহাসের তাতে কী আসে যায়?

এক একটি রায়ের বাণী
কী অসামান্য দক্ষতায় মুক্তিযুদ্ধকে
মহিমান্বিত করে চলেছে।
শুধু দেখছি।শুধু শুনছি

এক একটি রায়ের বাণী
কাঙ্খিত নিষ্ঠুরতায়
"রাজাকার" শব্দটিকে
পৌঁছে দেয়
নরকের দরজায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.