নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

পতন

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৮:৪৬

হায় প্রেম! হায় ভালোবাসা! কেন তুমি
এমন চঞ্চলা?কেন তুমি বারে বারে
হও বাঁধন হারা?হতাশ হাওয়ায়
উড়িয়ে ঘুড়ি,লাটাইখানি কেন ফেলি
হেলায় ফেলায় দিন কাটাও? চঞ্চলা,
ওগো চঞ্চলা;এ তোমার কেমন খেলা!
হৃদয়খানি ভাঙ্গলো যার, বুঝবে কী
তার ব্যাথা।

ভাঙ্গলো যাদের মিলন মেলা,হতাশ
করা গানের সুরে-জীবন হবে ছন্দ
হারা।নামবে আঁধার দৃশ্যপটে,মিষ্টি
হেসে বলবে কী ভাই -ভালোথেকো, ওগো
ভালোথেকো।হায়,গড়ার যখন পণ ছিল,
তবে?তবে কেন ভাঙ্গবে হৃদয়?হায়!
হায় প্রেম! হায় ভালোবাসা!

কিসের আশায়,কিসের নেশায়,ধৈর্য্য
হারা-ভালোবাসা? জীবনের এই লগ্ন
যদি যায় বয়ে-কেমন করে আসবে
তুমি পথ চিনে?

স্বার্থ যদি দেয় হানা-জীবনের ওই
চলার পথে-তবে কী তুমি অন্ধ সেজে,
পাগল হয়ে,ঘুরবে শুধু ঘাটে ঘাটে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.