নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

আয়লান

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

"বাবা, ও বাবা,তুমি মারা যেওনা"-
এক শিশুর আর্তচিৎকার
বাতাসে মিশে যায়,আছড়ে পড়ে
সাগরের নীল বুকে-
ঢেউয়ে ঢেউয়ে উত্তাল সাগর।

ছোট্ট শিশু-আয়লান
কুর্দি আয়লান
মাত্র তিন বছর বয়স তার
মুখ থুবড়ে পড়ে আছে সাগর পারে
-মৃত!

মৃত্যু ভয়ে তাড়িত মানুষ
মৃত্যুকে পারে এড়াতে?
তবু বাঁচিবার চেষ্টা
ভালো থাকিবার চেষ্টা।

সাগরের ঢেউ জানে
পুঁজিবাদ কাকে বলা হয়?
জানে
জঙ্গীবাদ কার সহায়তায় যৌবন প্রাপ্ত হয়?
জানে পুঁজিবাদ ও জঙ্গীবাদের মাঝে
কেন গভীর প্রেম?
কেন আমেরিকা এবং ইসরায়েলের সাথে
মরুর দানব ওই জঙ্গীদের
পরকীয়া চলে?

ঢেউ তুমি দুঃখ পাও?
তাই কি আছড়ে পড় বালুকাবেলায়
বারে বারে
বারে বারে
মৃত আয়লানের নিথর দেহ
সাথে নিয়ে?

আমরা এই মানব জাতি
যারা কিনা ব্যবসায়ী
মানবতার চতুর ব্যবসায়ী
দুঃখ পাই না,বিন্দুমাত্র না
তবে ব্যবসা করি শিশু আয়লানের
দেহ নিয়ে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:

আয়লানের বাবার ভুলের জন্য পুরো পরিবার প্রাণ হারায়েছে, ওরা তুরস্কে থাকতে পারতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.