নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

ফাঁসির পরে

২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

আতংক নেমে আসে কুকুরদের মাঝে
আর তারা ভুলে যায় ঘেউ ঘেউ করা,
একের পর এক ফাঁসির
লম্বা মিছিল দেখে
তাদের বোধ-বুদ্ধি পর্যন্ত লোপ পায়।


যদি মৌলবাদ না বুঝতে পারো
যদি জঙ্গীবাদ না বুঝে থাকো
তবে বেশ
বুঝে নাও আস্তে ধীরে
তবু ডুবে যেও না মৌলবাদের
চোরাবালিতে।
মৌলবাদ- সেতো এক নেশা
ভয়ংকর নেশা।

তারা যেমন আগেও করেছিল-
হত্যা করেছিল
বাঙালি বুদ্ধিজীবিদের
এবং তা জায়েজ করতে বলেছিল
এই সব বাঙালি হলো ভারতের দালাল।
আর ঠিক একই ভাবে এখনও হত্যা করাকে
জায়েজ করেছে
এই বলে- ওরা নাস্তিক,ব্লগার।


ফাঁসির লম্বা মিছিল
ত্রাস সৃষ্টি হয়,কুকুরদের মাঝে
আর ভুলে যায় ঘেউ ঘেউ করা।


ওই যে লাল রঙ-রক্ত বর্ণ,সবুজের মাঝে
-বলছি জাতীয় পতাকার কথা
আর দেখো যারা প্রাণ দিলো
সেই পতাকার তরে
তারা কিভাবে যেন অবহেলিত হলো
এই বাংলাদেশে।
তাদের কেউ কেউ হারিয়ে গেলো
না,তাদের মারা যাওয়ার কথা বলছি না
বলছি বিক্রি হবার কথা
নীতিভ্রষ্ট হবার কথা।


যারা ছিল রাজাকার
আলশামস,আলবদর
তারা কিভাবে ফিরে এলো
মূলস্রোতে।


সময় সে তো বহমান
পৃথিবী এগিয়ে চলে
তবে হ্যাঁ,ফাঁসি বদলে দেয়
তাদের সব হিসাব।


আতংক নেমে আসে কুকুরদের মাঝে।

২২/১১/২০১৫





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬

ক্লান্ত তীর্থ বলেছেন: ফাঁসি বদলে দেয় তাদের সব হিসাব!


সহমত ;)

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

সুদীপ কুমার বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.