নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

গণহত্যার শিলালিপি

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৪


আয়নার সামনে দাঁড়িয়ে
দেখে তারা
নিজেদের মুখখানা;
আর অস্বীকার করে
দানবীয় নির্লজ্জতায়
দানবীয় বেহায়াপনায়।

হ্যাঁ,আমি এক বেহায়া জাতির কথা বলছি
আমি পাকিস্থানীদের কথা বলছি
আমি পৃথিবীর বর্বরতম গণহত্যার কথা বলছি
আমি একাত্তরের কথা বলছি।
আমি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে
পাকিস্থানী সৈন্যবাহিনী আর পাকিস্থান 'পসন্দ'
রাজাকার, আলবদর,আলশামস-যারা ঘটিয়েছিল
গণহত্যা;তাদের কথা বলছি।

যে পাকিস্থানী মেজর তার আপন জবান বন্দীতে
স্বীকার করে-
"হিন্দুদের হত্যার লিখিত নির্দেশ ছিল"
ছিল বাঙালি নারীদের ধর্ষণের নির্দেশ
এবং এ সকল কাজ করা হচ্ছিল
পূর্ব-পাকিস্থানে শান্তি ফিরিয়ে আনার জন্য।
হত্যা করার মৌখিক নির্দেশ ছিল-
যারা আওয়ামীলীগ করে-
যারা মুক্ত বুদ্ধির অধিকারী:বুদ্ধিজীবি-
বাংলাদেশপন্থী ব্যাবসায়ী,শিল্পপতী
সকলকে।

হায়,
একটি জাতি কতটুকু
নির্লজ্জ হলে
বেহায়া হলে
কাপুরুষ হলে
ভয় পায় সত্যের মুখোমুখি হতে।
০৯/১২/২০১৫

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

প্রামানিক বলেছেন: ভাল লাগল।

১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৩

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ শহীদুল ভাই।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৫

দেবজ্যোতিকাজল বলেছেন: বঙ্গবন্ধুকে তারা বলেছিল সংখ্যালঘু নেতা ।
বাংলাদেশে আরও যুদ্ধের প্রযোজন ছিল ,অৎ তাড়িতাড়ি স্বাধীনতা আসা ঠিক হয়নি । আর কিছুদিন যুদ্ধ চললে পরিশুদ্ধ হত ।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.