নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

তুমি এসো

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৮

বর্ষণ মুখর একটি সন্ধ্যা আর মায়াবী জ্যোৎস্না
যত্নে রেখেছি আমি,তোমাকে দেবো বলে।
তুমি এসো।
না;তোমায় বলবোনা-
ভালবাসার হারানো কথা
কিম্বা বলবোনা-কেন এই দূরে সরে থাকা।
বলবোনা-পাশাপাশি থাকো তুমি
চিরটি দিনের জন্য।
অথবা আমার শুষ্ক ঠোঁটে
একটি চুম্বন রেখা আঁকবার প্রতিশ্রুতি-
না;তাও চাইবোনা তোমার কাছে।

তুমি এসো
বসো,-আমার পাশে,-চুপটি করে
একটি বর্ষণমুখর সন্ধ্যায়
আঁধারের সাথে জলের সখ্যতা দেখবার তরে।
কিম্বা মায়া ছড়ানো জ্যোৎস্না রাতে
তুমি এসো।
আমি,-রাখবো এই হাত তোমার হাতে
আর বারন্দায় গিয়ে দেখবো অপেক্ষারত
মায়াবী পৃথিবী-
কিভাবে জ্যোৎস্না ভালবেসে জড়িয়ে আছে
প্রকৃতির সাথে।


একটি বর্ষার সন্ধ্যা আর জ্যোৎস্নার মায়াবী রাত
আমি যত্ন করে তুলে রেখেছি আমার কাছে
তোমাকে দেবো বলে,
তুমি এসো নিতে
-আমাকে কবরের নীরবতা গ্রাস করে নেবার আগে।


09032016

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৩

কল্লোল পথিক বলেছেন:






চমৎকার কবিতা।

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৬

সুদীপ কুমার বলেছেন: অনেক ধন্যবাদ কল্লোল ভাই।

২| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৫

আরাফআহনাফ বলেছেন: ".........।অপেক্ষারত
মায়াবী পৃথিবী-
কিভাবে জ্যোৎস্না ভালবেসে জড়িয়ে আছে
প্রকৃতির সাথে।"

ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.