নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

আমার যা ছিল

২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৫



দুই হাজার পাঁচশ টাকা,যা দিয়ে আমার মাস চলে
বাড়ি থেকে পাঠানো হয় আমার জন্যে
এর চেয়ে বেশী কিছু ছিলনা আমার কাছে
বিশ্ববিদ্যালয়ের দিনগুলিতে।

একজন বিখ্যাত তরুণী তার হাসি উপহার দেয়
আর জানতে চায়- জীবন নিয়ে কি ভাবছি এখন আমি।

আমার বইগুলি একে একে মস্তিষ্কে স্থান নেয়
আর বিকালগুলি উজ্জল বর্ণ ধারণ করে।

বাড়ির সকল চিঠি স্নেহ আর ভালবাসার আধার ছিল
শুক্রবারের রাতগুলি বন্ধুদের গানের সুরে মুগ্ধ ছিল।

দুই হাজার পাঁচশ টাকা,যা দিয়ে আমার মাস চলে টেনেটুনে
রাতের রাজনৈতিক মিছিলে তার কোন গুরুত্ব ছিলনা আমার কাছে।

একজন বিখ্যাত তরুণী তার হাসি দিয়ে
অনেক রাত নিদ্রাহীন করে দিয়েছে
মাস শেষে টাকা আসার স্বপ্নে ভোরের স্বপ্নগুলি ডানা মেলতো আকাশে।

দুই হাজার পাঁচশ টাকা আর এক তরুণীর মিষ্টি হাসি
যা ছিল আমার কাছে সময়ের উপহার রুপে।
২৩/১২/২০১৬

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:



টাকাতে হাসি কেনা যায় না, মাপা যায় না; হাসির মুল্য অনুভবে।

২৫০০ টাকা কোনদিন কবিতার জন্ম দেয়নি, কবিতার জন্ম দিয়েছে ১টি হাসি

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৪

সুদীপ কুমার বলেছেন: লেখাটি পড়বার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.