নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

হৃদয় রাজ্যের অলি গলি (৩ য় কিস্তি)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১০



স্নান সেরে অমলেশ বিছানায় গিয়ে বসে। দীপা চা করে আনে। চা শেষ করে অমলেশ ফেসবুক নাড়তে থাকে।

-বাবা, ঘোড়ায় চড়বো। দৌড়ে এসে ছোট মেয়ে ইলোরা বলে।

অমলেশের মনটা ভাল হয়ে যায়। ভাবে জীবনটা আসলেই সুন্দর। ও তাড়াতাড়ি বিছানার উপর ঘোড়া সাজে। অন্তরা আর ইলোরা দু’বোনই লাফিয়ে বাবার পিঠে চড়ে খেলা শুরু করে।

দীপা তাকিয়ে তাকিয়ে বাপ আর মেয়েদের খেলা দেখে । দীপার মনের ভেতর খচখচ করতে থাকে। ভাবে অমলেশের চাকরিটা থাকবে তো। যদিও অমলেশ এখনও কিছু ভেঙ্গে বলেনি, তবুও অমলেশের ভাবসাব দেখে ওর সন্দেহ হচ্ছে। দীপা জানে, অমলেশ চায় কোন কিছু নিয়ে দীপা যেন টেনশান না করে। তাই খারাপ কোন খবর দীপাকে জানাতে চায়না। দীপা এও জানে অমলেশ ওকে প্রচন্ড ভালবাসে। আর এ কারণেই কোন বিপদ আপদকে দীপা ভয় পায়না।

-ছোটটা ঘুমিয়েছে ? অমলেশ জানতে চায় ।
-যে পাজি ,এতো তাড়াতাড়ি ঘুমাবে ? দীপা উত্তর করে।
অমলেশ দীপার মসৃণ নাভীতে হাত বুলাতে থাকে । ইলোরা ঘুমোলে দীপা পাশ ফেরে। অমলেশের বুকের মধ্যে সেঁটিয়ে যায় । অমলেশ আলতো করে দীপার কপালে চুমু খায় । তার জবাবে দীপা অমলেশের বুকে চুমু খায়। আস্তে দুজন দু’ জনার সব পোষাক খুলে ফেলে । অমলেশ দীপার স্তন নিয়ে খেলা শুরু করে।
-বেলুন আছে তো ? দীপা অমলেশের কাছে জানতে চায় ।
-আজকে কেনা হয়নি ।
-তুমি কোন দিন যে কি ঘটিয়ে ফেলবে ! আমার বড্ড ভয় হয় । দীপা বলে।
দীপাকে চুমু খেতে খেতে অমলেশ বলে- তুমি উপরে আসো ।
- না তুমি । দীপা আদুরে গলায় বলে।
শেষ পর্যন্ত দীপাকেই উপরে উঠতে হয়।
- শোন তুমি উপরে উঠলে আমার যা একটা অনুভূতি হয় , কি বলবো তোমাকে। অমলেশ বলে ।
- বয়স মনে হয় কমে যাচ্ছে আমাদের ?
- কমই তো । তোমার পনেরো আর আমার কুড়ি।
দীপা হামলে পড়ে অমলেশের ঠোঁটের উপর।
-কামড়ে খেয়ে ফেলবে নাকি ?
-হ্যাঁ, খেয়ে ফেলবো।

পরদিন অমলেশ সকালেই ডিপোতে যায়। নতুন রিজিওনাল হেড সালেহীনও আসে।ন্যাশনাল সেলস ম্যানেজার ডিপোতে আসার পর নতুন এমপিও প্রার্থীদের ভাইভা শুরু হয়। অমলেশ তার স্যার সারাদিন ভাইভা নেয়। ন্যাশনাল সেলস ম্যানেজার ঢাকায় চলে যাবার আগে অমলেশকে বলে যায় ডি এস এম ফিরলে অমলেশ যেন নতুন আর এস এমকে ডিপোর সবকিছু যেন বুঝিয়ে দেয়। এন এস এম চলে যাবার আগে অমলেশকে লেদারের খুব সুন্দর একটা ব্যাগ গিফট করে যায়।

প্রথম কিস্তি (Click This Link)
দ্বিতীয় কিস্তি ( Click This Link )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.