নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

পান পাত্রটি অর্ধেক খালি ছিল

১৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৯




তারপর একদিন ছেলেটি হারিয়ে যায়
পৃথিবীর রোমান্টিক অন্ধকারে।
কে ডেকেছিল তারে, কেনই বা যেতে হলো তারে
সে খবর লিখা হয়েছিল ধূসর সময় মাঝে ?

সে এক ধূসর সময় বয়ে নিয়ে চলেছিল ক্লান্ত-শ্রান্ত পৃথিবী।

বোমায় বিস্ফারিত দেহ যেন কোন মানব দেহ নয়
কে যেন টেনে টেনে ছিঁড়েছে পাপড়ি,- গোলাপ ফুলের ।

হতাশার সংজ্ঞা জানা ছিলনা আমার
ভিক্ষুক হৃদয়,অন্ধকুপে তলিয়ে থাকা হৃদয়
আলোহীন
দিশাহীন।

পত্রিকার পাতায় স্থান করে নেয় একজন ফেদাইনের মৃত্যুর খবর
আর আমাদের লুন্ঠিতহৃদয় তা ধারণ করে নির্বিঘ্নচিত্তে, -ধূসরতায় ঠাসা সময়!

কি ব্যাখ্যা দেওয়া যায়?
দারিদ্রতা-
পুঁজিবাদি প্রথা-
হতাশায় নিমজ্জিত যুবক হৃদয়-
ভালবাসার অভাব-
ধর্মের জন্যে লড়াই?
কোন ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারে সবার হৃদয়?

বিকলাঙ্গ সময়ের স্রোত
বয়ে নিয়ে চলে মৃত্যুর মিছিল
আর ধর্মান্ধ জনতা চিৎকার করে সেই শব যাত্রায়
তাদের কন্ঠে ধ্বনিত হয়-বিকলাঙ্গ সমাজের গান।

সৃষ্টিকর্তা আমাকে বর দিয়েছিল-মানুষ হও
আর আমি রুপান্তরিত হলাম অমানুষে
অথচ আমার হাতে ধর্মগ্রন্থ ছিল
আমার পড়া হয়ে ওঠেনি,তবে আমি শুনেছি তাদের কথা
যাদের মুখে ফুটে ধর্মের ফুল,-যখন তখন।

তৃষ্ণায় শুকিয়ে রয় কন্ঠ,-তোমার আমার
বিশাল জলরাশিতে শুনি বিষাদের সুর।

১৬/০৩/২০১৭

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:


কবিতায় ভাষা ও হৃদয় আছে, নামটা বেশী ঢংগী হয়েছে, মনে হয়।

১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৪

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.