নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

এসো বৃষ্টিতে ভিজি সকলে

১৬ ই জুন, ২০১৭ রাত ১১:২৩




একদিন
গোলাপ বিবর্ণ হয়ে যাবে
ঝরে পড়বে স্মৃতির গাছ হতে।

বৃষ্টির গান,বৃষ্টির ফোঁটা আমাদের এনেছিল কাছে
এই আষাঢ়ে ঘন বর্ষাতে
ঝর ঝর বৃষ্টিতে ।আমাদের ভিজিয়ে দিয়েছিল বৃষ্টি,-আহ্লাদে আনন্দে
প্রথম ভালোলাগার সুতীব্র আবেগে।

বৃষ্টি ঝরছে অনবরত
কত আষাঢ় চলে গেলো
কত শ্রাবণ শেষ হলো
কত বকুল ঝরে গেলো নীরবে
তবু শেষ হলোনা এই বৃষ্টি, প্রেমের বৃষ্টি
ভালোলাগার বৃষ্টি,ভালোবাসার বৃষ্টি
বৃষ্টি ঝরছে অনবরত।

এসো ভিজি গো আগের মত
প্রেমের বৃষ্টিতে
বর্ষার বৃষ্টিতে,
বৃষ্টি ঝরছে অনবরত।

কোন
একদিন
কোন এক শ্রাবণে আমরা আবার নামবো ,ভিজতে,ভিজিয়ে দিতে
গাছে গাছে থাকবে কদম,সোনা দিয়ে মোড়ানো বকুল
শালুক থাকবে ঝিলে
গোলাপের বিবর্ণ পাপড়ি ফিরে পাবে রঙ ,-আগের মত উজ্জল লাল।


আমরা ভিজবো প্রেমের বৃষ্টিতে,ভালোবাসার বৃষ্টিতে,আবেগের বৃষ্টিতে ,-চিরটাকাল।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৭ রাত ১১:৩৫

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: সাজিয়ে ঘুচিয়ে কবিতাটা খুব সন্দুর হয়েছে।

২| ১৬ ই জুন, ২০১৭ রাত ১১:৪৪

রায়হানুল এফ রাজ বলেছেন: এতো প্রেম!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.