নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

ভুল

০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১১





একদল উচ্ছল তরুনীর কেলো হাসিতে উজ্জল শোক দিবস।
মাতাল এক ঈশ্বর,হাতে তার প্রাণের সম্ভার।

রক্তাক্ত প্রজার অসহায় আর্তনাদ
মাতাল এক ঈশ্বর ,হাতে তার দায়িত্বের দন্ড।

রক্তে মিশে যায় প্রাণঘাতী বিষ
মাতাল এক ঈশ্বর ,হাতে তার প্রাণের সম্ভার।


অচেনা-অজানা এক রোডম্যাপ
মাতাল এক নেতা,হাতে তার নৌকার বৈঠা।

০৮/০৮/২০১৭

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৮

বিজন রয় বলেছেন: সবাই দেখি কেলো হাসিতে ফেটে পড়ছে।

নেতারা বেসামাল হয়ে পড়েছে।

++++

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১০

সুদীপ কুমার বলেছেন: ভালবলেছেন দাদা।

২| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৯

চিটাগং এক্সপ্রেস বলেছেন: নৌকা ডুবে মাঝির ভুল আর অতিরিক্ত যাত্রী বহন করলে। আর এই দুটি আওয়ামীলীগের বর্তমান অংশ।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৩

সুদীপ কুমার বলেছেন: দেখা যাক কি হয়?

৩| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিতার শক্তিতে বিস্মিত হলাম :)

সত্য প্রকাশের দূরন্ত সাহসী মাধ্যমে তীব্র প্রতিবাদে ভাললাগা


+++++

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৪

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৯

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: শোকের দিনে সুখের হাসি
দেখতে বড্ড বেমানান,
--- বঙ্গবন্ধু কাঁদছে দুঃখে
সয়না যে আর অপমান।
সেলফি বাজি ফটো পোজে
নঙ্গর আর বিরিয়ানি,
ভাগ নিয়ে যে ঝংগড়া হচ্ছে
দিচ্ছে গালি চুত - রানি।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৫

সুদীপ কুমার বলেছেন: বড্ড বেমানান।

৫| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১১

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: @
বানানটা ঝগড়া হবে

৬| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩২

প্রোলার্ড বলেছেন: উনারা শোককে শক্তিতে পরিনত করতে পেরেছেন বলেই আজ কেলো হাসি দিতে পারতেছেন।

৭| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: যে দল দেশটাকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে, তারা তো হাসবেই।
সময় এখন তাদের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.