নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৮



ভালোবাসা মানে এই নয় যে সব সময়ই কাছে থাকা
তার চেয়েও বেশী কিছু,- মনের মাঝে থাকা।

সব সময় বলতে হবে ভালোবাসি,ভালোবাসি...... ভালোবাসি
না,তাও ঠিক নয়।তবে একবার অন্তত বলা উচিত...... ভালোবাসি।

আচ্ছা,ভালোবাসার মাঝে অনেকদিন থাকার পরও যদি মনে হয়
- কোথাও যেন ঘাটতি আছে,কিছু একটা,...... কিছু একটা হারিয়ে গিয়েছে
আমাদের মাঝ হতে।তবে কি করবো তখন আমরা? আরও সময় দেবো-
দু' জন দু' জনকে? কি করা যেতে পারে?
অনেক অনেকদিন একসাথে।তবে কি হারানোর ব্যাথাকে খুঁজছি আমরা?
তাও ঠিক নয়! তবে কি খুঁজছি...... তুমি...... আমি.......
আমাদের মাঝে থাকা ভালোবাসার সবুজ চারাটি কেমন যেন রঙ হারিয়েছে
....... বর্ণহীন লাগছে কি?.......


ভালোবাসা মানে কি কাছে থাকা সব সময়?.....

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৪

ঝানডু বাম বলেছেন: ভাইজান, কি লেখার লগে কি ছবি দিলেন!! কিছুই তো বুঝবার পারলামনা!!
এই সব উল্টা পাল্টা কাম কাইজ করলে তো কেউ আফনেরেও বিশ্বাস করিবে না যে!!!

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৬

সুদীপ কুমার বলেছেন: ঝানডু বাম কি এখনও পাওয়া যায়?

২| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৪

পবন সরকার বলেছেন: ছবি কবিতায় মিল নাই

৩| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিজে ভালোবাসার কথা কইয়া এমন ছবি দিছেন মনে হইতেছে দুই ফুল এক মালী...

৪| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৪

এডওয়ার্ড মায়া বলেছেন: দাদা কি কলিকাতার ঝান্ডু বাম !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.