নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

বানভাসি মানুষ ভালো থেকো তোমরা

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৩




নেতিবাচক শব্দ বলতে নেই
তবু এসে যায়
এসে যায় তাহাদের কর্মকান্ড দেখে
আহা তাহারা কতই মহানুভব, দরদী
এখন তাহারা ত্রাণ বিতরনকারী
কেউ আবার বানভাসীদরদী ব্যবসায়ী-
আত্মপ্রচারকারী!

আহা কি সুন্দর তাহাদের হৃদয়,
উতলে উঠছে দরদ, বন্যার্ত মানুষের কষ্ট,দুঃখ আর বেদনায়।
তাহাদের মনঃকষ্ট সীমাবদ্ধ শুধুমাত্র মহানুভব সাজার ব্যবসায়ী সময়ে
কেউ বা ব্যস্ত ভারত বিদ্বেষ উগরে দিতে
কেউ ব্যস্ত পুরানো ছবি,ভীনদেশী বন্যার ভিডিও ছড়িয়ে দিতে
কেউ বা ব্যস্ত সামনে নির্বাচন তাই ত্রাণবিতরণকারী রুপে নিজেকে প্রমাণে।

আমি দেখিনা কারা ত্রাণ পাচ্ছে, কি পাচ্ছে
বানভাসি মানুষ হারিয়ে যায় বানভাসীদরদী ব্যবসায়ী মানুষের আড়ালে।

প্রাকৃতিক দুর্যোগ হয়তো রুখে দেওয়া যায় এদেশে
কিন্ত রুখে দেওয়া যায়না বিরুপসময় বিক্রয় ব্যবসায়ীদেরকে।

বানভাসি মানুষ তোমরা ভালো থেকো
লড়ে যেও বিরুপসময় মাঝে
যেভাবে লড়াই করেছো এর আগেও
আর জয়ী হয়েছো সব সময়।

১৮/০৮/২০১৭

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৯

শুভ্র বিকেল বলেছেন: হুম ঠিকই বলেছেন। স্বার্থপরেরা সময়ের সুযোগ নিতে সর্বদা তৎপর। বানভাসি মানুষকে নিয়ে রাজনৈতিক
খেলা বন্ধ হওয়া উচিত।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০১

সুদীপ কুমার বলেছেন: স্বার্থপরেরা সময়ের সুযোগ নিতে সর্বদা তৎপর-সহমত।

২| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপনার পোষ্টের জন্য ধন্যবাদ। এভাবেই আমাদেরকে এগিয়ে আসতে হবে জনসচেতনতা সৃষ্টি করার জন্য।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০২

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.