নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

সাপুড়ের বাঁশির সুরে অবশ পৃথিবী

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪১



দুঃচিন্তামুক্ত পৃথিবী গড়ে উঠুক আমাদের জন্যে
অথচ বিভেদের প্রাচীর গড়ে তুলছে তারা একের পর এক।

কৃষ্ণের বাঁশিতে ভালোবাসার সুর ছিল, প্রেমের সুর ছিল,ছিল মহামিলনের ডাক
আজ তুমি কে বাজাও বাঁশি মেঘের আড়াল হতে
আজ তুমি কে বাজাও বাঁশি বিভেদের,সন্ত্রাসের,যুদ্ধ আর অশান্তির
এ বাঁশির সুরে পোড়ে মধ্যপ্রাচ্য,সিরিয়া আর আরাকান সম্রাজ্য।

মেঘনাদ যুদ্ধ করতো মেঘের আড়াল হতে,কাপুরুষ ছিল সে তাই লুকিয়ে করতো যুদ্ধ
তোমরাও কাপুরুষ জাতি বলে বিবেচিত হবে একদিন,বিবেচিত হবে পৃথিবীর কীট
জানি কোন একদিন,কোন এক মহাকালের গর্ভে,শোন কি? শোনা যায় পতনের শব্দ।

তোমাদের শক্তিশালী সাম্রাজ্যবাদী হাত আজ গুনে শুধু মুনাফা পৃথিবীর কোনে কোনে

এই পৃথিবী আমার,আমাদের।এই স্থানে বাস করতো আমাদের পূর্বপুরুষ,
এই সবুজ মাঠ,এই সাগর,এই পর্বত আমাদের আগলে রেখেছিল মাতৃস্নেহে
তোমার বাঁশির বিষাক্ত সুরে আজ আমরা উদ্বাস্ত পৃথিবীর প্রতিটি প্রান্তে।

তোমার বাঁশিতে ভাসে অর্থ,সুখ-স্বাচ্ছন্দ্য আর উন্নত জীবনের লোভনীয় স্বপ্ন
তাই হয়তো ধর্মও ভুলে যায় শান্তিকে,হয়ে ওঠে সহিংস,নিষ্ঠুরতার আবরণে আবৃত হয়
নিজের অজান্তে।তাই সংবাদপত্রের পাতায় ভেসে বেড়ায় মস্তিষ্ক অবশকারী বিষ।
তাই দেশে দেশে তৈরী হয় সুশীলদালাল,সুবাতাস বয় আরব বসন্তের,সহি গণতন্ত্রের,
তাই জন্ম নেয় মোস্তাক,পড়ে থাকে লাশ পৃথিবীর শ্রেষ্ঠ নেতাদের-অবহেলায়,অনাদরে
তাই জন্ম নেয় লাদেন,আল-কায়েদা,আই এস ও আরাকানের জঙ্গী সংগঠন

তুমি বাজাও বাঁশি শান্তির,আর ঝুলিয়ে দাও শান্তির স্বর্ণমেডেল দালালের গলাতে
আর আমি শুনি সুর ভাতৃঘাতী যুদ্ধের,হিঃসার,আর শুনি নোবেল বিজেতা দালালের
ঘেউ ঘেউ ডাক - সভা,সেমিনারে আর প্রচার যন্ত্রের অন্দর মহলে।

এসো কানে তুলো দিই,যেন কানে না আসে ওই বাঁশির বিভেদসুর।

৩০/০৮/২০১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.